25/04/2025
আরজি করের আর্তনাদ, চাকরি হারাদের আন্দোলন, কাশ্মীরের আতঙ্ক! এইসব কয়েকদিন ফেসবুকে পোস্ট, রিলস্, ডিপি চেঞ্জ, খবরের হেডলাইন আর এর মাঝে কিছু রাজনৈতিক নেতা নেত্রীরা ঢুকে কাদা ছোঁড়াছুড়ি করছে নিজেদের গদি মজবুত করতে।সবটাই এখন ট্রেন্ড,খুব তাৎক্ষণিক। এখনের জেনারেশন মুভ অন-এ বিশ্বাসী, অতীত মনে রাখে না। কোন কিছুই সেভাবে নাড়া দেয় না। তাই কেউ পয়সায় বিক্রি হয়, কেউ ব্যস্ততার কাছে বশ্যতা স্বীকার করে। আসলে যার হারায় তার মনের কোণে ধূলো পড়া একটা মলিন দাগ স্মৃতি হয়ে থেকে গেলেও,
যে হারে - শুধু সেই হারে!!
শুধুমাত্র --- সে----ই হারে!!