16/08/2024
কিছু দিন ধরে একটা অ্যালার্মিং পরিস্থিতি তৈরি হয়েছে। এই সময়ে বিভিন্ন জায়গায় বিশেষ করে মুর্শিদাবাদে জ্বরের রোগী বেড়েছে কয়েকগুণ। হাসপাতালে যখন আসছে তখন ১০/১২ দিনের জ্বর সাথে AKI/MODS..১৪/১৫ বছরের ছেলে মেয়েদের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে intubate করতে হচ্ছে বা পেশেন্ট ventilation এ যাচ্ছে এবং survival rate কম।অথচ ডেঙ্গু, ম্যালেরিয়ার জন্য রক্ত পরীক্ষা করানো হলেও স্ক্রাব টাইফাস এর(Scrub typhus IgM,igG ) জন্য কোনরকম রক্ত পরীক্ষা হচ্ছেনা। বেশিরভাগ ক্ষেত্রে এরা স্ক্রাব টাইফাস অ্যান্টিবডি পজিটিভ। এই পোষ্টটা আমার সহকর্মী ডাক্তার এবং সাধারণ মানুষকে অবহিত করার জন্য।৩,৪ দিনের জ্বরে ডেঙ্গু, ম্যালেরিয়া ছাড়াও আমাদের স্ক্রাব টাইফাস অ্যান্টিবডি টেস্ট প্রয়োজনীয়।