RGIVA NITI Aayog approved elite Institution for Astrology, Vastu, Palmistry, Numerology, Tarot, Reiki , Tantra in offline & online.

সকলকে জানাই গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
09/07/2025

সকলকে জানাই গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

ভগবান জগন্নাথের আশীর্বাদ আপনার জীবনে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক। শুভ রথযাত্রা!
26/06/2025

ভগবান জগন্নাথের আশীর্বাদ আপনার জীবনে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক। শুভ রথযাত্রা!

জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে, কোনো দুর্ঘটনায় একসঙ্গে অনেক মানুষের মৃত্যু হলে, তাদের জন্মছকে (জ্যোতিষীীয় পরিভাষায় যোগ ) কি...
13/06/2025

জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে, কোনো দুর্ঘটনায় একসঙ্গে অনেক মানুষের মৃত্যু হলে, তাদের জন্মছকে (জ্যোতিষীীয় পরিভাষায় যোগ ) কিছু বিশেষ যোগ থাকতে পারে, যা সেই দুর্ঘটনার কারণ হতে পারে। এই যোগগুলো সাধারণত অষ্টম বা দ্বাদশ ভাবের সঙ্গে সম্পর্কিত, এবং কিছু গ্রহের বিশেষ অবস্থানে দেখা যায়। তবে, এটা মনে রাখা জরুরি যে, জ্যোতিষ শুধু একটা সম্ভাবনা বা সম্ভাবনাগুলির কথা বলে, এটি নিশ্চিত কোনো দোষ বা কারণ নয়।
এখানে কিছু বিশেষ যোগের কথা উল্লেখ করা হলো:

গণপরিবহনের দুর্ঘটনা কোন সময় ব্যক্তিগতভাবে জন্ম ছকের মৃত্যু যোগ এর সাথে বিবেচনা হয়ে না । বা মহামারীর সময় মৃত্যুর ঘটনা, বা যুদ্ধের সময় মৃত্যুর ঘটনা, বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় মৃত্যুর ঘটনা, এগুলো রাষ্ট্রের রাশি এবং গোচর এর ওপর নির্ভর করে, এমনিতেই 2025 মঙ্গলের বছর এবং মারক বছর এরকম সারা পৃথিবী জুড়েই হবে এবং ভারত বর্ষ মকর রাশি তার ওপরে প্রবল প্রভাব পড়বে যুদ্ধ দুর্ঘটনা থেকে আরো নানারকম অশুভ প্রভাব এবং মৃত্যুর সম্ভাবনা জনগণের।
এর সাথে বৃহস্পতি আতিচারি হবার কারনে মহামারী, দুর্ভিক্ষ, যুদ্ধ মতোন ঘটনা ঘটায়।
ব্যতিক্রম হিসাবে :
। এইরকম দুর্ঘটনার মধ্যেও একজন কি দুজন এর তাদের মৃত্যু হয় না ভাগ্যের জোরে বেঁচে যান, এটার কারণ হচ্ছে যতই রাষ্ট্রের বিপর্যয় বা গ্রহগত অবস্থানেএর শিকার সেই নাগরিকরা হন না কেন কিন্তু তাদের ব্যক্তিগত ভাগ্যচক্রে অষ্টম স্থানে কোন শুভ গ্রহের দৃষ্টি বা লগ্ন গ্রহের দৃষ্টি বা একাদশ গ্রহের অবস্থান বা মঙ্গল প্রবলভাবে শুভ থাকার জন্য এই বরাত জোরে তাদের জীবন রক্ষা হয় বাস সেই সময় হোরারি চক্রে বা গোচর চক্রে তার মঙ্গল এবং বৃহস্পতির প্রবল শুভ অবস্থান বিরাজ করছে।।

কোন কোন যোগে কি কি হতে পারে;
অষ্টম ভাব:
অষ্টম ভাব হল মৃত্যু, পরিবর্তন, এবং ধ্বংসের ভাব। এই ভাবটিতে খারাপ গ্রহ বা গ্রহের খারাপ প্রভাব থাকলে, দুর্ঘটনায় মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
দ্বাদশ ভাব:
দ্বাদশ ভাব হল শয্যা, বিপদ, এবং কষ্টের ভাব। এই ভাবটিতে খারাপ গ্রহ বা গ্রহের খারাপ প্রভাব থাকলে, দুর্ঘটনায় মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
মঙ্গল-শনির সংযোগ:
যদি জন্মছকে মঙ্গল এবং শনির সংযোগ থাকে, তবে তা দুর্ঘটনার কারণ হতে পারে।
কিছু গ্রহের রাশি পরিবর্তন:
কোনো গ্রহ যদি তার স্বাভাবিক স্থান থেকে অন্য রাশিতে যায় এবং সেখানে খারাপ প্রভাব ফেলে, তবে তা দুর্ঘটনায় মৃত্যু ডেকে আনতে পারে।
বালরিষ্ট যোগ:
এটি একটি বিশেষ যোগ, যা জন্মছকে থাকলে ব্যক্তির অল্প বয়সে মৃত্যুর সম্ভাবনা বাড়ে, এবং দুর্ঘটনায় মৃত্যুরও সম্ভাবনা থাকে।
এই যোগগুলি ছাড়াও, অন্য কিছু গ্রহের অবস্থান এবং তাদের প্রভাবও দুর্ঘটনার সাথে সম্পর্কিত হতে পারে। জ্যোতিষীরা এই যোগগুলো দেখে সেই ব্যক্তি বা ব্যক্তিদের দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা সম্পর্কে ধারণা দিতে পারে।
তবে, জ্যোতিষশাস্ত্র শুধু একটি সম্ভাব্য দিক নির্দেশ করে। কোনো দুর্ঘটনার কারণ হিসেবে শুধুমাত্র জ্যোতিষকে দায়ী করা যায় না। দুর্ঘটনা বিভিন্ন কারণে হতে পারে, এবং জ্যোতিষ শুধু সেই সম্ভাবনাগুলো সম্পর্কে ধারণা দেয়।
জ্যোতিষীর পরিভাষায়, এই ধরনের দুর্ঘটনায় একসঙ্গে অনেক ব্যক্তির মৃত্যু হলে, তাদের জন্মছকে কিছু বিশেষ যোগ বা গ্রহের অবস্থান থাকতে পারে, যা সেই দুর্ঘটনার কারণ হতে পারে। কিন্তু, এটি নিশ্চিত কোনো দোষ বা কারণ নয়, বরং একটি সম্ভাব্য ধারণা।

আমরা গভীরভাবে শোকাহত
12/06/2025

আমরা গভীরভাবে শোকাহত

Strategic. Fearless. Unshakeable.Powered by Mars and Ketu, Narendra Modi embodies the silent strength of a Scorpio.Trans...
29/05/2025

Strategic. Fearless. Unshakeable.

Powered by Mars and Ketu, Narendra Modi embodies the silent strength of a Scorpio.

Transforming challenges into milestones with sheer will and unwavering focus.

29/05/2025

সংখ্যাতত্ত্বের মাধ্যমে জন্ম তারিখ দিয়ে নিজের ভাগ্য নিজে বিচার করুন - RGIVA

29/05/2025

লো শু গ্রিড এ মিসিং নম্বরের প্রতিকার - RGIVA

 #পূর্ণষোড়শী 🙏🌺🌺🙏ভগবতী ললিতা ত্রিপুরাসুন্দরীর পূর্ণষোড়শী স্বরূপে অষ্টভূজা,ত্রিনয়নী ও রক্তিমবর্ণা।দেবী মুণ্ডমালাপরিহিতা...
27/05/2025

#পূর্ণষোড়শী 🙏🌺🌺🙏
ভগবতী ললিতা ত্রিপুরাসুন্দরীর পূর্ণষোড়শী স্বরূপে
অষ্টভূজা,ত্রিনয়নী ও রক্তিমবর্ণা।দেবী মুণ্ডমালাপরিহিতা ,নানা অলঙ্কারে সুশোভিতা ও দেবীর মস্তকে অর্ধচন্দ্র সুশোভিত ও নাগযজ্ঞোপবীতপরিহিতা। ব্রহ্মা, বিষ্ণু,সদাশিব, ঈশ্বর ও রুদ্র পরাশিবকে ধারণ করে আছেন যাঁর নাভিপদ্মে শায়িত কামেশ্বরের সহিত দেবী পরাষোড়শী বিপরীত রতাতুরা। ইনি কামেশ্বরী ,রক্তাকালিকা নামে পরিচিতা।দেবী বামদিকের হস্তসমূহে ইক্ষুদণ্ড, অঙ্কুশ, পাশ ,বরমুদ্রা ও ছিন্নমুণ্ড এবং দক্ষিণদিকের হস্তসমূহে খড়গ ,পঞ্চপুষ্পবান, অভয়মুদ্রা ধারণ করেন। ভগবান কামেশ্বর শিব পঞ্চবক্ত্র ও মূলত শ্বেতবর্ণের হলেও দেবীর সহিত বিপরীত রতিতে থাকার জন্য লোহিতবর্ণ ধারণ করেন। ইনি চতুর্ভূজ ও হস্তসমূহে দাড়িম্ব, ত্রিশূল ,ইক্ষুদণ্ড ও পদ্ম ধারণ করেন। দেবীর এই স্বরূপের সাধনা পদ্ধতি গুপ্ত ও গুরুগম্য।

কামিনী দেবী :কামিনীং প্রথমং ধ্যাত্বা জপপূজাসমাচরেৎ।তন্ত্রক্ত যে কোন পূজা ,জপ,সন্ধ্যাতে কামানী দেবীকে ধ্যান করা হয়।কে এই...
25/05/2025

কামিনী দেবী :

কামিনীং প্রথমং ধ্যাত্বা জপপূজাসমাচরেৎ।
তন্ত্রক্ত যে কোন পূজা ,জপ,সন্ধ্যাতে কামানী দেবীকে ধ্যান করা হয়।কে এই কামিনী দেবী?

সাধকের সকল অভিলাষ পূর্ণ করেন বলে ইনি 'কামিনী' নামে প্রসিদ্ধা।
সাধক প্রথমেই সাধনা তথা জপ ,পূজা ,পুরশ্চরণ ইত্যাদির পূর্বে নিজ 'নাভিকমলের' ওপর তাঁর ধ্যান করলে চিত্ত শুদ্ধ ও স্থির হয় এবং সকল মনোভিলাষ পূর্ণ হয়।

মূলাধারস্থিতা কুলকুণ্ডলিনী শক্তিই নাভিতে মণিপুর চক্রে এসে "কামিনী-মূর্ত্তি" ধারন করে।তিনি সিংহে আরূঢ়া রক্তবর্ণা চতুর্ভুজা,নানা অলঙ্কারে ভূষিতা।শঙ্খ চক্র ধনুর্বাণ হস্তা।মণিপুর চক্র তেজ তত্ত্ব ,তার মধ্যস্থল অগ্নিগর্ভ রক্তারুণ বর্ণময়।তার মধ্যে যখন সাধক ধ্যান করে তখন দেবীর বর্ণ,বাহন,অস্ত্র সব রক্তবর্ণ দেখায়।যেমন লাল রঙের কাচের মধ্য দিয়ে দেখলে সব বস্তুই লাল দেখায়।মায়ের নিম্নের দুই হাতে ধনুর্বাণ। সাধকের লক্ষবস্তু যেন ধনুর্বাণ দ্বারাই ভেদ করতে হবে।
কুণ্ডলিনী শক্তি মূলাধারে অবস্থিত,তিনিই অভীষ্ট স্বরূপিণী।সাধক সেই প্রতিবিম্ব লক্ষ্য করে বিম্ব রূপ মূলে পৌঁছতে হবে।
মূলাধার,স্বাধিষ্ঠান, মণিপুর চক্র পর্যন্ত সাধক জীব স্বরূপ।সাধারন রিপুজরিত জীবের কুণ্ডলিনী মণিপুরে এসেই থেমে যায়।তার উপরে উঠতে গেলে সাধককে রিপুজয়ী হতে হবে।দেবীর হস্তস্থিত শঙ্খনাদে সাধকের রিপুজয়ের বিজয়ধ্বনি।দেবীর হাতের চক্রে রিপুনাশ।মণিপুর চক্রের তেজ স্বরূপ মহাসিংহ দেবীর বাহন।দেবীর হস্তস্থিত ধনুর্বাণ সাধকের মূল লক্ষে স্থির থাকা বা সহস্রারে পরমশিবে মিলনের লক্ষ্যভেদ।
জপান্তে পুনরায় কামানীর ধ্যান করে।মূল বীজকে ত্রিভাগ করে কামিনী বীজ 'ক' এর অন্তর্ভুক্ত করতে হয়। তারপর সেই ইষ্ট বীজযুক্ত কামিনী কে সহস্রার পদ্মে চিন্তন করে কামিনী গর্ভে ব্রহ্ম বা জ্যোতিস্তম্ভ কল্পনা করতে হবে।এই জ্যোতিস্তম্ভ বা জীবতত্ত্ব বা জীবাত্মাসহ জীবনীশক্তি একই বস্তু,এই সাধকের কুণ্ডলিনী শক্তি।তারপর সেই জীবাত্মা জ্যোতি একীভূত কুণ্ডলিনীরূপ কামিনী গর্ভে জপ সমর্পণ করতে হবে। জপফল কামিনীর গর্ভে জীবাত্মার নিকট স্থাপন করে দেবীর বাম অধোহস্তে(মুণ্ডধৃত হস্তে)বাহ্য জপ সমর্পণ করতে হয়।
তবেই সেই কুণ্ডলিনীরূপা কামিনী জপ গ্রহন করে সাধককে শক্তিশালী করবে।
জয় মা কামিনী।।🙏🙏

24/05/2025

রুদ্রগঙ্গা তন্ত্র শিক্ষা কেন্দ্র : এখানে হাতে কলমে সনাতনী তন্ত্র ক্রিয়া, হোম যজ্ঞ , যন্ত্রমের ব্যবহার, বশীকরণ, উচাটন সহ তন্ত্রের বিভিন্ন গুপ্ত ক্রিয়া হাতে কলমে শ্মশান ক্রিয়ার মাধ্যমে শেখানো হয়। কোর্সের পর সার্টিফিকেট, উপাধির ব্যবস্থা আছে। ভর্তি হতে যোগাযোগ করুন : 6292338093 নম্বরে।

RGIVA ( Rudra Ganga Institute of Vedic Astrology) থেকে অনলাইন জ্যোতিষ শিখুন আর একজন প্রতিষ্ঠিত জ্যোতিষী হয়ে উঠুন , আমরা...
23/05/2025

RGIVA ( Rudra Ganga Institute of Vedic Astrology) থেকে অনলাইন জ্যোতিষ শিখুন আর একজন প্রতিষ্ঠিত জ্যোতিষী হয়ে উঠুন , আমরা কোর্সের পর প্লেসমেন্ট এর ব্যবস্থা করবো। জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ব, হস্ত রেখা, রেইকি, ট্যারোট কার্ড রিডিং কোর্সে ভর্তি হোন খুবই স্বল্প খরচে এবং পেয়ে জন সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন নম্বর। ভর্তি হতে যোগাযোগ করুন : 6292338093 নম্বরে

Address

North 24 Parganas

Opening Hours

Monday 9am - 10:30pm
Tuesday 9am - 10:30pm
Wednesday 9am - 10:30pm
Thursday 9am - 10:30pm
Friday 9am - 10:30pm
Saturday 9am - 10:30pm
Sunday 9am - 10:30pm

Telephone

+919830623726

Alerts

Be the first to know and let us send you an email when RGIVA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share