Naadi-Astrology

Naadi-Astrology Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Naadi-Astrology, Burdwan.

🕉️||  #অক্ষয়_তৃতীয়া ||🕉️🙏আজ অক্ষয় তৃতীয়া। আপনি বাঙালি হলে, এই দিনটা আপনার কাছে অবশ্যই বিশেষ গুরুত্বপূর্ণ ১টা দিন। জেনে ন...
17/04/2018

🕉️|| #অক্ষয়_তৃতীয়া ||🕉️
🙏
আজ অক্ষয় তৃতীয়া। আপনি বাঙালি হলে, এই দিনটা আপনার কাছে অবশ্যই বিশেষ গুরুত্বপূর্ণ ১টা দিন। জেনে নিন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য।

☑️ অক্ষয় মানে যার ক্ষয় নেই, বিনাশ নেই। প্রতি বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয় অক্ষয় তৃতীয়া।

☑️এই দিনটিতেই পরশুরামের জন্ম হয়। পরশুরাম ছিলেন নারায়ণের ষষ্ঠ অবতার।

☑️ বেদব্যাস, গনেশের সাহায্য নিয়ে উক্ত দিন থেকেই মহাভারত লেখা শুরু করেছিলেন।

☑️ শ্রীকৃষ্ণ রাজা হওয়ার পর এই বিশেষ দিনে
তাঁর প্রিয় বন্ধু সুদামা এসেছিলেন দেখা করতে।

☑️ মা গঙ্গা আজকের দিনেই নেমে এসেছিলেন আমাদের এই পৃথিবীতে।

☑️ মা অন্নপূর্ণা দেবীর জন্ম হয়েছিল এই তিথিতে।

☑️ ধনের দেবতা কুবের একবার বর চেয়েছিলেন মা লক্ষ্মীর কাছে। মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে আজকের দিনেই কুবেরকে বহু ধনরত্ন উপহার দিয়েছিলেন ||

♈️  #তন্ত্র_VS_জ্যোতিষ ♈️✅ Astrology তে prediction করতে না পারার জন্য তন্ত্রের দিকে ঝোঁক বাড়ছে। বর্তমানে তাই তন্ত্রের সঙ...
12/04/2018

♈️ #তন্ত্র_VS_জ্যোতিষ ♈️

✅ Astrology তে prediction করতে না পারার জন্য তন্ত্রের দিকে ঝোঁক বাড়ছে। বর্তমানে তাই তন্ত্রের সঙ্গে জ্যোতিষকে গুলিয়ে ফেলে সবাই এখন 'তান্ত্রিক জ্যোতিষ' সাজছে। তন্ত্র ও জ্যোতিষ ২টো সম্পূর্ণ আলাদা বিষয়।

☑️ তন্ত্র হ'ল সাধনা দ্বারা মোক্ষ প্রাপ্তির পথ, যার প্রধান বিষয়বস্তু হল, দশমহাবিদ্যা। তন্ত্র সিদ্ধির মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি এবং পরমাত্মার জ্ঞান লাভ হেতু জন্ম জন্মান্তরের চক্র থেকে মুক্তি লাভ হয়ে থাকে। একে কোন ব্যবসায়িক ক্ষেত্রে কাজে লাগানো যায় না।

☑️ Astrology হ'ল গ্রহ ও নক্ষত্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে মনুষ্য জীবনে ঘটিত প্রভাবের উপলব্ধ জ্ঞান। এটি বৈজ্ঞানিক পদ্ধতি, যার সূত্র রয়েছে। সঠিক পদ্ধতি ও সূত্র জানলে এবং পেটে একটু বিদ্যা থাকলে যে কেউ Prediction করতে পারবে। তাই ব্যবসায়িক ক্ষেত্রেও কাজে লাগানো সম্ভব।

⚛️ তন্ত্রের প্রয়োগে ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতি হয় কিন্তু Astrology সর্ব সাধারণের কল্যাণের স্বার্থে প্রয়োগ হয়।

⚛️ A child is born on the day and at the hour when the celestial rays are in mathematical harmony with his individual karma..... Paramhans Yoganand

♈️ ভাগ্য পরিবর্তন করতে কেউ পারবে না। পারব্ধ কর্মফলের ভিত্তিতে সকলে নিজের ভাগ্য নিয়েই জন্মায়। তান্ত্রিক শুধু উপদেশ দিতে পারবে, আর ভালো জ্যোতিষী ভবিষ্যতের আভাস দিতে পারবে মাত্র।
=================♦️==================⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️
🔹ধন্যবাদ ------
🔹ইন্দ্রনীল মুখার্জী ||

©This post is dedicated to the..........     Astrology Learners & Researchers.®References :---লঘু পরাশরী (উডুদায়প্রদীপ),...
12/04/2018

©This post is dedicated to the..........
Astrology Learners & Researchers.

