04/07/2025
আজ বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটি এবং বর্ধমান মেডিকেল কলেজ কমিটির উদ্যোগে তাদের প্রথম আনুষ্ঠানিক মিটিং অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন সংগঠনের ডাক্তার করবি বড়াল,ডিজিটাল হেড ডাক্তার পূজা মৈত্র, সহ-সভাপতি ডাক্তার সিদ্ধার্থ গুপ্ত,সহকারী কোষাধ্যক্ষ ডাক্তার সুব্রত সেন,ডাক্তার অনুপ মন্ডল, DNS সুতপা দত্ত, ডাক্তার গৌতম মন্ডল এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের মুখ্য স্বাস্থ্য অধিকারিক। মেডিকেল কলেজের প্রিন্সিপাল ম্যাডাম এবং এম এস ভি পি স্যারের উপস্থিতিতে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও PHA এবং WBJDA-র সমন্বয়সাধক শ্রী মৃত্যুঞ্জয় পাল। অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সদস্যতা গ্রহণের উৎসাহ ছিল দেখবার মতো।
Long Live PHA.. 🙏