Aims Nurses wala

Aims Nurses wala প্রিয় মানুষ,
আপনাদেরকে এখানে আমাদের শরীর কিভাবে ভালো রাখবো,Nursing সম্বন্ধে জানা,মেডিক্যাল তথ্য জানা

05/12/2023
আমরা ঢাকা শহরের মশা......!🦟ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে ভৈরবী - Bhoirobee এর পরিবেশনা, পথনাটক: মশা কথন🦟। সচেতন হন।১৫.০৮.২০২৩🖤
19/08/2023

আমরা ঢাকা শহরের মশা......!🦟
ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে ভৈরবী - Bhoirobee এর পরিবেশনা, পথনাটক: মশা কথন🦟। সচেতন হন।
১৫.০৮.২০২৩🖤

03/07/2023



গতকাল আমরা  #নার্সেস_ইউনিটির এর পক্ষ থেকে স্বাস্থ্য ভবন গিয়েছিলাম আমাদের আমাদের তরফ থেকে একটা চিঠি  #প্রিন্সিপাল_সেক্রে...
28/06/2023

গতকাল আমরা #নার্সেস_ইউনিটির এর পক্ষ থেকে স্বাস্থ্য ভবন গিয়েছিলাম আমাদের আমাদের তরফ থেকে একটা চিঠি
#প্রিন্সিপাল_সেক্রেটারি মহাশয় কে দেওয়ার জন্য তার দপ্তরে এবং
আরেকটি চিঠি

ম্যাডাম মনিকা গায়েন কে দেবার জন্য ।

সবাই নিশ্চই জানেন যে ,
হাইকোর্ট থেকে যে রায় আমরা পেয়েছিলাম , তাতে বলা ছিল আমাদের বেতন বৈষম্য যেটা আছে সেটা যাতে আমাদের মিটিয়ে দেওয়া হয় তিন মাসের মধ্যে। যে তিনমাস অতিবাহিত হয় ৭ই মে ।

উক্ত এই তিন মাসের মধ্যে
#প্রিন্সিপাল_সেক্রেটারি স্যার #নার্সেস_ইউনিটির প্রতিনিধিদের ডেকে কথা বলেন এবং জানান যে আমাদের দাবি মেনে নিয়ে ফাইল ফিনান্স এ গেছে।

আমরা বারবার তাকে জিজ্ঞেস করি যে আমাদের কত নম্বর স্কেল দেওয়া হয়েছে কারন আমাদের গ্রেড টু নার্সিং অফিসারদের 12 নম্বর স্কেল হওয়ার কথা, কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি স্যার আমাদের কোনোভাবেই জানান না যে কত নম্বর স্কেল করেছেন।

স্যার যেটা আমাদের বলেছিলেন সেটাই লিখিত আকারে আমাদের সংগঠন কে জানান এবং কোর্ট কেও জানান।

এরপরে আমরা আইনি পরামর্শ করি তার কারণ....
এই চিঠিটা পাওয়ার আগে এবং পরে আমরা একই জায়গায় রইলাম পে স্কেলের
ইস্যুতে।

হাইকোর্ট ফাইলের স্ট্যাটাস জানতে চায়নি।

আমাদের মেনে নেওয়া দাবি অবিলম্বে প্রয়োগ করা হোক এটাই এখন আমাদের দাবি।

আমরা আইনি পরামর্শেই এই চিঠি দি প্রিন্সিপাল সেক্রেটারি স্যার কে ।
আইন অনুযায়ী আমাদের তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে।
তারপর আবার আইনি লড়াই আমরা লড়বো
অবশ্যই।
পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলনও আমরা জারি রাখব ।
আর

ম্যাডাম মনিকা গায়েনকে আমরা চিঠি দিই পাথরপ্রতিমার আমাদের সহকর্মী যে গ্রেডটু স্টাফ নার্স আত্মহত্যা করতে গিয়েছিল কাজের জায়গায় অসম্ভব হেনস্থার পরিপ্রেক্ষিতে ,
যে BMOH ধারাবাহিকভাবে এই হেনস্থা ঘটিয়েছিলেন তার
নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তির দাবি জানিয়েছি চিঠিতে।
কারণ পাথর প্রতিমার এই BMOH এর মত BMOH সারা পশ্চিমবঙ্গে আরও আছেন যারা জানেন না কোথায় থামতে হয় এবং তারা যেখানে আছেন সেই জায়গাটাকে তাদের সম্পত্তি মনে করেন ,
তো সকলের কাছেই একটা বার্তা দেওয়া যে ,
এই ধরনের অত্যাচার আর মেনে নেওয়া হবে না ।
ম্যাডাম এই ব্যাপারে একটা ফাইল খুলবেন বলেছেন এবং
উনি সদর্থক ভূমিকা নেবেন বলে জানিয়েছেন ।
DHS স্যারের সঙ্গে আমাদের দেখা হয়নি আমরা চিঠি রিসিভ করিয়েছি একই দাবিতে ।
সবাই সবার সাথে এই খবরগুলো শেয়ার করবেন।

07/06/2023

কি হচ্ছে আমাদের???
, , , ,

06/06/2023

প্রত্যেক মানুষের জেনে রাখা দরকার।।

মেয়ের জন্য চুড়ি হাতে বাবার আর ঘরে ফেরা হলোনাপরের বাড়ি কাজ করে সংসার চালানো মেয়েটার আর ঘরে ফেরা হলোনা।অসুস্থ বাবার জন্য ঔ...
06/06/2023

মেয়ের জন্য চুড়ি হাতে বাবার আর ঘরে ফেরা হলোনা
পরের বাড়ি কাজ করে সংসার চালানো মেয়েটার আর ঘরে ফেরা হলোনা।
অসুস্থ বাবার জন্য ঔষধ হাতে ছেলেটার আর ঘরে ফেরা হলোনা।

বাড়ির উঠোনে বাচ্চা মেয়েটার অপেক্ষা............ |
মেয়ের অপেক্ষায় রান্নাঘরে মায়ের অপেক্ষা.........।
পাড়ার মোড়ে কলেজ ফেরা ছেলেটার বাবার অপেক্ষা.........|
চায়ের ঠেকে বন্ধুদের অপেক্ষা.........।
নদীর ধারে কোনো একজনের জন্য বসে থাকা মেয়েটার অপেক্ষা........।

ট্রেনটা তার পরবর্তী গন্তব্যে পৌঁছল না।
হাজারো স্বপ্নের আর ঘরে ফেরা হলোনা।

02/06/2023

,

13/05/2023

Juicy veins

Address

Nazrul Sarani
Baruipur
700144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aims Nurses wala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aims Nurses wala:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram