17/06/2025
বর্ধমান বন্ধু মহল একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান ।১৯৭৯ সালের পয়লা জানুয়ারি থেকে এই সংস্থা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের মাধ্যমে বর্ধমান বন্ধু মহল নিজেকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পেরেছে। স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা এবং সাংস্কৃতিক এই চারটি বিষয়ে একটি অনন্য প্রতিষ্ঠান। বন্ধু মহল প্রথম থেকেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাহায্য এবং ভালোবাসা নিয়ে গড়ে ওঠা একটি অ লাভজনক, অরাজনৈতিক এবং সমাজকল্যাণমূলক পরিবার। বন্ধু মহল প্রত্যেক বছর রক্তদান শিবির, সমাজের গরীব পরিজনদের বিভিন্ন উৎসবে বস্ত্রদান, খাদ্য বিতরণ, পড়াশোনার সরঞ্জাম বিতরণ, শিক্ষাদান, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক শিক্ষা এবং উৎসাহ দান, বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করা এবং উৎসাহ প্রদান করে চলেছে । সপ্তাহের প্রায় প্রতিদিন শহরের বিভিন্ন বিষয়ের বিশিষ্ট অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা করে থাকেন । বিনামূল্যে আইনি সাহায্য ইত্যাদি গঠনমূলক কাজ করে চলেছে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে। বর্তমানে সংস্থার চিকিৎসা এবং শিক্ষাক্ষেত্রে মানুষকে বিনামূল্যে পরিষেবার দেবার জন্য বিভিন্ন ধরনের গঠনমূলক প্রকল্প আরম্ভ করতে চলেছে যেমন নামমাত্র অনুদানে গরিব সমাজকে উন্নত ধরনের চিকিৎসা এবং গরিব ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষা দেবার ব্যবস্থা করছে। বন্ধু মহলের প্রচন্ড ইচ্ছা শক্তি থাকলেও আর্থিক সমস্যার জন্য প্রকল্প গুলি বাস্তবায়িত করতে পারছে না। তাই বন্ধু মহল পরিবার সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছে যে আপনারা আপনাদের আর্থিক ভারসাম্যতা বজায় রেখে কিছু অর্থ দিয়ে সংস্থার প্রকল্পগুলি সফল করার জন্য সাহায্য করুন। চিকিৎসার ক্ষেত্রে সপ্তাহের প্রতিদিন জেনারেল সার্জেন্ট, জেনারেল ক্যান্সার সার্জেন্ট, জেনারেল মেডিসিন, গাইনোকলজিস্ট, থাইরয়েড ও সুগার স্পেশালিস্ট, ফিজিওথেরাপিস্ট অর্থোপেডিক, শিশু চিকিৎসকগণ, অল্প শিক্ষিত বা অশিক্ষিত মায়েদের বিভিন্ন বিষয় শিক্ষাদান এই রকম অনেক কর্মসূচী আমরা অর্থাৎ বন্ধু মহল বাস্তবায়িত করতে পারছে না। তার প্রধান কারণ অর্থের ঘাটতি। তাই আপামর জনসাধারণের কাছে আমাদের সবিনয় একান্ত অনুরোধ যে আপনারা আপনাদের সাধ্যমত অনুদান দিয়ে বন্ধু মহলের সামাজিক উন্নয়নের পথ যাতে মসৃণ হয় তার ব্যবস্থা করুন। আপনার সাধ্যমত অনুদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহন করিব।
আপনারা অনলাইন বা চেকের মাধ্যমে অনুদান দিন। আমাদের ব্যাঙ্কের ডিটেলস নিম্নরূপ-
BARDHAMAN BANDHU MAHAL
KANCHARI PATTI
NUTANGANJ
BURDWAN- 713102
INDIAN BANK
(ALLAHABAD)
NUTANGANJ BRANCH
BURDWAN
IFSC CODE- IDIB000N628
MICR - 713019115
ACCOUNT NO. - 5009873863-3