
26/11/2022
আপনি যদি সময়ের আগে চুল পড়া বা সাদা চুলের মতো কোনও চুলের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তবে মহাব্রীঙ্গ হেয়ার অয়েল হল নিখুঁত প্রতিকার। ভৃঙ্গরাজ এক প্রকার ভেষজ। আয়ুর্বেদ অনুসারে, শরীরে পিত্ত বাড়লে চুল পড়া শুরু হয়। NatureDe Mahabringha Hair Oil তৈরি করা হয় 100% বিশুদ্ধ তেল ভৃঙ্গরাজ, কারি পাতা, ব্রাহ্মী, আমলা, অ্যালোভেরা, জলপাই, বাদাম এবং নারকেল থেকে।