United Blood Donors ইউনাইটেড ব্লাড ডোনার্স

  • Home
  • India
  • Bankura
  • United Blood Donors ইউনাইটেড ব্লাড ডোনার্স

United Blood Donors ইউনাইটেড ব্লাড ডোনার্স আমাদের উদ্যেশ্য মুমূর্ষু রোগীকে রক্ত

আসুন আজ একটা গল্প বলি, সাধারণত যে গল্প এই গ্রুপ থেকে আমরা করি তার থেকে একটু আলাদা, এটা স্বনির্ভর হবার গল্প ; তবে মনে রাখ...
09/04/2024

আসুন আজ একটা গল্প বলি, সাধারণত যে গল্প এই গ্রুপ থেকে আমরা করি তার থেকে একটু আলাদা, এটা স্বনির্ভর হবার গল্প ; তবে মনে রাখবেন এটা গল্প নয় সত্যি।

গল্প বলার আগেই বলে সব গল্পের Happy ending হয় না।

বৃহস্পতিবার, সুমন বর্ধনের ভাই চিরঞ্জিত সিংহ সিমলাপালে বাস থেকে পড়ে গিয়ে আহত হয়। পায়ে গুরুতর চোট লাগে। দ্রুত বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু হয় কিন্তু অত্যধিক রক্তপাতের কারণে ক্রমাগত রক্ত দিতে হচ্ছিল তাও অবস্থার উন্নতি হচ্ছিল না। অবশেষে অস্ত্রোপচার করে ডান পা বাদ দেবার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন ডাক্তার। আগামী কাল অপারেশন হবে তার আগে অন্তত 5-6 ইউনিট ব্লাড রেডি রাখতে অনুরোধ করা হয়। ব্লাড ব্যাঙ্কে রক্তের crisis এর জন্যে পুরোটাই donate করতে বলে ব্লাড ব্যাংক। এর পর সুমন যেটা করে সেটাই ভিন্ন গল্প, ও অলরেডি 2-3 ইউনিট রক্ত ব্যবস্থা করে তারপরেও আজ 2 জন কে রেডি করে আমাদেরকে জানায় বাকি ব্লাড এর জন্যে। একটা ছেলে একাই 4-5 জন Donor এর ব্যবস্থা করে দিচ্ছে কোনো সংগঠনের সাহায্য ছাড়াই। বিশ্বাস করুন এই দুঃখের পরিস্থিতিতেও বলছি আমরা চাই কোনো ব্যক্তিকেই কোনো সংগঠনের কাছে যেন সাহায্য নিতে না হয় সেই জন্যই আমরা সামান্য চেষ্টা করে যাই। আমরা প্রায় কিছুই করিনা যা করেন আপনারা, যারা Blood donate এর প্রয়োজন পড়লে ঝাঁপিয়ে পড়েন। আমরা তো সমন্বয়সাধন করি মাত্র। আজকের ঘটনাটাও সেইরকম, না, বোধহয় একটু অন্যরম। সুমন ইউনাইটেড ব্লাড Donors এর এক সদস্যকে ফোন করে । এই প্রসঙ্গে নাম না নিয়েও বলছি বহু বছর ধরে চুপচাপ এই কাজ টা করে আসছে সে। কিন্তু আজ সে বাইরে থাকার জন্যে ফোনটা ধরতে পারেনি। তখন সুমন আর একজন কে কল করে বলে " দাদা Donor এর ব্যবস্থা করে দাও" । 30 মিনিট এর মধ্যে রক্ত দিতে যাবার জন্য রেডি হয়ে চলে আসে পল্লব দে, চন্দন কুম্ভকার ও বাপি প্রতিহার ভাই। এর মধ্যে বাপি বিষ্ণুপুর থেকে সোজা বাঁকুড়া ব্লাড ব্যাঙ্কে উপস্থিত হয়। পল্লব প্রায় জোর করে ব্লাড দিতে যায়। আমি ভেবেছিলাম পল্লব কে আগামীকাল পাঠাবো কিন্তু ও আজকেই যায়। চন্দনকে নিয়ে নতুন করে কিছু বলার নেই যখন যেখানে যেতে বলেছি কখনো না বলেনি। আজ এই 3 জন রক্ত দিয়ে আসে। প্রয়োজনে আরও রক্ত দেবার জন্য সন্তু জানা রেডি আছে। লাস্ট মুহুর্তে যেতে নিষেধ করি, ছোটু মিদ্যা ভাই- তোকে কি বলি বলতো ❤️ এতো dedication পাস কীভাবে? কখনো বলিনি তোদের কতো ভালবাসি তোদের আর বলবোও না কোনোদিন। মুখে বলে কি করবো? বাপি ভাই খালি পেটে ছিল তাও রক্তদান করে, অনেকটা journey করে, খালি পেটে রক্তদান করার জন্য একটু অসুস্থ হয়ে গেলেও রক্তদান এর স্পিরিট কম হয় নি ভাইয়ের। ধন্যবাদ ভাই।

সাথে অনেক জন গিয়েছিল তাদের নাম আর নিচ্ছি না। শুধু বলছি সুমন আমরা পাশে আছি।

Please আপনারাও পাশে থাকুন, আরো বেশি রক্ত দান করুন. আমাদের দলে নাম লেখাতে ফরম টা ফিল আপ করে রাখুন প্রয়োজনে ডেকে নেবো আপনাকেও। ভালো থাকুন, সুস্থ থাকুন, রক্ত দান করতে থাকুন।

আমাদের লক্ষ্য রক্ত দান নিয়ে মানুষ এত সচেতন হোক যাতে রক্তদান এর জন্যে কাউকে খুঁজতে না হয় সব বাড়ি থেকে অনেক অনেক Donor তৈরি হোক।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf8O5FBzLRu51wjbxlKVflhgfFEIDAMwA8MeWzn_47W9AK6xA/viewform

ইউনাইটেড ব্লাড ডোনার্সের সদস্য সৌমাল্য ঘোষের জ্যেঠুর অপারেশনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে দুইউনিট ব্লাড ডোনেট করা...
03/02/2024

ইউনাইটেড ব্লাড ডোনার্সের সদস্য সৌমাল্য ঘোষের জ্যেঠুর অপারেশনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে দুইউনিট ব্লাড ডোনেট করার জন্য তৎক্ষণাৎ দিলদরিয়া হৃদয় নিয়ে রাজি হয়ে যায় নয়ন গোস্বামী (দাদা) এবং সেই দৃষ্টান্ত মর্মী আবেগসহ অনুকরণ করে ছোটো স্নেহের ভাই সৌমেন মিদ্যা(ছোটু)। এইরকম মহতী রক্তদাতাদের জন্যই বেঁচে আছে মানবতা, অসুস্থতার হাত থেকে সুস্থতায় ফিরে যায় অসুস্থ মানুষজন।

নিচের লিঙ্কে ক্লিক করে আপনারাও আমাদের 'ইউনাইটেড ব্লাড ডোনার্স' পরিবারে যুক্ত হোন-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf8O5FBzLRu51wjbxlKVflhgfFEIDAMwA8MeWzn_47W9AK6xA/viewform

ভালো থাকুন, সুস্থ থাকুন |

"An individual has not started living until he can rise above the narrow confines of his individualistic concerns to the...
24/12/2023

"An individual has not started living until he can rise above the narrow confines of his individualistic concerns to the broader concerns of all humanity.” ― Martin Luther King Jr.

মানব সেবায় নিয়োজিত হয়ে যে পরমানন্দ পাওয়া যায় সেটা যেকোনও উৎসবের কল্লোলকে হার মানায় | 'ইউনাইটেড ব্লাড ডোনার্স, তালডাংরা'- এর সদস্যরা এই মানবধর্ম পালনে সর্বদা অঙ্গীকারবদ্ধ | গতকাল আমাদের অত্যন্ত স্নেহের পরোপকারী সদস্য Subham Chatterjee(শুভম চ্যাটার্জী) সেই নজিরটাই সকলের কাছে আবার তুলে ধরল | গতকাল বাঁকুড়া জেলার সারেঙ্গা নিবাসী ও পেশায় বাস চালক জনৈক ভদ্রলোক আমাদের জানায় যে উনার ৭৫ বছর বয়সী মা স্বাগতা চক্রবর্তী পায়ের হাড় ভেঙে যাবার কারণে পিরোলগাড়ি স্থিত জীবন সুরক্ষা হাসপাতাল (ইউনিট ২) - এ ভর্তি রয়েছেন এবং আজ ২৫ তারিখ উনার অস্ত্রোপচারের জন্য এক বিরল গ্রুপের রক্তের প্রয়োজন এবং এটা জানা মাত্রই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত আমাদের ঐ প্ৰিয় সদস্য শুভম ,"𝘁𝗵𝗲 𝗕𝗶𝗿𝘁𝗵𝗱𝗮𝘆 𝗕𝗼𝘆" গতকাল তার জন্মদিন উদযাপনের মাঝ পথেই ডিসেম্বর মাসের এই ঠান্ডা উপেক্ষা করে রাত্রি ৮ টার সময় "বাঁকুড়া ব্লাড ব্যাঙ্ক" - এ হাজির হয়ে রক্তদান করে | শুভমের মত সদস্যরাই সমাজের প্রকৃত সম্পদ ও সকলের জন্য অনুপ্রেরণার উৎস | জন্মদিনের এইরকম অপ্রতিম উদযাপন নিঃসন্দেহে শুভম তথা আমাদের সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে | ঈশ্বরের কাছে প্রার্থনা করি স্বাগতা দেবী দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন | উনার পরিবারের আশীর্বাদই হবে শুভম ভাই এর জন্মদিনের শ্রেষ্ঠ উপহার | United Blood Donors ইউনাইটেড ব্লাড ডোনার্স আপনাদের সেবায় সদা প্রস্তুত | আপনারাও এইরূপ মহান কর্মযজ্ঞে নিজেদের সামিল করুন ও মানবধর্ম পালনে ব্রতী হোন |
নিচের লিঙ্কে ক্লিক করে আপনারাও আমাদের 'ইউনাইটেড ব্লাড ডোনার্স' পরিবারে যুক্ত হোন-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf8O5FBzLRu51wjbxlKVflhgfFEIDAMwA8MeWzn_47W9AK6xA/viewform

'ইউনাইটেড ব্লাড ডোনার্স, তালডাংরা' - এর পক্ষ থেকে সবাইকে জানাই "𝗠𝗲𝗿𝗿𝘆 𝗖𝗵𝗿𝗶𝘀𝘁𝗺𝗮𝘀" ; ভালো থাকুন, সুস্থ থাকুন |

তালডাংরা উচ্চ বালিকা বিদ্যালয়ে( উ:মা:) রজত জয়ন্তী উপলক্ষ্যে বিদ্যালয়ে বিদ্যালয় ও ইউনাইটেড ব্লাড ডোনার্সের যৌথ প্রয়াসে তা...
17/12/2023

তালডাংরা উচ্চ বালিকা বিদ্যালয়ে( উ:মা:) রজত জয়ন্তী উপলক্ষ্যে বিদ্যালয়ে বিদ্যালয় ও ইউনাইটেড ব্লাড ডোনার্সের যৌথ প্রয়াসে তালডাংরা গ্রামীন হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের পূর্ণ সহযোগিতায় বিদ্যালয়ের প্রাক্তনী বর্তমান ছাত্রী ও ইউনাইটেড ব্লাড ডোনার্সের সদস্যাদের পরিচালনায় হয়ে গেল রক্তের গ্রুপ নির্ণয় শিবির। এই শিবিরে প্রায় দুইশত শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

কার্তিক পূজোর দিন বাইক দুর্ঘটনায় গুরুতর ভাবে জখম হয় পুনেশ্যা গ্রামের রাজু লোহার, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে অস্ত্...
23/11/2023

কার্তিক পূজোর দিন বাইক দুর্ঘটনায় গুরুতর ভাবে জখম হয় পুনেশ্যা গ্রামের রাজু লোহার, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে অস্ত্র প্রচারের জন্য দুই ইউনিট রক্তের প্রয়োজন পড়ে, ফোন করা মাত্র রাজি হয়ে যায় মালাতোড় গ্রামের চিন্ময় গোস্বামী পেশায় HDFC BANK কর্মী, চিন্ময় ভাই কে অসংখ্য ধন্যবাদ সাহায্যের হাত বাড়ানোর জন্য। আপনারাও যুক্ত হোন মানুষের সেবায় United Blood Donors ইউনাইটেড ব্লাড ডোনার্স তালডাংরা ।

সাবড়াকোন এলাকার মানুষ মঙ্গল শিটকে চন্দ্রবোড়া সাপে কাটার পর প্রাথমিক চিকিৎসার পর জানা যায় ইমার্জেন্সি দুইউনিট রক্তের প্রয়...
14/11/2023

সাবড়াকোন এলাকার মানুষ মঙ্গল শিটকে চন্দ্রবোড়া সাপে কাটার পর প্রাথমিক চিকিৎসার পর জানা যায় ইমার্জেন্সি দুইউনিট রক্তের প্রয়োজন। বাঁকুড়া ব্লাড ব্যাঙ্কে ঐ নির্দিষ্ট গ্রুপের রক্তের অপ্রতুলতাবশত ইউনাইটেড ব্লাড এর নিকট খবর আসে। যোগাযোগ করা হয় ঐ গ্রুপের তরুণ রক্তদাতা বুলেট এবং মার্শালের সাথে, তারা তৎক্ষণাৎ সম্মতি জানায়। পেশেন্ট পার্টির পক্ষ থেকেও একজন রক্তদাতাকে জোগাড় করা হয়, এবং আমাদের পক্ষ থেকে রক্ত দেয় প্রথম রক্তদাতা মার্শাল ; বুলেট এর আগে রক্তদান করায় তাকে সংগঠনের পক্ষ থেকে বারণ করা হয়। ডায়ালিসিসের জন্য উপরোক্ত পেশেন্ট পার্টির একজন এবং আমাদের মার্শাল রক্তদান করে। এই উৎসবের দিনগুলিতেও সমানে কাজ করে চলেছে ইউনাইটেড ব্লাড ডোনার্স।নিচের লিঙ্কে ক্লিক করে আপনিও যুক্ত হোন https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf8O5FBzLRu51wjbxlKVflhgfFEIDAMwA8MeWzn_47W9AK6xA/viewform

বিশ্বজিৎ  এর মায়ের অপারেশনের জন্য দু ইউনিট রক্তের রিকুইজিশন সংগঠনের হোয়াটস্যাপ গ্রুপে জানানোর মাত্র অনেকের মতই কালীপুজোত...
12/11/2023

বিশ্বজিৎ এর মায়ের অপারেশনের জন্য দু ইউনিট রক্তের রিকুইজিশন সংগঠনের হোয়াটস্যাপ গ্রুপে জানানোর মাত্র অনেকের মতই কালীপুজোতে শশ:ব্যস্ত পার্থ জানায় সে রক্ত দান করতে প্রস্তুত। অত:পর আমাদের সদস্য বিশ্বজিৎ ও পার্থভাই রক্তদান করে আবারও দৃষ্টান্ত স্থাপন করে। এরকমই কাজের সাথে যুক্ত হতে United Blood Donors ইউনাইটেড ব্লাড ডোনার্স

রক্ত যোদ্ধারা আছে, তাদের থাকতেই হয়, শীতে, গ্রীষ্মে বা বর্ষায়। চিরঞ্জিত কোলে আমাদের নাইট বা Warrior।  যখনই দরকার পড়ে চির...
02/09/2023

রক্ত যোদ্ধারা আছে, তাদের থাকতেই হয়, শীতে, গ্রীষ্মে বা বর্ষায়। চিরঞ্জিত কোলে আমাদের নাইট বা Warrior। যখনই দরকার পড়ে চিরঞ্জিত Blood Donate করে আজও তার অন্যথা হয়নি। বৃষ্টি মাথায় বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্কে রক্ত দিতে গিয়েছিল। আজ আমাদের সদস্য Tarashankar Roy (Shanku Roy) এর পরিচিত ধডাঙ্গা গ্রামের জয়দেব পাত্র এর Rare গ্রুপ এর রক্ত দরকার পড়ে। দাদা আমাদের Requisition দিলে কিছুক্ষণের মধ্যেই চিরঞ্জিত রেডি হয়ে যায় ও রক্তদান করে আসে। আমরা ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি আর ভাই যেনো আরও অনেকের পথ প্রদর্শক হয় সেই আশা করি। অনেক অনেক ভালোবাসা ভাই এর জন্যে ।

তালডাংরা ইউনাইটেড ব্লাড ডোনার্সের সক্রিয় প্রাণবন্ত সদস্য স্বদেশ ভুঁই ওরফে সাজুর  দাদু শ্বশুরের গুরুতর শারীরিক অসুস্থতাজন...
13/08/2023

তালডাংরা ইউনাইটেড ব্লাড ডোনার্সের সক্রিয় প্রাণবন্ত সদস্য স্বদেশ ভুঁই ওরফে সাজুর দাদু শ্বশুরের গুরুতর শারীরিক অসুস্থতাজনিত কারণে অপারেশনের জন্য ৪ ইউনিট রক্তের প্রয়োজন মেটানোর তাগিদে কর্তৃপক্ষের অনুরোধে তৎপর দুরন্ত রাজি হয়ে প্রাণোচ্ছ্বল দুই সদস্য
মিহির রক্ষিত এবং সৌমেন মিদ্যা দুর্গাপুর আই কিউ সিটিতে সাজুর সঙ্গে গিয়ে স্বেচ্ছায় রক্তদান করে চিকিৎসায় পূর্ণ সহযোগীতা করে এক মূমুর্ষু মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার নিশান উড্ডীয়মান করে তোলে। বাড়ীর দিক থেকে মহাপ্রাণ পরিবারের সদস্যরা দু ইউনিট রক্ত স্বেচ্ছায় মুক্তহৃদয়ে দান করে বয়ো:জ্যেষ্ঠ অভিভাবককে পুনরায় চলমান স্বাভাবিক জীবনে নিয়ে আসতে বদ্ধপরিকর হয়ে এক দৃষ্টান্ত স্থাপন করে। এইসব মানবপ্রেমী মানুষদের অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। এইরকম মানবতাবাদী কর্মকান্ডে যুক্ত থাকতে নিচের লিঙ্কে ক্লিক করুন। https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf8O5FBzLRu51wjbxlKVflhgfFEIDAMwA8MeWzn_47W9AK6xA/viewform

সাবড়াকোনের বাসিন্দা শিউলি দে র অসুস্থতাবশত তিন ইউনিট রক্তের প্রয়োজনে ঐ এলাকার উদারহৃদয় দুজন রক্তদাতা রক্তদান করে দুইউনিট...
29/07/2023

সাবড়াকোনের বাসিন্দা শিউলি দে র অসুস্থতাবশত তিন ইউনিট রক্তের প্রয়োজনে ঐ এলাকার উদারহৃদয় দুজন রক্তদাতা রক্তদান করে দুইউনিটের প্রয়োজন মেটানোর পরও এক ইউনিট রক্তের প্রয়োজনীয়তার অভাববোধ হওয়ায় এক ইউনিট রক্ত চাওয়ামাত্র আমাদের নেতৃত্ব ঝাপিয়ে পড়ে মানবসেবী মহতী একজন A+ গ্রুপের রক্তদাতা বুলেট হেমব্রমকে পাঠিয়ে মানবতার লক্ষ্যে তৈরী এই সংগঠন মানবসমস্যার সমাধানে । বুলেট ভাই কে অনেক অনেক ভালোবাসা ❤️❤️

ইউনাইটেড ব্লাড ডোনার্সের সদস্য তন্ময় ঘোষের ঠাকুরমার অর্থোপেডিক্স সমস্যা নিয়ে রতনপুর লোপায় ভর্ত্তি হয় এবং অপারেশন এর জন্য...
25/07/2023

ইউনাইটেড ব্লাড ডোনার্সের সদস্য তন্ময় ঘোষের ঠাকুরমার অর্থোপেডিক্স সমস্যা নিয়ে রতনপুর লোপায় ভর্ত্তি হয় এবং অপারেশন এর জন্য তিন ইউনিট A+ রক্তের প্রয়োজনের কথা জানামাত্র ইউনাইটেড ব্লাড ডোনার্সের হস্তক্ষেপে যোগাযোগ করা হয় বাঁকুড়া ব্লাড ব্যাঙ্কের সাথে এবং এক ইউনিট রক্তের জোগান হয় একটি কার্ডের বদলে। অত:পর প্রীতম ঘোষের এক ইউনিট অন্য গ্রুপের বদলে রোগীর গ্রুপের রক্ত দেওয়া হয়। পরিশেষে তনু রুইদাস এক ইউনিট একই গ্রুপের রক্ত দান করে। সকলকে অসংখ্য ভালোবাসা এবং স্নেহের পরশ ও কৃতজ্ঞতা। এরকমই কাজের সাথে যুক্ত হতে নিচের লিঙ্কে ক্লিক করুন
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf8O5FBzLRu51wjbxlKVflhgfFEIDAMwA8MeWzn_47W9AK6xA/viewform

14/06/2023

Address

Taldangra
Bankura
722152

Alerts

Be the first to know and let us send you an email when United Blood Donors ইউনাইটেড ব্লাড ডোনার্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to United Blood Donors ইউনাইটেড ব্লাড ডোনার্স:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category