
19/03/2025
রুট ক্যানাল ট্রিটমেন্ট একটি জটিল চিকিৎসা।তবে হ্যাঁ খুব জটিল নয়।রুট ক্যানাল ট্রিটমেন্ট মোটামুটি ৪-৫ টা সিটিংয়ে সম্পূর্ণ হয়।তবে হ্যাঁ, সিঙ্গল সিটিং এও রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পূর্ণ করা যায়। এটার অনেকগুলো স্টেপ আছে।শেষ স্টেপটাকে বলে 'অবচুরেশন' অর্থাৎ দাঁতের মধ্যস্থিত ক্যানালের যতটা আদর্শ লেন্থ অবধি কাজ করা উচিত ঠিক ততটা লেন্থ অবধি কাজ করে একটা আদর্শ মেটেরিয়াল (সাধারণত গাটা পারচা নামক একজাতীয় মেটেরিয়াল ব্যবহৃত হয়) ঠিক ওই লেন্থ অবধি ফিলিং করে দেওয়া। আপনারা এক্স রে দেখলেই বুঝবেন মেটেরিয়ালটা (এক্স রেতে যাকে উজ্জ্বল সাদা বর্ণের দেখায়) গোড়া অবধি গেছে কিনা।
তবে বোঝা এতোটাও সহজ নয়।কিছু কমপ্লেক্সিটি অবশ্যই আছে।তবুও মোটামুটি যাতে একটা আইডিয়া করা যায় এমনটা বললাম।তবে বহু সূক্ষ বিষয় আছে যেগুলো শুধু ডাক্তারেরাই বুঝতে পারবেন।তাই অবশ্যই কোয়ালিফায়েড ডাক্তারের পরামর্শ নিন নিজে সিদ্ধান্ত না নিয়ে।
নীচে আমারই করা একটি রুট ক্যানাল ট্রিটমেন্টের এক্সরের ছবি দিলাম।