Progressive Health Association

Progressive Health Association Progressive Health Association

আজ জলপাইগুড়ির মালবাজারে জলপাইগুড়ি জেলা কমিটি তৃতীয় সভায় ও সদস্যসংগ্রহ অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন আমাদের রাজ্য কমিটির সম্...
11/07/2025

আজ জলপাইগুড়ির মালবাজারে জলপাইগুড়ি জেলা কমিটি তৃতীয় সভায় ও সদস্যসংগ্রহ অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন আমাদের রাজ্য কমিটির সম্পাদিকা প্রফেসর ডাক্তার করবী বড়াল।

এই অনুষ্ঠান ঘিরে জেলার সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল দেখবার মতো।

প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশনের উদ্যোগে আজ কার্শিয়াং সাব ডিভিশনাল হাসপাতালে দার্জিলিং হিলস তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং...
10/07/2025

প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশনের উদ্যোগে আজ কার্শিয়াং সাব ডিভিশনাল হাসপাতালে দার্জিলিং হিলস তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ মাননীয়া শান্তা ছেত্রী ও সংগঠনের সম্পাদিকা প্রফেসর ডাক্তার করবী বড়ালের উপস্থিতিতে একটি মেম্বারশিপ ড্রাইভ অনুষ্ঠিত হয়।

সংগঠনের এসিস্ট্যান্ট সেক্রেটারি সোনম ছোডেন লামার সাংগঠনিক দক্ষতায় সংগঠিত এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়।

কাল বাঁকুড়া,আজ কার্শিয়াং।

দিকে দিকে PHA...🙏

আজকের খবরে। Long Live PHA.. 🙏
10/07/2025

আজকের খবরে।

Long Live PHA.. 🙏

আজ প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের বাঁকুড়া জেলা কমিটির প্রথম সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত হলো বাঁকুড়া সম্মেলনী মেডিক্যাল ক...
09/07/2025

আজ প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের বাঁকুড়া জেলা কমিটির প্রথম সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত হলো বাঁকুড়া সম্মেলনী মেডিক্যাল কলেজ ও হসপিটালের অডিটোরিয়ামে।উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী রাজ্যের মন্ত্রী ডাক্তার শশী পাঁজা,স্থানীয় সাংসদ অরূপ চক্রবর্তী,জেলা সভাধিপতি,পৌরসভার চেয়ারম্যানসহ রাজ্য কমিটি ও জেলা কমিটির সদস্যরা।

Long Live PHA...🙏🙏
05/07/2025

Long Live PHA...🙏🙏

আজ প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশনের নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে কালীগঞ্জ RH এ সাংগঠনিক মিটিং আর মেম্বারশিপ ড্রাইভ নেওয়া হল...
05/07/2025

আজ প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশনের নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে কালীগঞ্জ RH এ সাংগঠনিক মিটিং আর মেম্বারশিপ ড্রাইভ নেওয়া হল।

উক্ত মিটিংয়ে সম্বর্ধিত হন,নবনির্বাচিত বিধায়িকা আলিফা আহমেদ মহাশয়া এবং তিনি সংগঠনের পাশে থাকার বার্তা দেন।ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি ডাক্তার প্রফেসর করবী বড়াল ম্যাডাম। উপস্থিত ছিলেন সংগঠনের ডিজিটাল হেড ডাক্তার পূজা মৈত্র,স্টেট কমিটির EC মেম্বার সাথী বিশ্বাস,রুমা দাস,বাপ্পা সাহা। নদীয়া জেলা কমিটির সদস্য,সদস্যারাও উপস্থিত ছিলেন এই মেম্বারশিপ ড্রাইভে।

সমস্ত ক্যাডারের থেকেই মেম্বারশিপ নেওয়ার আগ্রহ ছিল চুড়ান্ত।

05/07/2025

প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের প্রথম ক্যাডার ভিত্তিক মিটিং।

আগামী ১৩ ই জুলাই ২০২৫ মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদ প্রিমিসেসে,"Scope of Pharmacy" শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।এই মিটিংয়ে সারা বাংলার সমস্ত ফার্মাসিস্টদের আমাদের সংগঠনের তরফ থেকে আহ্বান করা হচ্ছে।

এই মিটিংয়ে সাংগঠনিক আলোচনার দিশা দেখাতে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন আমাদের সভানেত্রী ডাক্তার শশী পাঁজা।ওনার নির্দেশিত পথেই স্টেট কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আয়োজিত হবে।

সমস্ত ফার্মাসিস্ট সদস্য/সদস্যা এবং সদস্যপদ গ্রহণে ইচ্ছুক ফার্মাসিস্ট দাদা ও দিদিদের জানাই সাদর আহ্বান।

আজ বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটি এবং বর্ধমান মেডিকেল কলেজ কমি...
04/07/2025

আজ বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটি এবং বর্ধমান মেডিকেল কলেজ কমিটির উদ্যোগে তাদের প্রথম আনুষ্ঠানিক মিটিং অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন সংগঠনের ডাক্তার করবি বড়াল,ডিজিটাল হেড ডাক্তার পূজা মৈত্র, সহ-সভাপতি ডাক্তার সিদ্ধার্থ গুপ্ত,সহকারী কোষাধ্যক্ষ ডাক্তার সুব্রত সেন,ডাক্তার অনুপ মন্ডল, DNS সুতপা দত্ত, ডাক্তার গৌতম মন্ডল এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের মুখ্য স্বাস্থ্য অধিকারিক। মেডিকেল কলেজের প্রিন্সিপাল ম্যাডাম এবং এম এস ভি পি স্যারের উপস্থিতিতে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও PHA এবং WBJDA-র সমন্বয়সাধক শ্রী মৃত্যুঞ্জয় পাল। অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সদস্যতা গ্রহণের উৎসাহ ছিল দেখবার মতো।

Long Live PHA.. 🙏

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সাথে এক বিরোধী নেতার দুর্ব্যবহার আর প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশনের দৃঢ় পদক্ষেপের খবর...
04/07/2025

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সাথে এক বিরোধী নেতার দুর্ব্যবহার আর প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশনের দৃঢ় পদক্ষেপের খবর আজ বিভিন্ন সংবাদপত্রের পাতায়।

Long Live PHA.. 🙏

গতকাল আপনারা সংবাদমাধ্যমে নিশ্চয়ই দেখেছেন ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীদের সাথে এ...
03/07/2025

গতকাল আপনারা সংবাদমাধ্যমে নিশ্চয়ই দেখেছেন ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীদের সাথে একজন এক বিরোধী দল থেকে অন্য বিরোধী দলে আসা উকিলবাবুর উদ্ধত আচরণ এবং হম্বিতম্বি।

আমাদের সংগঠন সবসময় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। তাই এই ধরনের আচরণের খবর পেয়ে আমাদের সভানেত্রী ডাক্তার শশী পাঁজার নির্দেশে সংগঠনের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির চারজন ডাক্তার বাবু ওই নার্সিংহোমে যান এবং সম্পূর্ণ বিষয়টা খতিয়ে দেখে তারা সংগঠনকে একটি পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন।

স্বাস্থ্য ক্ষেত্রে যারা পরিষেবা দেন তাদের সুরক্ষা এবং সম্মানার্থে প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশন লড়ছে,লড়বে।

Long Live PHA... 🙏

আজ ডোমকল SDH-এ মুর্শিদাবাদ জেলা কমিটির মিটিং-এ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আমাদের সভানেত্রী ডাক্তার শশী পাঁজা। উপস্থিত ছিলে...
02/07/2025

আজ ডোমকল SDH-এ মুর্শিদাবাদ জেলা কমিটির মিটিং-এ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আমাদের সভানেত্রী ডাক্তার শশী পাঁজা। উপস্থিত ছিলেন সম্পাদিকা প্রফেসর ডাক্তার করবী বড়াল, ডিজিটাল হেড ডাক্তার পূজা মৈত্র, রাজ্যের এসিস্ট্যান্ট সেক্রেটারি ডাক্তার সুমন বিশ্বাস, স্টেট PHA-র EC মেম্বার ডাক্তার শুভ্রাঙ্গ চ্যাটার্জি,ডাক্তার জাকির হোসেন ও অন্যান্য জেলা নেতৃত্ব।

সমস্ত ক্যাডার নিয়ে হওয়া এই অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠেছিল।

Long Live PHA.. 🙏

দিকে দিকে PHA..🙏Long Live PHA... 🙏
02/07/2025

দিকে দিকে PHA..🙏

Long Live PHA... 🙏

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Progressive Health Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share