
09/04/2024
আসুন আজ একটা গল্প বলি, সাধারণত যে গল্প এই গ্রুপ থেকে আমরা করি তার থেকে একটু আলাদা, এটা স্বনির্ভর হবার গল্প ; তবে মনে রাখবেন এটা গল্প নয় সত্যি।
গল্প বলার আগেই বলে সব গল্পের Happy ending হয় না।
বৃহস্পতিবার, সুমন বর্ধনের ভাই চিরঞ্জিত সিংহ সিমলাপালে বাস থেকে পড়ে গিয়ে আহত হয়। পায়ে গুরুতর চোট লাগে। দ্রুত বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু হয় কিন্তু অত্যধিক রক্তপাতের কারণে ক্রমাগত রক্ত দিতে হচ্ছিল তাও অবস্থার উন্নতি হচ্ছিল না। অবশেষে অস্ত্রোপচার করে ডান পা বাদ দেবার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন ডাক্তার। আগামী কাল অপারেশন হবে তার আগে অন্তত 5-6 ইউনিট ব্লাড রেডি রাখতে অনুরোধ করা হয়। ব্লাড ব্যাঙ্কে রক্তের crisis এর জন্যে পুরোটাই donate করতে বলে ব্লাড ব্যাংক। এর পর সুমন যেটা করে সেটাই ভিন্ন গল্প, ও অলরেডি 2-3 ইউনিট রক্ত ব্যবস্থা করে তারপরেও আজ 2 জন কে রেডি করে আমাদেরকে জানায় বাকি ব্লাড এর জন্যে। একটা ছেলে একাই 4-5 জন Donor এর ব্যবস্থা করে দিচ্ছে কোনো সংগঠনের সাহায্য ছাড়াই। বিশ্বাস করুন এই দুঃখের পরিস্থিতিতেও বলছি আমরা চাই কোনো ব্যক্তিকেই কোনো সংগঠনের কাছে যেন সাহায্য নিতে না হয় সেই জন্যই আমরা সামান্য চেষ্টা করে যাই। আমরা প্রায় কিছুই করিনা যা করেন আপনারা, যারা Blood donate এর প্রয়োজন পড়লে ঝাঁপিয়ে পড়েন। আমরা তো সমন্বয়সাধন করি মাত্র। আজকের ঘটনাটাও সেইরকম, না, বোধহয় একটু অন্যরম। সুমন ইউনাইটেড ব্লাড Donors এর এক সদস্যকে ফোন করে । এই প্রসঙ্গে নাম না নিয়েও বলছি বহু বছর ধরে চুপচাপ এই কাজ টা করে আসছে সে। কিন্তু আজ সে বাইরে থাকার জন্যে ফোনটা ধরতে পারেনি। তখন সুমন আর একজন কে কল করে বলে " দাদা Donor এর ব্যবস্থা করে দাও" । 30 মিনিট এর মধ্যে রক্ত দিতে যাবার জন্য রেডি হয়ে চলে আসে পল্লব দে, চন্দন কুম্ভকার ও বাপি প্রতিহার ভাই। এর মধ্যে বাপি বিষ্ণুপুর থেকে সোজা বাঁকুড়া ব্লাড ব্যাঙ্কে উপস্থিত হয়। পল্লব প্রায় জোর করে ব্লাড দিতে যায়। আমি ভেবেছিলাম পল্লব কে আগামীকাল পাঠাবো কিন্তু ও আজকেই যায়। চন্দনকে নিয়ে নতুন করে কিছু বলার নেই যখন যেখানে যেতে বলেছি কখনো না বলেনি। আজ এই 3 জন রক্ত দিয়ে আসে। প্রয়োজনে আরও রক্ত দেবার জন্য সন্তু জানা রেডি আছে। লাস্ট মুহুর্তে যেতে নিষেধ করি, ছোটু মিদ্যা ভাই- তোকে কি বলি বলতো ❤️ এতো dedication পাস কীভাবে? কখনো বলিনি তোদের কতো ভালবাসি তোদের আর বলবোও না কোনোদিন। মুখে বলে কি করবো? বাপি ভাই খালি পেটে ছিল তাও রক্তদান করে, অনেকটা journey করে, খালি পেটে রক্তদান করার জন্য একটু অসুস্থ হয়ে গেলেও রক্তদান এর স্পিরিট কম হয় নি ভাইয়ের। ধন্যবাদ ভাই।
সাথে অনেক জন গিয়েছিল তাদের নাম আর নিচ্ছি না। শুধু বলছি সুমন আমরা পাশে আছি।
Please আপনারাও পাশে থাকুন, আরো বেশি রক্ত দান করুন. আমাদের দলে নাম লেখাতে ফরম টা ফিল আপ করে রাখুন প্রয়োজনে ডেকে নেবো আপনাকেও। ভালো থাকুন, সুস্থ থাকুন, রক্ত দান করতে থাকুন।
আমাদের লক্ষ্য রক্ত দান নিয়ে মানুষ এত সচেতন হোক যাতে রক্তদান এর জন্যে কাউকে খুঁজতে না হয় সব বাড়ি থেকে অনেক অনেক Donor তৈরি হোক।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf8O5FBzLRu51wjbxlKVflhgfFEIDAMwA8MeWzn_47W9AK6xA/viewform