Rejinagar Chosma Ghar

Rejinagar Chosma Ghar All type of eye disease is treated here. All type of latest fashionable spectacles are avaliable

অনেক রোগী এখন পাট কাটির খোচা লেগে চোখ দেখাতে আসছে। আঘাত লেগে চোখে Corneal ulcer তৈরি হচ্ছে, সঙ্গে চোখে খচ খচ করা, কম দেখ...
29/08/2024

অনেক রোগী এখন পাট কাটির খোচা লেগে চোখ দেখাতে আসছে।

আঘাত লেগে চোখে Corneal ulcer তৈরি হচ্ছে, সঙ্গে চোখে খচ খচ করা, কম দেখা, লাল হওয়া, যন্ত্রণা।

এক্ষেত্রে সবচেয়ে প্রথমে বলব ভয় পাবেন না, দেরি না করে নিকটবর্তি চোক্ষু চিকিৎসা কেন্দ্র যান অথবা রেজিনগর চশমা ঘরে আসুন বিকেল ৫ টা থেকে ৭.৩০ এর মধ্যে।

ঠিক ঠাক চিকিৎসা করলে খুব তাড়াতাড়ি সেরে উঠবেন।

বিশেষ ভাবে যেটা বলব যে নিজে বাজার থেকে কিনে কোনো আই ড্রপ লাগবেন না, হতে পারে এই ভুলের জন্য আপনি আপনার মূল্যবান চোখ সারা জীবনের জন্য হারাবেন, এই সময় অনেক ওষুধ চোখের ক্ষতি করে তাই ডাক্তার না দেখিয়ে ওষুধ লাগানোর ভুল করবেন না।

রেজিনগর চশমা ঘর
9749179939
9832970623

রোগী দেখার সময় বিকেল ৫ টা থেকে সন্ধে ৭.৩০ পর্যন্ত। আসার আগে ফোন নাম লেখান

23/03/2024
Rejinagar chosma ghar wishing you a very happy and joyful year ahed
01/01/2024

Rejinagar chosma ghar wishing you a very happy and joyful year ahed

"কম্পিউটারাইজড আই চেকআপ" উপরের তিনটি শব্দ যে কোন চোখের রোগীর কাছে খুব লোভনীয়।শব্দ গুলো শুনে যেনো অর্ধেক রোগ ই ভালো হয়ে য...
08/08/2023

"কম্পিউটারাইজড আই চেকআপ"

উপরের তিনটি শব্দ যে কোন চোখের রোগীর কাছে খুব লোভনীয়।

শব্দ গুলো শুনে যেনো অর্ধেক রোগ ই ভালো হয়ে যায়।

⚫আসলে ব্যাপার টা কি!?

সাধারণত আমাদের চোখে প্লাস বা মাইনাস পাওয়ার থাকে, এই প্লাস ও মাইনাস এর আবার দুটো ভাগ, এগুলো সব একসঙ্গে ও থাকতে পারে, তো কম্পিউটার এর দ্বারা এই সব পাওয়ার এর একটা মোটামুটি বিবরণ পাওয়া যায় যাতে করে অল্প সময়ে বেশি রোগী দেখা যায়।

যেহেতু এই পাওয়ার টা একদম সঠিক না ও আসতে পারে তাই সব সময় পাওয়ার নেওয়ার সময়ে ম্যানুয়ালি চেকআপ করা টা খুব জরুরী হয়ে পড়ে। ডাক্তার বাবু কিছুটা সময় ধরে বিভিন্ন পাওয়ার দেখিয়ে আপনাকে বার বার জিজ্ঞেস করে একটা পাওয়ার কনফার্ম করেন।

এতে অনেক সময়ে রোগীর মনে হতে পারে যে তার সময় নষ্ট হচ্ছে কিন্তু সেটা তার ভালোর জন্যই করা হয়।

⚫যেটা করবেন :

▪️পাওয়ার করার সময় তাড়াহুড়ো করবেন না

▪️মেশিন এর থেকে ডাক্তার বাবু কে বেশি বিশ্বাস করুন।

▪️সঠিক তথ্য দিয়ে ডাক্তার বাবু কে সহযোগিতা করুন।

▪️পাওয়ার পরে স্বাভাবিক দেখলে তখনই পাওয়ার কনফার্ম করুন।

রেজিনগর চশমা ঘর
9749179939
9832970623

প্রসঙ্গ :চোখ ওঠাবেশ কিছু দিন ধরেই এই সমস্যা প্রতিটা ঘরে ঘরে দেখা যাচ্ছে। এতে চোখ লাল হচ্ছে, পিচুটি কাটছে,চোখ লেগে যাচ্ছে...
03/08/2023

প্রসঙ্গ :চোখ ওঠা

বেশ কিছু দিন ধরেই এই সমস্যা প্রতিটা ঘরে ঘরে দেখা যাচ্ছে।

এতে চোখ লাল হচ্ছে, পিচুটি কাটছে,চোখ লেগে যাচ্ছে। চোখের পাতা ফুলে যাচ্ছে।
এটা বেশ যন্ত্রণাদায়ক।

এটা একপ্রকার ভাইরাল ইনফেকশন, খুব ছোঁয়াচে। পরিবারের একজন এর হলে বাকি দের ও হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। তাই বাকি দের সাবধানে থাকতে হবে।

রোগীর ব্যবহার করা জিনিস যেমন গামছা, বালিস ইত্যাদি জিনিস যেগুলো রোগীর চোখের সংস্পর্শ এসেছে সেগুলো বাকিরা ব্যবহার করবেন না।

রোদ চশমা বা সানগ্লাস ব্যবহার করুন।

নিজে থেকে ইচ্ছা মত কোনো চোখের ড্রপ কিনে লাগবেননা। কারণ হয়তো প্রাথমিক ভাবে ভালো মনে হলে ও তার দীর্ঘমেয়াদি পার্সপ্রতিক্রিয়া থাকতে পারে, যা অত্যন্ত ক্ষতিকর।

যন্ত্রণা খুব বেশি না হলে এতে কোনো ট্যাবলেট লাগে না, তাই কারো কথা শুনে কোনো ট্যাবলেট খেতে যাবেন না।

চোখ ওঠার প্রথম দিনেই আপ্নার নিকটবর্তী চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন ।

পরিশেষে বলি এতে ভয় পাবেন না, ঠিক মত ওষুধ ব্যবহার করলে ৭ দিনের মধ্যেই রোগমুক্তি ঘটবে।

রোগী দেখাতে ফোন করুন অথবা সরাসরি আসুন।

9749179939
9832970623

রেজিনগর চশমা ঘর, মনোরমা এন্ড নফল মার্কেট, বাস স্ট্যান্ড মোড়

Anterior dislocation of lens.
31/07/2023

Anterior dislocation of lens.

⚫ট্যারা চোখ বলতে কি বোঝায়?ক্রস আই বা ট্যারা চোখ, চিকিৎসাগতভাবে স্ট্র্যাবিসমাস নামে পরিচিত, যা দু’টি চোখের একই সরলরেখা বর...
01/07/2023

⚫ট্যারা চোখ বলতে কি বোঝায়?

ক্রস আই বা ট্যারা চোখ, চিকিৎসাগতভাবে স্ট্র্যাবিসমাস নামে পরিচিত, যা দু’টি চোখের একই সরলরেখা বরাবর না থাকার অবস্থাকে বোঝায়। এক্ষেত্রে একজন ব্যক্তি তার দু’টি চোখ দিয়ে একই দিকে তাকাতে অক্ষম হন। একটি চোখ ভিতর দিকে (এসোট্রোপিয়া), বাইরের দিকে (এক্সোট্রোপিয়া), উপরের দিকে (হাইপারট্রোপিয়া), ও নিচের দিকে (হাইপোট্রোপিয়া) বেঁকে যেতে পারে। ওয়ান্ডারিং আইস হলো আরও একটি সাধারণ শব্দ, যা ক্রস আই বা ট্যারা চোখ বোঝাতে ব্যবহৃত হয়।

⚫এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি ?

ট্যারা চোখের লক্ষণ ও উপসর্গগুলি হলো:

কোনও একটি নির্দিষ্ট দিকে তাকানোর সময় চোখের স্থানগত অবস্থান বেঠিক।
এই অবস্থা সামাল দেওয়ার জন্য মাথার অঙ্গবিন্যাসে অস্বাভাবিকতা।
বেশি দূরে বা সূর্যের আলোর দিকে তাকানোর সময় এক চোখ বন্ধ করে তেরছাভাবে দেখা।
চোখ কচলানো।
আক্রান্ত ব্যক্তি সবসময় লক্ষণগুলি উপলব্ধি করেন না।

সাময়িক উপসর্গগুলির মধ্যে অন্তর্ভুক্ত:

ডাবল ভিশন অর্থাৎ একই জিনিস দু’টি করে দেখা
অবসাদ।
অস্থির প্রতিবিম্ব অথবা বারবার তাকানো।
একই সরলরেখায় দু’টি চোখ না নড়ার অনুভূতি।
অতিমাত্রায় দূরদৃষ্টি বা কাছের দৃষ্টিতে অসুবিধা।

⚫এর প্রধান কারণগুলি কি কি?

যদিও এটি প্রাপ্ত বয়স্কদেরও হতে পারে, তবে ট্যারা চোখ বেশিরভাগ ক্ষেত্রে শিশু ও বাচ্চাদের মধ্যেই দেখা যায়।

এর সাধারণ কারণগুলি হলো:

শৈশব থকেই চোখের সমন্বয়ের অনুন্নত বিকাশ।
অতিমাত্রায় দূরদৃষ্টি (হাইপারোপিয়া)।
চোখের পেশী, স্নায়ু অথবা মস্তিষ্কে সমস্যা যা চোখের নড়াচড়ায় প্রভাব ফেলে।
মানসিক আঘাত, স্ট্রোক, ও অন্যান্য সাধারণ স্বাস্থ্য সমস্যা।

◾ঝুঁকিপূর্ণ বিষয়গুলি নিম্নলিখিত:

ট্যারা চোখের পারিবারিক ইতিহাস।
ডাউন’স সিন্ড্রোম ও সেরিব্রাল পালসি।
অতিমাত্রায় অসংশোধিত দূরদৃষ্টি।

⚫কিভাবে এর নির্ণয় ও চিকিৎসা করা হয়?

ট্যারা চোখের সমস্যা নির্ণয় করার জন্য বিস্তারিতভাবে চক্ষু পরীক্ষা করার প্রয়োজন পড়ে। ডাক্তার উপসর্গের ইতিহাস সম্পর্কে জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করতে পারেন। চক্ষুরোগ বিশেষজ্ঞ দৃষ্টিশক্তি ও চোখের সমন্বয় মূল্যায়ন করে দেখেন।

◾এই পরীক্ষায় অন্তর্ভুক্ত টেস্টগুলি হলো:

▪️ভিজ্যুয়াল অ্যাকুইটি: এই পরীক্ষায় মূল্যায়ন করে দেখা হয়, দৃষ্টিশক্তি কতোটা প্রভাবিত হয়েছে। পরীক্ষায় অন্তর্ভুক্ত রয়েছে - সংশ্লিষ্ট দুরত্ব থেকে বিভিন্ন আকারের অক্ষর পড়তে বলা হয়, যা আপনার দৃষ্টিশক্তি সক্ষমতার আংশিক ফলাফল জানা যায়।
▪️রিফ্র্যাক্টিভ এরর: ডাক্তার প্রতিসরণমূলক তরুটির নির্ণয় করবেন লেন্সের পাওয়ার সুনিশ্চিত করার জন্য, যাতে যে ত্রুটি হয়েছে, তা পূরণ করার উদ্দেশে।
▪️আই হেলথ: আপনার চোখের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ডাক্তার স্প্লিট লেন্স মাইক্রোস্কোপ ব্যবহার করতে পারেন।

⚫ট্যারা চোখের চিকিৎসার মধ্যে অন্তর্গত:

▪️চোখের চশমা বা কনট্যাকট লেন্স।
▪️ভিশন থেরাপি।
▪️চোখে অস্ত্রোপচার।

Rejinagar chosma Ghar
9749179939
9832970623

Good afternoon everyone.Eye gives us a continuous vision everyday. Everyone is getting busy doing some works for a long ...
27/06/2023

Good afternoon everyone.

Eye gives us a continuous vision everyday. Everyone is getting busy doing some works for a long time (specially near work /computer work) that's creates a certain strain on eyes.

But if you want to keep your eyes healthy you have to maintain a simple rule that is "20 20 20 rule"

The rule is-
For every 20 minutes a person looks at a screen, they should look at something 20 feet away for 20 seconds.

Follow the rule and let's your eye be more powerful.

For more enquiry call 9749179939
9832970623

Rejinagar chosma Ghar

আপনি জেনে অবাক হবেন মানব চোখে রয়েছে ৫৭৬ মেগাপিক্সেল ক্যামেরা। সেজন্যই আমরা প্রায় ১ কোটি রঙ আলাদাভাবে দেখতে পাই।পিক্সেল হ...
22/06/2023

আপনি জেনে অবাক হবেন মানব চোখে রয়েছে ৫৭৬ মেগাপিক্সেল ক্যামেরা। সেজন্যই আমরা প্রায় ১ কোটি রঙ আলাদাভাবে দেখতে পাই।

পিক্সেল হচ্ছে ছবির প্রাণ, ছবির ক্ষুদ্রতম অংশ যা খালি চোখে দেখা যায় না।



একটি ছবির দৈর্ঘ্যে ৩ হাজার পিক্সেল আর প্রস্থে ২ হাজার পিক্সেল হলে পুরো ছবির আয়তন দাঁড়ায় ৬০ লাখ পিক্সেল; এটি হবে ৬ মেগাপিক্সেলের ছবি। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ১০ লাখ পিক্সেল সমান ১ মেগাপিক্সেল। এই মেগাপিক্সেলই হচ্ছে ক্যামেরার লেন্সে তোলা ছবির আয়তনের একক।



সাধারণত বলা হয়ে থাকে যে, স্থির দৃষ্টিতে একটি স্থিরচিত্র হিসেবে মানুষের চোখ ৫৭৬ মেগা পিক্সেলের ছবি গ্রহণ করতে পারে। তবে চলমান ছবি বা ভিডিও মানুষের চোখ ৭৭৭.৬গিগাপিক্সেল/সেকেন্ড পর্যন্ত চিত্রগ্রহণ করতে সক্ষম।
(সংগৃহীত)
9749179939
9832970623

22/06/2023

সুপ্রভাত বন্ধুরা।

আজ বিশেষ কারণ বসত রেজিনগর চশমা ঘর সকালে বন্ধ থাকছে ।

বিকেলে ৫ টা থেকে খোলা পাবেন।

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন 9832970623 এই নম্বর এ।

ধন্যবাদ।

What is cataract?A clouding of Intraocular lens in our eye. It makes a barrier and  the light ray doesn't focus on fovea...
19/06/2023

What is cataract?

A clouding of Intraocular lens in our eye. It makes a barrier and the light ray doesn't focus on fovea.

How can you get rid off this cataract?

Normally there are two techniques that removes the cloudy lens.

(a) SICS(Small incision cataract surgery)

(b) PHACO(Phacoemulsification)

Although there are a few techniques these two techniques are widely used for cataract surgery.

⚫SICS

Most common procedure that is a low cost and budget friendly surgery in developing countries.

A one-third to half-thickness scleral incision is made about 1–1.5 mm behind the limbus. The size of the incision varies depending on the hardness and size of the nucleus, usually it varies from 5.5 to 7.5 mm.

It takes almost a month to recover.

⚫PHACO

Phacoemulsification, or phaco, is method of cataract surgery in which the eye’s internal lens is emulsified using ultrasonic energy and replaced with an intraocular lens implant, or IOL.

Phaco surgery is performed with a small ultrasonic probe that is inserted into the eye via a two-to-three millimeter incision. This probe breaks the cloudy lens into tiny pieces and sucks the fragments out of the eye. Your doctor will place a permanent artificial lens (called an intraocular lens or IOL) where the natural lens used to be. Surgery is performed under a local anesthesia(preferable) .

⚫SICS vs PHACO

Comparing the advantages of each cataract surgery technique, the phacoemulsification technique uses more sophisticated equipment and results in smaller incision than SICS technique.

PHACO gives the patient a speedy recovery.

9749179939
9832970623

Ready to deliverREJINAGAR CHOSMA GHAR97491799399832970623
17/06/2023

Ready to deliver
REJINAGAR CHOSMA GHAR
9749179939
9832970623

Address

Rejinagar Bus Stand More. Beside Safreen Medical Center
Beldanga
742189

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 8am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 7pm

Telephone

+919051143480

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rejinagar Chosma Ghar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rejinagar Chosma Ghar:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram