Shifa Homoeopathy Speciality Clinic

Shifa Homoeopathy Speciality Clinic in our clinic Dr Ali HABIB ,BHMS(CAL) Speciality in treatment of chronic diseases in all disease& DR

11/09/2025

রোগীর পরিজনেরা প্রায়ই জিজ্ঞাসা করে ডাক্তার বাবু জল কতো টা খাবো?
এর উত্তর কিন্তু খুবই সোজা।
৩০ থেকে ৩৫ মিলি প্রতি কেজি শরীরের ওজন , হিসেবে জল খেতে হয় শরীর কে সিক্ত রাখার জন্য।
সুতরাং বুঝতেই পারছেন এক একজনের জলের প্রায়োজন এক এক রকম।
তারপর আসি জল কখন খাবো , আমি বলিকি জল সব সময় খাবেন , তবে ভালো হয় খালি পেটে, খাবার খাওয়ার ৩০ মিনিট আগে এবং খাবার খাওয়ার ১ ঘন্টা পর। খাবার খাওয়ার সময় একদম জল খাবেন না, যদি না বিশেষ প্রয়োজন থাকে ।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন , আর এইরকম আরও মজাদার তথ্য পেতে আমাদের পেজ টাকে ফোলো করুন । ধন্যবাদ , আজ এই অবধি।

09/04/2024

সচেতনতা দরকার বেশি করে মায়ে দের

শিশুদের আত্মহত্যার প্রবণতার সঙ্গে সম্পর্ক রয়েছে সর্দির ওষুধের!!
অথচ: নাপা এবং এন্টাসিড এর পরেই মন্টেলুকাষ্ট অহরহ টানা খেয়ে যাচ্ছে।

বাজারে সর্দির জন্য সবচেয়ে বেশি বিক্রিত ওষুধ মন্টিলুকাস্টের পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হচ্ছে শিশুরা। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে তারা বিষয়টি পর্যালোচনা করছে।

পরিবারগুলো জানিয়েছে, শিশুসহ হাঁপানি রোগীদের সাধারণত নির্ধারিত ওষুধ মন্টিলুকাস্টের ঝুঁকি সম্পর্কে তাদেরকে সঠিকভাবে সতর্ক করা হয় না।

এই ওষুধটিকে রাতের আতঙ্ক, বিষণ্নতা এবং বিরল ক্ষেত্রে হ্যালুসিনেশন বা আত্মহত্যা প্রবণতার সাথে যুক্ত করা হয়েছে।

মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি চলতি সপ্তাহান্তে নিশ্চিত করেছে, ‘আরো উদ্বেগ’ সনাক্ত করার পরে তারা ওষুধের ঝুঁকি পর্যালোচনা করছে।

মন্টেলুকাস্ট ইউকে অ্যাকশন গ্রুপের কর্মকর্তা তানিয়া হিন্ডার বলেছেন, ‘আক্রান্তরা অনিয়ন্ত্রিত আগ্রাসী হয়ে ওঠে, শিশুরা পরিবারের সদস্যদের আক্রমণ করে এবং অনেক বেশি এলোমেলো চিন্তায় ভুগছে বলে জানিয়েছে। দুঃখজনকভাবে, প্রতিবেদনে আত্মহত্যার চেষ্টা এবং আত্মহত্যার তথ্য উল্লেখ করা হয়েছে।

গ্রাহাম ও অ্যালিসন মিলার দম্পতির ছেলে হ্যারি হাঁপানিতে আক্রান্ত ছিল। ২০১৮ সালে ১৪ বছর বয়সে হ্যারি আত্মহত্যা করে। সন্তানের মৃত্যুর দুই বছর পর মন্টিলুকাস্টের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি জানতে পেরেছিলেন গ্রাহাম ও অ্যালিসন। তারা এখন সন্তানের মৃত্যুর কারণ জানতে পুনরায় তদন্তের আবেদন করেছেন।

নার্সারি স্কুলের সহকারী শিক্ষক ৩৩ বছর বয়সী জেনি লেভেলিন জানান, তার মেয়ে লটি যখন মাত্র তিন বছর বয়সী তখন তাকে ওষুধটি দেওয়া হয়েছিল। তার আচরণে আকস্মিক পরিবর্তনের সঙ্গে ওষুধটির সম্পর্ক ছিল বলে মনে হয়েছিল।

মেয়ের আচরণে পরিবর্তন বিষয়ে জেনি বলেন, ‘সবকিছুই ছিল বিষণ্ণ। সে কাঁদতে কাঁদতে বিছানায় যেতো এবং কাঁদতে কাঁদতে জেগে উঠতো।’

১৯৯৮ সালে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট মার্ক হাঁপানি ও অ্যালার্জির যুগান্তকারী এই ওষুধটি বাজারে এনেছিল। এটি শ্বাসনালীকে সংকীর্ণ হওয়া থেকে বিরত রাখে এবং হাঁপানির আক্রমণ প্রতিরোধে সহায়তা করে। আচরণ এবং মেজাজ পরিবর্তনসহ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াগুলো রোগীর তথ্য শিটে তালিকাভুক্ত করা হয়েছে। তবে প্রচারকারীরা বলছেন, সতর্কতাগুলি প্যাকেটে ছাপানো উচিত এবং স্বাস্থ্য পেশাদারদের বিষয়টি প্রকাশ করা উচিত ছিল।

ইংল্যান্ডে ২০২২/২৩ সালে ৪৩ লাখ প্রেসিক্রিপশনে মন্টিলুকাস্ট লেখা হয়েছিল। এই পরিমাণ ওষুধের মূল্য ৬০ লাখ ৬৯ হাজার পাউন্ড।

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২০ সাল থেকে ওষুধটির ব্যাপারে ব্ল্যাক বক্স সতর্কতা রয়েছে। দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা এফডিএ প্রাণিদের ওপর পরিচালিত গবেষণার উল্লেখ করে জানিয়েছে, ওষুধটি রক্ত-মস্তিষ্কের বাধা (ব্লাড-ব্রেইন বেরিয়ার-বিবিবি) অতিক্রম করতে পারে। অথচ এই বিবিবি হচ্ছে এমন একটি ঝিল্লি যা ফিল্টার হিসাবে কাজ করে এবং ক্ষতিকারক পদার্থ এবং সংক্রামক জীবাণুকে দূরে রাখে।

গত ২১ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস মন্টিলুকাস্ট গ্রুপের ওষুধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এফডিএ এর কাছে চিঠি লিখেন। যুক্তরাষ্ট্রে সিঙ্গুলেয়ার ব্র্যান্ড নামে বিক্রি হওয়া ওষুধের বিরুদ্ধে ‘অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের ‘দুঃখজনক প্রতিকূল মানসিক ঘটনার’ সঙ্গে ওষুধটির সম্পর্কের বিষয়ে প্রতিবেদন পাওয়া অব্যাহত রয়েছে।

NB: আরো গবেষণা হচ্ছে এবং আরো দরকার, হয়তো ভালো সিদ্ধান্ত আসবে।
কপি পোষ্ট।

13/03/2024

আমি আলী হাবিব। ধরে নিচ্ছি, আমার নাম ফেসবুক বন্ধুদের সকলে জানেন। ।

আমি মনে করি জীবনে চলার পথে বিভিন্নভাবে আমার ফেসবুকের বন্ধুতালিকার বেশিরভাগ মানুষ আমাকে চেনেন। কেউ কেউ আমাকে পছন্দ করেন, বা কেউ কেউ পছন্দ করেন না। যারা পছন্দ করেন বা করেন না, আমি দেখতে চাই আমরা শুধু লাইক আর রিয়েক্টে সীমাবদ্ধ না থেকে নিজেরা নিজেদের সম্পর্কে কিছু লিখতে পারি কিনা। আইডিয়া টা হলো ছবি ছাড়া পোস্ট কেউ পড়ে কিনা সেটি দেখা। প্রযুক্তির ফাঁদে আমরা এতটাই হারিয়ে গিয়েছি যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই ভুলে গিয়েছি - ভালো বন্ধুত্ব। এই পোস্ট যদি কেউ না পড়ে, তাহলে এটি হবে একটি ক্ষুদ্র সামাজিক পরীক্ষামূলক প্রচেষ্টা।

কিন্তু যদি আপনি এই পোস্ট শেষ পর্যন্ত পড়ে থাকেন, তাহলে আমি চাই আমার এবং আপনার সম্পর্কে একটি শব্দ কমেন্টবক্সে লিখুন। উদাহরণস্বরূপ এটি হতে পারে কোন জায়গা, ঘটনা, বস্তু, ব্যাক্তি ইত্যাদির নাম যেটির কারণে আপনি আমাকে মনে রেখেছেন। এরপর এই পোস্টটি কপি করে আপনার ওয়ালে লিখবেন (শেয়ার করবেন না, লেখা কপি করে বসাবেন)। নামের জায়গায় আপনার নিজের নাম লিখবেন। আমি আপনার ওয়ালে গিয়ে আপনার সম্পর্কে একটি শব্দ লিখে আসবো। দেখা যাক কারা ফেসবুকে সত্যি সত্যিই বন্ধুদের পুরো লেখা পড়ে এবং উত্তর দেয়।

মনে রাখবেন- কেবল একটি শব্দ।

[পোস্টটাকে যেহেতু কপি-পেস্ট করার নিয়ম তাই উপরের লেখাটায় একটা লাইন ছাড়া আর কিছু পালটালাম না। তবে লেখা যেরকমই ই হোক না কেন, খেলার আইডিয়াটি কিন্তু মন্দ নয়।]

24/10/2023

The biggest communication problem is that we don't listen to understand. We listen to reply and react.

এই রকম অসংখ্য স্বাধীনতা সংগ্রামী দের ঘটনা ছড়িয়ে আছে আমাদের আশেপাশে, যথাযথ লেখনী মাধ্যমে তথ্য না থাকায় এনারা আজ বিস্মৃ...
14/08/2023

এই রকম অসংখ্য স্বাধীনতা সংগ্রামী দের ঘটনা ছড়িয়ে আছে আমাদের আশেপাশে, যথাযথ লেখনী মাধ্যমে তথ্য না থাকায় এনারা আজ বিস্মৃত, আগামী স্বাধীনতা দিবসে এই রকম আরো তথ্য যেনো আমাদের সামনে আসে, ভবিষ্যত প্রজন্মের কাছে এটা খুবই গুরত্বপূর্ণ বলে মনে হয় ,আমার জেলা murshidaba , এই জেলায় এই রকম হারিয়ে যাওয়া স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস করোর জানা থাকলে সেগুলো সামনে নিয়ে আসুন।সবাইকে আন্তরিক অনুরোধ।

01/01/2023

Happy new year to all of my friends

08/10/2022

A mysterious case of was occurring every day?! Yes indeed, I had never heard or seen such type of fracture, till this lady came to me. Will you believe that she had 222 fractures during the period of two years, almost every day she was having a fracture due to some or the other reason. She herself was a doctor, a famous gynecologist of her town. This case is listed in my book 'Dast-e-Shifa' (in Urdu), which is now available in Hindi with the title 'Hathon ka Jas' and in Marathi 'Kimaya Hatanchi'. It's new edition in Urdu is ready to come, In sha Allah. And while reading its proof before sending it to publication I am enjoying to read this and therefore felt to share with you all. But before sharing it I would like to give little introduction of mine. During my surgical training I worked under three stalwarts of Surgery my first Guru was late Dr. S.C. Pandey, a legend thoracic surgeon, was very famous as well in Jabalpur MP. Here in Mumbai, I worked under Dr. Subhash Dalal, a legend name in Pediatric surgery and under Dr. L. N. Vohra, who was also very famous in surgery.

Now this case, she was practicing in a small town of Maharashtra as the gynec surgeon. She herself was having her own nursing home. Her one uncle who was also very famous in the literary world, once asked me to that if I am able to treat her, either I should visit there or he will send her to me here in Mumbai. About her he told me, more or less every day she is having fracture of one or other bone.

However, I should pet my own back, I have treated this lady with only few doses of a remedy of homeopathy. Homeopathy is really an art provided one should be sincere to know about this law. The law of cure, 'likes to be treated by like'. By the way, when came to me she asked the first thing that, that whether homeopathy knows about the treatment of such cases? You may laugh, but she had noted down the numbers of fracture in her diary and which were in two hundred and twenty two in a period of two years.

She used to get fracture of her hands very often, after every one or two days. Some times in her foot as well. Her fractures were also occurring some time when she used to stretch her hands or taking a sigh deep. In the same little jar or jerks or even after pandiculation. Because of these she was more or less every day was in with plasters and but with this she used to work also of her daily routine including her medical practice. She was around 32 to 33 years of age. Some time it happened that while rising from the bed in the morning with little stress she got the fracture.

She was explaining her story and I was listening, as the role of homeopath is to listen, and just listen. After she divorced from her love marriage, used to take sleeping pills. In her full body scan reports the pathology was located inside the pituitary gland and that was the reason. She as herself was a doctor perhaps told her uncle to get some support from homeopathy and which was the reason she was here at my chamber, in Mumbai. And was testing homeopathy that whether such kind of cases do homeopathy knows or have treated.

History revealed that she got married inter-caste with her own will and then after few years divorced, thereafter was taking sleeping pills. This is what psychologically and emotional high grade trauma and by taking every day the sleeping pills was physical trauma. Her routine daily work as a doctor was further adding to her stress.

Pituitary gland is the main endocrine gland which controls the rest of the glands. She used to get recurrently allergy and allergic affection, was asthmatic also. Her me**es were also not normal, used to get back pain before the me**es. My first prescription was Kali Carb, follow up with Nosode-1 (Maul Halib). Thereafter she didn't get any fracture. After the cure, she arranged a seminar in her town Nanded where she called the doctors of her city to listen my lecture. The topic was 'let people know the value and the need of homeopathy'. Masha Allah, she still calls me on some or the other occasion, not for fractures but just for some Hi-Hello, that's all.

27/09/2022

অ্যাসিলক, জিনট্যাক এবং র‌্যানট্যাক-সহ বেশ কয়েকটি ব্র্যান্ডে নাম দিয়ে বিক্রি হয় র‌্যানিটিডিন। অম্বলের সমস্যার উ.....

14/09/2022

ধূম্রপানকারী পিতাদের উদ্দেশ্যে,
আপনি নিশ্চয়ই আপনার সন্তানকে ভালোবাসেন, হয়তো খুবই ভালোবাসেন তাইতো, আর সেই জন্যেই আপনি ঘরে ধুম্রপান করেন না, বাইরে থেকে ধুম্রপান করে আসেন বা ইচ্ছে হলে ছাদে গিয়ে। কিন্তু লক্ষ্য করেছেন কি? যে আপনার সন্তানটির খুব ঘনঘন ঠান্ডা লাগে বা ঠান্ডা লাগলে চট করে সাড়তেই চায় না। যদি এরকম হয় তাহলে কারণ কিন্তু আপনি ও আপনার ধুম্রপান অভ্যেসটি ,হোক না ঘরের বাইরে তবুও আপনি দায়ী।
আমার ক্লিনিকের একটি ছোট্ট ঘটনা বলি, একটি বাচ্চা মেয়ে বয়স ৩ বছর খুব ঘন ঘন ঠান্ডা লাগে বা বলা ভালো সর্দি কাশিটা একরকম সারা বছর লেগেই থাকে। জন্মের কিছুদিন পর থেকেই এই ঘটনা চলছে, আমার কাছে আসার আগে বেশ কয়েকটা নামকরা শিশুরোগ বিশেষজ্ঞ দেখানো হয়েছে এমনকি কলকাতাতেও। আবার কিছু হোমিওপ্যাথি ডাক্তারদেরও দেখিয়েছেন খুব একটা লাভ কোন জায়গাতেই হয়নি। যাইহোক ,আমার একটি পুরনো রোগীর কাছে থেকে আমার সন্ধান পেয়ে এক সন্ধ্যায় ক্লিনিকে এসে হাজির। খুব ভালো করে কেস টেকিং করলাম ঔষধ নির্বাচন করলাম কিন্তু তবুও যেন মনে হচ্ছিল কিছু একটা বাদ যাচ্ছে। সবশেষে বাচ্চাটির বাবাকে জিজ্ঞেস করলাম ঘরে কেউ তামাকের নেশা করে সেটা যে কোন রূপেই হোক না কেন? বাবাটি উত্তর দেয় আমি সিগারেট খাই তবে খুব কম ৩-৪টি সারাদিনে। তবে বাচ্চার সামনে একেবারে খাইনা বাইরে থেকে খেয়ে আসি।
বাচ্চাটির ঘন ঘন সর্দি লাগার আসল কারণটি বোঝা গেল। বাচ্চা মেয়েটি বাবার খুবই প্রিয়। বাবা বাইরে থেকে আসলেই মেয়েকে নিয়ে আদর করে তার সঙ্গে সময় কাটায় খেলাধুলা করে। পরিশেষে বাবাকে বোঝানো হয় যে মেয়ের ভালো চাইলে ধুম্রপান ছাড়তে হবে এবং উনি ছেড়েছিলেন। এরপর কিছুদিন বাচ্চাটির চিকিৎসা চলে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বাচ্চাদের বছরে বেশ কয়েকবার সর্দি জ্বর কাশি হবেই এটাই স্বাভাবিক কিন্তু সেটা লাগাতার লেগে থাকবে না। যদি লেগে থাকে বা এইরকম ঘটনা ঘটে তাহলে অবশ্যই গোড়ায় গলদ রয়েছে।
সবশেষে একটাই কথা প্রিয়জনদের ভালো চাইলে আজই ধুম্রপান অভ্যেস ত্যাগ করুন।
Cure is sure if Faith is pure.

Address

56, RANIBAGAN , BERHAMPORE, MURSHIDABAD, OPPOSITE OF CHAHAT FURNITURE
Berhampore
742101

Opening Hours

Monday 7am - 11am
5pm - 8pm
Tuesday 7am - 11am
5pm - 8pm
Wednesday 7am - 11am
5pm - 8pm
Thursday 7am - 11am
5pm - 8pm
Friday 7am - 11am
5pm - 8pm
Sunday 7am - 2pm

Telephone

+917031753569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shifa Homoeopathy Speciality Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram