Jayanta Chowdhury

Jayanta Chowdhury Yoga
Health Wealth and Happiness

14/08/2025

যোগ এবং তার প্রকারভেদ

যোগ সম্পর্কে আমরা কি জানি ?ভারতীয় সভ্যতায় 'যোগ' শব্দটি প্রাচীন। যোগ এর সৃষ্টিকাল ও সৃষ্টিকর্তা সম্বন্ধে সঠিকভাবে কিছু ...
06/05/2025

যোগ সম্পর্কে আমরা কি জানি ?

ভারতীয় সভ্যতায় 'যোগ' শব্দটি প্রাচীন।
যোগ এর সৃষ্টিকাল ও সৃষ্টিকর্তা সম্বন্ধে সঠিকভাবে কিছু জানা যায় না। প্রাচীন শাস্ত্রকারগণের মতে শিব যোগ এর সৃষ্টিকর্তা। তাই শিব কে আদি যোগী বলাহয়।
আজ থেকে আনুমানিক ৪০০০ বছর পূর্বে রচিত ঋক্ বেদ-এ যোগ-এর উল্লেখ পাওয়া যায়।
সম্ভবতঃ তারও অনেক আগে থেকে যোগ এর ধারনা প্রচলিত।
'যোগ ' ছিল গুপ্তবিদ্যা ও গুরুমুখী বিদ্যা। গুরু কেবলমাত্র উপযুক্ত শিষ্যকেই যোগ শিক্ষা দিতেন।
সাধনায় সিদ্ধিলাভ এবং আত্মিক উন্নতিই ছিল যোগ চর্চার মূল উদ্দেশ্য।
প্রায় ২৫০০ বছর আগে মহর্ষি পতঞ্জলি, যোগ এর বিভিন্ন ধারাকে সুসংহত করে রচনা করেন যোগসূত্র, যা 'পাতঞ্জল যোগ দর্শন ' নামে পরিচিত।
যোগ দর্শন যোগের শ্রেষ্ঠ প্রামাণিক গ্রন্থ মানা হয়।
এখানে যোগ সম্পর্কে আলোচনার সাথে সাথে মানব জীবনের আচার-আচরণগত বিভিন্ন দিক নিয়ে রয়েছে সুন্দর বিশ্লেষণ।
মহর্ষি পতঞ্জলিকে "যোগ-এর জনক" বলা হয়।

বিভিন্ন সময়ে যোগ-সাধক মুনি-ঋষিগণ রচিত 'হঠযোগ প্রদীপিকা', 'ঘেরণ্ড সংহিতা ', 'যোগ রহস্যম', 'শিব সংহিতা ' প্রভৃতি গ্ৰন্থ থেকে আসন, প্রাণায়াম, মুদ্রা, বন্ধ, ষটকর্ম প্রভৃতি সম্বন্ধে বিস্তারিত তথ্য জানা যায়।

সংস্কৃত 'যুজ্' ধাতু থেকে 'যোগ' শব্দের উৎপত্তি। যার অর্থ যুক্ত করা ।
মনের সাথে শরীরের, চেতনার সাথে প্রকৃতির, জীবাত্মার সাথে পরমাত্মার মিলনই হলো যোগ।
মহর্ষি পতঞ্জলি ' যোগ' এর সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে বলেছেন -
'যোগশ্চিত্তবৃত্তিনিরোধঃ'
চিত্তের বৃত্তি নিরোধ করাই যোগ।
যোগ সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের চিন্তা -ভাবনা, বিচার, অনুভব, কল্পনা, চাহিদা, ভয় প্রভৃতি মানসিক বৃত্তি বা কার্যাবলীর উপর নিয়ন্ত্রণ আনা সম্ভব।
চিন্তাধারা ও কাজকর্মের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে দেহ-মনকে এক সুরে বেঁধে জীবনকে সুন্দর ভাবে গড়ে তোলাই 'যোগ' ।


সূত্র: সুস্বাস্থ্য ও যোগব্যায়াম
( জয়ন্ত হোড় )

25/11/2024

বিদ্যা কি?
বিদ্যা এবং অবিদ্যার মধ্যে পার্থক্য।

22/11/2024

Kapalbhati and Anulom Vilom Pranayam Bengali
প্রাণায়াম আর কপালভাতি
Yogasthah Yog

30/03/2023

নিজের ভিতরের শান্তি, আনন্দ, স্থিরতা, সুস্থতা জাগিয়ে তুলুন সহজ কিছু যোগ আসন এবং প্রাণায়াম এর মাধ্যমে।
নিজের ভিতরের রাগ, টেনশন, ভয়কে জয় করে জীবন উপভোগ করতে যুক্ত হয়ে যান যোগ এর সাথে।

নিজের জীবন সম্পর্কে সচেতন হতে যোগাযোগ করুন :::
Yogasthah (যোগস্থঃ)
WhatsApp 8583887957

Address

Calcutta Bara Bazar

Telephone

+918583887957

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jayanta Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category