29/10/2023
মেরুদন্ডে নার্ভ ব্লক কতদিন কাজ করে?
এটা কতবার দিতে হয়?
==============
পি.এল.আই.ডি সেল্ফ লিমিটিং ডিজিজ। নিজে নিজেই ভাল হয়। বের হওয়া ডিস্ক-টি ডিহাইড্রেটেড (পানি হারিয়ে ছোট হয়) হয়ে নার্ভে চাপ কমে আসে। কিন্তু এই প্রসেসে সময় লাগে। সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস। (কিন্তু আমাদের লাইফ স্টাইল চেঞ্জ না করার কারনে বারবার ডিস্কে চাপ পড়ে এবং রোগ দীর্ঘ হয়।) শুরুর এই কয়েক মাসের সময়টা এত ব্যথা থাকে যে পেইন কিলারে কাজ হয় না। তাই নার্ভ ব্লক করা হয়।
নার্ভ ব্লক ডিস্কে সরাসরি কোন কাজ করে না। তবে নার্ভ রুটে স্টেরয়েড কিছুটা ইডিমা কমায় ও বের হওয়া ডিস্কের সাইজ কমিয়ে নারভে প্রেশার কিছুটা কমায়।
সাধারণত সর্বোচ্চ ৩ বার পর্যন্ত নার্ভ ব্লক করা যায়। তবে ৭০% ক্ষেত্রে একবার দিলেই ওই সময়ের মধ্যেই রোগি ভাল হয়ে যায়। যাদের রোগ দীর্ঘ হয়, তাদের একাধিকবার দিতে হতে পারে। তবে তা ২-৬ মাস বা কয়েক বছর গ্যাপে।
ডিস্কে ওজোন (OZONE) দিলে তা নেগেটিভ প্রেশারের মাধ্যমে বের হওয়া ডিস্ক অংশকে ভিতরে ঢুকিয়ে দিতে সাহায্য করে। যেভাবে আমরা বের হওয়া টুথপেষ্টকে টিউবে ঢুকাতে চাই। এই পদ্ধতিকে বলে ওজোন ডিস্কেকটমি। এতেও কোন কাটাছেঁড়া করা হয় না। এটা আমরা একবারই করি।
মনে রাখবেন, পেইন দেড় থেকে ৩ মাসের বেশি থাকলে এবং পেইনের সাথে এঞ্জাইটি, ফিয়ার, ডিপ্রেশন এগুলো যুক্ত হলে পেইন তখন জটিল আকার ধারণ করে। একে "ক্রোনিক পেইন" বলে। ক্রনিক পেইন ব্রেইনকে এফেক্ট করে। এটা তখন শুধু কোমর ব্যথা থাকে না। এটা মেডিসিন দিলেও ভাল হয় না। তাই পেইন কে অবহেলা বা সহ্য করে ৩ মাস অতিক্রম করবেন না। এর আগেই পেইন সাইকেল কে বন্ধ করুন। এক্ষেত্রে নার্ভ ব্লক বা এপিডুরাল ব্লক পেইন কমাতে কার্যকরী।