19/04/2023
🔥গরমে হিট স্ট্রোক হতে পারে, যে কোন মানুষেরই....
কিছু লক্ষণ হিট স্ট্রোকের আজ আমি আপনাদের সাথে নিম্নে আলোচনা করছি.........
তীব্র মাথাব্যথা, প্রচন্ড তৃষ্ণা, জল শূন্যতা, দ্রুত হৃদস্পন্দন, শ্বাসকষ্ট এবং দ্রুত ভারী শ্বাস-প্রশ্বাস হিট স্ট্রোকের লক্ষণ, সারা শরীরে অর্থাৎ পেশীতে ব্যথা অনুভব করা দুর্বলতা অজ্ঞান হয়ে যাওয়া, এছাড়া প্রচন্ড গরমে ও ঘাম না হওয়া হিট স্ট্রোকের একটি লক্ষণ, এর মানে হচ্ছে শরীরে ঘাম হওয়ার মত আর জল নেই শরীরের প্রাকৃতিক শীতল প্রক্রিয়া কাজ করছে না..
🔥তাই যাতে এই গরমে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন তার জন্য মেনে চলতে হবে কিছু নিয়ম।
অতিরিক্ত গরমে কিছু নিয়ম মেনে চললেই ভিতর থেকে আপনি নিজে হেলদি থাকবেন,,,,,,,,,,,
👉 প্রখর রোদের থেকে এসে ফ্রিজ থেকে জল না বার করে মাটির পাত্রে জল রেখে খান মিনারেলের চাহিদা পূরণ হবে। এবং সেই জলে দিয়ে রাখতে পারেন বেশ কিছু পুদিনা পাতা এবং গোল করে কাটা লেবুর খন্ড কয়েকটা।
👉 অনেকেই আছেন হয়তো এই প্রচন্ড গরমে বাইরের কোলড্রিংস ও কার্বনেটের ড্রিংক পান করে থাকেন, চেষ্টা করুন এর বদলে ডাবের জল, আখের রস, তরমুজের জুস, মুসুম্বিজুস এই সমস্ত কে গুরুত্ব দিতে।
👉 সর্বদা লাইট খাবার খাওয়ার চেষ্টা করুন যেমন ধরুন টক ডাল, অল্প করে আলুপোস্ত, মাছের ঝোল পাতলা এবং অবশ্যই পাতে থাকবে কিছু তেতো তা হতে পারে উচ্ছে, করলা ইত্যাদি।
👉 বাইরে কাজে বেরোলে অবশ্যই একটা পাত্রে বা বোতলে ওআরএস গুলে নিয়ে তারপর বেরোতে পারেন অথবা নুন চিনি লেবু মিশ্রিত জল সাথে রাখতে পারেন সর্বদা।
👉 সূর্যের আলো থেকে নিস্তার পেতে সর্বদা ছাতা এবং সানগ্লাস ব্যবহার করতে ভুলবেন না একে আপনার অভ্যাস বানিয়ে নিন এই গরমে।
👉 প্রখর গরম থেকে নিস্তার পেতে অনেকেই আইসক্রিম অথবা ঠান্ডা জল ডগডগ করে খেয়ে নেন একদম করবেন না হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে।
👉 কাজের থেকে বাড়ি এসে একটুখানি বিশ্রাম নিয়ে তারপর স্নানে যান এসে সাথে সাথেই স্নানে ঢুকে যাবেন না।
👉 এই গরমে সহজেই পেট গরম হওয়ার একটা ব্যাপার থেকে যায় তাই মসরুমে সবজিকে প্রাধান্য দিন যেরকম লাউ, শসা, পেপে, ঝিঙে, বরবটি, বিন্স, উচ্ছে, করলা, বেগুন, সিম, কাঁচ কলার, টমেটো, সজনে ডাটা ইত্যাদি।
👉 বিভিন্ন ধরনেররসালো ফল প্রত্যাহক খাদ্য তালিকায় রাখবেন যেরকম তরমুজ, মৌসম্বি জুস, পাকা পেঁপে, ইত্যাদি।
👉 অনেকের বাড়িতেই হয়তো এয়ারকন্ডিশনার নেই। আমার আইডিয়া জানালা খুলে একটা ভেজা গামছা জানালায় মেলে রাখতে পারেন ঘর অনেকটাই ঠান্ডা হতে সাহায্য করবে।
🙏চেষ্টা করলাম মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে জানি না কতটা সাহায্য হবে এর থেকে আপনাদের।
🔥 তীব্র গরমের শুভেচ্ছা সকলকে