Homeo Tips

Homeo Tips Homeopathy

06/04/2024

ক্যামোমিলা ঔষধের সাথে কয়েকটি সদৃশ্য ঔষধের পার্থক্যঃ----

♦️ক‍্যামোমিলা ও নাক্স ভমিকা-----

ক‍্যামোমিলার মধ্যে ঝগড়া করবার প্রবণতা থাকে অর্থাৎ সবসময় ঝগড়া করতেই থাকে এবং ঝগড়া করতে করতে অসুস্থ হয়ে পড়লেও ঝগড়া করা ছাড়ে না।

নাক্স ভমিকা ঝগড়া করবার পরে অনুতপ্ত হয়ে পড়ে।

♦️ক‍্যামোমিলা ও কলোসিন্থ:--

এই দুটি ঔষধেই রাগ এবং কলহ জনিত ঋতুকষ্ট, পেট ব্যথা দেখতে পাওয়া যায়।

কিন্তু ক‍্যামোমিলা যন্ত্রণা সহ্য করতে পারে না, ফলে আরো রেগে ওঠে।

কিন্তু কলোসিন্থ তার যন্ত্রণা চেপে ধরে বসে থাকতে বা শুয়ে থাকতে পারে, কারণ সজোরে চেপে ধরলে কলোসিন্থের যন্ত্রণা কমে যায়।
ক‍্যামোমিলার যত ব্যথা তত পিপাসা ও উত্তাপ, পালসেটিলার ঠিক বিপরীত।

♦️ ক‍্যামোমিলা ও ব্রায়োনিয়া:-

উভয় ঔষধেই শিশুরা খুব ক্রুদ্ধ ভাবের হয়ে থাকলেও কিন্তু ব্রায়োনিয়া কখনো কোলে উঠে বা কোনপ্রকার নাড়াচাড়া পছন্দ করেনা,
কিন্তু ক‍্যামোমিলা সর্বসময় কোলে উঠে বেড়াতে পছন্দ করে।

♦️ ক‍্যামোমিলা ও সিনা:-

উভয় ঔষধেই রাগভাব থাকলেও এবং কোলে উঠে বেড়াতে চেলেও ক‍্যামোমিলার ক্ষেত্রে কোলে উঠলে ভালো থাকে এবং সিনার ক্ষেত্রে কোলে উঠে আরো বিরক্তি প্রকাশ করতে থাকে ও তার সাথে ক্ষুদাও প্রবল হয়।


🙏
সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

16/02/2024

Hi
All
Friends

05/02/2024

#বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসকদের অব্যর্থ কিছু টিপস--
▬▬▬▬✪✪✪▬▬▬▬▬▬▬▬▬✪✪✪▬▬▬▬
#পার্ট-১

■ফুসফুসের ডিজিটালিস -Aspidosperma.(Dr.W.Boerick)

■শ্বাসনালী থেকে উদ্ভুত হাঁপানিতে, নি:সন্দেহে সবচেয়ে নিরাপদ ঔষধ -Ars alb.(Dr.Boehr)

■একধরনের উদরাময় আছে যা কোষ্ঠকাঠিন্যের সাথে পর্যায়ক্রমে আসে এবং এটা প্রায়ই বৃদ্ধদের দেখা যায়,সেখানে একমাত্র ঔষধ - Antim crud.(Dr.M.L.Tyler)

■অস্ত্র চিকিৎসার পর মূত্ররোধে বাঁধাধরা ঔষধ -Causti.(Dr.F.L.Compton)

■দেরীতে দাঁতউঠার ক্ষেত্রে অব্যর্থ হোমিওপ্যাথিক ঔষধ -Cal-carb,Cal-phos.(Dr.F.l.Compton)

■ডেঙ্গুজ্বরের প্রতিষেধক এবং চিকিৎসা উভয়ক্ষেত্রে অব্যর্থ ঔষধ -Eup-perf.(Dr.T.P.Chatterjee)

■শৈশবকাল থেকে পায়ের গোছের দূর্বলতায় চমৎকার ঔষধ -Nat-c.(Dr.E.B.Nash).

■হাঁচি দিয়ে যে সর্দি শুরু হয় তা বন্ধ করার জন্য অব্যর্থ ঔষধ -Nat-mur(Dr.W.Boerick)

■হোমিওপ্যথিতে Sugger Killer বলা হয় -Gymnema Sylvestre কে।

04/02/2024

ক্যামোমিলা (Chamomile) পর্ব দুই.
সংক্ষিপ্ত ব্যাখ্যা ও তুলনামূলক আলোচনা।
★দন্তোদ্গম কালীন রোগ ঃ- শিশুদের দন্তোদগম কালের ঔষধ ক্যালকেরিয়া, ইথুজা, পড়োফাইলম,
প্রভৃতির সঙ্গে ইহার তুলনা হয়। সংক্ষিপ্ত প্রভেদ এই যে, শিশু অতিশয় খিটখিটে স্বভাবের, উদর রোগে অসহনীয় যাতনা সহ উদর বেদনা থাকে।
ক্যালকেরিয়া র শিশু তত উগ্র বা খিটখিটে নয় বরং স্থুলকায় ও শান্ত শিশু দের রোগেই ক্যালকেরিয়া অধিক ফলপ্রদ।
ইথুজা র দাস্ত অপেক্ষা দুগ্ধ বমনই বেশি।
পেডোফাইলমে বাহ্য পিচকারীর ন্যায় বেগে নির্গত হয়। বেদনা বিহীন প্রচুর মলত্যাগ ই পডোর বিশিষ্টতা।
দন্ত উদ্গম কালিনী মুর্চ্ছা, টাকার ও খিটখিটে স্বভাব প্রভৃতি রোগে বেলেডোনার সঙ্গে ইহার তুলনা হয়। অত্যন্ত স্নায়বীয় উত্তেজনা ও খিটখিটে স্বভাব ইহার মূল্যবান লক্ষণ।
ডাঃ ন্যাস বলেন, শিশু হউক আর শিশুর জনক ই হউক, যাহাদের মেজাজ অত্যন্ত খিটখিটে হইয়া যায়, কোন কার্য এবং অবস্থাতেই শান্তি পায় না,
সামান্য অসুখে বা বেদনায় অত্যন্ত অধীর, এমন কি উন্মত্তবত হইয়া উঠে বা মুর্চ্ছা যায় তাহাদের সর্বপ্রকার রোগে ক্যামোমিলা বিবেচ্য।
শিশু দের খিটখিটে স্বভাবে সিনা,এন্টিমটার্ট, এন্টিমক্রড, সিলিসিয়া প্রভৃতির সঙ্গে ও ইহার তুলনা হয়।
সংক্ষিপ্ত প্রভেদ এই যে ; ক্যামোমিলার শিশু কোলেএম নিয়া বেড়াইলে কতকটা শান্ত হয়,।
এন্টিম এর শিশু কোলে করিয়া বেড়াইতে ও কাঁদে।
এমন কি দৃষ্টি ও সহ্য করিতে পারেনা।
এন্টিম টার্টে র শিশু অন্যকে দেখিলে আত্মীয় কে জড়াইয়া ধরে।
সিলিসিয়া র শিশু অপরের কথা শুনিলে ও বিরক্ত হয়।
★★স্নায়বিব উত্তেজনা ঃ-
যে সকল শিশু / রোগী সামান্য রোগে বা সামান্য যন্ত্রণাকে অত্যন্ত যন্ত্রণা প্রদ মনে করিয়া অস্থির হইয়া যায় তাহাদের রোগে ক্যামোমিলা বিশেষ ফলপ্রদ।
এ-ই লক্ষণে কফিয়া ইগ্নেসিয়া, একোনাইট, ভিরেট্রাম, ভেলিরিয়েনা, ও হিপার সালফার প্রভৃতির সঙ্গে ইহার প্রভেদ নির্ণয় আবশ্যক।

03/02/2024
03/02/2024

ক্যামোমিলা (Chamomilla)
প্রথম পর্ব এক।
★★প্রধান লক্ষণ ঃ-
১ম শ্রেণির ঃ
শিশু দের দাঁত উঠার সময়ের সকল রোগ।
শিশু সবসময় কোলে চড়িয়া বেড়াইলে শান্ত থাকে।
২য় শ্রেণির ঃ-
কোপন,বিরক্তচিত্ত ও অতিরিক্ত অনুভূতি বিশিষ্ট রোগী।
নবজাত শিশু।
উন্মাদের বেদনা এবং বেদনার স্থানে অবশতা অনুভব।
দন্তোদগম, ক্রোধ, বিরক্তি বা সন্তান প্রসবের পর অতিসার।
মলে ডিম পঁচার ন্যায় দুর্গন্ধ।
মায়ের রাগারাগি র পর স্তন্য পান কারার দরুন শিশুর তড়কা বৃদ্ধি।
৩য় শ্রেণির ঃ-
একগাল লাল, অপর গাল পাণ্ডুর ও শীতল বোধ।
ক্ষণ রাগী, সহজে উত্তেজনশীল বালক বালিকা।
শিশু যাহা চায়,তাহা না পাওয়া পর্যন্ত অবিরাম কাঁদিতে থাকে।
বেলেডোনার শিশু কোলে নিয়া বেড়াইলে শান্তি।
বাতাস লাগা বা খোলা বাতাস অসহ্য।
উষ্ণ গৃহে, উষ্ণ শয্যায় বা উষ্ণ জিনিস মুখে দিলে দাঁত বেদনা র বৃদ্ধি।
প্রসববেদনা উপর দিকে ধাবন।
প্রসূতির স্তন হইতে আপনাআপনি দুগ্ধ পতন।

★★কবি এস এম আতিউর রহমান বাচ্চুর কবিতায় ক্যামোমিলা।ঃ-
বাল রোগে ক্যামোমিলা ভেষজ সুন্দর,
কোলে চড়ে বেড়াইতে ইচ্ছা নিরন্তর।
অশিষ্ট দুরন্ত শিশু রাগ অতিরিক্ত,
কিছুতেই সন্তুষ্ট নহে সদা বিরক্ত।
ব্যাথাতে উন্মাদিত করে আর্তনাদ,
কাঁদিতে কাঁদিতে শেষে আসে অবসাদ।
কুপিত মায়ের স্তন করিলে সেবন,
শিশুর টঙ্কার উঠে অপূর্ব লক্ষণ।
একগাল লাল হয়,অন্য গাল সাদা,
শীতল অর্দ্ধেক গণ্ড, ঊষ্ণ অন্য আধা।
অতীব দুর্গন্ধ মল নষ্ট ডিম্ব প্রায়,
গরমে দন্ত বেদনা যেন উর্দ্ধ দিকে উঠে,
প্রসূতির স্তন্য দুগ্ধ ঝ'রে পড়ে ছুটে।

02/02/2024

ঔষধঃ ওপিয়াম
লক্ষণঃ
ওপিয়ামের অনেক লক্ষণ নাক্সের সাথে মিল
সকাল বেলা মাথা ব্যাথা, সকালে ঘুম থেকে উঠতে চায় না,
নেশা ও লাম্পট্য করার পর তার পেটে সমস্যা গ্যাষ্টিক আলচারে ভোগে।
সাধারণ যেখানে পেটে অবসট্রাকশন হয় নাডিভুডি/ভাউয়েলে সে ক্ষেত্রে ওপিয়াম চিন্তা করতে পারি ।
এ ঔষধ বেশি ব্যবহার হয় অপারেশনের পর যদি পেটের ভিতরে পক্ষাঘাত হয় তখন বেশি ব্যবহুত হয়।
লিভার থেকে পিত্ত বা বাইল তৈরী হয়ে তা ডিউডেনামের মাধ্যমে খাদ্যে মিশে। কিন্তু ওপিয়ামের রোগীর খাদ্য ডিউডেনাম দিয়ে নিচে না নেমে উপরের দিকে উঠে পেটে চলে যায়, যার ফলে তার দুর্গন্ধ যুক্ত তিতা বমি হয়, পেট ফুলে থাকে। এ ক্ষেত্রে ওপিয়াম খুব ভাল কাজ করে।
নাক্সের ক্রনিক হিসেবে ওপিয়াম ব্যাবহুত হয়।
ওপিয়াম থেকে বিভিন্ন ধরনের ঔষধ তৈরী হয় যা পেইন কিলার হিসেবে ব্যবহুত হয়।মরফিন তন্মধ্যে একটি। অপারেশন পূর্বে ওপিয়াম ব্যবহার করলে পেটের বিভিন্ন অন্ত্রে প্যারালাইসিস দেখা দেয়।
শিশুদের intussusception বা অন্ত্রের এক অংশ অন্য অংশের মধ্যে ঢুকে যায় যার ফলে ব্লকেজ হয়, সে ক্ষেত্রে ওপিয়াম ভাল কাজ করে। ( লক্ষণ পেইন হয় , পেট ফাফা থাকে, বমি হয়, তখন হাঁটু টেনে বুকে কাছে নিয়ে এসে কান্নাকাটি করে, পায়খানার সাথে সামান্য পরিমান রক্ত মিশ্রিত মিউকাস হয়, কখনো রক্ত বের হয়।তারপরে বমি করে। পেটের মধ্যে চাকা হয়ে থাকে, পাতলা পায়খানা হয়ে রোগী দুর্বল হয়ে যায়।
(সাবধানতাঃ ভাওয়েল ছিদ্র হয়, ঐ খানে টিসু পচন ধরে ( তাই রোগীকে দীর্ঘ সময় না ধরে রেখে বরং কয়েক মাত্রা উপিয়াম দিয়ে উন্নতি না দেখলে অপারেশনের জন্য রেপার করা উচিত। উন্নতি দেখলে ওপিয়াম চালিয়ে যেতে হবে।(- সাধারণত তিন বছরের পূর্বে এ সমস্যা দেখা দেয়।
Hiatus hernia স্টমাক ফুলে যায় , umbilical hernia নাভির ভিতর অন্ত্র ঢুকে ফুলে যায়,
Inguinal hernia, femoral hernia, incisional hernia, epigastric hernia, hiatal hernia.
ফিমোরাল হার্নিয়া টা সাধারণত উরুর উপরের অংশে হয়ে থাকে
আর আম্বিলিকাল টা নাভি প্রদেশে।
*ইঙ্গুইনাল হার্নিয়া: এই ধরনের হার্নিয়া উদর ও উরুর সংযোগস্থলে দেখা যায়।তখন ওই স্থানটি ফোলা মনে হয়।
*ইঙ্গুইনো-স্ক্রোটাল:- ইঙ্গুইনাল হার্নিয়া অবস্থায় চিকিৎসার ব্যবস্থা না নিলে ইঙ্গুইনো-স্ক্রোটাল হার্নিয়া দেখা দেয়।এই হার্নিয়া অন্ডথলিতে হয়ে থাকে।মুলত ইঙ্গুইনাল হার্নিয়ার ফলে অন্ত্রের অংশবিশেষ নামতে নামতে অন্ডথলিতে চলে আসে এবং জায়গাটি ফুলে যায়।
*আম্বিলিকাল হার্নিয়া:- এই হার্নিয়া নাভির পাশে হয়ে থাকে। এতে নাভির একপাশ বা চারপাশ ফুলে যায়।
*ফিমোরাল হার্নিয়া:- এটি হলে উরুরু ভেতরের দিকটা ফোলা মনে হয়।এটি মুলত নারীদের হয়ে থাকে।
*ইনসিসনাল হার্নিয়া:- অপারেশনের ফলে শরীরের অঙ্গগুলো দুর্বল হয়ে পড়ে।আর উরুতে অপারেশান হলে ,দুর্বল উরুতে এক ধরনের হার্নিয়া দেখা যায়,এটিই ইনসিসনাল হার্নিয়া ।
নাডি পেচিয়ে যাওয়ারে বলে- volvulus) ( আম্বলিকাল কর্ড হলো মাতৃগর্ভে শিশু অন্ত্রে পেছিয়ে যায় সেই অন্ত্র)

** অবিরাম বমি ভাব , পেট খালি খালি ভাব, ক্ষুধা রুচি না থাকা, পিত্ত মিশ্রিত তরল বমি করে।
** ওপিয়ামের রোগীদের তিব্র পানি পিপাসা থাকে। কোনভাবেই পিপাসা যায়না।জিহ্বা শুকিয়ে থাকে।
** ঘুম ঘুম ভাব, চোখ অর্ধ নির্মিত থাকে। ওপিয়ামের রোগী ঘুমাইলে তার রোগ আরো বেডে যায়, মাংস গুলো টুইষ্টিং হতে থাকে, ঘুম থেকে উঠলে তীব্র মাথা ব্যাথা থাকে।
** পায়খানা খুব কষা থাকে।
** রাতের বেলা উদ্বিগ্ন থাকে, রাতে ভয়ানক কিছু সে দেখতে পায় ডিলুশনে ভুগে।রাতে ভয় পেলে তখন চোখ বড় হয়ে যায়।
** রোগী জাগ্রত/রেস্টিং অবস্থায় থাকলে তার চেহারা ক্লান্ত থাকে, রোগ আক্রান্ত হলে চেহারা নিলাভ হয়ে যায়, রক্তিম দেখায়, ঘাম হয়, পেট ব্যাথা হলে তখন চোখ সংকুচিত হয়ে যায়। নিদ্রালুতা।
** ওপিয়ামের রোগীরা ব্যাথার সময় মনে করে- পেটের কোথাও বন্ধ হয়ে আছে বা obstruction সংকুচিত হয়ে আছে, ডাক্তারের সেই অনুভুতির কথা বলে।
** সাধারণত রোগী গরম কাতর, গরম সহ্য করতে পারেনা, কিন্তু পেটের ব্যাথায় গরম ভাল লাগে। ওপিয়ামের রোগীর মাথা ঘাড় গরম থাকে কিন্তু হাত পা ঠান্ডা থাকে।
প্রলাপের সময় সে বিড়বিড় করে, হিংস্র হয়ে ওঠে,তার মুখমণ্ডল লাল হয়, চোখগুলি চকচক করে ( glistening) এবং প্রচণ্ড শারীরিক সক্রিয়তা দেখা যায়।
সে দিবারাত্র প্রলাপ বকে।সে ঘোষণা করে যে বিছানায় একা নয়।কোনো প্রশ্ন করা হলে বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দেয় কিন্তু পুনরায় প্রলাপ বকতে আরম্ভ করে।রোগী উন্মত্ত, সে পালাতে চায়।সে বলে যে তার বিছানার ওপর একদল অশ্বারোহী সেনা ( regiment of horsemen) রয়েছে এবং সে ভয় পাচ্ছে যে তারা বুঝি তাকে মাড়িয়ে দেবে।তাকে যদি বলা হয় ঘোড়ারা খুবই সতর্ক প্রাণী তবে সে বলে যে ঘোড়াদের পিছনে মালবাহী গাড়িগুলি ( wagon) আসছে সেগুলি তাকে চূর্ণ-বিচূর্ণ করে দেবে।বিশেষত নিউমোনিয়ার সময় এগুলি দেখতে পাওয়া যায়।
রোগীর মধ্যে মদ্যপান জনিত উন্মাদনা ( Mania a potu) দেখতে পাওয়া যায়।ভোঁতা ইন্দ্রিয় ( dulness of senses), অসাড়তার সঙ্গে নাক ডাকে।রোগী যে কোনো কৃশকায় ব্যক্তিকে মনে করে যেন কোনো পশু তার দিকে এগিয়ে আসছে।সে ভাবে লোকজন তার ক্ষতি করতে চায়, মেরে ফেলতে চায়।রোগী কোনো সুরক্ষিত জায়গায় গুটিয়ে বসে থাকে (creeping) অথবা বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়ে।অপরাধী বা পুরানো পাপীদের( "old sinners") দীর্ঘ ও অতিরিক্ত জীবন তাদের গঠনকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়।যাদের মধ্যে বারংবার এই রোগের প্রকোপ দেখা যায়, এমনকি সামান্য পরিমাণ মদ্যও রোগীকে আবার প্রলাপের পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসতে পারে।রোগীর মুখে সর্বদাই একটা ভীতি ও আশঙ্কা বিরাজ করে।এর ঠিক আগেই রোগী মৃগীরোগে আক্রান্ত হয়।রোগীরা কল্পনায় ভয়ঙ্কর জিনিসপত্র দেখে এবং প্রচণ্ড ভয় পায়।তারা নিজেদের খুনি ও অপরাধী মনে করে যাদেরকে ফাঁসিতে চড়ানো হবে।তাই তারা পালাতে চায়।তারা একদৃষ্টে চেয়ে থাকে।তাদের মুখের এবং মুখমণ্ডলের পেশিতে টান ধরে।চোয়াল আটকে যায়।রোগীর মধ্যে কম্পন দেখা যায়।
ভয়ঙ্কর স্বপ্নের সঙ্গে উদ্ভট ( fantastical) পাগলামি দেখা যায়।সে বিভ্রান্তভাবে কথা বলে।অভদ্র( indicent) আচরণ করে।হাসিখুশি থাকে এবং নিজেকে প্রচণ্ড শক্তিশালী মনে করে।মৃত্যুকে ঘৃণা করে।উশৃঙ্খল স্ফূর্তির ( hilarity) সঙ্গে ভাঁড়ামি করে ( buffoonery)।পরবর্তীতে হিংস্র রাগ বা কাঁদুনে দুঃখ দেখা যায়।রোগীর মধ্যে অস্থিরতা ( instability) এবং জড় ইচ্ছেশক্তি পরিলক্ষিত হয়।আনন্দে এবং দুঃখে উদাসীনতা দেখা যায়।সম্পূর্ণ স্মৃতিশক্তি লোপ( dementia) , এমনকি নিজের আত্মীয় স্বজনকেও চিনতে পারে না।প্রচণ্ড দুর্বলতা, অসাড়তা( Stupor) , কখনো কখনো ঘাম হয় এবং চর্মে উদ্ভেদ দেখা যায়।মূত্র ত্যাগের পরিমাণ কমতে থাকে।এই সময় মস্তিষ্ক বিকৃতি দেখা যায়।

01/02/2024

ওপিয়াম (O***m)
প্রথম পর্ব।

★-বিশিষ্ট লক্ষ্মণ ★
১ম শ্রেণির ঃ-
অতিশয় নিদ্রালুতা, কোন প্রকার আকাক্ষা,অভিযোগ বা বেদনা হীন সকল প্রকার রোগ।
সুনির্বাচিত ঔষধে ও ক্রিয়া প্রকাশ না পাওয়া।
সশব্দ শ্বাস প্রশ্বাস সহ গভীর অজ্ঞানতা।
★২য় শ্রেণির ;-
ভয় হইতে উৎপন্ন রোগ,
মুখমণ্ডল আরক্ত,
চক্ষু অর্দ্ধ নিমীলিত ও শরীর গরম ঘাম যুক্ত।
বিছানা অত্যন্ত গরম বোধ।
কালো ও দুর্গন্ধ মল। শক্ত গোলাকার গুটলে মল।
★তৃতীয় শ্রেণীর ঃ-
মলদ্বার ও মূত্র দ্বারের অবশতা বশতঃ মলমূত্র রোধে পেট ফাঁপা।
অবিরত হাঁটিয়া বেড়াইলে রোগের উপশম।
বালক ও বৃদ্ধ দের রোগ।
★★★কবি এস এম আতিউর রহমান বাচ্চুর কবিতা য় ওপিয়মের প্রধান লক্ষ্মণ।
অর্দ্ধ নিমীলিত নেত্র,তন্দ্রা অভিভূত,
ডাকিলে না দেয় সাড়া গভীর নিদ্রিত।
সশব্দ নিশ্বাস বহে,আরক্ত বদন,
উষ্ণ ঘর্ম্ম আবৃত চর্ম্ম, লোহিত নয়ন।
অবশ শিথিল অঙ্গ, আকাঙ্খা বিহীন,
ঔষধে দর্শে না ফল,প্রতিক্রিয়া ক্ষীণ।
মলদ্বারে মূত্র দ্বারে আসে অবশতা,
জন্মে মলমূত্র রোধে উদরে স্ফীততা।
ওপিয়মে অনিদ্রায় শ্রুতি শক্তি বাড়ে,
ঘড়ির শব্দে ও যেন নিদ্রা যেতে না পারে।

01/02/2024

Hi friends

30/01/2024

Antim crud :--
শিশুদের পীড়াতেই এই ঔষধটি বেশি উপকার করে থাকে।অনেক সময় সঠিক ঔষধ নির্বাচন করতে পারলে পূর্ণ বয়স্কদের পীড়াতেও চমৎকার কাজ করে।

*****চরিত্রগত লক্ষন*****
১। রোগী মনমরা, বিষণ্ণ ও রুষ্ট প্রকৃতির হয়।
২। শিশু কাঁদে, খুঁতখুঁতে ও ক্রুদ্ধ প্রকৃতির হয়, দ্রুত মোটা হয়।
৩। রোগীর স্নান করার ইচ্ছা থাকে না, ঠান্ডা জলে স্নান করলে পীড়া বৃদ্ধি পায়।
৪। গুরুপাক দ্রব্য ও অতি ভোজনে পেটের পীড়া বৃদ্ধি পায়।
৫। রোগী টক বস্তু খেতে ভালোবাসে, কিন্তু সহ্য করতে পারেনা।
৬। পযায়ক্রমে কোষ্ঠ বদ্ধতা ও উদারাময় দেখা যায়।
৭। পায়ের তলায় কড়া পড়ে।
৮। শীত বেশী বা গরম বেশি হলে রোগ বৃদ্ধি পায়।
৯। রোগীর নাড়ী অনিয়মিত হয়।
১০। বমির পর ক্ষুধা হয়।

চলবে...….…..

30/01/2024

How to take Homeopathic medicines |Homeopathy dabai kaise lena chahiye aur Kya parhej karna chahiyeHEALTH, HEALING, HOMEOPATHY ...

30/01/2024

কোন রোগী হাত ও পায়ের তলায় জ্বালার কথা বললে Medorrhinum এর কথা ভাবতে হবে

Address

18/2
Berhampore
742406

Alerts

Be the first to know and let us send you an email when Homeo Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram