Dr Mayuri's homoeo Concern.

Dr Mayuri's homoeo Concern. Homoeopathic education, uplipment,homeo progress, facilities, treatment, homeo advancement,invention.

13/11/2025

শ্বেতী রোগে র হোমিওপ্যাথিক সমাধান । অবশ্যই সবাই শুনবেন।

28/10/2025

What is heart attack ?
Please listen this video.

07/10/2025

আমাদের মানবদেহ যেন একটি যন্ত্র। যন্ত্র যেমন প্রতিনিয়ত কাজ করে , ঠিক তেমনি আমাদের মানবদেহে নিরন্তর বিভিন্ন পক্রিয়া চলছে। শরীরের মধ্যে এমন কিছু প্রোটিন আছে যা অনুঘটকের ভূমিকা নেয়। অনুঘটক যেমন রাসায়নিক বিক্রিয়া র গতি বৃদ্ধি করে তেমনি উৎসেচক একধরনের জৈব অনুঘটক। আমাদের শরীরের যে রাসায়নিক ক্রিয়া ঘটে তার গতি বৃদ্ধি করে কিন্তু রাসায়নিক ক্রিয়া কে নষ্ট হতে দেয় না। এই উৎসেচক আদ্র তাপে নষ্ট হয়ে যায়। তাই একে thermolabile বলে।

কিছু গুরুত্বপূর্ণ এনজাইম ও তার কাজ

অ্যামাইলেজ - শর্করা হজমে সাহায্য করে
এটি প্রধানত লালাগ্রন্থি ও অগ্ন্যাশয়ে তৈরী হয়।

লাইপেজ- অগ্ন্যাশয়ে পাওয়া যায়।

প্রোটিএজ- প্রোটিন কে ভেঙ্গে অ্যামাইনো অ্যাসিড তৈরী করে।

পেপসিন- এটি একটি পাচক এনজাইম।

এনজাইম এর বৃদ্ধি-

লিভার এর এনজাইম এর বৃদ্ধি -

লিভারের কিছু এনজাইম-

ALP, ALT, AST , GGT , এই এনজাইম গুলি বেড়ে যায়

cirrhosis of liver, fatty liver disease হল এর প্রধানত কারন।

কিছু কার্ডিয়াক এনজাইম-

মায়োগ্লোবিন, ট্রপোনিন , ক্রিয়েটিনন কাইনেজ।
Myocardial infarction heart এর এই রোগ টি হলে কার্ডিয়াক এনজাইম গুলি রক্ত সঞ্চালনে মুক্তি পায়। heart attack এর পর ট্রপোনিন level বেড়ে যায়।

Fatty liver disease হলে symptom similarity মেনে যে হোমিওপ্যাথিক ঔষধ আছে ,
1. Natrum sulph 200
2. Carbo veg 30
3. Lycopodium 30.
4. Chelidonium majus q
5. Alpha liv .

সকলে সুস্থ থাকুন ও ভালো থাকুন।

Dr. Mayuri Bhattacharjee.
B.H.M.S( WBUHS).

31/08/2025

নখের বিভিন্ন রোগে র কি হোমিওপ্যাথি চিকিত্সা আছে?

28/08/2025

থাইরয়েডের সমস্যা হলে কি হোমিওপ্যাথি চিকিত্সা আছে?

ক্রনিক ব্রংকাইটিস রোগে হোমিওপ্যাথি চিকিত্সা ক্রনিক ব্রংকাইটিস রোগে একটি দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরী হয় ব্রংকাই তে। এখন   প্র...
25/07/2025

ক্রনিক ব্রংকাইটিস রোগে হোমিওপ্যাথি চিকিত্সা

ক্রনিক ব্রংকাইটিস রোগে একটি দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরী হয় ব্রংকাই তে।

এখন প্রশ্ন হচ্ছে যে ব্রংকাই কাকে বলে?

ব্রংকাই দেখতে বড়ো নলের মতো। কেনো একটি বড়ো নল যেমন জল ধরে রাখতে পারে, ঠিক তেমনি ব্রংকাই আমরা যখন শ্বাস নিই সেই বাতাস বা air বহন করে শ্বাসনালী বা trachea থেকে ফুসফুসে নিয়ে যায়।

আমাদের ফুসফুসে ছোটো ছোটো মিউকাস গ্রন্থি থাকে, যা উপরের দিকে র শ্বাসপথ কে আর্দ্র রাখে মিউকাস ক্ষরণের মাধ্যমে। Respiratory মিউকাস তৈরী হয় গবলেট নামক কোষ দিয়ে। যদি কোনো কারণে মিউকাস গ্রন্থি তে irritation হয় যার প্রধান কারন হল smoking , যারা ধুলোধোঁয়া র মধ্যে বেশি থাকেন, যারা কয়লা খনি তে কাজ করেন, এসব ক্ষেত্রে মিউকাস গ্রন্থি বড়ো হয়ে যায় বা hypertrophy হয়ে যায়, ফলে মিউকাস ক্ষরণ বেড়ে যায় , গবলেট কোষে র proliferation হয়, এটাই মূলত কাশি , কাশি র সাথে সর্দি ওঠা র কারন।

রোগ লক্ষন গুলি হল

কাশি , কাশি র সাথে সর্দি উঠবে (productive cough)
কাশি র একটা বিশেষত্ব আছে
এক বছরের মধ্যে পর পর তিন মাস কাশি।পরবর্তীতে শ্বাসকষ্ট হতে পারে।

এর হোমিওপ্যাথি ওষুধ গুলি হল

1. Sticta 30. 2. Justicia 30 . 3. Ipecac 30.
4. Cuprum met 6

Spongia 6, Belladonna 30 .

ধন্যবাদ। ভালো থাকবেন।

সৌজন্যে - Dr. Mayuri's Homoeo concern.
Dr. Mayuri Bhattacharjee .

B.H.M.S.( WBUHS)

19/07/2025

Anatomy of Abdomen. It's boundary, and anterior abdominal wall. It is very important video. Please listen this.Thank you.

আজকের প্রতিবেদন  -  জ্বরের প্রকারভেদ ও তার হোমিওপ্যাথি চিকিত্সা। হঠাত্   ই  আবহাওয়ার   একটা পরিবর্তন ঘটেছে। গ্রীষ্ম গিয়ে...
08/07/2025

আজকের প্রতিবেদন - জ্বরের প্রকারভেদ ও তার হোমিওপ্যাথি চিকিত্সা।

হঠাত্ ই আবহাওয়ার একটা পরিবর্তন ঘটেছে।
গ্রীষ্ম গিয়ে বর্ষার আগমন ঘটে ছে। আর এই ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন রোগে র প্রাদুর্ভাব দেখা যায়। বিভিন্ন রোগের মধ্যে যে রোগের কথা না বললেই নয় সেটি হলো জ্বর। তবে জ্বরের বিভিন্ন প্রকারভেদ আছে। 1) intermittent fever 2) remittent fever. 3) continuous fever.4) hectic. 5) relapsing.

Intermittent fever - এই ধরনের জ্বরে প্রথমে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, কয়েক ঘণ্টা পর আবার স্বাভাবিক হয়ে যায়। আবার কিছুক্ষণ পর জ্বর আসবে। উদাহরণ- Malaria, tuberculosis, typhoid fever.

Remittent fever- এই জ্বর খানিকটা intermittent fever এর মতো। তবে একটাই পার্থক্য তাপমাত্রা পরিবর্তন হলেও একেবারে ই সেটা স্বাভাবিক হয়না।

Continuous fever- একটানা বেশি তাপমাত্রা। শরীরের তাপমাত্রা ওঠা নামা করে না।

Relapsing fever- অনেক দিন ধরে শরীরের স্বাভাবিক তাপমাত্রা থাকার পর আবার বাড়তে পারে।

জ্বরের কিছু হোমিওপ্যাথিক ঔষধ আছে।
সেগুলো হলো-

Rhus Tox 30 -

বৃষ্টি তে ভিজে জ্বর হলে, বিশ্রাম বাড়ে, চলাফেরা করলে কমে , এই ক্ষেত্রে Rhus Tox 30 ব্যবহার করা যেতে পারে।

Belladonna 30-

মাথা য় যন্ত্রনা থাকলে জ্বরের সাথে Belladonna 30 ব্যবহার করা যেতে পারে।

Bryonia 30-

বিশ্রামে কমে, চলাফেরা করলে বাড়ে , শুকনো জিভ, জল তেষ্টা প্রবল। এ ক্ষেত্রে Bryonia 30 ব্যবহার করা যেতে পারে।

Dulcamara 30- স্যাঁতসেঁতে আবহাওয়া য় বৃদ্ধি পায়। এ ক্ষেত্রে Dulcamara 30 ব্যবহার করা যেতে পারে।

Arsenicum album 30-

জ্বর একটু পুরনো হলে অর্থাত জ্বর 3 - 4 দিন ধরে থাকে, ঠান্ডা খাবার খেয়ে যদি জ্বর আসে জল তেষ্টা প্রবল, দুপুর বেলা র দিকে জ্বর বাড়লে Arsenicum album 30 ব্যবহার করা যেতে পারে।

সকলে সুস্থ থাকুন ভালো থাকুন।

Dr.Mayuri's Homoeo concern
Dr.Mayuri Bhattacharjee
B.H.M.S. ( WBUHS)

Address

P. O. Hridaypur/DrS. P. Ghosh Street/KOL. 127
Barasat

Opening Hours

Monday 9am - 11:30am
Tuesday 9am - 11:30am
Wednesday 9am - 11:30am
Thursday 9am - 11:30am
Friday 9am - 11:30am
Saturday 9am - 5pm

Telephone

+919875660208

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Mayuri's homoeo Concern. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Mayuri's homoeo Concern.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram