28/05/2025
শুধু আজকের জন্য
আজ মে ২৮
আমরা যেভাবে বুঝি
"আমরা আমাদের জীবনকে পরীক্ষা করেছি এবং আবিষ্কার করেছি যে আমরা আসলে কে। সত্যিকারের বিনয়ী হওয়া অর্থ হলো নিজেদেরকে মেনে নেওয়া এবং সৎভাবে নিজের মতো হয়ে থাকার চেষ্টা করা।"
বেসিক টেক্সট, পৃষ্ঠা: ৩৬
সক্রিয় নেশাসক্ত হিসেবে, আমাদের রোগের বিভিন্ন চাহিদাগুলিই আমাদের ব্যাক্তিত্বকে নির্ধারন করেছিলো। আমরা আমাদের নেশার দ্রব্যটি যোগাড় করার জন্য যে কেউ হয়ে যেতে পারতাম কিংবা যে কোনো কিছুই করতে পারতাম। আমরা শুধু যেকোন ভাবে টিকে থাকার একটা যন্ত্রে পরিনত হয়ে গিয়েছিলাম, আর সক্রিয় নেশাসক্তির জীবনের প্রতিটি পরিস্থিতিকে সহজে মানিয়ে নিয়ে চলতাম।
একবার যখন আমরা আমাদের রিকভারীর যাত্রা শুরু করলাম, তখন আমরা একটা নতুন ও আলাদা জীবনে প্রবেশ করলাম। যে কোন রকমের প্রদত্ত পরিস্থিতিতে কিরকম আচরন করা উচিৎ সেই সম্বন্ধে আমাদের মধ্যে অনেকেরই কোন ধারনা ছিল না। আমাদের মধ্যে কেউ কেউ জানতেন না যে, কি করে লোকের সাথে কথা বলতে হয়, কিরকম ভাবে পোশাক আশাক পরা উচিৎ অথবা জনসম্মুখে কি ধরণের ব্যাবহার করা উচিৎ। আমরা আসলে কি তা আমরা আর জানতাম না বলে আমরা নিজেদের মতো হয়ে উঠতে পারতাম না।
আমরা আসলে কে তা খুঁজে বের করার জন্য দ্বাদশ পদক্ষেপ আমাদেরকে একটি সহজ পদ্ধতি প্রদান করে। আমরা আমাদের দোষ ও গুন গুলিকে উন্মুক্ত করে দিই, নিজেদের ব্যাপারে যে ব্যাপার গুলি আমাদের ভালো লাগে আর যে গুলির ব্যাপারে আমরা ততটা উৎসাহিত নই, সেই সবকিছুকেই। দ্বাদশ পদক্ষেপের আরোগ্যকারী শক্তির মাধ্যমে, আমরা বুঝতে শুরু করি যে আমরা স্বতন্ত্র, আমরা যেরকম সেইরকম ভাবেই হয়ে ওঠার জন্য তাঁর দ্বারা সৃষ্ট হয়েছি, যাঁকে আমরা আমাদের উপলব্ধ উচ্চতর শক্তি হিসেবে বুঝি। আমাদের সত্যিকারের উপশম পাওয়াটা তখনই আরম্ভ হয়, যখন আমরা বুঝি যে যদি আমাদের উচ্চতর শক্তি আমাদেরকে এই ভাবেই সৃষ্টি করে থাকেন, তাহলে আমরা আসলে যেমন, সেইভাবেই থাকাটা অবশ্যই ঠিক হবে।
শুধু আজকের জন্য: পদক্ষেপগুলির ওপর কাজ করার মাধ্যমে আমি আমার নিজের মতো হওয়ার স্বাধীনতার অভিজ্ঞতা লাভ করতে পারি, আমি যেরকম মানুষের হয়ে উঠি বলে আমার উচ্চতর শক্তি চেয়েছেন, ঠিক সেইরকম ভাবে।