26/03/2023
অনেক সময় এখন বাবা মার থেকে এটা শোনা যায় যে " আর বলবেন না আমার ছেলে / মেয়ে যা জেদি না কি বলবো, কিছু চাই তো চাই, কারো সাথে মিশতে বা খেলতে চাই না, কারো কথা শোনেই না বোঝার চেষ্টাও করে না "
আপনি যখন সন্তান কে জেদি বা একগুঁয়ে ভেবে নিচ্ছেন, সবক্ষেত্রে সেটা নাও হতে পারে সে হয়তো 🇦 🇩 🇭 🇩 তে ভুগছে
🇦 🇩 🇭 🇩 - Attention Deficit Hyperactivity Disorder
জটিল শব্দের কচকচানিতে না গিয়ে সহজ সরল ভাবে বোঝানোর চেষ্টা করবো,®️©️ডাঃ রূপম চ্যাটার্জী
⛔️এটার কারণ কি❓️
✅️নির্দিষ্ট কোনো কারণ বোঝা না গেলেও এর হওয়ার পেছনে জিন কেই দায়ী করা হয়
⛔️রিস্ক ফ্যাক্টর ❓️
✅️ব্রেন এ আঘাত/ গর্ভবতী অবস্থায় মদ্যপান, ধূমপান /সময়ের আগেই বাচ্চার প্রসব / বাচ্চার কম ওজনের হওয়া
⛔️কাদের হয় ❓️
✅️স্কুল যাওয়া বাচ্চাদের ই বেশি ( ছেলেদের সংখ্যা মেয়েদের থেকে বেশি )
সাধারণত ৬-১২ বছরের মধ্যে ধরা পড়ে এর লক্ষণ
⛔️লক্ষণ কি ❓️
✅️প্রধানত ৩টি সমস্যা দেখা যায়
🔸Inattention / মনোসংযগের অভাব
🔸Hyperactivity/ অতিসক্রিয়তা
🔸 Impulsiveness/ হঠকারিতা
কিছু বাস্তব উদহারণ দিলে বুঝতে সুবিধা হবে-
Carelessness এর জন্য অংকে বা লেখায় ভূল /জিনিসপত্র প্রায়ই হারিয়ে ফেলা /ক্লাস এ বেশিক্ষন মনোযোগ না রাখতে পারা /জানা জিনিস বারবার মনে রাখতে না পারা /বারবার একই কথা বলা / প্রচুরবার বললেও গুরুত্ব না দেওয়া /অকারণ হাত পা নাড়ানো /ক্লাস এ বা বাড়িতে সমবয়সী বাচ্চাদের সাথে মিশতে না পারা /কোনো লাইন এ ধৈর্য নিয়ে দাঁড়ায় না / প্রশ্ন শেষ করার আগেই উত্তর দেওয়ার চেষ্টা / কাওকে বলতে বাধা দেওয়া /কোনো লেখা কে পড়তে পারার অসুবিধা /হঠাৎ ক্লাস বা বাড়ি থেকে বেরিয়ে যাওয়া /নিজের আঘাত লাগা বা ক্ষতি হতে পারে সেটা বুঝতে না পেরে তেমন কিছু কাজ করে বসে
⛔️মা বাবা কখন সতর্ক হবে ❓️
✅️ এককথায় বললে উপরের উদাহরণ গুলি দেখতে পেলে এবং এতে যদি বাচ্চার পারিবারিক, সামাজিক, এবং স্কুল লাইফ এ শিক্ষাই সমস্যার সৃষ্টি হয় তখন তাদের ডাক্তারের শরণাপন্ন হয়ে সমস্ত কিছু উল্লেখ করে বলতে হবে
❌️❌❌️️ এটা মাথায় রাখতে হবে বাবা মা বা পরিবারের ভুল ভাবে বাচ্চা মানুষ করার জন্য 🇦 🇩 🇭 🇩 হয় না, তবে বাবা মার কিছু ভূল এটাকে আরো বাড়াতে পারে বা জটিল করতে পারে,তাই চেষ্টা করতে হবে-
বাচ্চাকে শান্ত পরিবেশ দেওয়া / সোজা হোমওয়ার্ক দেওয়া /মোবাইল, টিভি বেশিক্ষন না দেখানো / সময় দেওয়া, বাচ্চা কে ধৈর্য নিয়ে বোঝার চেষ্টা ( একই ভাবে স্কুল এর ভূমিকাও এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ )
👨⚕️👨⚕️সবশেষে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে বলি 🇦 🇩 🇭 🇩 , হোমিওপ্যাথিতে খুব সুন্দর ভাবে ম্যানেজ করা সম্ভব🙂🙂,
নিচের ছবিটি Michael Phelps এর, যিনি সর্বোচ্চ মেডেল জিতেছেন অলিম্পিক এ 🇦 🇩 🇭 🇩 তাকে আটকাতে পারেনি, আপনার বাচ্চাও উপরোক্ত সমস্যায় ভুগলে শীঘ্রই ডাক্তারের কাছে নিয়ে যান,ভরসা রাখুন আমাদের উপর ®️©️ডাঃ রূপম চ্যাটার্জী