®References :---
লঘু পরাশরী (উডুদায়প্রদীপ), ভাবার্থ রত্নাকর, সারাবলী, জাতক পারিজাত, সব্বার্থ চিন্তামনি, চমৎকার চিন্তামনি, বৃহৎ জাতক, ফল দীপিকা, বৃহৎ পরাশর হোরা শাস্ত্র, Google
=================♦️==================

🔷 বৈদিক জ্যোতিষের নামে মগজ ধোলাই❗️

🔶 বৈদিক জ্যোতিষ ফলাদেশে ফেল কেন ❓

✅ ভূমিকা:-- সাধারণ জ্যোতিষ, যাকে বর্তমানে বৈদিক জ্যোতিষ বলা হচ্ছে তা আসলে পরাশরীয় জ্যোতিষ শাস্ত্র। 'বৈদিক জ্যোতিষ' নামকরণ করেছিলেন K.N Rao. পরবর্তী সময়ে, "বেদে কোন জ্যোতিষ নেই" জানার পর ভুল স্বীকার করেন। তবে এর প্রয়োগই ভারতবর্ষে সর্বাধিক ভাবে হয়ে থাকে, প্রায় ৯৫%। এছাড়াও জৈমিনী জ্যোতিষ শাস্ত্র রয়েছে, যার ফলিত জ্যোতিষের সঙ্গে কোনরূপ সম্পর্ক নেই।

অপরদিকে রয়েছে ভৃগু জ্যোতিষ শাস্ত্র, যাকে 'নাড়ি জ্যোতিষ' শাস্ত্রও বলা হয়। এর কোন পাণ্ডুলিপি উপলব্ধ নয়, প্রয়োগও মাত্র ৫%। এই পদ্ধতিরই আধুনিক রূপ হল, কৃষ্ণমূর্তি পদ্ধতি, তানেজা পদ্ধতি ইত্যাদি এবং Founder হলেন, Mina1, Mina2, J.C Luthra প্রমুখ।

বর্তমান যুগে 'নাড়ি জ্যোতিষ' পদ্ধতিতেই একমাত্র Prediction সম্ভব। পরাশরী, জৈমিনী বা অন্যকোন পদ্ধতিতে Prediction করা অসম্ভব ব্যপার। কারণ- কয়েক লক্ষ সূত্র ধরে কি করে বিচার হবে? সূত্র গুলির পারস্পরিক বিরোধিতাই সমাধানের পথকে অবরুদ্ধ করবে। গ্রহ ও ভাব আসলে কি ফল দেবে, সেটা অজানাই থেকে যাবে, গ্রহদশা বিচার করা তো অনেক দূরঅস্ত ||

☑️ ব্যাখ্যা ▪▪▪

➡️ সূত্র ১. গ্রহের বলাবল বিচার •••••

দিকবল, কালবল, চেস্টাবল, স্থানবল, নৈসর্গিক বল, দৃকবল, উচ্চবল, সপ্তবর্গীয় বল, ওজাযুগ্ম বল, কেন্দ্রবল, দ্রেকান বল ইত্যাদি বল বিচার করতে করতে জ্যোতিষীর নিজের বলই খতম হয়ে যায়, তারপরেও জানা যায়না গ্রাহটা আসলে কোরবে টা কি❓

➡️ সূত্র ২. গ্রহের অবস্থা বিচার •••••

দীপ্ত, সুস্থ, মুদিত, শক্ত, দীন, বিকল, পীড়িত, খল, ভীত, শিশু, বাল্য, যৌবন, বৃদ্ধ, মৃত ইত্যাদি অবস্থা বিচার করতে গিয়ে জ্যোতিষীর নিজের অবস্থাই আশঙ্কাজনক হয়ে পরে ||

➡️ সূত্র ৩. গ্রহের শত্রুতা-মিত্রতা বিচার •••••

চন্দ্রের বন্ধু বুধ অথচ বুধের শত্রু চন্দ্র!! রামের বন্ধু শ্যাম, শ্যামের শত্রু রাম!! কি করে সম্ভব?

চন্দ্রের কোন শত্রু নেই, কিন্তু বুধ, শুক্র ও শনির শত্রু চন্দ্র!! রামের কোন শত্রু নেই, কিন্তু রাম সবার শত্রু!! কোন যুক্তি হয়? শত্রুতা করার copyright কি শুধু চন্দ্রের আছে?

মঙ্গলের ও বৃহস্পতির শত্রু বুধ, আবার বুধ এদের ব্যপারে নিরপেক্ষ। আমেরিকা ও ব্রিটেনের শত্রু আফগানিস্তান, কিন্তু আফগানিস্তান আমেরিকা ও ব্রিটেনের প্রতি নিরপেক্ষ!! গাঁজাখুরি গল্প❓

➡️ সূত্র ৪. গ্রহের রাশিগত ফলাফল বিচার •••••

মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন--- এই ১২ টি রাশিতে রবির ভিন্ন ভিন্ন অবস্থানগত ফলাফল হবে= ১২ প্রকার।

সুতরাং ৯টি গ্রহের ক্ষেত্রে ফলাফল হবে =
(১২×৯) = ১০৮ প্রকার❗️

➡️ সূত্র ৫. গ্রহের ভাবগত ফলাফল বিচার •••••

১২ টি রাশির পরিপ্রেক্ষিতে ---------
🔹রবি লগ্নস্থ হওয়ার মোট ফল = ১২ প্রকার
🔹রবি ২'য়স্থ " " " = ১২ "
🔹রবি ৩'য়স্থ " " " = ১২ "
🔹রবি ৪'র্থস্থ " " " = ১২ "
🔹রবি ৫'মস্থ " " " = ১২ "
🔹রবি ৬'ষ্ঠস্থ " " " = ১২ "
🔹রবি ৭'মস্থ " " " = ১২ "
🔹রবি ৮'মস্থ " " " = ১২ "
🔹রবি ৯'মস্থ " " " = ১২ "
🔹রবি ১০'মস্থ " " " = ১২ "
🔹রবি ১১'শস্থ " " " = ১২ "
🔹রবি ১২'শস্থ " " " = ১২ "

