HAPPY LIFE HOMEO CARE

HAPPY LIFE HOMEO CARE Homoeopathy is supposed to work miracles.

মাথার চুল আজীবন কালো থাকবে এই ইচ্ছে সকলেরই। সমস্যা শুরু হয় কালো চুল সাদা হতে শুরু করলে। চুল পাকলে প্রকৃত বয়সের তুলনায় বে...
10/09/2024

মাথার চুল আজীবন কালো থাকবে এই ইচ্ছে সকলেরই। সমস্যা শুরু হয় কালো চুল সাদা হতে শুরু করলে। চুল পাকলে প্রকৃত বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখায়! চুল পাকার সমস্যায় খুব ভালো সমাধান রয়েছে হোমিওপ্যাথিতে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথির প্রাক্তন অধিকর্তা প্রফেসর ডাঃ গৌতম আশ জানাচ্ছেন, চুল পাকতে পারে নানা কারণে। সাধারণত ৩০ থেকে ৩৫ বছর বয়স হওয়ার পর স্বাভাবিকভাবেই একটা-দু’টো করে চুল পাকতে শুরু করে। এমনকী এই বয়সের পরে, পরবর্তী ১০ বছর অন্তর ২০ শতাংশ চুল ধূসর হতে থাকে। চুল সাদা হওয়ার কারণ হল, হেয়ার ফলিকলে মেলানিনের মাত্রা কমে যাওয়া। প্রশ্ন হল হেয়ার ফলিকল কী? আর মেলানিন কী? মাথার ত্বকের নীচে থাকে চুলের শিকড়। এই মূলকে ঘিরে থাকে বীজ কোষ। বীজ কোষে থাকে বিশেষ ধরনের কোষ যার নাম মেলানোসাইট কোষ। মেলানোসাইট কোষ তৈরি করে মেলানিন নামে রঞ্জক। এই রঞ্জকের কারণে চুলের রং হয় কালো। আমাদের ত্বকের রঙের জন্যও দায়ী এই মেলানিন। মেলানোসাইট কোষগুলি স্বাভাবিক মাত্রায় মেলানিন তৈরি করতে না পারলে চুলের রং সাদা হতে শুরু করে। নানা কারণে এমন হতে পারে। কারণগুলির মধ্যে রয়েছে, বংশগতি, কঠিন কোনও অসুখ, ভিটামিনের অভাব, দীর্ঘসময় ধরে চুলে রোদ পড়া, চুলে তাপ প্রয়োগ করা, হেয়ার স্ট্রেটনিং, মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার, কলপ করা, অতিরিক্ত ধূমপানের অভ্যেস ইত্যাদি।
সুতরাং প্রথমেই দেখতে হবে চুল পাকতে শুরু করেছে কেন! সেই বুঝে ওষুধ খেতে হবে। চুল পাকতে শুরু করার প্রাথমিক অবস্থা থেকেই হোমিওপ্যাথির সাহায্য নিলে চুল সাদা হওয়ার অগ্রগতি অনেকটাই রোধ করা সম্ভব! বংশগতির কারণে চুল পাকলে সেই বুঝে কিছু ওষুধ খেতে হবে। আবার কিছু রোগ যেমন থাইরয়েডের গণ্ডগোল হলে, শ্বেতীর মতো অটোইমিউন ডিজিজ হলে, মানসিক চাপে ভুগলে ও ধূমপানে আসক্তি থাকলে আগে রোগ বা মূল কারণটি সারানোর ওষুধ দিতে হবে। তাহলেই চুল সাদা হওয়া বন্ধ হয়ে যাবে। আবার ভিটামিন বি৩, বি৬, বি৭, বি১২, ই, এ, সি এর মতো ভিটামিন, জিঙ্ক-সেলেনিয়ামের মতো খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের অভাবেও দ্রুত পাকতে পারে চুল। সেক্ষেত্রে ওষুধের সঙ্গে শরীরে যাতে পুষ্টি উপাদানের জোগান বজায় থাকে তাও নিশ্চিত করতে হবে। অন্যদিকে কলপে থাকে হাইড্রোজেন পারঅক্সাইড নামে রাসায়নিক। পারঅক্সাইড চুলের মেলানিন ধ্বংস করে। ফলে দ্রুত চুল সাদা হতে থাকে। অতএব, চুল কেন পাকছে তার প্রধান কারণ চিহ্ণিত করা আগে দরকার। সেই বুঝে দেওয়া যায় ওষুধ। হোমিওপ্যাথিতে লাইকোপোডিয়াম, সালফার, সোরাইনাম, ক্যালকেরিয়া কার্ব, সেলিনিয়াম, ফসফরাসের মতো ওষুধগুলি চুল পাকা রোধে খুব ভালো কাজ করে। তবে কোন রোগীর ক্ষেত্রে কোন ওষুধ ভালো কাজ করবে তা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকই নির্ণয় করতে পারেন। অবশ্য আর্নিকা মাদার টিংচার, জাবোরান্ডি মাদার টিংচার, আমলকী মাদার টিংচার নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথার চুলে ব্যবহার করা যায়। তবে সমস্যার প্রকৃত সমাধান চাইলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয়।

জাগো নারী জাগো নিজেদের সম্মান ছিনিয়ে নাও 😠
14/08/2024

জাগো নারী জাগো নিজেদের সম্মান ছিনিয়ে নাও 😠

01/07/2024
🔴 গলায় সংক্রমণ (গলা ব্যথা) জন্য হোমিওপ্যাথি চিকিৎসা ও ঔষধ🔴গলার সংক্রমণ যেকোনো মানুষের হতে পারে। এতে আপনার গলা ফুলে যাবে,...
24/04/2024

🔴 গলায় সংক্রমণ (গলা ব্যথা) জন্য হোমিওপ্যাথি চিকিৎসা ও ঔষধ🔴

গলার সংক্রমণ যেকোনো মানুষের হতে পারে। এতে আপনার গলা ফুলে যাবে, ব্যথা হবে এবং খাবার গিলতে কষ্ট হবে। মূলত ফ্লু এবং সাধারণ ঠান্ডা ফ্লু ভাইরাস এই সংক্রমণের কারণ, এছাড়াও অ্যালার্জি, ব্যাকটেরিয়াল ইনফেকশন, দূষিত বায়ু বা ধূমপানও এই সংক্রমণের কারণ।

∆সাধারণ চিকিৎসায় সামগ্রিক ভাবে লক্ষণ গুলি থেকে আরাম পেলেও এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। হোমিওপ্যাথি রোগের মূল কারণকে খুঁজে বের করে তার চিকিৎসা করে এবং অন্যান্য লক্ষণগুলিরও চিকিৎসা করে। হোমোওপ্যাথি আপনার সব রোগকে নির্মূল করে কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই।

•বেলাডোনা: বেলাডোনা গলা সংক্রমণের জন্য সর্বোত্তম হোমিওপ্যাথিক প্রতিকার । বেলাডোনা টনসিলের জন্য (গলার ভিতরে সাদা এবং লাল ফোলা টনসিল) এবং গিলতে অসুবিধা হলে তার প্রতিকারের জন্য খুব ভাল।

•হেপার সালপিএইচ: আপনার যদি গলা খুশখুশ করে তার সাথে যদি ব্যথা হয় তাহলে হেপার সালপিএইচ এই লক্ষণের চিকিৎসার জন্য খুব ভাল।
ফসফরাস: ফসফরাস 'ক্লারজিম্যান'স থ্রোট’ (কথা বলার সময় স্বরযন্ত্রের ওপর অস্থিরতা অনুভব হওয়া) রোগের জন্য খুব ভালো ঔষধ।
লাচেসিস:তরল গিলতে গেলে গলায় অসুবিধা হলে, এর সবচেয়ে ভালো ঔষধ হল লাচেসিস। এছাড়াও ক্রনিক টনসিলিটিসের জন্য লাচেসিস ব্যবহার করা হয়।

•ইগ্নাশিয়া: যদি আপনার মনে হয় যে আপনার গলায় একটি মাংসপিণ্ড আছে এবং আপনি সহজে খাবার গলাতে পারছেন না, সেক্ষেত্রে ইগ্নাশিয়া ভাল কাজ করতে পারে।

•ব্রায়োনিয়া: ব্রায়োনিয়া শুষ্ক কাশির জন্য এবং গলা ব্যথার থেকে আরাম পাওয়া জন্য ব্যবহার করা হয়।

•ড্রসেরা: স্প্যামোডিক, শুকনো কাশির থেকে গলাকে আরাম দেওয়ার জন্য ড্রসেরা ব্যবহার করা হয়।

•মার্ক সোল:লালচে ভাব, ফুলে যাওয়া এবং গলা ব্যথার চিকিৎসার ক্ষেত্রে মেরেক সোল ব্যবহার করা হয়। আবহাওয়া পরিবর্তনের ফলে গলা খারাপ হলে এই ঔষধের সাহায্য নিতে পারেন।

•আর্সেনিকাম অ্যালবাম: যদি ঠাণ্ডা লাগার জন্য গলা খারাপ হয় তাহলে আর্সেনিকাম অ্যালবাম ব্যবহার করতে পারেন। এই ঔষধ আপনাকে নাক দিয়ে জল বেরোনোর চিকিৎসায় ব্যবহার করা যায়।

•অ্যাকোনাইট: ঠাণ্ডা লাগার কারণে জ্বালা এবং ব্যথা অনুভব হলে, হাঁচি হলে এর প্রতিকার হিসাবে অ্যাকোনাইট ব্যবহার করা যেতে পারে।

•কস্টি‌কাম: বহু সময় জোরে চেঁচালে বা কথা বললে গলা চিড়ে যায় বা গলায় ব্যথা হয়। সেই ক্ষেত্রে কস্টি‌কাম খুব উপকারী।

•আর্জেন্টাম মেটালিকামঃ যদি আপানার গলা ব্যথা হয়, বা গলার স্বর খারাপ হয়ে গেলে সেই ক্ষেত্রে আর্জেন্টাম মেটালিকাম খুব সহায়ক।

•ব্যারিটা কার্বোনিকাঃ বর্ধিত টনসিল, গলা ব্যথা র জন্য শিশুদের ক্ষেত্রে বরিটা কার্বোনিকা দিয়ে চিকিৎসা করা হয়।

Proud Moment "Indian Association Hall এ সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল, 5th All India Biochemic Medical Conference ...উক্ত ...
10/03/2024

Proud Moment
"Indian Association Hall এ সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল, 5th All India Biochemic Medical Conference ...
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Honorable Sri. Shyamal Kumar Sen (Former Governor Justice)এবং Sri T T Bagchi (Medical Scientist & Doctor)"




🔴বাতের হোমিওপ্যাথিক ওষুধ🔴আমাদের শরীরের অস্থিসন্ধির ফুলে যাওয়া ও সাথে অসহ্য যন্ত্রণা হল বাতের লক্ষণ। এছাড়াও কিছু কিছু ক্ষ...
06/03/2024

🔴বাতের হোমিওপ্যাথিক ওষুধ🔴

আমাদের শরীরের অস্থিসন্ধির ফুলে যাওয়া ও সাথে অসহ্য যন্ত্রণা হল বাতের লক্ষণ। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ওই ফুলে যাওয়া অংশ শক্ত হয়ে যেতে পারে। এই বাতের প্রভাব বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। যার ফলে হাঁটতে, চলতে কিংবা উঠতে, বসতে ও নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। তরুন লোকেদের থেকে বয়স্করা এই সমস্যার সম্মুখীন হন। এখানে উপসর্গ অনুযায়ী বাতের হোমিওপ্যাথিক ওষুধ ও চিকিৎসা (Homeopathic medicine for arthritis) নীচে দেওয়া হল।

homeopathic medicine for arthritis
বাত বা আর্থারাইটিস (Arthritis) প্রধানত দুই প্রকার।

১) অস্থিসন্ধির বাত ( Rheumatoid arthritis) – এই ধরনের বাত সাধারনত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে গাঁট বা অস্থিসন্ধির যে আস্তরন থাকে তা ফুলে যায় ও সঙ্গে খুব যন্ত্রণা হতে থাকে। এর ফলে গাঁটের তরুনাস্থি (cartilage) ক্ষতিগ্রস্থ হয়।

২) অস্থিক্ষয়জনিত বাত ( Osteoarthritis) – আমাদের শরীরের হাড়ের প্রান্তে একটি শক্ত ও পাতলা আস্তরন ( Cartilage ) থাকে । যার ফলে অস্থিসন্ধি বা গাঁটের নড়াচড়ার সময় স্বচ্ছন্দ বোধ করি। এবার কোনও সংক্রমন বা আঘাতের ফলে এই Cartilage ক্ষতিগ্রস্থ হলে হাড়ে হাড়ে ঘষা লাগে। যার ফলে অসহ্য যন্ত্রণা হয়।

Abrotanum 200 – কাঁধের , হাতের , কব্জির , গোড়ালির বাত, আক্রান্ত স্থান ফোলার আগে ব্যাথা। আক্রান্ত স্থান হতে ব্যাথা বুক পর্যন্ত যায়।

Antim Crud 200 – তরুন বাত, আঙ্গুল আক্রান্ত, সাথে পেটের গণ্ডগোল।

Ammon Mur 200 – বাতে আক্রান্ত স্থান টেনে ধরার মতো যন্ত্রণা।

Colchicum Q – ব্যাথা একস্থান থেকে অন্যস্থানে সরে সরে বেড়ায়, এক গাঁট থেকে অন্য গাঁটে যন্ত্রণা, যন্ত্রণা বুক পর্যন্ত যায়।

Angustura 200 – দুই হাঁটুর গাঁটে ও অঙ্গ প্রত্যঙ্গে, গাঁটের ভেতর মড়মড় শব্দ, গাঁট ও পেশি শক্ত ও আড়ষ্ট হয়ে থাকে।

Radium 200 – দাঁড়ালে বা সোজা হয়ে বসলে,নড়াচড়াতে ব্যাথার উপশম, পাছায়, কোমরে ব্যাথা। রাতে যন্ত্রনার বৃদ্ধি, নেফ্রাইটিস পীড়াসহ বাত।

Bryonia Q – হাঁটু বা অন্য অস্থিসন্ধিতে বাত, আক্রান্ত স্থান শক্ত,লাল,চকচকে, গাঁট ফোলে, গরম হয়, ছিঁড়ে ফেলার মতো যন্ত্রণা, নড়াচড়াতে যন্ত্রণা বাড়ে, প্রচুর ঘাম হয়।

Calcarea Phos 200 – কোমরের নিচের হাড়ের যন্ত্রণা, প্রতি ঋতু পরিবর্তনে শরীরে কামড়ানি, ব্যাথা।

Causticum 200 – আক্রান্ত স্থান অসাড়, শক্ত যেন পেশি বাঁধা আছে, হাত পা বেঁকে যায়, খিঁচে ধরা বা টেনে ধরার মতো যন্ত্রণা।

Colocynth 200 – যন্ত্রণা কম বোধ হয় কিন্তু আক্রান্ত স্থানের শক্ত বা আড়ষ্ট ভাব যায় না।

Address

RAMNAGAR Road, , BONGAON, NORTH (24) , Pin-743235
Bangaon
743235

Opening Hours

Monday 10am - 4pm
Wednesday 11am - 3pm
Friday 9am - 4pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when HAPPY LIFE HOMEO CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to HAPPY LIFE HOMEO CARE:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram