Homoeopathy Practiitinor

Homoeopathy Practiitinor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Homoeopathy Practiitinor, Medical and health, Vill/Bandhnabagram, p. o-kasba, Dist/Birbhum, Bolpur.

15/02/2024

Hanemen quates

৷ ৷ হারিশ বা মলদ্বার বের হওয়া আমশয় , কোষ্ঠ্যকাঠিন্য , প্রভৃতি রোগে বহুবার মলত্যাগ করতে করতে যা অত্যধিক কোঁযানিসহ মলত্য...
17/10/2023

৷ ৷ হারিশ বা মলদ্বার বের হওয়া
আমশয় , কোষ্ঠ্যকাঠিন্য , প্রভৃতি রোগে বহুবার মলত্যাগ করতে করতে যা অত্যধিক কোঁযানিসহ মলত্যাগে মলদ্বার বা হারিশ বের হতে পারে।
ওটা উপরদিকে না চাপলে সহজে ভিতরে প্রবেশ
করে না ।
মার্ককর , ৩০,২০০- যারা প্রায়ই বহুদিন আমাশয় রোগে ভোগে তাদের পক্ষে উপযোগী । আমাশয়ে বহুক্ষণ অসহ্য কোঁযানির জন্য এরকম হতে পারে ।
রুটা , ৩০,২০০— উপরোক্ত আমশয় হেতু এইরকম রোগের বহু পুরাণ ক্ষেত্রে এই ওষুধ প্রযোজ্য । ইগ্লেশিয়া , ৩০,২০০ — শিশুদের পক্ষে এইরোগে এটা বিশেষ কার্যকরী ( প্রমানিত ), এজন্য শিশু মলত্যাগ করতে ভয় পায় । মলদ্বারের যে কোন রোগে সূচীবিদ্ধবৎ উর্দ্ধমুখী যন্ত্রণা মলত্যাগের পর বহুক্ষণ হলে এই ওষুধ ও নাইট্রিক এসিড , এবং জরায়ুতে ঐরকম যন্ত্রণায় সিপিয়া প্রযোজ্য । মিউরিয়েটিক এসিড , ৬,৩০–– এই রোগে এটাও অতি উৎকৃষ্ট ওষুধ । মল তরল হলে , এমনকি প্রস্রাব করতে বসলেও হারিশ বের হয়ে পড়ে এজন্য মলদ্বার হাত দ্বারা -চেপে রাখতে হয় ( পোডোফাইলাম ) ।

৷৷৷৷৷ ৷৷৷৷৷৷ দাদ বা দদ্রুইহা একটি সংক্রামক পীড়া। ব্যাসিলিনাম ৩০ , ২০০ ( সপ্তাহে এক মাত্রা ) এবং নেট্রাম - সার্ফ ২০০ , ১০...
09/10/2023

৷৷৷৷৷ ৷৷৷৷৷৷ দাদ বা দদ্রু
ইহা একটি সংক্রামক পীড়া। ব্যাসিলিনাম ৩০ , ২০০ ( সপ্তাহে এক মাত্রা ) এবং নেট্রাম - সার্ফ ২০০ , ১০০০ ( প্রতি মাসে এক মাত্রা ) এই রোগের উৎকৃষ্ট ঔষধ । হিপার - সাফ্ফার , ফফোরাস , অ্যাসিড - নাইট্রিক , রাস - টক্স , সিপিয়া , গ্র্যাফাইটিস , পেট্রোলিয়াম , সাল্ফার , মার্ক - কর , ক্যালেডিয়াম - সেপ্ ইনাম ( বিশেষতঃ স্ত্রীলোকের পক্ষে ) প্রভৃতি ঔষধ লক্ষণানুসারে ৬ , ৩০ শক্তিতে ব্যবহার্য্য ।
মাথার খুলিতে বা ঘন কেশাবৃত অন্য অঙ্গে দাদ হইলে আক্রান্ত স্থানের কেশগুলি কাটিয়া ফেলিয়া প্রথমে উষ্ণ জলসহ কার্বোলিক সাবান দিয়া ধুইয়া পরে তাপিন তৈল দিয়া ধুইয়া ফেলা বিধেয় । তৎপর দাদ শুষ্ক হইলে উহাতে প্রত্যহ প্রাতঃকালে আয়োডিন লেপন করতঃ সন্ধ্যাকালে উহা ধৌত করিয়া ফেলিলে উপকার দর্শে । অ্যাসিড - ক্লাইসোফ্যানিক চার গ্রেণ এক আউন্স অলিভ অয়েলের সহিত মিশ্রিত করিয়া দাদের উপর লেপন করিলেও উপকার হয় । তুলসী পাতার রস সামান্য লবণ মিশ্রিত করিয়া দাদে লাগাইলে উপকার হয়

অর্শ , ভগন্দর বা ফিস্টুলা প্রভৃতি   ৷ রোগ রাত্রিজাগরণ , অনিয়মিত ও অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাদ্য ক্রমাগত ভক্ষণ , প্রভৃতিত...
30/09/2023

অর্শ , ভগন্দর বা ফিস্টুলা প্রভৃতি ৷ রোগ
রাত্রিজাগরণ , অনিয়মিত ও অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাদ্য ক্রমাগত ভক্ষণ , প্রভৃতিতে যকৃত বা লিভার সঠিক কাজ করতে পারে না এবং ক্রমশা এই যন্ত্রণাদায়ক রোগের উৎপত্তি হয় । প্রচুর পরিমাণে জল , শশা , পেঁপে প্রভৃতি ফল , শাক সবজি ও রাত্রে রুটি ভক্ষণ প্রভৃতি করলে কোষ্ঠকাঠিণ্য ক্রমশঃ কমে যাবে এবং এই রোগ আর বৃদ্ধি হবে না।নিম্নলিখিত ওষুধগুলি বিশেষ প্রয়োজনীয় : - মলদ্বার ফেটে রক্তস্রাব হয় এবং স্রাবহীন কিন্তু যন্ত্রণাদায়ক এইরূপ ও হতে পারে । ক্রমশঃ মলদ্বারে লানীঘা উৎপন্ন হয় ।
সালফার , ৩০ এবং নাক্সভম ৩০- সকালে সালফার ৩০ সন্ধ্যায় নাক্সভম ৩/৪ দিন বা এক সপ্তাহ খেলেই এইসব রোগের দারুণ উপকার হবেই । মলদ্বার ফেটে ও হেজে রক্তপড়া , জ্বালা , যন্ত্রণা , প্রভৃতি ভাল হয়ে আরোগ্য হবে । পেট্রোলিয়াম , ২০০ – কোন স্থান ফেটে বা চিরে রক্ত বা রস পড়লে ( গ্রাফাইটিস)এতে প্রায় সবক্ষেত্রে উপকার হয় । এজন্য অর্শ বা কোন কারণে মলদ্বার হতে পড়লে , ২০০ শক্তি ২/১ মাত্রা ( রোজ ১ রাব ) খেলেই ২/১ দিনের মধ্যে রক্ত হতে দেখা গিয়েছে । পেটে বায়ুর প্রকোপও এটা দ্বারা উপশম হয় । রক্ত রোধের শ্রেষ্ট ওষুধ ।
নাইট্রিক এসিড ৩০,২০০— রক্তস্রাবযুক্ত বা স্রাবহীন যে কোন অর্শ ও মলদারের যে কোন রোগে অতিরিক্ত জ্বালা ও মাঝে মাঝে সূচ ফোটান যন্ত্রণা মলত্যাগের পরে অনেকক্ষণ থাকে , এজন্য রোগী ছট্‌ফট্ও করতে পারে এইরকম হলে , এটা খুবই কার্যকারী ওষুধ । এলোজ , ৬,৩০,২০০— আমাশয় , অর্শ , কোষ্ঠকাঠিন্যে বহুদিন ভুগে অনেক

.     কোষ্ঠবদ্ধতা এটা সাধারণতঃ জটিল বা চাপা আমাশয় রোগ হতে উৎপন্ন হয় । যকৃতের পিত্ত নিঃসরণ কম হলে এবং অন্ধ্রর শ্লেষ্মা ...
29/09/2023

