S.R.Medicare BIRA

S.R.Medicare BIRA স্বাস্থ্য বিষয়ক টিপস্ পেতে?

29/08/2025
01/07/2025

CBC (Complete Blood Count) টেস্ট হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্ত পরিক্ষা।
CBC টেস্ট করে আমরা কী কী জানতে পারি তা সহজ ভাষায় তুলে ধরা হলো:



🔍 ১. হিমোগ্লোবিন (Hemoglobin – Hb)
• রক্তে অক্সিজেন বহনকারী উপাদান।
• কম থাকলে রোগীর রক্তস্বল্পতা (Anemia) আছে বোঝায়।
• বেশি থাকলে ডিহাইড্রেশন বা অন্য সমস্যা হতে পারে।



🔍 ২. লাল রক্তকণিকা (Red Blood Cells – RBC)
• শরীরে অক্সিজেন পরিবহনের জন্য দায়ী।
• কম হলে রক্তশূন্যতা, বেশি হলে পলিসাইথেমিয়া এর ইঙ্গিত।



🔍 ৩. সাদা রক্তকণিকা (White Blood Cells – WBC)
• দেহের ইমিউন সিস্টেমের সৈনিক।
• বেশি হলে সংক্রমণ, ইনফ্লেমেশন বা লিউকেমিয়া (blood cancer) বোঝাতে পারে।
• কম থাকলে রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল বোঝায়।



🔍 ৪. প্লেটলেট (Platelets)
• রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে।
• কম থাকলে রক্তপাতের ঝুঁকি বাড়ে (যেমন ডেঙ্গুতে হয়)।
• বেশি থাকলে থ্রম্বোসিসের ঝুঁকি থাকে।



🔍 ৫. হিমাটোক্রিট (Hematocrit – HCT)
• রক্তে RBC-এর শতকরা হার বোঝায়।
• অ্যানিমিয়া বা ডিহাইড্রেশনের মূল্যায়নে সহায়ক।



🔍 ৬. MCV, MCH, MCHC (Red Cell Indices)
• লাল রক্তকণিকার গঠন ও গুণগত মান বোঝায়।
• কোন ধরনের অ্যানিমিয়া হয়েছে তা নির্ণয়ে সাহায্য করে।



📌 CBC টেস্ট দিয়ে কী কী সমস্যার ইঙ্গিত পাওয়া যায়?

✅ অ্যানিমিয়া
✅ ইনফেকশন বা ভাইরাল জ্বর
✅ ডেঙ্গু
✅ ব্লাড ক্যান্সার
✅ হাড়ের মজ্জার সমস্যা
✅ শরীরে প্রদাহ (inflammation)
✅ রক্তপাত বা রক্ত জমাট সমস্যা



✅ কাদের জন্য CBC টেস্ট প্রয়োজন?
• জ্বর বা ইনফেকশন হলে
• দুর্বলতা বা মাথা ঘোরার অভিযোগে
• শরীরে ব্যথা বা রক্তপাত হলে
• অপারেশনের আগে
• নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে
.

Address

Bira Station Road(Methopata), Opposite Pradhan Mantri Bhartia Janaushadhi Kendra Pharmacy
Bira
743234

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.R.Medicare BIRA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram