
24/03/2024
বর্ধমান ছত্র ছায়ার পক্ষ থেকে প্রত্যেক মহিলা ডোনারদের কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। বর্ধমান ছত্রছায়া এই ব্লাড ডোনেশন ক্যাম্পে ৬০ জন ডোনারের মধ্যে ২১ জন মহিলা ডোনার ছিলেন। এখান থেকে প্রমাণিত হয় মহিলারা ব্লাড ডোনেশনে ছেলেদের থেকে কোন অংশে কম ডোনেট করেন না বা তারা কোন অংশে পিছিয়ে নেই। তাই বর্ধমান ছাত্র ছায়ার পক্ষ থেকে তাদের আরো একবার নত মস্তিষ্কে প্রণাম জানাই। এবং আরো বলি ভবিষ্যতে আমরা আরো মহিলাদের রক্তদান শিবিরের নিয়ে এসে সমাজের বুকে একটা মাইলস্টোন খাড়া করতে চাই। আমরা আমাদের প্রত্যেক মহিলা সদস্যদের ও ডোনারদের আছে চির কৃতজ্ঞ...........………