Bardhaman Hope Foundation

Bardhaman Hope Foundation Rehabilitation cm Counseling Center for Addicts, Alcoholics men & women.

25/06/2025
17/05/2025

***কিছু গুরুত্বপূর্ণ কথা***

প্রতিদিন এই সংস্হা চালানোর ক্ষেত্রে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি যেগুলো নিয়ে আজকে একটু কিছু বলা উচিত বলে মনে হয়। এগুলো আগে থেকেই আপনাদের জানা প্রয়োজন কাউকে চিকিৎসার জন্য ভর্তি করার আগে।

১) আমাদের সংস্হাতে যারা ভর্তি হয় তাদের উপর আমরা কোন ম্যাজিক বা কালাযাদু গোছের কিছু করিনা। বিভিন্ন ক্লাস, ডাক্তার, কাউন্সিলিং, আত্মবিশ্লেষণ, নিয়মানুবর্তিতা, শরীরচর্চা, ধ্যান এগুলোর মাধ্যমে তাদেরকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করা হয়। তার মানে এই নয় যে সে এখানে ভর্তি হলেই বা এখান থেকে বেরিয়েই অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ হয়ে উঠবে ও সব সমস্যার সমাধান করে ফেলবে। এখান থেকে চিকিৎসা নেওয়ার পর আমাদের গাইডলাইন অনুযায়ী চলতে পারলে ভালো থাকা সম্ভব আবার নিজের ইচ্ছানুযায়ী চললে বা স্বেচ্ছাচারিতা করলে পুনরায় নেশা করে নেওয়াও সম্ভব। ভালো থাকা মূলতঃ তিনটি বিষয়ের উপর দাঁড়িয়ে নিজের ইচ্ছা, চিকিৎসা ও পারিবারিক সাপোর্ট।

২) এটা কোনো রিসর্ট বা হোটেল বা হোমস্টে নয়। এটা একটা ডিঅ্যাডিকশন/রিহ্যাবিলিটেশন সেন্টার। এখানে ভর্তি অবস্থায় কিছু কাজ করতে হয়। শুধু মাত্র শুয়ে বসে আরাম করার জায়গা এটা নয়। একটা পরিবারের মধ্যে কেউ টাকা রোজগার করে, কেউ বাজার করে, কেউ রান্না করে, কেউ ঘর পরিষ্কার করে ঠিক তেমনি আমাদের এখানেও সব কাজ আমাদের নিজেদের কেই করতে হয়। এটাই পরিবার বোধ। দায়িত্ব না নিতে শিখলে দায়িত্ববান হবে কি করে !

৩) বাড়ির মত আরাম এখানে নেই। খাবার স্বাস্থ্যসম্মত হলেও খুব কম তেল মশলা দিয়ে রান্না করা হয়। পরিমাণ মত প্রোটিন, ভিটামিন,ফাইবার এগুলো দেওয়া হয়।

৪) নিজেদের অতিরিক্ত প্রত্যাশা আমাদের উপর এবং যে ভর্তি আছে তার উপর চাপিয়ে দেওয়ার আগে তাদের সমস্যার বিষয়ে জানার ও বোঝার চেষ্টা করুন। বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় পরিবারের লোকেরা নিজেদের সমস্যা বলতেই ব্যাস্ত থাকেন। অপরপক্ষের সমস্যা সম্পর্কে বিস্তারিত জানার বা বোঝার ধৈর্য্য রাখতে পারেন না।

৫) শরীর খারাপ আপনার বাড়িতে থাকলেও হতে পারে এখানেও হতে পারে। তবে প্রাথমিক চিকিৎসা এখানে আপনার বাড়ির থেকে অনেক আগেই শুরু হয়ে যাবে এই ব্যাপারে নিশ্চিত থাকুন। সুতরাং সেই সময় দোষারোপের রাজনীতি না করে পাশে থাকুন। আপনাদের এই দোষারোপের রাজনীতি আপনার অজান্তেই আপনার পরিবারের প্রিয় সদস্যটির মধ্যে চলে এসেছে। সে নিজেও তার বর্তমান অবস্থার জন্য আপনাদের কেই দোষারোপ করে থাকে।

৬) এখান থেকে চিকিৎসা নিয়ে বেরোনোর পর কেউ যদি ভালো থাকে তাহলে তার কৃতিত্বের সামান্য অংশ আমাদের। বাকিটা তার নিজের, আপনাদের এবং ঈশ্বরের। ঠিক তেমন ভাবেই যদি কেউ ভালো না থাকে তাহলে তার দায় সম্পূর্ণ আমাদের নয়। কিছুটা দায় আমাদের উপর অবশ্যই বর্তায় কিন্তু বাকিটা তার ও আপনাদের উপরেই যাবে।

৭) এখানে কেউ ভর্তি হয়ে বেরিয়ে যদি ভালো থাকে এবং আমাদের প্রশংসা করে সেটাই আমাদের পরম প্রাপ্তি। তাই কাউকে অযথা মারধোর করা বা মেরে ফেলা আমাদের কাজ নয়।

৮) মনে রাখবেন যাকে আপনি ভর্তি করছেন বাধ্য হয়ে করছেন। আপনার কাছে যা যা উপায় ছিলো সেগুলো প্রয়োগ করার পর ব্যর্থ হয়েই আমাদের কাছে দিচ্ছেন। তাহলে একটু বিশ্বাস রাখুন ও ভরসা রাখুন এবং আমাদের নির্দেশ মেনে চলুন। এক বা দুমাস বেশি রাখলে আপনারা নিঃস্ব হয়ে যাবেন না আশা করি এবং আমরাও কোটি কোটি টাকা কামিয়ে ফেলবোনা।

৯) জীবনের সব খাতে প্রভূত অর্থ খরচ করার পর এখানে এসেই আপনাদের দর কষাকষি টা আমাদের জন্য যথেষ্ট অস্বস্তিকর। আমরা যথেষ্ট ন্যায্য মূল্যের বিনিময়ে পরিষেবা দিয়ে থাকি। তাই দর কষাকষির আগে বর্তমান খরচের দিকটা নিজে একটু ভেবে দেখবেন।

১০) একটু অভাব বুঝতে দিন। রোজ দেখা করা, ছবি পাঠানো সম্ভব নয়। নির্দিষ্ট সময় অন্তর দেখা বা ছবি পাঠানো যাবে। যখন তখন খাবার বা অন্য কিছু কিনে পাঠাবেন না। এখানে যা দেওয়া হয় সেটা জীবনধারণের জন্য যথেষ্ট। একটু অভাব বোধ মানুষকে সবকিছুর প্রকৃত মূল্য টা বুঝতে সাহায্য করে বলে আমরা মনে করি।

আপাতত এগুলোই বললাম। পরে দরকার হলে আরোও অন্যান্য বিষয়ে বলবো। কাউকে চিকিৎসার জন্য ভর্তি করার আগে এগুলো ভালো করে জেনে নিন। নাহলে আমাদের সাথে সাথে আপনাদেরকেও সমস্যার মধ্যে পড়তে হয়।

ভালো থাকুন; ভালো রাখুন 🙏🙏

12/11/2024

Address

Badsahi Road Near City Hotel Purbo Bardhaman
Burdwan
713424

Alerts

Be the first to know and let us send you an email when Bardhaman Hope Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bardhaman Hope Foundation:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram