03/07/2025
আগামী কাল শুক্রবার সকাল 9টা থেকে । নাম লেখাতে কল করুন 8981897116/7980192987/ 8240807985
বিখ্যাত মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ সৌম্য চ্যাটার্জী যিনি বারুইপুরের অন্তরা হাসপাতাল এর Head of the Department, হাজার হাজার মানসিক রোগী কে চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবন ফিরিয়ে দিয়েছেন , প্রতি শুক্রবার বিকাল 5.30টা থেকে Kalyan Medical Center , কল্যাণপুর এ বসছেন । অতিরিক্ত ভিড় এড়াতে আগে যোগাযোগ করুন 8981807116/7980192987. মানসিক রোগের লক্ষণ
১) মন খারাপ বা মন ভালো না লাগা। ২) আত্মবিশ্বাস বা মনের জোরের অভাব।
৩) হঠাৎ হঠাৎ কান্না পাওয়া বা একা একা বসে থাকলে চোখে জল আসা।
৪) Engergy কমে যাওয়া।
৫) ঘুম হঠাৎ করে কমে বা বেড়ে যাওয়া।
৬) বিরক্তি ভাব বেড়ে যাওয়া।
৭) অতিরিক্ত অযৌক্তিক চিন্তা।
৮) শারীরিক ও মানসিক অস্থিরতা।
৯) অতিরিক্ত ক্লান্তি।
১০) ঘুম কমে যাওয়া
১১) বুক ধড়ফড় করা, গলা শুকিয়ে যাওয়া বা হাত পা কাঁপা।
১২) শুচিবাইগ্রস্ততা বা বারবার হাত ধোয়া, কোন কিছু বারবার পরীক্ষা ( check) করা হলো এই রোগের প্রধান বৈশিষ্ট্য।
১৩)hysteria বা গ্রামেগঞ্জে যা সাধারণত ভুতে ধরা ভর হওয়া নামে খ্যাত।
১৪)সিজোফ্রেনিয়া বা সন্দেহপ্রবণতা, অতিরিক্ত রাগ ,একা একা কথা বলা বা বিড়বিড় করা, অস্বাভাবিক ব্যবহার, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করা, রাতে ঘুম না হওয়া ইত্যাদি ১৫)এছাড়া বয়স্কদের মধ্যে প্রধানত দেখা যায় ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশতার সমস্যা। ভুলে যাওয়া, লোকজনকে চিনতে না পারা, মনে রাখতে না পারা, রেগে যাওয়া, ঘুমের সমস্যা ইত্যাদি
১৬) বাচ্চাদের ক্ষেত্রে কিছু মানসিক সমস্যা যেমন অতিরিক্ত চঞ্চলতা, পড়াশোনায় অনীহা, অতিরিক্ত রাগ,
Internet বা game addiction। বিখ্যাত মানসিক রোগ বিশেষজ্ঞ বর্তমানের উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং ওষুধের দ্বারা উপরোক্ত সকল রোগ গুলোর ক্ষেত্রে চিকিৎসা করলে সহজেই মুক্তি পাওয়া যায়