Dr Santanu Mandal Classical Homoeopathy

  • Home
  • Dr Santanu Mandal Classical Homoeopathy

Dr Santanu Mandal Classical Homoeopathy A Center for Specialized Classical Homoeopathy Treatment. Single Remady Selection. The Ideal Cure.

22/07/2025

#বেলদায় পরবর্তী চেম্বার আগামী 9 আগষ্ট 2025 শনিবার হবে ।
💥 চেম্বার :-
ডাঃ শান্তনু মণ্ডল BHMS (Cal).
শ্যাম হোমিও ফার্মাসি (কেশিয়াড়ী মোড়)
বেলদা * পশ্চিম মেদিনীপুর,
💥 সময়: প্রতি ১৫দিন অন্তর শনিবার সকাল ৯.৩০টা - ১২.30টা।

💥 নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 8348507797 / 9476337110/ WhatsApp - 9064369351

💥 নাম লেখাবেন শ্যাম হোমিও ফার্মাসিতে এসে অথবা ফোনে,
ফোনে নাম লেখানোর সময়-- আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা এবং দেখানোর দিন সকাল ৮টা থেকে ৯টা।

💥💥 দূরের রোগীরা যারা ডাইরেক্ট চেম্বারে আসতে পারছেন না বিভিন্ন অসুবিধে বা দূরত্বের জন্য, Online এ রোগী দেখানোর জন্য WhatsApp করুন - 9064369351

💥  চেম্বারে অনুপস্থিত থাকা সংক্রান্ত বিশেষ ঘোষণা --       ⭐           ⭐           ⭐               ⭐             ⭐ আগামীক...
19/07/2025

💥 চেম্বারে অনুপস্থিত থাকা সংক্রান্ত বিশেষ ঘোষণা --
⭐ ⭐ ⭐ ⭐ ⭐
আগামীকাল সোমবার এর পরের সোমবার ২৮শে জুলাই ও বুধবার ৩০শে জুলাই রোটারি পলি ক্লিনিক কাঁথির চেম্বারে এবং ২৭ শে জুলাই রবিবার এগরা চেম্বারে অনুপস্থিত থাকবো বিশেষ কারণে।( এগরা ও কাঁথি তে টেলিমেডিসিন পরিষেবার সাহায্যে ভিডিও কলের মাধ্যমে আমি রোগী দেখবো, আমার অ্যাসিস্ট্যান্ট চেম্বারে থাকবে)। সাতমাইল চেম্বার ২৫শে জুলাই থেকে ২রা আগষ্ট বন্ধ থাকবে। যাদের প্রয়োজন তাঁরা এই বুধবারের মধ্যে যোগাযোগ করবেন চেম্বারে।

💥 কিছু বিশেষ কারণের জন্য মাসের কিছু কিছু দিন চেম্বারে অনুপস্থিত থাকবো।(প্রতি মাসের শেষ সপ্তাহের সাত দিন)

💥 সেই কারণে আরেকটি ব্যাবস্থা নিয়েছি -- টেলিমেডিসিন পরিষেবার সাহায্যে ভিডিও কলের মাধ্যমে রোগী দেখবো ---
যে দিনগুলোতে কাঁথি এবং এগরা চেম্বারে বিশেষ কারণে অনুপস্থিত থাকবো সেই দিনগুলোতে আমার অ্যাসিস্ট্যান্ট চেম্বারে উপস্থিত থাকবে। পেশেন্ট এলে আমার অ্যাসিস্ট্যান্ট এর উপস্থিতিতে পেশেন্টের সঙ্গে আমি ফোনে ভিডিও কলের মাধ্যমে কথা বলবো, পেশেন্ট এর সমস্ত সমস্যা কেস টেকিং করবো। চেম্বারে যতটা টাইম দিয়ে দেখতাম ফোনে ভিডিও কলের মাধ্যমে ততটা সময় দিয়েই পেশেন্টকে দেখে ওষুধ সিলেকশন করবো। এরপর অ্যাসিস্ট্যান্ট ওষুধ তৈরি করার পরে আবার পেশেন্টের সঙ্গে আমি কথা বলব এবং ওষুধ কিভাবে খেতে হবে ভালো করে বুঝিয়ে দেবো।

💥 চেম্বারে অনুপস্থিত থাকা সংক্রান্ত বিশেষ ঘোষণা --
আগামী সোমবার এর পরের সোমবার ২৮শে জুলাই ও বুধবার ৩০শে জুলাই রোটারি পলি ক্লিনিক কাঁথির চেম্বারে এবং ২৭ শে জুলাই রবিবার এগরা চেম্বারে অনুপস্থিত থাকবো বিশেষ কারণে।( এগরা ও কাঁথি তে টেলিমেডিসিন পরিষেবার সাহায্যে ভিডিও কলের মাধ্যমে আমি রোগী দেখবো, আমার অ্যাসিস্ট্যান্ট চেম্বারে থাকবে)। সাতমাইল চেম্বার ২৫শে জুলাই থেকে ২রা আগষ্ট বন্ধ থাকবে। যাদের প্রয়োজন তাঁরা এই বুধবারের মধ্যে যোগাযোগ করবেন চেম্বারে।

💥 কিছু বিশেষ কারণের জন্য মাসের কিছু কিছু দিন চেম্বারে অনুপস্থিত থাকবো।(প্রতি মাসের শেষ সপ্তাহের সাত দিন)

💥 সেই কারণে আরেকটি ব্যাবস্থা নিয়েছি -- টেলিমেডিসিন পরিষেবার সাহায্যে ভিডিও কলের মাধ্যমে রোগী দেখবো ---
যে দিনগুলোতে কাঁথি এবং এগরা চেম্বারে বিশেষ কারণে অনুপস্থিত থাকবো সেই দিনগুলোতে আমার অ্যাসিস্ট্যান্ট চেম্বারে উপস্থিত থাকবে। পেশেন্ট এলে আমার অ্যাসিস্ট্যান্ট এর উপস্থিতিতে পেশেন্টের সঙ্গে আমি ফোনে ভিডিও কলের মাধ্যমে কথা বলবো, পেশেন্ট এর সমস্ত সমস্যা কেস টেকিং করবো। চেম্বারে যতটা টাইম দিয়ে দেখতাম ফোনে ভিডিও কলের মাধ্যমে ততটা সময় দিয়েই পেশেন্টকে দেখে ওষুধ সিলেকশন করবো। এরপর অ্যাসিস্ট্যান্ট ওষুধ তৈরি করার পরে আবার পেশেন্টের সঙ্গে আমি কথা বলব এবং ওষুধ কিভাবে খেতে হবে ভালো করে বুঝিয়ে দেবো।

💥 চেম্বার:--
ডা: শান্তনু মণ্ডল, BHMS(Cal)


1) কাঁথি :
রোটারী পলিক্লিনিক (হিন্দু গার্লস স্কুলের সামনে )
কাঁথি * পূর্ব মেদিনীপুর ,
সোমবার - সকাল 10 টা --সন্ধ্যা 6 টা
বুধবার - - সকাল 10 টা -- 2 টা.

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 9933324735/9476337110( আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে ১০টা)/WhatsApp - 9064369351.

2) সাতমাইল :
(মন্ডল হার্ডওয়্যার এর পাশে),
থানা - কাঁথি, পূর্ব মেদিনীপুর ,
মঙ্গল, বুধ,শুক্র,শনিবার বিকাল 5 টা - 9 টা।

নাম লেখানোর ফোন নম্বর ও WhatsApp - 9476337110(দেখানোর দিন সকাল ৯টা - ১টা)।

3) এগরা :
মুখ্য ডাক ঘরের কাছে, ক্যাপিটাল মেডিসিন এর পাশে,
এগরা * পূর্ব মেদিনীপুর,
সময়:- প্রতি রবিবার সকাল ১০টা- ১টা

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 9933324735/9476337110(আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে ১০টা)/WhatsApp - 9064369351.

4) বেলদা :
শ্যাম হোমিও ফার্মাসি(কেশিয়াড়ী মোড়),
বেলদা * পশ্চিম মেদিনীপুর,
সময়:- প্রতি ১৫দিন অন্তর শনিবার সকাল ৯.৩০টা - ১২.৩০টা।

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 8348507797/9476337110( আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে ৯টা) / WhatsApp - 9064369351.

💥 বেলদায় পরবর্তী চেম্বার জানতে আমার ফেসবুক পেজ ফলো করুন।

নাম লেখাবেন চেম্বারে এসে অথবা ফোনে।

💥💥 দূরের রোগীরা যারা ডাইরেক্ট চেম্বারে আসতে পারছেন না বিভিন্ন অসুবিধে বা দূরত্বের জন্য, Online এ রোগী দেখানোর জন্য WhatsApp করুন - 9064369351


 #সাপের_কামড়? ‘রুল অফ ১০০’ জানলেই বাঁচা সম্ভব রাতে বিছানায় উঠে আসে বিষধর কালাচ৷ কেন ওঠে? গোখরো, কেউটের কামড়ে মৃত্যু হচ্...
17/07/2025

#সাপের_কামড়?
‘রুল অফ ১০০’ জানলেই বাঁচা সম্ভব

রাতে বিছানায় উঠে আসে বিষধর কালাচ৷ কেন ওঠে? গোখরো, কেউটের কামড়ে মৃত্যু হচ্ছে আকছার৷ আর যেন কারও প্রাণ না যায়৷ তবে সাপ মারবেন না৷ ওরা শত্রূ নয়৷ জেনে রাখুন বিষধরদের মতিগতি৷ সাপ কামড়ালে ঝাড়ফুঁক নয়, ‘রুল অফ ১০০’ জানলেই বাঁচা সম্ভব৷ কীভাবে?

পরিসংখ্যান বলছে, আমাদের দেশে(ভারতে) প্রতিবছর সাপের কামড়ে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়৷ বেসরকারি মতে, সংখ্যাটা লক্ষাধিক৷ অথচ অস্ট্রেলিয়ায় আমাদের দেশে থেকে অনেক বেশি বিষধর সাপ থাকলেও মৃত্যু হয় পাঁচবছরে সাকুল্যে দুই থেকে তিন জনের৷ আসলে আমাদের দেশে এখনও বহু মানুষ সর্পদংশনের পর ডাক্তারদের তুলনায় ওঝা, ঝাড়ফুঁকের উপর বেশি ভরসা রাখে৷ ফলে রোগী গুরুত্বপূর্ণ প্রথম কয়েক ঘণ্টা (গোল্ডেন আওয়ার) বিনা চিকিৎসায় নষ্ট হয়ে যায়৷ সমীক্ষা অনুযায়ী সাপে কাটা রোগীদের মধ্যে মাত্র ২২ শতাংশ সরকারি হাসপাতালে আসেন৷ জনমানসে ভ্রান্ত ধারণার ফলেও অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে৷

ঘাতক
ভারতে প্রায় আড়াইশো প্রজাতির সাপ আছে, তার মধ্যে ৫২টি প্রজাতি বিষধর৷ এর মধ্যে ৪০টিরও বেশি প্রজাতির সাপ সামুদ্রিক৷ পশ্চিমবঙ্গে মাত্র ছটি বিষধর প্রজাতির সাপ পাওয়া যায়৷ এর মধ্যে চারটি সাপের কামড়েই বেশি মৃত্যু হয়৷

#গোখরো
ফণাধর ও নার্ভবিষযুক্ত৷ এদের ফণার পিছনে ইংরাজি ইউ অক্ষরের মতো একটি চিহ্ন� থাকে৷ যাকে খড়ম চিহ্নও বলা হয়৷ এদের কামড়ে ক্ষতস্থানে প্রচণ্ড ব্যথা হয় এবং ক্রমাগত ফুলতে থাকে৷ এদের স্থানীয় নাম খরিস৷ এক ছোবলে ১৫ মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে৷

#কেউটে
ফণাধর ও নার্ভবিষযুক্ত৷ এদের ফণার পিছনে থাকে পদ্মচিহ্ন�৷ এদের স্থানীয় নাম আলকেউটে, কালকেউটে, শামুকভাঙা৷ বিষের মারণডোজ ১৫ মিলিগ্রাম৷

#চন্দ্রবোড়া
এই সাপের বিষ রক্তকণিকা ধ্বংস করে৷ এটি বাংলার একমাত্র হিমোটক্সিক সাপ৷ এই সাপ সবথেকে বেশি প্রাণ কাড়ছে বাংলায়৷ সাপটি মোটা চেহারায়৷ বাদামি বা কাঠ রঙের৷ ফণাহীন সাপ৷ গায়ে চন্দন হলুদ চাকা চাকা দাগ৷ এরা কামড়ালে রোগীর রক্ততঞ্চনের গন্ডগোল হয়৷ চিকিৎসায় দেরি হলে রোগীর কিডনি নষ্ট হতে থাকে৷ মূত্রে রক্ত এসে যায়৷

#কালাচ
এটি ভয়ংকর বিষধর৷ রহস্যময় সাপ৷ ফণাহীন মাঝারি চেহারার এই সাপটির গায়ের রং কালো, তার উপর সরু সরু সাদা ব্যান্ড৷ দিনের বেলা এদের প্রায় দেখাই যায় না৷ রাতে এরা খোলা বিছানায় উঠে আসে৷ কেন ওঠে তা আজও অজানা৷
এছাড়া আছে মারাত্মক বিষধর শাঁখামুটি সাপ৷ চেহারায় বেশ বড়৷ গায়ের রং উজ্জ্বল হলুদ আর কালোর উপর ব্যান্ড৷ এরা খুবই শান্ত প্রকৃতির৷ সাধারণত মানুষকে কামড়ায় না৷

#বিষহীন_সাপ
ঘরচিতি, কালনাগিনী, দাঁড়াশ, লাউডগা, তুতুর, বেত আছড়া, অজগর, জলঢোঁড়া, মেটেলি, জলমেটেলি৷

#সামুদ্রিক_সাপ
চ্যাপ্টা লেজের সামুদ্রিক সাপ ভীষণ বিষধর৷ এই ধরনের সাপ কামড়ালে প্রাণে বাঁচানো মুশকিল৷ এএসভি ইঞ্জেকশন এই সাপের কামড়ে কাজ করে না৷

প্রাথমিক চিকিৎসা
‘RIGHT’ ফর্মুলা মাথায় রাখতে হবে৷ R(Reassurance)–প্রথমে রোগীকে আশ্বস্ত করতে হবে৷ কারণ রোগী খুবই আতঙ্কের মধ্যে থাকেন৷ আতঙ্ক মৃত্যু ডেকে আনতে পারে৷ রোগীকে বোঝান সাপের কামড়ে আক্রান্ত বহু মানুষ চিকিত্সার ফলে বেঁচে উঠেছে৷ আপনি নিশ্চিন্ত থাকুন৷

I(Immobilization)–যত কম নাড়াচাড়া হবে, তত কম হারে বিষ সারা শরীরে ছড়াবে৷ স্কেল বা বাঁশের টুকরো সহ হাতে বা পায়ে (যে অংশে কামড়াবে) কাপড় দিয়ে হাল্কা করে বেঁধে দিন৷ হাত বা পা যাতে তিনি ভাঁজ করতে না পারেন তাই এই ব্যবস্থা৷

GH(Go to Hospital)–ফোন করে জেনে নিন আপনার নিকটতম হাসপাতালে এভিএস, নিওস্টিগনিন, অ্যাট্রোপিন এবং অ্যাড্রিনালিন আছে কি না৷ মাথায় রাখবেন, সাপের কামড়ের সম্পূর্ণ চিকিৎসা একটি ব্লক প্রাইমারি হেল্থ সেণ্টারেই সম্ভব৷

T(Tell Doctor For Treatment)–হাসপাতালে গিয়ে চিকিৎসককে সাপের কামড়ের চিকিৎসা করতে বলুন৷ রোগীর কথা জড়িয়ে যাওয়া, নাকি সুরে কথা বলা, চোখের পাতা পড়ে আসা এগুলি লক্ষ্য করতে চিকিৎসককে জানান৷

#রুল_অফ_১০০
সাপে কামড়ানোর ১০০ মিনিটের মধ্যে ১০০ মিলিলিটার এএসভি শরীরে প্রবেশ করালে রোগী বেঁচে যাবে৷ AVS সমস্ত সাপের কামড়ে দেওয়া হয়না , শুধুমাএ বিষক্রিয়া দেখা যাচ্ছে এমন রোগীকেই দেওয়া হয়ত। কারণ প্রচুর ড্রাই বাইট হয়

খেয়াল রাখুন, ডাক্তারকে বলুন
পথে আসার সময় কামড়ের জায়গায় ফোলা কতটা বৃদ্ধি পেয়েছে৷ ঠিক কত সময় আগে রোগী বলছেন যে চোখ বন্ধ হয়ে আসছে৷ কতক্ষণ পর্যন্ত রোগী কথা বলতে পেরেছেন৷

লোকের ধারনা কি সাপ না বললে চিকিৎসা শুরু অসুবিধা, তা ঠিক নয়।

কী করবেন
• শান্ত থাকবেন
• কাছাকাছির মানুষজনকে ডাকবেন৷
• হাতে ঘড়ি বা চুড়ি, বালা থাকলে খুলতে হবে৷
• ক্ষতস্থান যত সম্ভব স্থির রাখতে হবে৷
• যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যেতে হবে৷

কী করবেন না
• কোনওরকম বাঁধন দেবেন না৷
• কামড়ের জায়গায় কোনও কেমিক্যাল লাগাবেন না৷
• কামড়ের স্থানে ঠান্ডা, গরম, বরফ জল দেবেন না৷
• কেটে চিরে বিষ বের করার চেষ্টা করবেন না৷
• মনে রাখবেন, সাপ যখন কামড়ায় তার বিষ দাঁতের মাধ্যমে ইঞ্জেকশনের মতো শরীরের ভিতরে চলে যায়৷ বিষ পাম্প বলে একরকম অবৈজ্ঞানিক বস্তু প্রয়োগ করে ভোজবাজি দেখানো হচ্ছে৷ এগুলি সব অর্থহীন৷ উল্টে চন্দ্রবোড়া সাপের কামড়ের পর ক্ষতস্থান চিরলে মারাত্মক রক্তপাত হতে পারে৷
• রোগী নিজে দৌড়ে বা সাইকেল চালিয়ে আসবেন না৷
• সাপ ধরে হাসপাতালে আনার দরকার নেই৷

সাপ ঠেকাবেন কীভাবে?
• বাড়ির চারপাশ পরিচছন্ন রাখুন৷ কার্বলিক অ্যাসিড শরীরে লাগলে ক্ষতি হয় তাই ব্যবহার না করাই ভাল৷ চুনের সঙ্গে ব্লিচিং পাউডার মিশিয়ে ছড়িয়ে দিন৷ এর ঝাঁঝালো গন্ধে সাপ আসে না৷
• রাতে অবশ্যই বিছানা ঝেড়ে মশারি টাঙিয়ে শোবেন৷ দরজা-জানলার নিচে ফাঁকা জায়গা কাপড় গুঁজে ভরাট করে রাখতে পারেন৷
• অন্ধকারে হাঁটাচলা করবেন না৷ হাতে লাঠি নিয়ে রাস্তা ঠুকে চলুন৷ হাততালি দিয়ে লাভ নেই, কারণ সাপের কান নেই৷
• জুতো পরার আগে সেটা ঝেড়ে নিন৷ মাটির বাড়িতে ইঁদুরের গর্ত থাকলে তা বুজিয়ে ফেলুন৷

#ছবি_তথ্য_সংগৃহীত.

14/07/2025

💥 এলার্জিক কাশি (হাই এলার্জি IgE - 1209) -- ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসায় সম্পূর্ণ ভালো। সাত মাস পরে অন্য সমস্যা নিয়ে এসেছে কিন্তু কাশি ফিরে আসেনি। -- by

এটাই হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সৌন্দর্য।
এটাই হচ্ছে সিঙ্গেল মেডিসিনের সৌন্দর্য।

💥 চেম্বার:--
ডা: শান্তনু মণ্ডল, BHMS(Cal)


1) কাঁথি :
রোটারী পলিক্লিনিক (হিন্দু গার্লস স্কুলের সামনে )
কাঁথি * পূর্ব মেদিনীপুর ,
সোমবার - সকাল 10 টা --সন্ধ্যা 6 টা
বুধবার - - সকাল 10 টা -- 2 টা.

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 9933324735/9476337110( আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে ১০টা)/WhatsApp - 9064369351.

2) সাতমাইল :
(মন্ডল হার্ডওয়্যার এর পাশে),
থানা - কাঁথি, পূর্ব মেদিনীপুর ,
মঙ্গল, বুধ,শুক্র,শনিবার বিকাল 5 টা - 9 টা।

নাম লেখানোর ফোন নম্বর ও WhatsApp - 9064369351(দেখানোর দিন সকাল ৯টা - ১টা এবং বিকেল ৪টা থেকে ৫টা)।

3) এগরা:
মুখ্য ডাক ঘরের কাছে, ক্যাপিটাল মেডিসিন এর পাশে,
এগরা * পূর্ব মেদিনীপুর,
সময়:- প্রতি রবিবার সকাল ১০টা- ১টা

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 9933324735/9476337110(আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে ১০টা)/WhatsApp - 9064369351.

4) বেলদা :
শ্যাম হোমিও ফার্মাসি(কেশিয়াড়ী মোড়),
বেলদা * পশ্চিম মেদিনীপুর,
সময়:- প্রতি ১৫দিন অন্তর শনিবার সকাল ৯.৩০টা - ১২.৩০টা।

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 8348507797/9476337110( আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে ১০টা) / WhatsApp - 9064369351.

💥 বেলদায় পরবর্তী চেম্বার ( 19 জুলাই 2025 শনিবার ) জানতে আমার ফেসবুক পেজ ফলো করুন।

💥 নাম লেখাবেন চেম্বারে এসে অথবা ফোনে।

💥💥 দূরের রোগীরা যারা ডাইরেক্ট চেম্বারে আসতে পারছেন না বিভিন্ন অসুবিধে বা দূরত্বের জন্য, Online এ রোগী দেখানোর জন্য WhatsApp করুন - 9064369351



********************************************
My clinical experience:
Critical and Chronic Diseases .
See the excellency of Homoeopathy. It is not miracle or magic, it's reality.

****************************************

💥 সর্বদা একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিত্সক(B.H.M.S পাশ) যিনি সর্বদা সঠিক কেস টেকিং এর মাধ্যমে রোগীর মানসিক, সার্বদৈহিক লক্ষণ সমষ্টির ভিত্তিতে রোগীর জন্য একটি মাত্র ওষুধ নির্বাচন করেন----

--- তার পরামর্শ নেওয়া উচিত।

( বি.দ্র. : হোমিওপ্যাথির নামে বিভিন্ন রঙের কার্টুনে মোড়া পেটেন্ট, টনিক,সিরাপ ,ট্যাবলেট,কিম্বা স্পেসিফিক রোগের নামে একসঙ্গে অনেক গুলি ওষুধের ব্যবহার -- হোমিওপ্যাথি নীতির বিরুদ্ধ এবং প্রকৃত আরোগ্যের পথে বাধা সৃষ্টি করে। )

*****************************************

💥 পোস্ট টি সাধারণ মানুষ দের অবহিত ও সচেতন করার জন্য ,উপকৃত হলে--

এই পেজে👆 লাইক করে সঙ্গে থাকুন এবং পোস্ট গুলোতে লাইক,কমেন্টস ও শেয়ার করে আপনার পরিচিত দের দেখার সুযোগ করে দিবেন।



Highlights

12/07/2025

#বেলদায় পরবর্তী চেম্বার আগামী 19 জুলাই 2025 শনিবার হবে ।
💥 চেম্বার:-ডাঃ শান্তনু মণ্ডল BHMS (Cal).
শ্যাম হোমিও ফার্মাসি (কেশিয়াড়ী মোড়)
বেলদা * পশ্চিম মেদিনীপুর,
💥 সময়: প্রতি ১৫দিন অন্তর শনিবার সকাল ৯.৩০টা - ১২.30টা।

💥 নাম লেখানোর ফোন নম্বর- 8348507797/9476337110( কোন কিছু জানার থাকলে এই নাম্বারে যোগাযোগ করবেন) / WhatsApp - 9064369351

💥 নাম লেখাবেন শ্যাম হোমিও ফার্মাসিতে এসে অথবা ফোনে,
ফোনে নাম লেখানোর সময়-- আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা এবং দেখানোর দিন সকাল ৮টা থেকে ১০টা।

💥💥 দূরের রোগীরা যারা ডাইরেক্ট চেম্বারে আসতে পারছেন না বিভিন্ন অসুবিধে বা দূরত্বের জন্য, Online এ রোগী দেখানোর জন্য WhatsApp করুন - 9064369351

জিলিংসেরেং🌿পাহাড়-অরণ্যে ঘেরা একটি গ্রামের নাম।পাঁচ বছর আগে এই গ্রামেই বিয়ে হয়ে এসেছিল মালতী মুর্মু।তস্য গরীব সাঁওতাল অধ্...
10/07/2025

জিলিংসেরেং🌿
পাহাড়-অরণ্যে ঘেরা একটি গ্রামের নাম।পাঁচ বছর আগে এই গ্রামেই বিয়ে হয়ে এসেছিল মালতী মুর্মু।তস্য গরীব সাঁওতাল অধ্যুষিত গ্রাম।মালতী দেখলেন, গ্রামের অধিকাংশ ছেলে মেয়ে পড়াশোনা করেনা।নিকটবর্তী স্কুল ১০-১২কিমি দূরে ঘন অরণ্যের ভেতর দিয়ে যেতে হয়, তাই পঞ্চম শ্রেণীর পর অনেকেই স্কুলে যায় না। স্বামীর সহযোগিতায় মাটির দেওয়াল, মাথার উপর টিন দিয়ে বানানো হলো একটা ঝুপড়ি।মাটির দেওয়ালে একটা ব্ল্যাকবোর্ড,সোঁদা মাটির মেঝেতে চট পেতে তৈরি হলো পাঠশালা।কোলে বাচ্চা নিয়ে সেখানেই পাঠদান শুরু করলেন উচ্চ মাধ্যমিক পাশ দিদিমণি মালতী মুর্মু।অলচিকি-র পাশাপাশি বাংলা ও ইংরেজিও শেখানো হয়।পুরোটাই অবৈতনিক।স্বামীর সাথে গিয়ে শহর থেকে পড়ুয়াদের জন্য বই-খাতা-পেন কিনে নিয়ে আসে মালতী।এখন পড়ুয়ার সংখ্যা ৪৫।ভবিষ্যতে কম্পিউটার শিক্ষা চালু করার ইচ্ছে থাকলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থাভাব।
পুরুলিয়ার দুর্গম অযোধ্যা পাহাড়ের কোলে ,ঘন অরণ্যের অন্ধকারে ঢাকা এই অজ পাড়াগাঁয়ে শিক্ষার আলো ছড়াচ্ছে এই প্রজ্বলিত দীপশিখা।

✊9382396722(মালতী মুর্মু)

(পার্থপ্রতিম গুহ)

10/07/2025

💥 ব্রেস্ট টিউমার(CA?)-- জ্বালা যন্ত্রণা,-- গলব্লাডার স্টোন -- জন্ডিস - হোমিওপ্যাথি চিকিৎসায় মিলিয়ে গেল,খুবই সুস্থ আছেন, -- by

💥 বিভিন্ন সার্জিক্যাল কেসে অপারেশন করার আগে একবার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

এটাই হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সৌন্দর্য।
এটাই হচ্ছে সিঙ্গেল মেডিসিনের সৌন্দর্য।

💥 চেম্বার:--
ডা: শান্তনু মণ্ডল, BHMS(Cal)


1) কাঁথি :
রোটারী পলিক্লিনিক (হিন্দু গার্লস স্কুলের সামনে )
কাঁথি * পূর্ব মেদিনীপুর ,
সোমবার - সকাল 10 টা --সন্ধ্যা 6 টা
বুধবার - - সকাল 10 টা -- 2 টা.

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 9933324735/9476337110( আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে ১০টা)/WhatsApp - 9064369351.

2) সাতমাইল :
(মন্ডল হার্ডওয়্যার এর পাশে),
থানা - কাঁথি, পূর্ব মেদিনীপুর ,
মঙ্গল, বুধ,শুক্র,শনিবার বিকাল 5 টা - 9 টা।

নাম লেখানোর ফোন নম্বর ও WhatsApp - 9064369351(দেখানোর দিন সকাল ৯টা - ১টা এবং বিকেল ৪টা থেকে ৫টা)।

3) এগরা:
মুখ্য ডাক ঘরের কাছে, ক্যাপিটাল মেডিসিন এর পাশে,
এগরা * পূর্ব মেদিনীপুর,
সময়:- প্রতি রবিবার সকাল ১০টা- ১টা

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 9933324735/9476337110(আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে ১০টা)/WhatsApp - 9064369351.

4) বেলদা :
শ্যাম হোমিও ফার্মাসি(কেশিয়াড়ী মোড়),
বেলদা * পশ্চিম মেদিনীপুর,
সময়:- প্রতি ১৫দিন অন্তর শনিবার সকাল ৯.৩০টা - ১২.৩০টা।

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 8348507797/9476337110( আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে ১০টা) / WhatsApp - 9064369351.

💥 বেলদায় পরবর্তী চেম্বার ( 19 জুলাই 2025 শনিবার ) জানতে আমার ফেসবুক পেজ ফলো করুন।

💥 নাম লেখাবেন চেম্বারে এসে অথবা ফোনে।

💥💥 দূরের রোগীরা যারা ডাইরেক্ট চেম্বারে আসতে পারছেন না বিভিন্ন অসুবিধে বা দূরত্বের জন্য, Online এ রোগী দেখানোর জন্য WhatsApp করুন - 9064369351



********************************************
My clinical experience:
Critical and Chronic Diseases .
See the excellency of Homoeopathy. It is not miracle or magic, it's reality.

****************************************

💥 সর্বদা একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিত্সক(B.H.M.S পাশ) যিনি সর্বদা সঠিক কেস টেকিং এর মাধ্যমে রোগীর মানসিক, সার্বদৈহিক লক্ষণ সমষ্টির ভিত্তিতে রোগীর জন্য একটি মাত্র ওষুধ নির্বাচন করেন----

--- তার পরামর্শ নেওয়া উচিত।

( বি.দ্র. : হোমিওপ্যাথির নামে বিভিন্ন রঙের কার্টুনে মোড়া পেটেন্ট, টনিক,সিরাপ ,ট্যাবলেট,কিম্বা স্পেসিফিক রোগের নামে একসঙ্গে অনেক গুলি ওষুধের ব্যবহার -- হোমিওপ্যাথি নীতির বিরুদ্ধ এবং প্রকৃত আরোগ্যের পথে বাধা সৃষ্টি করে। )

*****************************************

💥 পোস্ট টি সাধারণ মানুষ দের অবহিত ও সচেতন করার জন্য ,উপকৃত হলে--

এই পেজে👆 লাইক করে সঙ্গে থাকুন এবং পোস্ট গুলোতে লাইক,কমেন্টস ও শেয়ার করে আপনার পরিচিত দের দেখার সুযোগ করে দিবেন।



Highlights

07/07/2025

💥 গলব্লাডার স্টোন -- প্রচন্ড ব্যথা যন্ত্রণা, এবং রক্তে বিলুরুবিন বেড়ে গিয়ে জন্ডিস - হোমিওপ্যাথি চিকিৎসায় ভালো আছেন, -- by

💥 বিভিন্ন সার্জিক্যাল কেসে অপারেশন করার আগে একবার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

এটাই হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সৌন্দর্য।
এটাই হচ্ছে সিঙ্গেল মেডিসিনের সৌন্দর্য।

💥 চেম্বার:--
ডা: শান্তনু মণ্ডল, BHMS(Cal)


1) কাঁথি :
রোটারী পলিক্লিনিক (হিন্দু গার্লস স্কুলের সামনে )
কাঁথি * পূর্ব মেদিনীপুর ,
সোমবার - সকাল 10 টা --সন্ধ্যা 6 টা
বুধবার - - সকাল 10 টা -- 2 টা.

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 9933324735/9476337110( আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে ১০টা)/WhatsApp - 9064369351.

2) সাতমাইল :
(মন্ডল হার্ডওয়্যার এর পাশে),
থানা - কাঁথি, পূর্ব মেদিনীপুর ,
মঙ্গল, বুধ,শুক্র,শনিবার বিকাল 5 টা - 9 টা।

নাম লেখানোর ফোন নম্বর ও WhatsApp - 9064369351(দেখানোর দিন সকাল ৯টা - ১টা এবং বিকেল ৪টা থেকে ৫টা)।

3) এগরা:
মুখ্য ডাক ঘরের কাছে, ক্যাপিটাল মেডিসিন এর পাশে,
এগরা * পূর্ব মেদিনীপুর,
সময়:- প্রতি রবিবার সকাল ১০টা- ১টা

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 9933324735/9476337110(আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে ১০টা)/WhatsApp - 9064369351.

4) বেলদা :
শ্যাম হোমিও ফার্মাসি(কেশিয়াড়ী মোড়),
বেলদা * পশ্চিম মেদিনীপুর,
সময়:- প্রতি ১৫দিন অন্তর শনিবার সকাল ৯.৩০টা - ১২.৩০টা।

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 8348507797/9476337110( আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে ১০টা) / WhatsApp - 9064369351.

💥 বেলদায় পরবর্তী চেম্বার ( 19 জুলাই 2025 শনিবার ) জানতে আমার ফেসবুক পেজ ফলো করুন।

💥 নাম লেখাবেন চেম্বারে এসে অথবা ফোনে।

💥💥 দূরের রোগীরা যারা ডাইরেক্ট চেম্বারে আসতে পারছেন না বিভিন্ন অসুবিধে বা দূরত্বের জন্য, Online এ রোগী দেখানোর জন্য WhatsApp করুন - 9064369351



********************************************
My clinical experience:
Critical and Chronic Diseases .
See the excellency of Homoeopathy. It is not miracle or magic, it's reality.

****************************************

💥 সর্বদা একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিত্সক(B.H.M.S পাশ) যিনি সর্বদা সঠিক কেস টেকিং এর মাধ্যমে রোগীর মানসিক, সার্বদৈহিক লক্ষণ সমষ্টির ভিত্তিতে রোগীর জন্য একটি মাত্র ওষুধ নির্বাচন করেন----

--- তার পরামর্শ নেওয়া উচিত।

( বি.দ্র. : হোমিওপ্যাথির নামে বিভিন্ন রঙের কার্টুনে মোড়া পেটেন্ট, টনিক,সিরাপ ,ট্যাবলেট,কিম্বা স্পেসিফিক রোগের নামে একসঙ্গে অনেক গুলি ওষুধের ব্যবহার -- হোমিওপ্যাথি নীতির বিরুদ্ধ এবং প্রকৃত আরোগ্যের পথে বাধা সৃষ্টি করে। )

*****************************************

💥 পোস্ট টি সাধারণ মানুষ দের অবহিত ও সচেতন করার জন্য ,উপকৃত হলে--

এই পেজে👆 লাইক করে সঙ্গে থাকুন এবং পোস্ট গুলোতে লাইক,কমেন্টস ও শেয়ার করে আপনার পরিচিত দের দেখার সুযোগ করে দিবেন।



Highlights

03/07/2025

💥 ব্রেন টিউমার (Meningioma ) পেশেন্ট -- ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসায় এক বছর ধরে ভালো আছেন, সুস্থ আছেন -- by

💥 বিভিন্ন সার্জিক্যাল কেসে অপারেশন করার আগে একবার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

এটাই হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সৌন্দর্য।
এটাই হচ্ছে সিঙ্গেল মেডিসিনের সৌন্দর্য।

💥 চেম্বার:--
ডা: শান্তনু মণ্ডল, BHMS(Cal)


1) কাঁথি :
রোটারী পলিক্লিনিক (হিন্দু গার্লস স্কুলের সামনে )
কাঁথি * পূর্ব মেদিনীপুর ,
সোমবার - সকাল 10 টা --সন্ধ্যা 6 টা
বুধবার - - সকাল 10 টা -- 2 টা.

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 9933324735/9476337110( আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে ১০টা)/WhatsApp - 9064369351.

2) সাতমাইল :
(মন্ডল হার্ডওয়্যার এর পাশে),
থানা - কাঁথি, পূর্ব মেদিনীপুর ,
মঙ্গল, বুধ,শুক্র,শনিবার বিকাল 5 টা - 9 টা।

নাম লেখানোর ফোন নম্বর ও WhatsApp - 9064369351(দেখানোর দিন সকাল ৯টা - ১টা এবং বিকেল ৪টা থেকে ৫টা)।

3) এগরা:
মুখ্য ডাক ঘরের কাছে, ক্যাপিটাল মেডিসিন এর পাশে,
এগরা * পূর্ব মেদিনীপুর,
সময়:- প্রতি রবিবার সকাল ১০টা- ১টা

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 9933324735/9476337110(আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে ১০টা)/WhatsApp - 9064369351.

4) বেলদা :
শ্যাম হোমিও ফার্মাসি(কেশিয়াড়ী মোড়),
বেলদা * পশ্চিম মেদিনীপুর,
সময়:- প্রতি ১৫দিন অন্তর শনিবার সকাল ৯.৩০টা - ১২.৩০টা।

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 8348507797/9476337110( আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে ১০টা) / WhatsApp - 9064369351.

💥 বেলদায় পরবর্তী চেম্বার (5 জুলাই 2025 শনিবার ) জানতে আমার ফেসবুক পেজ ফলো করুন।

💥 নাম লেখাবেন চেম্বারে এসে অথবা ফোনে।

💥💥 দূরের রোগীরা যারা ডাইরেক্ট চেম্বারে আসতে পারছেন না বিভিন্ন অসুবিধে বা দূরত্বের জন্য, Online এ রোগী দেখানোর জন্য WhatsApp করুন - 9064369351



********************************************
My clinical experience:
Critical and Chronic Diseases .
See the excellency of Homoeopathy. It is not miracle or magic, it's reality.

****************************************

💥 সর্বদা একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিত্সক(B.H.M.S পাশ) যিনি সর্বদা সঠিক কেস টেকিং এর মাধ্যমে রোগীর মানসিক, সার্বদৈহিক লক্ষণ সমষ্টির ভিত্তিতে রোগীর জন্য একটি মাত্র ওষুধ নির্বাচন করেন----

--- তার পরামর্শ নেওয়া উচিত।

( বি.দ্র. : হোমিওপ্যাথির নামে বিভিন্ন রঙের কার্টুনে মোড়া পেটেন্ট, টনিক,সিরাপ ,ট্যাবলেট,কিম্বা স্পেসিফিক রোগের নামে একসঙ্গে অনেক গুলি ওষুধের ব্যবহার -- হোমিওপ্যাথি নীতির বিরুদ্ধ এবং প্রকৃত আরোগ্যের পথে বাধা সৃষ্টি করে। )

*****************************************

💥 পোস্ট টি সাধারণ মানুষ দের অবহিত ও সচেতন করার জন্য ,উপকৃত হলে--

এই পেজে👆 লাইক করে সঙ্গে থাকুন এবং পোস্ট গুলোতে লাইক,কমেন্টস ও শেয়ার করে আপনার পরিচিত দের দেখার সুযোগ করে দিবেন।



Highlights

 #বেলদায় চেম্বার আগামী 5 জুলাই 2025 শনিবার হবে ।    💥 চেম্বার:-ডাঃ শান্তনু মণ্ডল BHMS (Cal).      শ্যাম হোমিও ফার্মাসি (...
26/06/2025

#বেলদায় চেম্বার আগামী 5 জুলাই 2025 শনিবার হবে ।
💥 চেম্বার:-ডাঃ শান্তনু মণ্ডল BHMS (Cal).
শ্যাম হোমিও ফার্মাসি (কেশিয়াড়ী মোড়)
বেলদা * পশ্চিম মেদিনীপুর,
💥 সময়: প্রতি ১৫দিন অন্তর শনিবার সকাল ৯.৩০টা - ১২.30টা।

💥 নাম লেখানোর ফোন নম্বর- 8348507797/9476337110( কোন কিছু জানার থাকলে এই নাম্বারে যোগাযোগ করবেন) / WhatsApp - 9064369351

💥 নাম লেখাবেন শ্যাম হোমিও ফার্মাসিতে এসে অথবা ফোনে,
ফোনে নাম লেখানোর সময়-- আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা এবং দেখানোর দিন সকাল ৮টা থেকে।

💥💥 দূরের রোগীরা যারা ডাইরেক্ট চেম্বারে আসতে পারছেন না বিভিন্ন অসুবিধে বা দূরত্বের জন্য, Online এ রোগী দেখানোর জন্য WhatsApp করুন - 9064369351

💥 আরো দুটি কিডনির পাথর (8 mm ও 5.5×4 mm)বেরিয়ে গেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসায়  --  by   💥 বিভিন্ন সার্জিক্যাল কেস...
19/06/2025

💥 আরো দুটি কিডনির পাথর (8 mm ও 5.5×4 mm)বেরিয়ে গেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসায় -- by

💥 বিভিন্ন সার্জিক্যাল কেসে অপারেশন করার আগে একবার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

এটাই হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সৌন্দর্য।
এটাই হচ্ছে সিঙ্গেল মেডিসিনের সৌন্দর্য।

💥 চেম্বার:--
ডা: শান্তনু মণ্ডল, BHMS(Cal)


1) কাঁথি :
রোটারী পলিক্লিনিক (হিন্দু গার্লস স্কুলের সামনে )
কাঁথি * পূর্ব মেদিনীপুর ,
সোমবার - সকাল 10 টা --সন্ধ্যা 6 টা
বুধবার - - সকাল 10 টা -- 2 টা.

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 9933324735/9476337110( আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে)/WhatsApp - 9064369351.

2) সাতমাইল :
(মন্ডল হার্ডওয়্যার এর পাশে),
থানা - কাঁথি, পূর্ব মেদিনীপুর ,
মঙ্গল, বুধ,শুক্র,শনিবার বিকাল 5 টা - 9 টা।

নাম লেখানোর ফোন নম্বর ও WhatsApp - 9064369351(দেখানোর দিন সকাল ৯টা - ১টা এবং বিকেল ৪টা থেকে)।

3) এগরা:
মুখ্য ডাক ঘরের কাছে, ক্যাপিটাল মেডিসিন এর পাশে,
এগরা * পূর্ব মেদিনীপুর,
সময়:- প্রতি রবিবার সকাল ১০টা- ১টা

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 9933324735/9476337110(আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে)/WhatsApp - 9064369351.

4) বেলদা :
শ্যাম হোমিও ফার্মাসি(কেশিয়াড়ী মোড়),
বেলদা * পশ্চিম মেদিনীপুর,
সময়:- প্রতি ১৫দিন অন্তর শনিবার সকাল ৯.৩০টা - ১২.৩০টা।

💥 বেলদায় পরবর্তী চেম্বার জানতে আমার ফেসবুক পেজ ফলো করুন ।

💥 নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 8348507797/9476337110( আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে) / WhatsApp - 9064369351.

নাম লেখাবেন চেম্বারে এসে অথবা ফোনে।

💥💥 দূরের রোগীরা যারা ডাইরেক্ট চেম্বারে আসতে পারছেন না বিভিন্ন অসুবিধে বা দূরত্বের জন্য, Online এ রোগী দেখানোর জন্য WhatsApp করুন - 9064369351



********************************************
My clinical experience:
Critical and Chronic Diseases .
See the excellency of Homoeopathy. It is not miracle or magic, it's reality.

****************************************

💥 সর্বদা একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিত্সক যিনি সর্বদা সঠিক কেস টেকিং এর মাধ্যমে রোগীর মানসিক, সার্বদৈহিক লক্ষণ সমষ্টির ভিত্তিতে রোগীর জন্য একটি মাত্র ওষুধ নির্বাচন করেন----

--- তার পরামর্শ নেওয়া উচিত।

( বি.দ্র. : হোমিওপ্যাথির নামে বিভিন্ন রঙের কার্টুনে মোড়া পেটেন্ট, টনিক,সিরাপ ,ট্যাবলেট,কিম্বা স্পেসিফিক রোগের নামে একসঙ্গে অনেক গুলি ওষুধের ব্যবহার -- হোমিওপ্যাথি নীতির বিরুদ্ধ এবং প্রকৃত আরোগ্যের পথে বাধা সৃষ্টি করে। )

*****************************************

💥 পোস্ট টি সাধারণ মানুষ দের অবহিত ও সচেতন করার জন্য ,উপকৃত হলে--

এই পেজে👆 লাইক করে সঙ্গে থাকুন এবং পোস্ট গুলোতে লাইক,কমেন্টস ও শেয়ার করে আপনার পরিচিত দের দেখার সুযোগ করে দিবেন।



Highlights

💥  চেম্বারে অনুপস্থিত থাকা সংক্রান্ত বিশেষ ঘোষণা -- আগামী সোমবার ২৩শে জুন ও বুধবার ২৫শে জুন রোটারি পলি ক্লিনিক কাঁথির চে...
17/06/2025

💥 চেম্বারে অনুপস্থিত থাকা সংক্রান্ত বিশেষ ঘোষণা --
আগামী সোমবার ২৩শে জুন ও বুধবার ২৫শে জুন রোটারি পলি ক্লিনিক কাঁথির চেম্বারে এবং ২৯ শে জুন রবিবার এগরা চেম্বারে অনুপস্থিত থাকবো বিশেষ কারণে।( এগরা ও কাঁথি তে টেলিমেডিসিন পরিষেবার সাহায্যে ভিডিও কলের মাধ্যমে আমি রোগী দেখবো, আমার অ্যাসিস্ট্যান্ট চেম্বারে থাকবে)। সাতমাইল চেম্বার ২৪শে জুন থেকে ২৮শে জুন বন্ধ থাকবে।

💥 কিছু বিশেষ কারণের জন্য মাসের কিছু কিছু দিন চেম্বারে অনুপস্থিত থাকবো।(প্রতি মাসের শেষ সপ্তাহের সাত দিন)

💥 সেই কারণে আরেকটি ব্যাবস্থা নিয়েছি -- টেলিমেডিসিন পরিষেবার সাহায্যে ভিডিও কলের মাধ্যমে রোগী দেখবো ---
যে দিনগুলোতে কাঁথি এবং এগরা চেম্বারে বিশেষ কারণে অনুপস্থিত থাকবো সেই দিনগুলোতে আমার অ্যাসিস্ট্যান্ট চেম্বারে উপস্থিত থাকবে। পেশেন্ট এলে আমার অ্যাসিস্ট্যান্ট এর উপস্থিতিতে পেশেন্টের সঙ্গে আমি ফোনে ভিডিও কলের মাধ্যমে কথা বলবো, পেশেন্ট এর সমস্ত সমস্যা কেস টেকিং করবো। চেম্বারে যতটা টাইম দিয়ে দেখতাম ফোনে ভিডিও কলের মাধ্যমে ততটা সময় দিয়েই পেশেন্টকে দেখে ওষুধ সিলেকশন করবো। এরপর অ্যাসিস্ট্যান্ট ওষুধ তৈরি করার পরে আবার পেশেন্টের সঙ্গে আমি কথা বলব এবং ওষুধ কিভাবে খেতে হবে ভালো করে বুঝিয়ে দেবো।

💥 চেম্বার:--
ডা: শান্তনু মণ্ডল, BHMS(Cal)


1) কাঁথি :
রোটারী পলিক্লিনিক (হিন্দু গার্লস স্কুলের সামনে )
কাঁথি * পূর্ব মেদিনীপুর ,
সোমবার - সকাল 10 টা --সন্ধ্যা 6 টা
বুধবার - - সকাল 10 টা -- 2 টা.

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 9933324735/9476337110( আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে)/WhatsApp - 9064369351.

2) সাতমাইল :
(মন্ডল হার্ডওয়্যার এর পাশে),
থানা - কাঁথি, পূর্ব মেদিনীপুর ,
মঙ্গল, বুধ,শুক্র,শনিবার বিকাল 5 টা - 9 টা।

নাম লেখানোর ফোন নম্বর ও WhatsApp - 9064369351(দেখানোর দিন সকাল ৯টা - ১টা এবং বিকেল ৪টা থেকে)।

3) এগরা:
মুখ্য ডাক ঘরের কাছে, ক্যাপিটাল মেডিসিন এর পাশে,
এগরা * পূর্ব মেদিনীপুর,
সময়:- প্রতি রবিবার সকাল ১০টা- ১টা

নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 9933324735/9476337110(আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে)/WhatsApp - 9064369351.

4) বেলদা :
শ্যাম হোমিও ফার্মাসি(কেশিয়াড়ী মোড়),
বেলদা * পশ্চিম মেদিনীপুর,
সময়:- প্রতি ১৫দিন অন্তর শনিবার সকাল ৯.৩০টা - ১২.৩০টা।

💥 বেলদায় পরবর্তী চেম্বার ( 21 জুন 2025 শনিবার)জানতে আমার ফেসবুক পেজ ফলো করুন ।

💥 নাম লেখানোর ও কোন কিছু জানার জন্য ফোন নম্বর- 8348507797/9476337110( আগের দিন বিকেল ৫টা - রাত্রি ৮টা ও দেখানোর দিন সকাল ৮টা থেকে) / WhatsApp - 9064369351.

নাম লেখাবেন চেম্বারে এসে অথবা ফোনে।

💥💥 দূরের রোগীরা যারা ডাইরেক্ট চেম্বারে আসতে পারছেন না বিভিন্ন অসুবিধে বা দূরত্বের জন্য, Online এ রোগী দেখানোর জন্য WhatsApp করুন - 9064369351



Highlights

Address


Opening Hours

Monday 10:00 - 14:00
15:00 - 19:00
Tuesday 16:30 - 21:00
Wednesday 10:00 - 14:00
16:30 - 21:00
Friday 16:30 - 21:00
Saturday 16:30 - 21:00

Telephone

+919064369351

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Santanu Mandal Classical Homoeopathy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share