সুতরাং রবির ভাবগত ফলাফল দাঁড়ালো =
(১২×১২) = ১৪৪ প্রকার।
অতএব----
৯টি গ্রহের সর্বমোট ভাবগত ফলাফল হবে =
(১৪৪×৯) = ১২৯৬ প্রকার❗️

➡️ সূত্র ৬. ভাবপতির ভাবগত ফলাফল বিচার ••••

১২'শ ভাবের পরিপ্রেক্ষিতে ••••

লগ্নপতির লগ্নে, ২'য়ে, ৩'য়ে, ৪'র্থে, ৫'মে, ৬'ষ্ঠে, ৭'মে, ৮'মে, ৯'মে, ১০'মে, ১১'শে ও ১২'শে অবস্থানগত ভিন্ন ফলাফল = ১২ প্রকার।
অতএব----
১২টি ভাবপতির সর্বমোটা ফলাফল হবে =
(১২×১২) = ১৪৪ প্রকার❗️

১২টি রাশির ক্ষেত্রে এই ফল ভিন্ন ভিন্ন হবে। যেমন- মেষ রাশির ক্ষেত্রে লগ্নপতির লগ্নে অবস্থানের ফল আর মীন রাশির ক্ষেত্রে লগ্ন পতির লগ্নে অবস্থানের ফল এক হবে না।
সুতরাং-----
রাশি ও ভাবের সমন্বয়ে উক্ত ফলফল দাঁড়াবে= (১৪৪×১২) = ১৭২৮ প্রকার❗️

NB★ সর্বপরি ভাব বিচারে ভাবচলিত চার্ট ব্যবহারই হয়না। রাশি চার্টেই ভাব বিচার হয়ে যায়!!

➡️ সূত্র ৭. Divitional Charts বিচার ••••••

🔹D1 (রাশি চার্ট)--- শারীরিক ও সাধারণ বিচার
🔹D2 (হোরা চার্ট)--- অর্থনৈতিক বিচার
🔹D3 (দ্রেক্কান)--- ভ্রাতা ও ভগিনী বিচার
🔹D4 (চতুর্থাংশ)--- বৈষয়িক বিচার
🔹D7 (সপ্তমাংশ)--- জনন বিচার
🔹D9 (নবাংশ)--- রাশি চার্টের বিকল্প চার্ট
🔹D10 (দশমাংশ)--- সামাজিক স্বীকৃতি বিচার
🔹D12 (দ্বাদশাংশ)---পিতা মাতা, আয়ু বিচার
🔹D16(ষোড়শাংশ)--বিলাসিতা, আনন্দ বিচার
🔹D20 (বিংশাংশ)---আধ্যাত্মিক উন্নতি বিচার
🔹D24 (চতুরবিংশাংশ)--- শিক্ষার বিচার
🔹D27(সপ্তবিমাংশ)--মানসিক ক্ষমতা বিচার
🔹D30 (ত্রিশাংশ)--- অদৃষ্ট, দুর্ভাগ্য বিচার
🔹D40(স্বাভেদাংশ)-- মাতৃকুলের উত্তরাধিকার
🔹D45 (আকাশভেদাংশ)--- পিতৃকূলের "
🔹D60 (ষষ্ঠমাংশ)--- পারব্ধ কর্ম বিচার

এরমধ্যে আবার বর্গোওম-র ব্যপার রয়েছে।
যেমন-- কোন গ্রহ রাশি চার্টে দেখা গেল নীচস্ত কিন্তু নবাংশে উচ্চ, তাহলে গ্রহটি বর্গোত্তম হবে। কিন্তু কি যে ফল দেবে সেটা কারো জানা নেই।

1 থেকে 60 টি চার্ট বিচার করতে হবে!! সমস্ত সূত্র প্রয়োগ করে!! যা কয়েক জন্মেও সমাধান হবেনা ||

➡️ সূত্র ৮. গ্রহদশা বিচার •••••

জ্যোতিষে অষ্টত্বরী দশা, জৈমিনী দশা, বিংশত্বরী দশা ইত্যাদি অনেক ধরনের দশা পদ্ধতি ব্যবহৃত হয়, কিন্তু প্রয়োগ কেউ জানে না। কোন ঘটনা কোন সময় ঘটবে, কোন গ্রহদশায় ঘটবে, সময় নির্ধারণ করার কি নিয়ম, সেটা কেউ জানে না।

NB★একমাত্র 'নাড়ি জ্যোতিষে' দশা পদ্ধতির প্রয়োগ করে ঘটনার সময় নির্ধারণ করা সম্ভব।

