
07/09/2024
লিঙ্গের সাইজ ছোটো মানেই কি সব শেষ? :
এক ধরনের সমস্যা প্রায়ই শোনা যায়। বিশেষ অঙ্গ এত ছোটো! এটাকেকীভাবে বড়ো করে তোলা যায়? যৌন বিজ্ঞানী সিগময়েড ফ্রয়েডের মতে, ‘এটামূলতআপেক্ষিক। যখন একজন অন্যজনের সাথে তুলনা করে, তখন হীনমন্যতায়ডুবে যায়।'স্ত্রীদের অভিযোগের তুলনায় পুরুষের নিজেরই নিজের প্রতি বেশি অভিযোগ
থাকে। তবে কিছু সময় সমস্যা হতে পারে, এটা খুবই কম। এর সমাধান অনেকভাবেই করা যায়। অনেক নারীই পছন্দ করে—স্বামীর ভালোবাসা, কেয়ারিং,মনোযোগ আকর্ষণ, স্ত্রীর প্রতি খেয়াল রাখা, সময় দেওয়া ইত্যাদি।
কিনসে ইন্সটিটিউট সেক্স, রিপ্রোডাকশন, জেন্ডার ইত্যাদি গবেষণার আর্টিকেলের এক জায়গায় তুলে ধরেছে, ‘অনেক সময় দীর্ঘ লিঙ্গের জন্য অনেকনারীরই অসুবিধা হয়, যেটা অনেক সময় নারীরা প্রকাশ করে না।অর্গাজমের
জন্য লিঙ্গ খুব দীর্ঘ হতে হবে, এমন নয়।'পুরুষাঙ্গ শক্ত অবস্থায় ৩ থেকে ৬ ইঞ্চির মধ্যে হলেই যথেষ্ট। নারীর
যোনিপথ সাধারণত ২.৩-৩.৫ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে।
সামাজিক কারণে বা স্ত্রীর তৃতীয় পক্ষের সাথে সম্পর্ক থাকার কারণেডিভোর্স হয়ে যায়। তখন যাওয়ার সময় অনেক স্ত্রী কোনো সত্য অভিযোগ না করতে পেরে স্বামীকে ছোটো করার উদ্দেশ্যে 'বিশেষ অঙ্গ ছোটো' এমন অভিযোগতোলে। তবে এই অভিযোগ বেশিদিন টেকে না। কোনো না কোনো সময় সত্যটাপ্ৰকাশ পায় ।
* যাদের লিঙ্গের সাইজ ছোটো, তাদের জন্য করণীয় :
১) বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তার মানসিক হীনমন্যতার কারণে নিজের লিঙ্গকে ছোটো মনে করে। তাদের জানা উচিত যে, একজন নারীকে যৌন সুখদেওয়ার জন্য ৩ ইঞ্চি পুরুষাঙ্গই যথেষ্ট
২) বিভিন্ন জায়গায় চমকপ্রদ বিজ্ঞাপন দেখে নিজে চরমভাবে বিভ্রান্ত হয়,যার শতভাগ বিজ্ঞাপনই মিথ্যা বা বানোয়াট।
৩) যারা দীর্ঘদিন ধরে লিঙ্গের আকৃতি নিয়ে মানসিক কষ্টে আছেন, তাদের উচিত সরাসরি চিকিৎসকের কাছে যাওয়া এবং ফিটনেস পরীক্ষা করা।চিকিৎসকই একমাত্র সঠিক তথ্য দিতে পারবেন, আপনার লিঙ্গের সাইজ ঠিক আছে কিনা ।
৪) লিঙ্গের সঠিক মাপ ধরা হয়— শক্ত বা উত্থান অবস্থায় ৩ থেকে ৬ইঞ্চির। যার গড় ৪.৫ ইঞ্চি। তাই আপনার লিঙ্গের সাইজ যা-ই হোক না কেন,নিজেকে দুর্বল করবেন না ।
৫) আপনার লিঙ্গের সাইজ ঠিক থাকার পরেও ডিপ্রেশনে থাকার মানে আপনার মানসিক সমস্যা আছে। তাই সচেতন হতে হবে।
৬) সহবাসের সময় বিভিন্ন আসনে মিলন করলে নারীর অর্গাজম নিশ্চিত করা যায়। তাই বিভিন্ন আসনে সহবাস করুন। আপনার বেড পার্টনার পরিতৃপ্ত হচ্ছে কিনা, তা খতিয়ে দেখুন।
৭) আকৃতি একটু ছোটো হলেও নারীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া সম্ভব। হতাশ না হয়ে বুকে সাহস রাখুন। এটি মনে রাখুন যে, আপনি পারবেনই।
৮) আকৃতি নিয়ে মাথা না ঘামিয়ে সহবাসের সময় বৃদ্ধি নিয়ে চেষ্টা করুন।প্রতিদিন কিছু কিছু সময় বাড়ানোর চেষ্টা করুন। ১ মিনিটকে ২ মিনিটে নিয়ে যান। পরের দিন ২ মিনিটকে ৩ মিনিটে নিয়ে যান। তারপর ৪ মিনিট।এভাবে
আস্তে আস্তে বৃদ্ধি করার চেষ্টা করুন।
এাছাড়াও যদি কোন সমস্যা থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন।
Hekim k qasmi