Ramkanai Diagnostic Centre

Ramkanai Diagnostic Centre বাড়িতে গিয়ে রক্ত কালেকশন /ইসিজি করা হয়

20/08/2023

Water bottle recycling

29/07/2023

বিয়ের আগে অবশ্যই Marriage Profile Test করান । বিশদ জানতে ফোন করুন/Whatsapp 8436185399
27/07/2023

বিয়ের আগে অবশ্যই Marriage Profile Test করান । বিশদ জানতে ফোন করুন/Whatsapp 8436185399

বিশ্বে প্রতিবছর একলক্ষ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে।

https://youtu.be/x7dxBdPKUuc
25/07/2023

https://youtu.be/x7dxBdPKUuc

মুড়ি-মুড়কির মত অ্যান্টি-বায়োটিক খাওয়ার পরিণাম ভয়ানক। না জেনে ওষুধ খাওয়ার ফল ভুগতেই হয়, দাবি চিকিৎসকের।

Joy Ramkanai
25/03/2022

Joy Ramkanai

আগামী কাল 02/12/2021 তারিখে R.K DIAGNOSTIC CENTRE  এর উদ্বোধন হচ্ছে,আপনাদের শুভ কামনা ও সহযোগিতা কাম্যবাড়িতে বসে যে কোনো...
01/12/2021

আগামী কাল 02/12/2021 তারিখে R.K DIAGNOSTIC CENTRE এর উদ্বোধন হচ্ছে,
আপনাদের শুভ কামনা ও সহযোগিতা কাম্য
বাড়িতে বসে যে কোনো রক্ত পরীক্ষার জন্য ফোন করুন
9563551849, 8436185399,

করোনা ভ্যাকসিন -এক নজরে1.প্রথম ধাপে স্বাস্থকর্মী এবং পুলিশ রা ভ্যাকসিন পেলেও  আপনারা সকলেই এই ভ্যাকসিন পেয়ে যাবেন.2. প্র...
19/01/2021

করোনা ভ্যাকসিন -এক নজরে

1.প্রথম ধাপে স্বাস্থকর্মী এবং পুলিশ রা ভ্যাকসিন পেলেও আপনারা সকলেই এই ভ্যাকসিন পেয়ে যাবেন.
2. প্রথমে ভ্যাকসিনের জন্য রিজিস্ট্রেশন হবে, ভ্যালিড I. D প্রুফ / ফোন নং লাগবে.
3. আপনার ফোনে ম্যাসেজ আসবে, কবে, কখন এবং কোথায় ভ্যাকসিন দেওয়া হবে.
4. নির্দিষ্ট দিনে আপনাকে ভ্যালিড I. D প্রুফটা নিয়ে যেতে হবে.
5. সাধারণত বাম হাতের ওপর দিকে ভ্যাকসিন দেওয়া হবে. যদি কেউ (মহিলা )প্রেগন্যান্ট বা Lactatant ( বাচ্চাকে দুধ খাওয়ান )সেটা আগে থেকে বলে দিতে হবে, আলাদা ব্যবস্থা আছে.
6. এরপর 30 মিনিট আপনাকে observation রুমে রাখা হবে, সেখানে ভ্যাকসিন নেবার পর কোনো অসুবিধা হলে জানাবেন.

7. এখানে শেষ নয়, এটা আপনার প্রথম ডোজ, শেষ ডোজটি 28 দিন পর.

তাই বাকী আপডেট আবার 28 দিন পর দেবো.

@মনোজিৎ, Medipath Lab, Bandhgora, Bolpur -8436185399

📷📷📷📷 wife chatterjee, STAFF OF HEALTH

04/11/2020

আমাদের কাছে এখন COVID-19 আন্টিজেন টেস্ট কলকাতা থেকে করিয়ে আনা হচ্ছে.
Covid-19 এর দু ধরণের টেস্ট হয়

1. Antigen Igg TEST(এন্টিবডি তৈরী আছে কিনা জানা যাবে, মানে পজিটিভ এলে জানবেন আগে আপনার করোনা হয়ে গেছে, শরীরে এন্টিবডি রেডি)

2. RTPCR TEST- covid পজিটিভ না নেগেটিভ জানা যায়(এটা আমাদের ল্যাবে হয় না)

যোগাযোগ,মনোজ-8436185399/9563551849
বোলপুর

15/08/2020

দয়া করে গুজবে কান দেবেন না. করোনা রিপোর্ট পজিটিভ এলে প্রশাসন তার বাড়ি ঘিরে দিয়ে যাবে. আমি বর্ধমান এ করোনা টেস্ট করিয়ে ছিলাম., কিন্তু রিপোর্ট কার্ড (নেগেটিভ )পেয়েছি বীরভূম থেকে, যেহেতু আমি বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা. আমার রিপোর্ট বর্ধমান ও বীরভূম দুই জেলাই জানে. পজিটিভ হলে সরকার ঠিকই ব্যবস্থা নেবে.
আপনারা গুজব না ছড়িয়ে নিজেরা সচেতন হন. বারবার হাত সাবান দিয়ে ধুয়ে নিন
মাস্ক ব্যবহার করুন
পরিষ্কার থাকুন
করোনা টেস্ট করালেই আপনারা নিজেরা মাইক্রোবায়োলোজিস্ট হয়ে মনের ল্যাবে তাঁদের রিপোর্ট পজিটিভ করে দেবেন না প্লিজ.
দয়া করে একে অপরকে সাহায্য করতে না পারলে শুধু শুধু বদনাম করবেন না.
আমি বর্ধমান CMOH অফিসে কাজ করি, যাদের করোনা পজিটিভ আসে তাদেরকে খুবই কড়া ভাবে follow up করা হয়.. যেমন তিনি এক মাসের মধ্যে কোথায় কোথায় গিয়েছিলেন, কাদের কাদের সংস্পর্শে এসেছেন ইত্যাদি. সবই প্রশাসন দেখছে. আপনারা সঙ্গ দিন. মাস্ক কানে, গলায় ঝোলাবেন না. chatterjee.

পক্স এর মতো, কিন্তু পক্স নয়
13/08/2020

পক্স এর মতো, কিন্তু পক্স নয়

13/08/2020

একটা নতুন ধরণের ভাইরাস এসেছে. অনেকটা পক্স এর মতো কিন্তু পক্স নয়. হাতে, পায়ে এর তলায় জল ফোস্কা টাইপ এর মতো হচ্ছে. যন্ত্রনা খুবই ই. প্রথমে জ্বর আসে. তবে ডাক্তারের ওষুধ খেলে এক সপ্তাহের মধ্যে সেরে যাবে. বাচ্চাদের এট্যাক হবার সম্ভবনা বেশি. সাবধানে থাকুন.

29/07/2020

বিষয় -থ্যালাসেমিয়া
বিয়ের আগে দুই পক্ষ যদি ম্যারেজ প্রোফাইল টেস্ট করিয়ে নেন, তাহলে ভবিষতের সন্তানদের এই রোগ থেকে বাঁচাতে পারবেন, বেশি খরচও হয় না.
আমার পরিচিত একজন পেশেন্টের মা মাঝে মাঝে আমায় ফোন করতেন, তার মেয়ের জন্য, থ্যালাসেমিয়া আছে তার. রক্ত লাগে রেগুলার. একদিন আমি দুর্গাপুর গিয়েছিলাম, তখন দেখি উনি ফোন করেছেন, রক্ত নেই ব্লাড ব্যাংক এ. আমি বোলপুর a নেই শুনে চুপ করে রইলেন. যাই হোক ব্লাড গ্রুপটা rare ছিলো না. তাই একজন বন্ধুকে বলে ম্যানেজ করে রক্ত দেবার ব্যবস্থা করে দিলাম. উনি আর সন্তান নেন নি, আবার যদি একই রোগের বাচ্চা হয়. উনি এবং উনার স্বামী দুজনেই ক্যারিয়ার.
আপনারাও কেউ এই ভুল করবেন না. ওই অসহায় মা এর মুখ দেখে সত্যি খুব কষ্ট হয়. তবে উনার লড়াই কে স্যালুট জানাই. ভেতরের যন্ত্রনা বাইরে প্রকাশ করেন না.
না আমার ল্যাবের বিজ্ঞাপনের জন্য নয়. আপনি যেখানকার ই হন না কেনো দয়া করে যে কোনো ল্যাবে বিয়ের আগে একটি ম্যারেজ প্রোফাইল টেস্ট করে নিন.
আর আমার পেজ follow করুন, ভালো লাগলে share, লাইক করতে ভুলবেন না. তাহলে লিখতে ভালো লাগবে. ধন্যবাদ
@মনোজিৎ, বোলপুর, Medipath Diagnostic Centre

26/07/2020

কিছু কিছু বিবাহিত মহিলা তার সন্তানদের মধ্যে তার স্বামীর বা তার স্বামীর পরিবারের স্বভাব বা চেহারার মিল খুঁজে বলতে ভালোবাসে. কেনো?? নিজের বা নিজের বাবার বাড়ির মিল থাকলেও ক্ষতি কি?? নিজের ওপর বিশ্বাস থাকা উচিত বা স্বামীর সঙ্গেও বিশ্বাস সম্পর্ক থাকা টাই বেস্ট. তাছাড়া ওই 46 টা ক্রোমোজোমের 23 টা মহিলার এবং 23 টা তার স্বামীর থাকে.আর ব্লাড গ্রুপ টাও হাফ হাফ থেকেই তৈরী হয়. যদি ইন্টারেস্টেড হন, তাহলে সেই ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করবো. কমেন্টে জানাবেন. আপনার এবং আপনার পার্টনারের ব্লাড গ্রুপ থেকে বলে দেওয়া যায় যে আপনাদের সন্তানের কি কি ব্লাড গ্রুপ হবে. যেটা 98% মিলবেই. 2% বোম্বে ফেনোটাইপ হলে ব্যতিক্রম হবে.

Contact no-8436185399

26/07/2020

Address

Ramkanai Diagnostic Centre, Arati, Near Nahabat Lodge
Bolpur
731207

Telephone

+918436185399

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramkanai Diagnostic Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ramkanai Diagnostic Centre:

Share