17/08/2024
সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন
" ভালবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না।"
কিন্তু আজ
ভালবাসার অকাল প্রয়াণ ঘটেছে।
ভালবাসা এখন প্রয়াত,
কিন্তু ফিরে আসতে চাইছে না।
মানুষ কি হৃদয়হীন?
মানুষ কি ভালবাসতে জানে না?
সত্যিই যদি ভালবাসার জন্ম-মৃত্যু না হয়,
তবে কেন ভালবাসাকে মেরে ফেলা হচ্ছে?
কেন ভালবাসার ফুল শুকিয়ে গেছে?
কেন ভালবাসার ফল ফলে না?
কেন ভালবাসার সূর্য উদিত হয় না?
ভালবাসা এখন স্বর্গে, নরকে,
কিন্তু পৃথিবীতে নেই।
সে প্রতিজ্ঞা করেছিল একদিন —
আর আসবে না।
তাই, সে হারিয়ে গেছে।
B..H