. কোষ্ঠবদ্ধতা
এটা সাধারণতঃ জটিল বা চাপা আমাশয় রোগ হতে উৎপন্ন হয় । যকৃতের পিত্ত নিঃসরণ কম হলে এবং অন্ধ্রর শ্লেষ্মা বা আম শুকিয়ে যে অস্ত্রের ক্রিমি গতির ব্যাঘাত হেতু মল বের হতে পারে না । এজন্য অস্ত্র মধ্যে খাদ্য বস্তু নিয়মিত চলাচল করতে না পেরে পঁচতে থাকে ও দূষিত বায়ুর উৎপত্তি হয়ে ক্রমাগত পাকস্থলীতে বুকে , হৃৎপিন্ডে চাপবোধ ও ব্যথা অনুভূত হয়ে ক্রমশ ব্লাডপ্রেসার , পাকাশয়ের ক্ষত , হৃৎপিন্ডের ব্যথা , অম্লরোগ প্রভৃতি বহুবিধ ব্যথার উৎপত্তি হয় । নীচে অতি প্রয়োজনীয় কয়েকটা ওষুধ দেওয়া হল । নাক্সডম , ৬,৩০,২০০- অবিরত মলত্যাগের ইচ্ছা কিন্তু অতি অল্প পরিমানে মলত্যাগ হলে আরও বেগ ও পেটে অস্বস্তি থাকে না । এই অবস্থা ক্রমাগত হলে এটাই প্রযোজ্য । ব্রাইওনিয়া , ৬,৩০,২০০-- মলত্যাগের ইচ্ছা বা বেগ অতি সামান্য বা না থাকলে এটা কার্যকরী । এর মল শুদ্ধ শক্ত এবং অতিশয় ( লম্বা ) , অতি কষ্টে কোন সময় বা ২/১ দিন অন্তর হয় । ম্যাগমিউর , ৩০,২০০ – ( রোজ ) একবার , তিন দিন ) ছাগলের মলের মত বড়ী বড়ী এবং ভাঙ্গা ভাঙ্গা মল হলে এটাই শ্রেষ্ট ( ওপিয়াম , প্লাম্বাম , চেলিডো , থুজা এলুমিনা , ৩০,২০০ – নরম মল তবুও অতিকষ্টে খুব অল্প পরিমান হয় ( চায়না ) কোন বেগ নাই । শিশুদের পক্ষে বিশেষ ফলপ্রদ । মলদ্বারে পানের বোটা ইত্যাদি দিয়ে পায়খানা করাতে হয় । তাতেও হতে চায়না । উচ্ছে পাতার রস ( ২/৩ ফোঁটা ) স্তনদুগ্ধের সাথে রোজ একবার কেলে শিশুদের পক্ষে বিশেষ উপকারী ।

.            পাকাশয় ক্ষত বহুদিন যাবৎ অতিরিক্ত অম্ল বায়ু ,  পাকস্থলীতে ব্যথা , প্রভৃতিতে ভুগতে ভুগতে এই রোগের উতপততি হয...
25/09/2023

. পাকাশয় ক্ষত
বহুদিন যাবৎ অতিরিক্ত অম্ল বায়ু , পাকস্থলীতে ব্যথা , প্রভৃতিতে ভুগতে ভুগতে এই রোগের উতপততি হয। অনেক খেত্রে কাল রং এর মল ( পচারক্ত ) ও বমন হতে পারে । পরে তাজা রক্ত বমন দেখা দেয় । কোন রকম চন্দ্রপীড়া ( দাদ , একজিমা প্রভৃতি ) চাপা পড়ে সাধারণতঃ এই রোগের কারণ হয় । ঐরকম চৰ্ম্মপীড়া কোন রকম মলমে বা ইনজেকশন দ্বারা চাপা দিলে অতিশীঘ্র উপরোক্ত ভাবে ক্রমশঃ এই রোগের প্রকাশ হয় । কয়েকটি ওষুধ নীচে দেওয়া হল ।

এনাকার্ডিয়াম , ৬,৩০,২০০ – পাকস্থলীতে আস্বস্তি যন্ত্রণা , প্রভৃতি , কিছু খেলেই কমে যায় , ( পেট্রোলিয়াম ) দু এক ঘন্টা পরে পুনরায় হয় এবং পুনরায় কিছু খেলে কমে যায় , এরকম হলে এর প্রয়োগ বিধেয় । চর্মপীড়া চাপা পড়ে এরকম হলে প্রয়োগে টা চৰ্ম্মে প্রকাশ পাবে ( সালফার জিঙ্ক , কুপ্রাম মেট্ । ) এর স্মৃতিশক্তি হ্রাস , আত্মবিশ্বাস নি , প্রভৃতি মানসিক লক্ষণ ক্রমশঃ প্রকাশ পায় । ব্রাইওনিয়া , ৬,৩০,২০০ – কিছু খেলেই পকস্থলীতে যন্ত্রণা করে ( এবিজ - নাইগ্রা ভাগ পয্যন্ত ) । শ , আর্জেন্টাম নাই , কলোসিনু ) । কোষ্ঠবদ্ধতা থাকে , জিহ্বা অপরিষ্কার , সাদা লেপাবৃত মার্জ্জেন্টাম্ ,

20/09/2023

ঔষধ
এবোনাইট এবং বেলেডোনা , ৬,৩০– রোগের প্রাথমাবস্থায় জ্বর , পিপাসা , অস্থিরতা এবং ঘর্মহীনতা থাকলে একোনাইট এবং জ্বব , মাথা অত্যধিক গরম , চোখবুজে থাকে কিন্তু ঘুমাতে পারে না , পিপাসা নেই , ঘাম ঘাম থাকলে বেলেডোনা দিতে হয়।
মার্কসল , ৬ , ৩০ , ২০০— পায় সবক্ষেত্রেই প্রথমেই এটা দ্বারা এইরোগ ধীরে ধীরে কমে আসে । মাঝে মাঝে পেটব্যথা করে । ঐরকম ব্যথা বেশী হলে ছুটে পায়খানায় যেতে হয় কিন্তু অল্প মলত্যাগের পরে আর হতে চায় না , খুব কোথানি হয় , মনে হয় আরো হবে । ধীরে ধীরে অতিকষ্টে একটু একটু করে শুধুই আম বা আম মিশ্রিত মল ক্ষরণ হতে থাকে । তাতে বা কিছুতেই তৃপ্তি হয় না । মলত্যাগে পেট ব্যথা কমে না । মাঝে পেট ব্যথা হওয়া প্রধানতঃ আমাশয়ের লক্ষ্মণ । এতে উচ্চশক্তি , ২০০ দিতে হয়।

।    আমাশয়    এটা অত্যন্ত জটিল রোগ নিরাময় করা খুবকষ্টকর ও সময় সাপেক্ষ । চাপা বা দমিত অবস্থায় প্রায় সকলেই এতে আক্রান...
20/09/2023

। আমাশয়
এটা অত্যন্ত জটিল রোগ নিরাময় করা খুব
কষ্টকর ও সময় সাপেক্ষ । চাপা বা দমিত অবস্থায় প্রায় সকলেই এতে আক্রান্ত । জল বা খাদ্যের সাথে অতি সহজেই এটা সংক্রামিত হয় । লুপ্ত বা দমিত হলে এটা শুকিয়ে কঠিন আঠার মত পদার্থ হয়ে কোষ্ঠ কাঠিন্য এবং ক্রমশঃ অম্ল ও বায়ুরোগ এবং এটা হতে বহুবিধ আন্ত্রিক দুরারোগ্য রোগের উৎপত্তি হতে থাকে ।

12/09/2023

. . তাৎক্ষণিক প্রতিবিধান
* গলায় কাঁটা ( মাছের ) ফুটলে- Silicea ৬
*হঠাৎ শাস কষ্ট - Spongila Tosta 30
সাঁতের যন্ত্রনা Plantago Q বাহ্যিক ব্যবহার ।
হঠাৎ ছোট আঘাত Arnica Mont 30
নৌকায় বা গাড়ীতে চড়লে বমি মাথা ঘোরা Cocculus Ind 30
* হঠাৎ বমি ও পায়খানা- Arenic Alb 30 , Vert - alb 30
*হঠাং জ্বর-Ferrum phos 6/3
হঠাৎ অম্বল ও বুকজ্বালা- Robinia Q carbo veg 6 . * পাহাড়ের উচ্চচাপজনিত শ্বাসক- Coca 30 * অতিরিক্ত বমি- Ipecac 6/30 ,
* Small pox প্রতিষেধক - Morbillinun 30,
অতিরিক্ত রক্তস্রাব- Vinca Minor 30 ,Thalaps Q
* অর্শজনিত অতিরিক্ত রক্তপাত— Hammelis

.      .      .  .  স্ত্রীরোগ       ঋতু ( স্বল্প , অনিয়মিত , বন্ধ ) পালসেঠিলা , ৬ , ২০০ , ১০০০– এটা সর্বজনাবিদিত উৎকৃষ্...
08/09/2023

. . . . স্ত্রীরোগ
ঋতু ( স্বল্প , অনিয়মিত , বন্ধ )

পালসেঠিলা , ৬ , ২০০ , ১০০০– এটা সর্বজনাবিদিত উৎকৃষ্ট ওষুধ । তবে এটা ঋতুস্রাব অনিয়মিত , নির্দিষ্ট ২৮ দিনের আগে বা পরে ( বেশীক্ষেত্রে ) এবং খুব অলপো পরিমান কালচে রং এর পেটে যন্ত্রণাসহ মাত্র ২/১ দিন প্রকাশ থাকে । অনেকক্ষেে ঋতুস্রাববন্ধ কালীন শ্বেতপ্রদর দেখা দিলেও এটা প্রযোজ্য ।
ফেরাম মেট , ৬ , ৩০ , ২০০ – রক্তশূণ্যতা হেতু অনেকক্ষেত্রে ঋতুরোধ হয় । চোখা ও সারাশরীর ফ্যাকাশে ও শীর্ণ হয়ে পড়ে । তখন , এর ৬ শক্তি এবং পাল্স ৬ পর্যায়ক্রমে রোজ ৩/৪ বার করে ৫/৭ দিন প্রয়োগে লুপ্ত ঋতু প্রকাশ হবে ।
দ্রষ্টব্য : - যৌন সংযোগ হেতু সন্তানসম্ভবা হলে উপরোক্ত ওষুধে ঋতু প্রকা হলে বিলম্ব না করে গসিপিয়াম Q ( মূল অরিষ্ট ) ২ ড্রাম , ৪ আঃ জলসহ ১২ ভাগ করে রোজ ৪ বার প্রয়োগ করলে যে কোন কারনে এক দেড় মাসের ব অনেকক্ষেত্রে প্রকাশ হয়।
ইউফ্রেসিয়া , ৩০ , ২০০— ঋতুস্রাব অতিশয় অল্প মাত্র একদিন ( ব্যারাইট ২০০ ) এমনকি একঘন্টা প্রকাশ হয়ে বন্ধ হলে এবং পাল্স ১০০০ দিয়েও উত্ত হলে এটা প্রয়োজন ।
যদি কাহারই উপকার লাগে লাইক,কমেন্ট,ফলো।

অজীর্ন রোগ: রোগের কারণ :বহুদিন যাবত গুরুপাক দ্রব্য, অনিয়মিত ও অতিশয় খাবার ফলে এর উৎপত্তি ধীরে ধীরে প্রকাশ হয়।  ক্রমে ক্র...
01/09/2023

অজীর্ন রোগ:
রোগের কারণ :বহুদিন যাবত গুরুপাক দ্রব্য, অনিয়মিত ও অতিশয় খাবার ফলে এর উৎপত্তি ধীরে ধীরে প্রকাশ হয়। ক্রমে ক্রমে লিভার খারাপ হয়। এর জটিলতা হেতু অম্ল, বায়ূ,তরল ভেদ,ইত্যাদি
ধীরে ধীরে উৎপত্তি হয়ে যায়।
চিকিৎসা
তরুণ রোগে : একোনাইট ৬,৩০--- কোনো রোগ নেই
কিন্তু হঠাৎ প্রচুর ভেদ, বমি,জল পিপাসা অস্থিরতামৃত্যু ভয়, পেটে যন্ত্রনা প্রভৃতি থাকলে প্রথমাবস্তায়
এমনকি কলেরাতেও এটা প্রয়োগ করা হবে।
সালফার ৩০: সাদাটে বা সাদা মল, আসটে অতিশয় দুর্গন্ধ ঘরে ঢোকা যায় না, শেষরাত্রে বা সকালে ঘুম ভাঙ্গিয়ে দেয়, তৎক্ষনাৎ পায়খানায় যেতে হয় সকালে বৃৃৃৃদ্ধি, দুপুরের পরে কমে, অত্যধিক জলপিপাসা, অস্থিরতা, বমি,শীতল মেঝেতে শয়ন,প্রভৃতি শীতলতা চায়। হাত ও পায়ের
তালু ও মাথাবশ গরম, কোনো রকম চড়মো পীড়া বসে গিয়ে এরকম হলেও, এমনকি কলেরা, খাদ্যে বিষক্রিয়া হলেও এতে আরোগ্য হবে।
নাকসভমিকা ৬,৩০ : পেট সংক্রান্ত সবরকম ব্যাথায়
এতে কিছু উপকার হবেই। পেটে ব্যাথা ভাব, বারবার
মল ত্যাগের ইচ্ছা মলের পরিমাণ অতি অল্প বা অনেক সময় একটু হয় না কিন্তু বসে থেকে

11/08/2023

বাধক বেদনায় হোমিওপ্যাথি ঔষধ
জেনে নিন

Address

Vill/Bandhnabagram, P. O-kasba, Dist/Birbhum
Bolpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homoeopathy Practiitinor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share