Dr Arpan Nandi's Bardhaman Dental Clinic

Dr Arpan Nandi's Bardhaman Dental Clinic DrArpan Nandi BDS(WBUHS)(HONS) Reg no-7650A
Ex HouseSurgeon ofCoochbehar GovtMedical College&Hospital

রুট ক্যানাল ট্রিটমেন্ট একটি জটিল চিকিৎসা।তবে হ্যাঁ খুব জটিল নয়।রুট ক্যানাল ট্রিটমেন্ট মোটামুটি ৪-৫ টা সিটিংয়ে সম্পূর্ণ হ...
19/03/2025

রুট ক্যানাল ট্রিটমেন্ট একটি জটিল চিকিৎসা।তবে হ্যাঁ খুব জটিল নয়।রুট ক্যানাল ট্রিটমেন্ট মোটামুটি ৪-৫ টা সিটিংয়ে সম্পূর্ণ হয়।তবে হ্যাঁ, সিঙ্গল সিটিং এও রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পূর্ণ করা যায়। এটার অনেকগুলো স্টেপ আছে।শেষ স্টেপটাকে বলে 'অবচুরেশন' অর্থাৎ দাঁতের মধ্যস্থিত ক্যানালের যতটা আদর্শ লেন্থ অবধি কাজ করা উচিত ঠিক ততটা লেন্থ অবধি কাজ করে একটা আদর্শ মেটেরিয়াল (সাধারণত গাটা পারচা নামক একজাতীয় মেটেরিয়াল ব্যবহৃত হয়) ঠিক ওই লেন্থ অবধি ফিলিং করে দেওয়া। আপনারা এক্স রে দেখলেই বুঝবেন মেটেরিয়ালটা (এক্স রেতে যাকে উজ্জ্বল সাদা বর্ণের দেখায়) গোড়া অবধি গেছে কিনা।

তবে বোঝা এতোটাও সহজ নয়।কিছু কমপ্লেক্সিটি অবশ্যই আছে।তবুও মোটামুটি যাতে একটা আইডিয়া করা যায় এমনটা বললাম।তবে বহু সূক্ষ বিষয় আছে যেগুলো শুধু ডাক্তারেরাই বুঝতে পারবেন।তাই অবশ্যই কোয়ালিফায়েড ডাক্তারের পরামর্শ নিন নিজে সিদ্ধান্ত না নিয়ে।

নীচে আমারই করা একটি রুট ক্যানাল ট্রিটমেন্টের এক্সরের ছবি দিলাম।

ভদ্রলোক খুবই ভালো। দোষ একটাই ফলো-আপে আসেননা।অবশ্য এই কাজটা করতে একটু বেশী সিটিং লেগেছিলো।ভদ্রলোক ধৈর্য্য রেখেছিলেন।
19/03/2025

ভদ্রলোক খুবই ভালো। দোষ একটাই ফলো-আপে আসেননা।অবশ্য এই কাজটা করতে একটু বেশী সিটিং লেগেছিলো।ভদ্রলোক ধৈর্য্য রেখেছিলেন।

হাসুন প্রাণভরে!
19/03/2025

হাসুন প্রাণভরে!

একটা প্রপার রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে বেশ অনেকগুলি এক্স রের প্রয়োজন হয়।তাও গড়ে ৪-৫ টা।আমার তো হয়ই।কারণ রুট ক্যানাল করত...
17/03/2025

একটা প্রপার রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে বেশ অনেকগুলি এক্স রের প্রয়োজন হয়।তাও গড়ে ৪-৫ টা।আমার তো হয়ই।কারণ রুট ক্যানাল করতে পারফেক্ট লেন্থ বজায় রাখতে হয়।আর আজকাল গ্রাম কিংবা শহরেও দেখি কোয়াক প্র‍্যাক্টিশনারেরা এক্স রে ছাড়াই রুট ক্যানাল করে দিচ্ছে।আন্দাজমতো লেন্থ বসিয়ে দিচ্ছে।ব্যাপারটা হাস্যকর।পেশেন্টও বোকা বনে যাচ্ছে। পেশেন্ট ভাবছে কম পয়সায় যন্ত্রণাতো কমে যাচ্ছে তাহলে আর অভিজ্ঞ ডাক্তারের কাছে রুট ক্যানাল করে লাভ কী?কিন্তু তারা বুঝছেনা ওই কোয়াকদের কাছে করা রুট ক্যানাল ট্রিটমেন্ট বেশী দিন টিকবেনা।বছর দুই কিংবা বছর একের মধ্যেই সমস্যা দেখা দেবে।তাই পাঁচশো কিংবা একহাজার টাকা কম নিচ্ছে বলে কোয়াক বা ভুলভাল ডাক্তারের কাছে যাবেননা।প্রপার ডাক্তারের কাছে চিকিৎসা করান।

নীচে আমারই কিছু রুট ক্যানাল ট্রিটমেন্টের উদাহরণ।একেবারে পাঁচ পাঁচটা পেশেন্টের রুট ক্যানাল ট্রিটমেন্টের এক্সরে সমেত উদাহরণ। রুট ক্যানাল ট্রিটমেন্ট এরকমই হওয়া উচিত বলে মনে করি।

ছোটোবৈনান গ্রামে করা সাম্প্রতিকতম একটি কাজ
17/03/2025

ছোটোবৈনান গ্রামে করা সাম্প্রতিকতম একটি কাজ

নভেম্বর মাস বোধহয়। পেশেন্ট এসেই হম্বিতম্বি করে বললেন ওনার একটা বিয়েবাড়ি আছে।বিয়েবাড়ির আগেই ওনাকে দাঁতের পাটি বানিয়ে দিতে...
01/01/2025

নভেম্বর মাস বোধহয়। পেশেন্ট এসেই হম্বিতম্বি করে বললেন ওনার একটা বিয়েবাড়ি আছে।বিয়েবাড়ির আগেই ওনাকে দাঁতের পাটি বানিয়ে দিতে হবে।আমি বললাম—দেখুন,এভাবে তাড়াহুড়ো করে আমি কাজ করিনা।তাছাড়া আগে আপনাকে ভালো করে এক্সামিন করে বলবো কী করা উচিত।

আমি পরীক্ষা করে দেখলাম পেশেন্টের কিছু দাঁতের টুকরো তুলতে হবে।আর সামনের দাঁতগুলোও প্রায় হয়ে এসেছে।সেগুলোও তুলে ফেললে ভালো হয়।সব তুলে একেবারে বাঁধালেই ভালো। কিন্তু ভদ্রলোক কিছুতেই সামনের দাঁত তুলবেননা। অত:পর দাঁতের নষ্ট হয়ে যাওয়া গোড়াগুলো তুলে, সামনের দাঁত রেখেই দাঁত বাঁধিয়ে দেওয়া হলো এবং বিয়েবাড়ির আগেই।

পেশেন্ট কি খুশি হয়েছিলেন?—কি জানি! 😊

01/01/2025

মাস কয়েক আগে একটি ব্রিজ করেছিলাম।সেই ভিডিও পেজে পোস্ট করা আছে।কিন্তু ব্রিজ করে পেশেন্টের অভিব্যক্তি কেমন ছিলো তা আজকে পোস্ট করলাম।

Work Done:6 unit FPD (PFM Crown and bridge)

গতকালের কেস।বছরের শেষ দিনে পেশেন্ট ফিরে পেলো হাসি
01/01/2025

গতকালের কেস।বছরের শেষ দিনে পেশেন্ট ফিরে পেলো হাসি

Get correction of your smile smoothly
12/12/2024

Get correction of your smile smoothly

RCTকে সাফল্য এনে দেওয়া খুবই চ্যালেঞ্জিং একটি কাজ।এমনই কিছু কাজের নমুনা মানে RCT এর নমুনা পেশ করলাম
21/09/2024

RCTকে সাফল্য এনে দেওয়া খুবই চ্যালেঞ্জিং একটি কাজ।এমনই কিছু কাজের নমুনা মানে RCT এর নমুনা পেশ করলাম

গতকালের একটি কেস।দাঁতবিহীন মাড়িতে নকল দাঁত(Removable Single Complete Denture)-এর মাধ্যমে পেশেন্টকে ফিরিয়ে দেওয়া হলো মুখে...
21/09/2024

গতকালের একটি কেস।দাঁতবিহীন মাড়িতে নকল দাঁত(Removable Single Complete Denture)-এর মাধ্যমে পেশেন্টকে ফিরিয়ে দেওয়া হলো মুখের হাসি।বয়স যেনো গিয়েছে কমে তাঁর!

Address

Ground Floor, Care & Cure Nursing Home, Khosbagan, Burdwan-713101
Burdwan
713101

Telephone

+918768065580

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Arpan Nandi's Bardhaman Dental Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Arpan Nandi's Bardhaman Dental Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category