Mind & Mangement

Mind & Mangement Mind & Management. The success Mantra. Formula of adapt Improvise Overcome. Personality Development, Psychotherapy,Success Mantra,Steps of Achieving your Goal.

The Gifted Child: মানসিক স্বাস্থ্যের বিষয় কোনো আলোচনা করতে গেলে সাধারণত কোনো ঘাটতি, দুর্বলতা বা সমস্যার প্রসঙ্গ চলে আসে।...
13/09/2023

The Gifted Child:

মানসিক স্বাস্থ্যের বিষয় কোনো আলোচনা করতে গেলে সাধারণত কোনো ঘাটতি, দুর্বলতা বা সমস্যার প্রসঙ্গ চলে আসে। আজকের বিষয়, Gifted Child এর ব্যতিক্রম। কারা এই Gifted Child?

এরা হলো সেইসব ছেলেমেয়ে যারা বুদ্ধিবৃত্তি, সৃজনশীলতা, শৈল্পিকতা, নেতৃত্ব প্রদানকারী বা পড়াশুনোর নির্দিষ্ট বিষয়ে অত্যন্ত উচ্চমানের performance এর প্রমাণ রাখে। তাদের এই অতি-অসাধারণ ক্ষমতা একেবারেই সহজাত।

স্বাভাবিক intelligence quotient 90-110

Mildly Gifted: 115-129
Moderately Gifted: 130-144
Highly Gifted: 145-159
Exceptionally Gifted: 160-179
Profoundly Gifted: 180 বা তার বেশি।

এই ক্ষমতা পরে কমে যায় না। কেবল জীবনের বিভিন্ন পর্যায়ে এর context বদলে যেতে পারে।

Gifted Child এর বৈশিষ্ট্য:

সব Gifted Child এর সব বৈশিষ্ট্য নাও থাকতে পারে। তবে সাধারণভাবে এদের অনুসন্ধিৎসা খুব বেশি হয়। খুব ভালো করার প্রচণ্ড জেদ এবং খিদে থাকে। অনেককিছু তাড়াতাড়ি শিখে নিতে পারে, গতানুগতিকের বাইরে ভাবতে পারে, complex, abstract এবং insightful thinking করে, স্মৃতিশক্তি খুব প্রখর হয়। পড়তে ভয়ানক ভালোবাসে, কথা বলায় পারঙ্গম হয়, শব্দভাণ্ডার অনন্ত, এবং প্রচুর প্রশ্নও করে। অনেক কিছুই নিজে নিজে বুঝে নিতে পারে। সমবয়সী অন্য শিশুদের চেয়ে বেশী আবেগপ্রবণ হয়, বেশি আগ্রহ প্রকাশ করে এবং প্রচুর মতামত দেয়।

এই Giftedness এর সাথে বেশ কিছু Challenges ও আসে, যেমন:
1. সাধারণদের মধ্যে খাপ খাওয়ানোর সমস্যা: অপরের ঈর্ষার কারণে বা তাদের সাথে মিশতে গিয়ে bore feel করার ফলে।
2.এরা anxiety, perfectionism ও stress এর শিকার হতে পারে।
3. নিজের প্রত্যাশা অনুযায়ী perform না করতে পারলে হতাশ এবং অবসাদগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কা।

কিভাবে অভিভাবক হিসেবে এদের সামলাবেন এবং পরিচালনা করবেন:
বাবামায়েরা তাদের সন্তানকে সবচাইতে ভালো চেনেন, জানেন। কাজেই শিশুর মধ্যে এই Giftedness সবার আগে তাদেরই নজরে পড়ার কথা। সাধারণত সন্তানের 5 বছর বয়সের মধ্যেই তারা এই লক্ষ্মণ টের পান।

1: এদেরকে আর পাঁচটা শিশুর মতো করে দেখলে চলবে না।
2: কোনো বাঁধাধরা ছক বা রুটিন এদের পক্ষে ভালো নাও হতে পারে।
3: এদের বিভিন্ন ধরণের skills এবং activities এর সুযোগ দিতে হবে। এতে করে কোন বিষয়ে এদের প্রতিভা এবং আগ্রহ রয়েছে, তা বোঝা যাবে। এরপর সেইসব বিষয়ে এদের stimulate করতে হবে, যাতে করে এদের সম্ভাবনা ও ক্ষমতার সর্বোত্তম বিকাশ ঘটে।
4. যত এদের বয়স এবং maturity বাড়বে, তত এদের স্বাধীনতা এবং বাছবিচারের সুযোগ দিতে হবে।
5. সমাজে এরা যাতে স্বকীয়তা বজায় রেখেও সবার সাথে সহজভাবে মিশতে পারে, সেই social skills শিখিয়ে দিলে ভালো হয়। এই বিষয়ে এদের পারদর্শিতা নাও থাকতে পারে।

মনে রাখবেন, Gifted Child বাবা মায়ের কাছেও চ্যালেঞ্জ। কিভাবে বাবা মা তার মধ্যে যে অসীম ক্ষমতা রয়েছে, তার উন্মেষে অনুঘটক হতে পারবেন।
এরা সমাজের কাছেও চ্যালেঞ্জ। সমাজ যদি এদের ঠিকমতো বাড়ার সুযোগ করে দিতে পারে, তবে আখেরে সমাজও উপকৃত হবে এদের কর্মকান্ডে।

( ছবিটি বর্তমান দাবা বিশ্বচ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর দাবাড়ু Magnus Carlsen এর ছোটোবেলার)

Address

Krishnanagar Road
Barasat
700124

Opening Hours

9am - 1:30pm

Telephone

+919231503006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mind & Mangement posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mind & Mangement:

Share