31/12/2025
🕉️হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে।🕉️
✨আজ, 31 শে ডিসেম্বর পৌষ মাসের পুত্রদা একাদশী তিথি। এই তিথিতে নারায়ণের পুজো করলে সন্তান সুখ লাভ করা যায়। পাশাপাশি সুখ-সমৃদ্ধি, ধন-সম্পত্তি অর্জন করাও সম্ভব হয়। কাঙ্খিত ইচ্ছাপূর্ণ হয় এই তিথিতে।
✨একাদশী তিথিতে হলুদ ফল, শস্য, অর্থ ও বস্ত্র দান করলে ধনলাভের যোগ তৈরি হয় এবং পাশাপাশি সাধককে জীবনে কোনো কিছুর অভাবের সম্মুখীন হতে হয় না।