Bardhaman Bandhu Mahal

Bardhaman Bandhu Mahal we help free health chake up, free education, free vocational training, free blood donation.

01/07/2025
HAPPY DOCTOR'S DAY বিশ্ববাসীর দ্বিতীয় ঈশ্বর পৃথিবীর সমস্ত চিকিৎসকগণ কে আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা রইল।
01/07/2025

HAPPY DOCTOR'S DAY
বিশ্ববাসীর দ্বিতীয় ঈশ্বর পৃথিবীর সমস্ত চিকিৎসকগণ কে আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা রইল।

18/06/2025

বর্ধমানে অন্তর্ধান রহস্য! বাড়ি থেকে হঠাত্‍ উধাও শিল্পী, তাহলে কি... উত্‍কণ্ঠায় পরিবার...

সবিস্তারে পড়ুন: https://tinyurl.com/m4duaky2

17/06/2025

বর্ধমান বন্ধু মহল একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান ।১৯৭৯ সালের পয়লা জানুয়ারি থেকে এই সংস্থা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের মাধ্যমে বর্ধমান বন্ধু মহল নিজেকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পেরেছে। স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা এবং সাংস্কৃতিক এই চারটি বিষয়ে একটি অনন্য প্রতিষ্ঠান। বন্ধু মহল প্রথম থেকেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাহায্য এবং ভালোবাসা নিয়ে গড়ে ওঠা একটি অ লাভজনক, অরাজনৈতিক এবং সমাজকল্যাণমূলক পরিবার। বন্ধু মহল প্রত্যেক বছর রক্তদান শিবির, সমাজের গরীব পরিজনদের বিভিন্ন উৎসবে বস্ত্রদান, খাদ্য বিতরণ, পড়াশোনার সরঞ্জাম বিতরণ, শিক্ষাদান, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক শিক্ষা এবং উৎসাহ দান, বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করা এবং উৎসাহ প্রদান করে চলেছে । সপ্তাহের প্রায় প্রতিদিন শহরের বিভিন্ন বিষয়ের বিশিষ্ট অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা করে থাকেন । বিনামূল্যে আইনি সাহায্য ইত্যাদি গঠনমূলক কাজ করে চলেছে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে। বর্তমানে সংস্থার চিকিৎসা এবং শিক্ষাক্ষেত্রে মানুষকে বিনামূল্যে পরিষেবার দেবার জন্য বিভিন্ন ধরনের গঠনমূলক প্রকল্প আরম্ভ করতে চলেছে যেমন নামমাত্র অনুদানে গরিব সমাজকে উন্নত ধরনের চিকিৎসা এবং গরিব ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষা দেবার ব্যবস্থা করছে। বন্ধু মহলের প্রচন্ড ইচ্ছা শক্তি থাকলেও আর্থিক সমস্যার জন্য প্রকল্প গুলি বাস্তবায়িত করতে পারছে না। তাই বন্ধু মহল পরিবার সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছে যে আপনারা আপনাদের আর্থিক ভারসাম্যতা বজায় রেখে কিছু অর্থ দিয়ে সংস্থার প্রকল্পগুলি সফল করার জন্য সাহায্য করুন। চিকিৎসার ক্ষেত্রে সপ্তাহের প্রতিদিন জেনারেল সার্জেন্ট, জেনারেল ক্যান্সার সার্জেন্ট, জেনারেল মেডিসিন, গাইনোকলজিস্ট, থাইরয়েড ও সুগার স্পেশালিস্ট, ফিজিওথেরাপিস্ট অর্থোপেডিক, শিশু চিকিৎসকগণ, অল্প শিক্ষিত বা অশিক্ষিত মায়েদের বিভিন্ন বিষয় শিক্ষাদান এই রকম অনেক কর্মসূচী আমরা অর্থাৎ বন্ধু মহল বাস্তবায়িত করতে পারছে না। তার প্রধান কারণ অর্থের ঘাটতি। তাই আপামর জনসাধারণের কাছে আমাদের সবিনয় একান্ত অনুরোধ যে আপনারা আপনাদের সাধ্যমত অনুদান দিয়ে বন্ধু মহলের সামাজিক উন্নয়নের পথ যাতে মসৃণ হয় তার ব্যবস্থা করুন। আপনার সাধ্যমত অনুদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহন করিব।
আপনারা অনলাইন বা চেকের মাধ্যমে অনুদান দিন। আমাদের ব্যাঙ্কের ডিটেলস নিম্নরূপ-
BARDHAMAN BANDHU MAHAL
KANCHARI PATTI
NUTANGANJ
BURDWAN- 713102
INDIAN BANK
(ALLAHABAD)
NUTANGANJ BRANCH
BURDWAN
IFSC CODE- IDIB000N628
MICR - 713019115
ACCOUNT NO. - 5009873863-3

13/06/2025

আমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিজনদের সঙ্গে আমরাও মর্মাহত। বন্ধু মহল পরিবার উক্ত পরিজনদের সমবেদনা জানাই।

গতকাল বর্ধমান বন্ধু মহলের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান।
23/12/2024

গতকাল বর্ধমান বন্ধু মহলের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান।

স্টেথোস্কোপ ধুক পুক,  ধুক পুক ........স্টেথোস্কোপ জীবনকথা শোনেধুক পুক,  ধুক পুক .......স্টেথোস্কোপ জীবনের বাজি রাখেমুমূর...
17/08/2024

স্টেথোস্কোপ

ধুক পুক, ধুক পুক ........
স্টেথোস্কোপ জীবনকথা শোনে
ধুক পুক, ধুক পুক .......
স্টেথোস্কোপ জীবনের বাজি রাখে
মুমূর্ষের ব্যথা খোঁজে স্টেথোস্কোপ
মনুষ্য আত্মাকে আগলে রাখে
মায়ের আঁচল দিয়ে।

দিন থেকে রাত, রাত থেকে দিন
টিকটিক করে ঘড়ি এগিয়ে চলে।
স্টেথোস্কোপ শুনতে পাই
ধুক পুক, ধুক পুক .......
নিশি রাতের স্টেথোস্কোপ
জেগে থাকে দায়বদ্ধতায়।
বিদ্রোহী স্টেথোস্কোপ
গর্জে হঠে সিস্টেমের বিরুদ্ধে।

স্টেথোস্কোপ স্টেথোস্কোপ
তুমি কার !
কেন? আমি তোমাদের।
আমি লিঙ্গহীন সমাজের তিলোত্তমা।
আমি, অবক্ষয় সমাজের সুর শুনতে পাই।
ধুক পুক, ধুক পুক .....
শব্দটা আজ বড্ড বেসুরো শোনায় ।
জাত বর্ণহীন স্টেথোস্কোপ....
নিদ্রাহীনতায় আজ বড় একা ।
আদিম নিপুণতায় বেড়ে ওঠা
হিংস্র বর্বর পৈশাচিক চেতনা
দখল করে স্টেথোস্কোপের শরীর।
নির্মমতার চক্রবূহে
স্টেথোস্কোপের ধুক পুক ....
অসহায় স্টেথোস্কোপ আর্তনাদ করে

কিন্ত সেই ধুক পুক, ধুক পুক .......
দিন থেকে রাত, রাত থেকে দিন
অবিরাম চলতেই থাকে।
মানব আত্মা রাত জাগে
স্টেথোস্কোপকে জাগিয়ে রাখে।
কেশ কালো নিশিরাতে
বোবা স্টেথোস্কোপ আজও
আমাদের হৃদয়ের স্পন্দন খোঁজে ।

17/01/2024

সমাজে উপযুক্ত সুযোগের অভাবে পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের শিক্ষার আলোয় পৌঁছে দেবার উদ্দেশ্যে -
"বর্ধমান বন্ধু মহল" (এনজিও)- এর নতুন উদ্যোগ -
পাঠশালা (কোচিং সেন্টার)
১। ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত সমস্ত বিষয়ের উপর কোচিং ক্লাস শুরু হবে।
২। প্রতিটি ক্লাসের জন্য ১৫ জন করে ছাত্র-ছাত্রী ভর্তি নেওয়া হবে।
৩। "আগে এলে আগে পাবে" -ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।
৪। জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হবে
৫। ক্লাস নেবেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কলেজের অধ্যাপক, সরকারি বিদ্যালয়ের শিক্ষক এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা।
৬। প্রত্যহ ক্লাস হবে সংস্থার নিজ গৃহে।
৭। নিম্নলিখিত শ্রেণীর ক্লাস সমূহ - প্রতি সপ্তাহে
ক্লাস ফাইভ - চারটি ক্লাস প্রতি সপ্তাহে।
ক্লাস সিক্স - চারটি ক্লাস প্রতি সপ্তাহে।
ক্লাস সেভেন - চারটি ক্লাস প্রতি সপ্তাহে।
অতিরিক্ত একটি অঙ্ক এবং ইংরাজী ক্লাস।
ক্লাস এইট- আটটি ক্লাস প্রতি সপ্তাহে।

যোগাযোগের ঠিকানা -বর্ধমান বন্ধু মহল কাসাঁরী পট্টী ,নতুন গঞ্জ, পূর্ব বর্ধমান।

ভর্তি এবং কোচিং ফি - এর সম্বন্ধে জানার জন্য ফোন করুন -
৯৮০০৮২২৫৫৯/৯৪৩৪১২২৫৫৯
৯৩৩২৯০৭৮২৮

21/12/2023

একটু উষ্ণতার ছোঁয়া ....একটু ওম - এর আরাম দেবার জন্য বর্ধমান বন্ধু মহল প্রতি বছরের মতো এবারও একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে সকল সদস্যদের অনুরোধ করা হচ্ছে যে উপস্থিত থেকে নিজের হাতে শীতবস্ত্র প্রদান করে মানবতার কল্যাণে বন্ধু মহল কে সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন.........
দেবজিৎ রাউৎ ,
সেক্রেটারি ,
বর্ধমান বন্ধু মহল।।

Address

Burdwan

Alerts

Be the first to know and let us send you an email when Bardhaman Bandhu Mahal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bardhaman Bandhu Mahal:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram