14/11/2023
ভাইফোঁটার তিথি ও শুভক্ষণ
এই বছর ১৪ ও ১৫ নভেম্বর দু'দিন পড়েছে ভাইফোঁটার তিথি। দ্বিতীয়া শুরু হবে ১৪ নভেম্বর দুপুর ২টা বেজে ৩০ মিনিট থেকে এবং ১৫ নভেম্বর দুপুর ১টা বেজে ৫৬ মিনিট পর্যন্ত চলবে দ্বিতীয়া তিথি। এই দু'দিনই ভাইফোঁটা দেওয়া যাবে।