➡️ সূত্র ৯. যোগ বিচার •••••

মাঙ্গলিক, কালসর্প, শনির সাড়েসাতী, রাজযোগ, বিপরীত রাজযোগ, বালরিষ্ট যোগ, পিতৃদোষ, পঞ্চ মহাপুরুষ যোগ-- রুচক যোগ, ভদ্রযোগ, হংসযোগ, মাল্যভ্য যোগ, শশযোগ, বিষযোগ, বুধাদিত্য যোগ, কেমদ্রুম যোগ, দৈনযোগ, গজকেশরী যোগ, সরস্বতী যোগ, মহাভাগ্য যোগ ইত্যাদি কয়েক হাজার যোগের সূত্র রয়েছে।

এগুলি অন্ধবিশ্বাস ও কুসংস্কারে লিপ্ত ভুয়ো যুক্তিহীন সূত্র। ফলিত জ্যোতিষের সঙ্গে যার কোন সম্পর্ক নেই। কাউকে পাগল বানাতে সূত্রগুলি অবশ্যই ভীষণ কার্য্যকরী হবে ||

➡️ সূত্র ১০. বিবিধ বিষয় •••••

✅ জ্যোতিষ পুস্তক গুলিতে বিবাহের সংজ্ঞাই ঠিক নেই। ব্রহ্মা বিবাহ, দৈব বিবাহ, অর্ষ বিবাহ, গন্ধর্ব বিবাহ, প্রজাপতয়ে বিবাহ, অসুর বিবাহ, রাক্ষস বিবাহ, পিশাচ বিবাহের ব্যাখ্যা রয়েছে। পিশাচ বিবাহ মানে হল- R**e, এসব কি করে বিবাহের ব্যাখ্যা হতে পারে? আশ্চর্য্য!!

🦋 বিবাহের ১টাই ব্যাখ্যা-- নারী ও পুরুষ উভয়ের স্বইচ্ছায় এবং সমাজের স্বীকৃতি পূর্বক পরিবার গঠনের উদ্দেশ্যে সম্মিলিত উপযুক্ত পদক্ষেপ।

উক্ত জ্যোতিষ পদ্ধতিতে বিবাহ বিচারের ক্ষেত্রে বলা হয়-- ১'ম লগ্ন দেখো, তারপর লগ্নপতিকে দেখো, next সপ্তম স্থান দেখো, next সপ্তম পতিকে দেখো, next সপ্তমপতির সপ্তমে যে আছে তাকে দেখো, next শুক্রকে দেখো, next শুক্রের সপ্তমে যে আছে তাকে দেখো, next মঙ্গলকে দেখো, next.... তুমি আমায় দেখো আর আমি তোমায় দেখি।

মানে এতো কিছু দেখার পরেও বলা সম্ভব নয় যে, বিবাহ কবে হবে❗️

✅ 'রাজ জটোক' কথাটা শুনতে খুব ভালো লাগে কিন্তু প্রশ্ন হল, রাজ জটোক হওয়ার পরও বিবাহ বিচ্ছেদ কি করে হয়? 36 সে 36 point হলেও কেন বিবাহ বিচ্ছেদ হচ্ছে?

✅ মঙ্গল, শনির গৃহে (মকরে) যদি উচ্চস্থ হয়, তাহলে শনি, মঙ্গলের গৃহে (মেষে) কি করে নীচস্ত হয়?

✅ কোন গ্রহ উচ্চ কিন্তু বক্রী হলে কি হবে? একাধিক গ্রহ কোন গৃহে অবস্থান করলে কি ফলাফল হবে? সূর্যের সঙ্গে যেকোন গ্রহ থাকলে দগ্ধ হয়ে যায়, অথচ বুধ+রবির যুতি হলে তবেই বুধাদিত্য যোগ সৃষ্টি হয় কেন?

এরকম হাজারো প্রশ্ন আছে, যার কোন উত্তর তথাকথিত 'বৈদিক' জ্যোতিষ শাস্ত্রে নেই।

➡️ এতোকিছুর পরেও বাকি রয়ে গেল অনেক বিষয়, যেমন-----

নক্ষত্র ফল, জোটক বিচার, রাশিফল, বিন্দুফল, ষন্যাড়ি চক্র, নবতারা চক্র, সুদর্শন চক্র, কেন্দ্র, ত্রিকোণ, পনফর, অপক্লিম, উপচয়, শত্রু গৃহ, মিত্র গৃহ, দৃষ্টি, বক্রী, অস্তমিত, দগ্ধ, উচ্চস্থ, নীচস্ত প্রতিকার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি।

এগুলি নিয়ে লিখলে কয়েক হাজার বই লেখা হয়ে যাবে, কিন্তু কোন সমাধান সূত্র মিলবে না, জন্ম জন্মান্তর ধরে চলতে থাকবে একই আলোচনা, অতএব শেষ করছি.......||

▶️ মতামত:-- উপরিউক্ত সূত্রগুলির সহিত ২৭ টি নক্ষত্রের সমন্বয় ঘটলে কয়েক লক্ষ সূত্রের সৃষ্টি হবে, যা একজন সুস্থ ব্যক্তিকে পাগোল করার জন্য যথেষ্ট। অতএব এই পদ্ধতিতে Prediction-র কোন নির্দিষ্ট Formulas নেই। আসল মজা হল যেকোন ঘটনা ঘটে যাবার পর কোন না কোন Formula-য় ঠিক মিলে যাবে, কিন্ত ঘটনা ঘটার আগে কোন Formula-ই কাজ করে না।

উক্ত জ্যোতিষ পদ্ধতি কেন ফেল? আশাকরি সেটা বোঝার জন্য আমার এই প্রতিবেদনটি যথেষ্ট ফলপ্রসূ হবে ||
=================♦️==================⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️
🔹ধন্যবাদ -----
🔹শ্রী ইন্দ্রনীল মুখার্জী ||

🕉️ ||  #শ্রী_হনুমান_চালিশা || 🕉️⚛️ দোহা ⚛️শ্রী গুরু চরন সরোজ রজ নিজমন মুকুরু সুধারি |বরনৌ রঘুবর বিমল জসু জো দায়কু ফল চার...
08/04/2018

🕉️ || #শ্রী_হনুমান_চালিশা || 🕉️

⚛️ দোহা ⚛️

শ্রী গুরু চরন সরোজ রজ নিজমন মুকুরু সুধারি |
বরনৌ রঘুবর বিমল জসু জো দায়কু ফল চারি ||
বুদ্ধিহীন তনু জানিকে সুমিরৌ পবন কুমার |
বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেস বিকার ||

⚛️ চৌপাঈ ⚛️

🔹জয় হনুমান জ্ঞান গুণ সাগর
জয় কপীশ তিহুঁ লোক উজাগর [১]

🔹রামদূত অতুলিত বলধামা
অঞ্জনি পুত্র পবনসুত নামা [২]

🔹মহাবীর বিক্রম বজরঙ্গী
কুমতি নিবার সুমতি কে সঙ্গী [৩]

🔹কঞ্চন বরণ বিরাজ সুবেশা
কানন কুণ্ডল কুঞ্চিত কেশা [৪]

🔹হাত বজ্র ঔ ধ্বজা বিরাজৈ
কাঁধে মূঞ্জ জনেঊ সাজৈ [৫]

🔹শংকর সুবন কেসরী নন্দন
তেজ প্রতাপ মহাজগ বন্দন [৬]

🔹বিদ্যাবান গুণী অতি চাতুর
রাম কাজ করিবে কো আতুর [৭]

🔹প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া
রামলখন সীতা মন বসিয়া [৮]

🔹সূক্ষ্ম রূপধরী সিয়হিঁ দিখাবা
বিকট রূপধরী লংক জরাবা [৯]

🔹ভীম রূপধরী অসুর সংহারে
রামচন্দ্র কে কাজ সঁবারে [১০]

🔹লায় সঞ্জীবন লখন জিয়ায়ে
শ্রী রঘুবীর হরষি উর লায়ে [১১]

🔹রঘুপতি কীন্হী বহুত বডাঈ
তুম মম প্রিয় ভরতহি সম ভাঈ [১২]

🔹সহস বদন তুম্হরো জাস গাবৈঁ
অস কহি শ্রীপতি কণ্ঠ লগাবৈঁ [১৩]

🔹সনকাদিক ব্রহ্মাদি মুনীসা
নারদ সারদ সহিত অহীসা [১৪]

🔹জম কুবের দিগপাল জহাঁ তে
কবি কোবিদ কহি সকে কহাঁ তে [১৫]

🔹তুম উপকার সুগ্রীবহিঁ কীন্হা
রাম মিলায় রাজপদ দীন্হা [১৬]

🔹তুম্হরো মন্ত্র বিভীষণ মানা
লংকেশ্বর ভয়ে সব জগ জানা [১৭]

🔹জুগ সহস্র যোজন পর ভানূ
লীল্যো তাহি মধুর ফল জানূ [১৮]

🔹প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহীঁ
জলধি লাংঘি গয়ে অচরজ নাহীঁ [১৯]

🔹দুর্গম কাজ জগত কে জেতে
সুগম অনুগ্রহ তুম্হরে তেতে [২০]

🔹রাম দুআরে তুম রখবারে
হোত ন আজ্ঞা বিনু পৈসারে [২১]

🔹সব সুখ লহৈ তুম্হারী শরণা
তুম রক্ষক কাহূ কো ডর না [২২]

🔹আপন তেজ তুম্হারো আপৈ
তিনোং লোক হাংক তে কাঁপৈ [২৩]

🔹ভূত পিশাচ নিকট নহি আবৈ
মহবীর জব নাম সুনাবৈ [২৪]

🔹নাসৈ রোগ হরৈ সব পীড়া
জপত নিরন্তর হনুমত বীরা [২৫]

🔹সংকট তেঁ হনুমান ছুডাবৈ
মন ক্রম বচন ধ্য়ান জো লাবৈ [২৬]

🔹সব পর রাম তপস্বী রাজা
তিনকে কাজ সকল তুম সাজা [২৭]

🔹ঔর মনোরধ জো কোই লাবৈ
সোঈ অমিত জীবন ফল পাবৈ [২৮]

🔹চারো য়ুগ পরতাপ তুম্হারা
হৈ পরসিদ্ধ জগত উজিয়ারা [২৯]

🔹সাধু সন্ত কে তুম রখবারে
অসুর নিকন্দন রাম দুলারে [৩০]

🔹অষ্ঠসিদ্ধি নৌ নিধি কে দাতা
অস বর দীন্হ জানকী মাতা [৩১]

🔹রাম রসায়ন তুম্হারে পাসা
সদা রহো রঘুপতি কে দাসা [৩২]

🔹তুম্হরে ভজন রামকো পাবৈ
জনম জনম কে দুখ বিসরাবৈ [৩৩]

🔹অন্ত কাল রঘুবর পুরজাঈ
জহাঁ জন্ম হরি-ভক্ত কহাঈ [৩৪]

🔹ঔর দেবতা চিত্ত ন ধরঈ
হনুমত সেই সর্ব সুখ করঈ [৩৫]

🔹সংকট কটৈ মিটৈ সব পীরা
জো সুমিরৈ হনুমত বল বীরা [৩৬]

🔹জয় জয় জয় হনুমান গোসাঈ
কৃপা করো গুরুদেব কী নাঈঁ [৩৭]

🔹জো শত বার পাঠ কর কোঈ
ছূটহি বন্দি মহা সুখ হোঈ [৩৮]

🔹জো য়হ পঢ়ৈ হনুমান চালীসা
হোয় সিদ্ধি সাখী গৌরীসা [৩৯]

🔹তুলসীদাস সদা হরি চেরা
কীজৈ নাথ হৃদয় মহঁ ডেরা [৪০]

⚛️ দোহা ⚛️

পবনতনয় সংকট হরণ মঙ্গল মূরতি রূপ |
রাম লখন সীতা সহিত হৃদয় বসহু সুর ভূপ ||
_____________________________________________⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️
💢 সিয়াবর রামচন্দ্র কি জয় •••••
💢 রঘুবীর রামচন্দ্র কি জয় ••••••
💢 পবনসূত হনুমান কি জয় •••••
💢 উমাপতি মহাদেব কি জয় ••••
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
🏵️ জয় বজরঙ্গবলি 🌺🌻🌻🌺 জয় শ্রীরাম 🏵️

✅  #শনি_মঙ্গল 7 th March'18 থেকে 2nd May'18 পর্যন্ত ধণু রাশিতে একত্র অবস্থান করবে। আর এটা নিয়ে কিছু বেকার জ্যোতিষী মানুষ...
27/03/2018

✅ #শনি_মঙ্গল 7 th March'18 থেকে 2nd May'18 পর্যন্ত ধণু রাশিতে একত্র অবস্থান করবে। আর এটা নিয়ে কিছু বেকার জ্যোতিষী মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবে।
ভয়ের কোন কারণ নেই, এই ঘটনা প্রতি 2বছর অন্তর ঘটে থাকে, সুতরাং এটা খুবই সাধারণ একটা ঘটনা ||

💎  #জ্যোতিষে_নবরত্নের_প্রয়োগ 💎✅ ভূমিকা--- রত্ন অন্য গ্রহের থেকে আসা চুম্বকীয় তরঙ্গ ও রশ্মিকে(Radiomagnetic wave & rays) ...
27/03/2018

💎 #জ্যোতিষে_নবরত্নের_প্রয়োগ 💎

✅ ভূমিকা--- রত্ন অন্য গ্রহের থেকে আসা চুম্বকীয় তরঙ্গ ও রশ্মিকে(Radiomagnetic wave & rays) আকর্ষণ করে তা মনুষ্য শরীরকে প্রদান পূর্বক গ্রহদের প্রভাবকে বৃদ্ধি করে। তাই গ্রহরত্ন ব্যবহার করা হয় অনুকূল গ্রহের প্রভাবকে বৃদ্ধি করার জন্য। প্রতিকূল গ্রহের ক্ষেত্রে গ্রহরত্ন ব্যবহার করা নিষিদ্ধ। কারণ প্রতিকূল গ্রহের প্রভাব বৃদ্ধি করার আর্থ হ'ল--- দাগী খুনির হাতে স্বেচ্ছায় অস্ত্র তুলে দেওয়া ||

➡️ চুনী (Ruby)
চুনীর ব্যবহার করা হয় রবির জন্য। রবি অনুকূল থাকলে চুনী ধারণ করা যেতে পারে। যেকোন রবিবার শোধন করে অনামিকা আঙ্গুলিতে ধারণ করতে হবে ||

➡️ পান্না (Emerald)
পান্না বুধের জন্য ব্যবহৃত হয়। বুধ অনুকূল হলে, যেকোন বুধবার শোধন পূর্বক কনিষ্ঠা আঙ্গুলিতে ধারণ করা যেতে পারে ||

➡️ হীরক (Diamond)
হীরক শুক্রের জন্য ব্যবহৃত হয়। শুক্রগ্রহ অনুকূল হলে, যেকোন শুক্রবার শোধন পূর্বক অনামিকাতে ধারণ বিধেয় ||

➡️ প্রবাল (Red Coral)
প্রবাল মঙ্গলের জন্য ব্যবহৃত হয়। মঙ্গল অনুকূল হলে, যেকোন মঙ্গলবার শোধন পূর্বক অনামিকা আঙ্গুলিতে ধারণ করা যেতে পারে ||

➡️ পোখরাজ (Yellow Sapphire)
পোখরাজ বৃহষ্পতির জন্য ব্যবহৃত হয়। বৃহষ্পতি অনুকূল হলে, যেকোন বৃহস্পতিবার শোধন পূর্বক তর্জনীতে ধারণ বিধেয় ||

➡️ নীলা (Blue Sapphire)
নীলা শনির জন্য ব্যবহৃত হয়। শনি অনুকূল হলে, যেকোন শনিবার শোধন পূর্বক মধ্যমাতে ধারণ করতে হয় ||

➡️ মুক্তা (Pearl)
মুক্তা চন্দ্রের জন্য ব্যবহৃত হয়। চন্দ্র অনুকূল হলে, যেকোন সোমবার শোধন পূর্বক অনামিকা/কনিষ্ঠা আঙ্গুলিতে ধারণ করা যেতে পারে ||

➡️ গোমেদ (Hessonite)
গোমেদ রাহুর জন্য ব্যবহৃত হয়। রাহু অনুকূল হলে, যেকোন শনিবার শোধন পূর্বক মধ্যমাতে ধারণ করা বিধেয় ||

➡️ বৈদুর্য্যমনি (Cat's Eye)
বৈদুর্য্যমনি কেতুর জন্য ব্যবহৃত হয়। কেতু অনুকূল হলে, যেকোন মঙ্গলবার শোধন পূর্বক অনামিকাতে ধারণ করা যেতে পারে ||

🔷 উক্ত ৯টি গ্রহরত্ন ছাড়া জ্যোতিষে অন্য কোন রত্নের কোন উল্লেখ নেই। বাকি যে সমস্ত উপরত্ন বা Substitute Gemstone পাওয়া যায়, সেগুলি Astrologically কোন কাজ করেনা, just for ornamental purposes only.... কিছু লোক মানুষকে বোকা বানিয়ে এগুলি বিক্রি করছে ||

✅ কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য ✅

▶️ রবি বা বৃহস্পতি অনুকূল হলে গ্রহরত্ন সোনাতে বাঁধিয়ে ধারণ করা যাবে, আর চন্দ্র অনুকূল হলে রূপাতে বাঁধিয়ে ধারণ করতে হবে ||

▶️ রবি/বৃহস্পতি/চন্দ্র ---তিনটিই প্রতিকূল হলে, গ্রহরত্ন পঞ্চ ধাতুতে বাঁধানো উচিৎ ||

পঞ্চধাতু ও তার অনুপাত --->
সোনা--৩০% + রূপ--৩০% + তামা--২০% + লোহা--১০% + দস্তা--১০%

▶️ ব্যতিক্রম-- হীরকের ক্ষেত্রে শুধু ব্যাতিক্রম আছে, হীরক কিন্তু সোনাতেই বাঁধানো হয়। অন্য ধাতুতে হীরক থাকে না, কিছুদিনের মধ্যেই খুলে বেড়িয়ে যায় ||

▶️ পুরুষ/মহিলা যে কেউ যেকোন হাতের আঙ্গুলিতে গ্রহরত্ন ধারণ করতে পারেন। রত্ন ত্বক স্পর্শ করা আবশ্যক। লকেট হিসাবেও রত্ন ধারণ করা যেতে পারে। শুধু লক্ষ রাখতে হবে যে, লকেটটি অনাহত চক্রের নীচে না যায় ||

▶️ গ্রহরত্ন নূন্যতম ৩.৫ রতি না হলে ক্রীয়া করেনা। হীরকের ক্ষেত্রে নূন্যতম ২৫ সেন্ট হওয়া দরকার।
| ১০০ সেন্ট = ১ রতি | ১ রতি = .৯১ ক্যারেট |

▶️ গ্রহরত্ন-র মধ্যে সবথেকে দ্রুত ক্রীয়াশীল হ'ল নীলা ও হীরক, ১'ম দিন থেকেই ক্রীয়া শুরু হয়ে যায়। আর সবথেকে ধীরে ক্রীয়া করে পোখরাজ,৪০ দিন পর ক্রিয়া শুরু হয় ||
____________________________________________⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️
🔹 ধন্যবাদ -------
🔹 শ্রী ইন্দ্রনীল মুখার্জী ||

♈️ জ্যোতিষ নিয়ে মানুষের মধ্যে মতভেদ আছে। কিছু মানুষ এটাকে বিশ্বাস করে, কেউ বা করে না। কিছু বিশ্বাসী মানুষ প্রতারক জ্যোতি...
27/03/2018

♈️ জ্যোতিষ নিয়ে মানুষের মধ্যে মতভেদ আছে। কিছু মানুষ এটাকে বিশ্বাস করে, কেউ বা করে না। কিছু বিশ্বাসী মানুষ প্রতারক জ্যোতিষীর পাল্লায় পড়ে বিশ্বাস হারিয়ে ফেলে। এটাই স্বাভাবিক ঘটনা। যারা বিশ্বাস করে না তাদের প্রতি জ্যোতিষীরা ক্ষুব্ধ মনোভাব পোষণ করে, নাস্তিক ভাবে। কিন্তু এটা একদমই Wrong চিন্তাভাবনা।

🌎 গ্রহদশা খারাপ হলে তবেই মানুষ জ্যোতিষীর কাছে আসে, ভাগ্য বিশ্বাস করে। অন্যদিকে গ্রহদশা ভালো থাকলে সে ভাগ্যে নয়, নিজস্ব ব্যাক্তিগত ক্যারিশমাতেই সবকিছু ঘটেছে বলে বিশ্বাস করে।

✅ সুতরাং যার Horoscope ভালো হবে, বেশিরভাগ গ্রহ Positive result দেবে সে কোনদিনও জ্যোতিষীকে খুঁজবে না, জ্যোতিষে বিশ্বাসও করবে না এবং অন্যদেরকেও প্রভাবিত করবে ||

▶️ অতএব যে জ্যোতিষের বদনাম করছে, বুঝতে হবে তার সময় ভালো চলছে বা সে কোন প্রতারকের পাল্লায় পড়ে বিশ্বাস হারিয়েছে ||

☣️ জ্যোতিষ শাস্ত্রে  #কালসর্প_দোষ রহস্য ☣️♈️ ভূমিকা-- লগ্ন চার্ট এ রাহু ও কেতুর মধ্যে যদি একটি সোজা লাইন টানা হয় তাহলে স...
27/03/2018

☣️ জ্যোতিষ শাস্ত্রে #কালসর্প_দোষ রহস্য ☣️

♈️ ভূমিকা-- লগ্ন চার্ট এ রাহু ও কেতুর মধ্যে যদি একটি সোজা লাইন টানা হয় তাহলে সেটি দুটি অংশে বিভক্ত হবে। এই দুই ভাগের মধ্যে যদি একভাগে/একদিকে সমস্ত গ্রাহরা অবস্থান করে আর অন্যদিক ফাঁকা থাকে তখন একে কালসর্প দোষ বলা হয়।

▶️ ব্যখ্যা-- এই যোগের ভয়াবহতা বোঝানোর জন্য বিভিন্ন সাপের নাম দেওয়া হয়েছে। যেমন- বাসকি, শেষনাগ, তক্ষক, শংকচূড়, বিষধর ইত্যাদি। এটি এমন একটি যাঁতাকল যে বেশিরভাগ মানুষই এতে আটক হবে। আর ভয়ঙ্কর সব সাপের নাম শুনেই তো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। তখন আর প্রতিকার না করিয়ে কি উপায় আছে❓

▶️️ কালসর্প দোষ 12 প্রকার, যথা--->

🔹 অনন্ত কালসর্প দোষ
🔹 কুলিক কালসর্প দোষ
🔹 বাসুকি কালসর্প দোষ
🔹 শঙ্খপাল কালসর্প দোষ
🔹 পদম কালসর্প দোষ
🔹 মহাপদম কালসর্প দোষ
🔹 তক্ষক কালসর্প দোষ
🔹 কর্কটক কালসর্প দোষ
🔹 শঙ্খচূড় কালসর্প দোষ
🔹 পাতক কালসর্প দোষ
🔹 বিষাক্ত কালসর্প দোষ
🔹 শেষনাগ কালসর্প দোষ

✴️ প্রাকটির আবার 3টি করে ভাগ আছে, যথা---

➡️ পূর্ন কালসর্প দোষ = রাহু-কেতুর ডিগ্রীর মধ্যে সমস্ত গ্রহ একদিকে থাকলে।

➡️ বিপরীত কালসর্প দোষ = রাহু-কেতুর ডিগ্রীর মধ্যে সমস্ত গ্রহ বিপরীত দিকে থাকলে।

➡️ অংশিক কালসর্প দোষ = ৭টি গ্রহের মধ্যে যেকোন ১টি গ্রহ রাহু কেতুর ডিগ্রীর বাইরে চলে গেলে। যেমন- চন্দ্র ভঙ্গ, রবি ভঙ্গ, বৃহস্পতি ভঙ্গ, বুধ ভঙ্গ, মঙ্গল ভঙ্গ, শুক্র ভঙ্গ, শনি ভঙ্গ কালসর্প দোষ এবং লগ্নের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।

✅এই সমস্ত প্রকার কালসর্প দোষ জন্মরাশি ও লগ্ন দুই স্থান থেকেই বিচার্য হবে।

▶️ সুতরাং মোট কালসর্প দোষের সম্ভাবনা হবে•••

জন্মরাশি ধরে --->
পূর্ণ কালসর্প দোষ = 12 × 12 = 144 টি
বিপরীত " " = 12 × 12 = 144 টি
আংশিক " " = (144+144)×8= 2304 টি

অতএব, লগ্ন ও জন্মরাশি ধরে কালসর্প দোষের
মোট সম্ভাবনা হবে= 2304×2= 4608 টি❗️

✅ মতামত-- সুতরাং 4608 টি কালসর্প দোষের সম্ভাবনা হলে এর গুরুত্ব আর থাকল কই? এটা অন্ধ বিশ্বাস বা কুসংস্কার ছাড়া কি হতে পারে ? এসব আসলে কিছু মূর্খ ও প্রতারক জ্যোতিষীর প্রচার করা পেট ভরানো নীতি। জ্যোতিষ শাস্ত্রের কোন পুড়াতন পুস্তকে কালসর্প দোষের কোন উল্লেখ নেই।

জহরলাল নেহেরু, সচিন তেন্ডুলকর এবং এরকম আরও বহু বিখ্যাত মানুষের কুষ্টিতে এই তথাকথিত কালসর্প দোষ দেখা যায় ||
____________________________________________⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️
🔹ধন্যবাদ -------
🔹শ্রী ইন্দ্রনীল মুখার্জী ||

Address

Burdwan

Telephone

8617364180

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naadi-Astrology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram