Madani Dawa Khana

Madani Dawa Khana Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madani Dawa Khana, Medical and health, Dakshin Barasat, Joynagar, South 24 Parganas, Baruipur.

07/09/2024

লিঙ্গের সাইজ ছোটো মানেই কি সব শেষ? :
এক ধরনের সমস্যা প্রায়ই শোনা যায়। বিশেষ অঙ্গ এত ছোটো! এটাকেকীভাবে বড়ো করে তোলা যায়? যৌন বিজ্ঞানী সিগময়েড ফ্রয়েডের মতে, ‘এটামূলতআপেক্ষিক। যখন একজন অন্যজনের সাথে তুলনা করে, তখন হীনমন্যতায়ডুবে যায়।'স্ত্রীদের অভিযোগের তুলনায় পুরুষের নিজেরই নিজের প্রতি বেশি অভিযোগ
থাকে। তবে কিছু সময় সমস্যা হতে পারে, এটা খুবই কম। এর সমাধান অনেকভাবেই করা যায়। অনেক নারীই পছন্দ করে—স্বামীর ভালোবাসা, কেয়ারিং,মনোযোগ আকর্ষণ, স্ত্রীর প্রতি খেয়াল রাখা, সময় দেওয়া ইত্যাদি।
কিনসে ইন্সটিটিউট সেক্স, রিপ্রোডাকশন, জেন্ডার ইত্যাদি গবেষণার আর্টিকেলের এক জায়গায় তুলে ধরেছে, ‘অনেক সময় দীর্ঘ লিঙ্গের জন্য অনেকনারীরই অসুবিধা হয়, যেটা অনেক সময় নারীরা প্রকাশ করে না।অর্গাজমের
জন্য লিঙ্গ খুব দীর্ঘ হতে হবে, এমন নয়।'পুরুষাঙ্গ শক্ত অবস্থায় ৩ থেকে ৬ ইঞ্চির মধ্যে হলেই যথেষ্ট। নারীর
যোনিপথ সাধারণত ২.৩-৩.৫ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে।
সামাজিক কারণে বা স্ত্রীর তৃতীয় পক্ষের সাথে সম্পর্ক থাকার কারণেডিভোর্স হয়ে যায়। তখন যাওয়ার সময় অনেক স্ত্রী কোনো সত্য অভিযোগ না করতে পেরে স্বামীকে ছোটো করার উদ্দেশ্যে 'বিশেষ অঙ্গ ছোটো' এমন অভিযোগতোলে। তবে এই অভিযোগ বেশিদিন টেকে না। কোনো না কোনো সময় সত্যটাপ্ৰকাশ পায় ।
* যাদের লিঙ্গের সাইজ ছোটো, তাদের জন্য করণীয় :
১) বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তার মানসিক হীনমন্যতার কারণে নিজের লিঙ্গকে ছোটো মনে করে। তাদের জানা উচিত যে, একজন নারীকে যৌন সুখদেওয়ার জন্য ৩ ইঞ্চি পুরুষাঙ্গই যথেষ্ট
২) বিভিন্ন জায়গায় চমকপ্রদ বিজ্ঞাপন দেখে নিজে চরমভাবে বিভ্রান্ত হয়,যার শতভাগ বিজ্ঞাপনই মিথ্যা বা বানোয়াট।
৩) যারা দীর্ঘদিন ধরে লিঙ্গের আকৃতি নিয়ে মানসিক কষ্টে আছেন, তাদের উচিত সরাসরি চিকিৎসকের কাছে যাওয়া এবং ফিটনেস পরীক্ষা করা।চিকিৎসকই একমাত্র সঠিক তথ্য দিতে পারবেন, আপনার লিঙ্গের সাইজ ঠিক আছে কিনা ।
৪) লিঙ্গের সঠিক মাপ ধরা হয়— শক্ত বা উত্থান অবস্থায় ৩ থেকে ৬ইঞ্চির। যার গড় ৪.৫ ইঞ্চি। তাই আপনার লিঙ্গের সাইজ যা-ই হোক না কেন,নিজেকে দুর্বল করবেন না ।
৫) আপনার লিঙ্গের সাইজ ঠিক থাকার পরেও ডিপ্রেশনে থাকার মানে আপনার মানসিক সমস্যা আছে। তাই সচেতন হতে হবে।
৬) সহবাসের সময় বিভিন্ন আসনে মিলন করলে নারীর অর্গাজম নিশ্চিত করা যায়। তাই বিভিন্ন আসনে সহবাস করুন। আপনার বেড পার্টনার পরিতৃপ্ত হচ্ছে কিনা, তা খতিয়ে দেখুন।
৭) আকৃতি একটু ছোটো হলেও নারীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া সম্ভব। হতাশ না হয়ে বুকে সাহস রাখুন। এটি মনে রাখুন যে, আপনি পারবেনই।
৮) আকৃতি নিয়ে মাথা না ঘামিয়ে সহবাসের সময় বৃদ্ধি নিয়ে চেষ্টা করুন।প্রতিদিন কিছু কিছু সময় বাড়ানোর চেষ্টা করুন। ১ মিনিটকে ২ মিনিটে নিয়ে যান। পরের দিন ২ মিনিটকে ৩ মিনিটে নিয়ে যান। তারপর ৪ মিনিট।এভাবে
আস্তে আস্তে বৃদ্ধি করার চেষ্টা করুন।
এাছাড়াও যদি কোন সমস্যা থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন।
Hekim k qasmi

07/09/2024

✍️ মেহদী ব্যবহারের উপকারিতা
মেহদী আমাদের দেশে ব্যাপক হারে ব্যবহার করা হয়। কিন্তু এর পূর্ণ বৈশিষ্ট্য সাধারণ লোকের তো দূরের কথা অনেক শিক্ষিত লোকেরও জানা নাই ।সাধারণতঃ মেহেদী পাতা পিষে হাতে পায়ে সৌন্দেয্যের জন্য অথবা গরমীদূর
করার জন্য ব্যবহার করা হয়। বিবাহ-শাদী, ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়াওঅন্যান্য অনুষ্ঠানে মেহদীর ব্যাপক ব্যবহার রয়েছে। ডাক্তারী গবেষণানুযায়ীমেহদী রক্ত পরিষ্কারকারী এবং চর্ম রোগের জন্য উপকারী। কুষ্ঠরোগী, আগুনে পোড়া এবং পান্ডব রোগের জন্যও মেহদীর ব্যবহার খুব উপকারী। মেহদীরপ্রলেপ ফোলা, ফোস্কা, আগুনে চামড়া পুড়ে যাওয়া রোগীর জন্য খুবই উত্তম
প্রতিষেধক । মেহদীর বৈশিষ্ট্য ঠান্ডা।”-কিতাবুল মুফরাদাত, খাওয়াসুল আদবিয়াঃ পূঃ ৩৫২হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত ক্ষেত্রে মেহদী পাতাকে ঔষধ
হিসাবে ব্যবহার করতেনঃ(ক) ফোড়া পাকানোর জন্য (খ) শরীরে কাঁটা ইত্যাদি বিধঁলে (গ) মাথাব্যথার জন্য ।হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমা হযরত সালামা বিনতে উন্মেরাফে (রাযিঃ) বলেন :مَا كَانَ يَكُونُ بِرَسُولِ اللهِ قَرْحَةٌ وَلَا نَكْبَةٌ إِلَّا أَمَرَنِي أَنْ أَضَعَ عَلَيْهَا الحِنَا .“যখনই নবী করীম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের কোন ফোঁড়া পাচড়াবের হত অথবা কাঁটা বা এই প্রকারের কিছু ঢুকে যেত তখনই তিনি আমাকেবলতেন এর উপর মেহদী লাগিয়ে দাও।” –মিশকাত, তিরমিযীঅপর এক হাদীসে ইবনে মাজার বরাত দিয়ে আল্লামা ইবনে কাইয়্যিম (রহঃ)নকল করেন যে,1699911باور دایکیانَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَدَعَ غَلَفَ رَأْسَهُ بِالْحِنَاءِ وَيَقُولُ إِنَّهُنَافِعُ بِإِذْنِ اللَّهِ مِنَ الصَّدع“যখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাথা ব্যথা দেখা দিত তখনইতিনি মাথায় মেহেদী লাগাতেন আর বলতে থাকতেন যে, আল্লাহর হুকুমে এটামাথা ব্যথার শেফাদানকারী ।
Hekim k qasmi.

06/09/2024

মাওলানা আবুল কালাম আজাদ (র.) এর বাণী
◾মুসলমান আজ ঘুর্ণিঝড় দেখে ভয় পায় অথচ এক সময় তারাই বিশ্বব্যাপী বিপ্লবের ঘূর্ণিঝড় সৃষ্টি করে ছিল মুসলমান আজ অন্ধকারে সন্ত্রস্ত্র হয় অথচএকসময় তাদের চরিত্রের আলোতে সকল অন্ধকার দূরীভূত হয়েছিল।
◾বিশ্ব জাহানের তাকদীর পরিবর্তন করার অঙ্গীকার নিয়ে যাদের আবির্ভাব ঘটেছিল, আজ তারা নিজেদের ভাগ্যপরিবর্তনের জন্য অন্যের দ্বারস্থ হচ্ছে।এটা যে কত বড় দূর্ভাগ্যজনক ঘটনা তা অনুধাবন করার শক্তিও বুঝি আজমুসলমানগণ হারিয়ে ফেলেছে।ও মুসলমানগণ যখন আল্লাহ তাআলার আনুগত্য করতেন তাঁদের তখনকার
শৌর্য, বীর্য ও সৌভাগ্যের কথা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে । আল্লাহরআনুগত্য ছেড়ে আজ তারা লাঞ্ছনার কোন স্তরে পতিত সেটা সবাই হাড়েহাড়ে অনুভব করছেন। সমৃদ্ধি ও প্রতিপত্তি কেনা চায়? সুতরাং যে পথেসৌভাগ্য এসেছিল সেদিকে ফিরে যাওয়াটাই বুদ্ধি মানের কাজ হবে নয় কি?
◾আশ্চর্যের বিষয় যে, তোমরা শবে-কদরের অন্বেষণে ব্যাকুল হয়ে উঠো কিন্তুঐ বস্তুটির প্রতি লক্ষ্য কর না, যার আগমন উপলক্ষ করেই এ রাত এত মূল্যবান হয়েছে। যদি সে বস্তুটি তোমরা ঠিকমত ধারণ করতে পারতে,তবে তোমাদের জীবনের প্রতিটি রাতই শবে কদর হয়ে যেতো। (সে বস্তুটিহচ্ছে কুরআন)
◾দুনিয়ার বুকে আমরা দেখি যে, কোন বিদ্রোহীকে দুনিয়ার কোন সরকারইপ্রশ্রয় দেয়না। তদ্রূপ খোদা দ্রোহীদের জন্যও সৃষ্টির সকল কল্যাণের দ্বার রুদ্ধ হয়ে যায়। তাদের কোন প্রচারই ফল লাভ হয় না।
Hekim k qasmi

06/09/2024

Address

Dakshin Barasat, Joynagar, South 24 Parganas
Baruipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madani Dawa Khana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram