28/02/2023
প্রান্তিক প্রণাম
এতটা ছোট প্রান্তরেখা তোমার জন্য নয়
হয়তো কিছু ভুল থেকে গেছে
অনিকেত অগোচরে
জীবনটা যদি মাঠ হয়
তবে খেলার বিভক্তি যুক্ত সময় কাটে দ্রুত
দীর্ণ হয়ে যাওয়া কিছুটা সময় পেরিয়ে গেলে
মাথা উঁচু করে হাঁটতে দেখেছি
সংসারের সারাৎসার বুঝে নেওয়ার মত মধ্যবিত্ত মন
কখনও উচাটন উপন্যাসের মত হয়েছে
জটিলতারা দীর্ঘশ্বাস ফেলেছে দূরে দাঁড়িয়ে
অপরের দুঃখভাগী হতে তুমি লজ্জা পাওনি কখনও
তোমার মনের কাছে, কাজের কাছে থেকেছে
যে সব গরীব গুরবোরা
তুমিও তো থেকেছো তাদেরই হয়ে
দিকচক্রবালে সন্ধ্যা গাঢ় হয়ে এলে
একান্ত নিষ্ঠায় " হরিনাম সংকীর্তন"এ মেতে ওঠে যে মন
সেখানে অগোচরেই হাত রাখলে, হে অনন্ত?
তোমারি অক্ষয় নামের অন্তরালে রেখেছিলে যারে
হে হরি, মৃত্যুর অপেক্ষা
প্রান্তিক প্রণামেই তুমি নিয়ে গেলে সেই আত্মজনে।।
( শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর অকস্মাৎ মৃত্যু আমাকে ভাবায়। ২৭.২.২৩)