23/01/2025
আজ তার জন্মদিন,
১৮৯৭ সালে এমন দিনে তার জন্ম হয়েছিল।
হোমিওপ্যাথিক চিকিৎসকরা সদা সর্বদা ডাঃ কেন্টের যে রেপার্টরি বইটা ব্যবহার করে চলেছে সেই বইটিও ১৮৯৭ সালে প্রথম পাবলিশ হয়েছিল, অর্থাৎ নেতাজীর জন্মের বছরে।
নেতাজির উপরের মূর্তিটি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বসানো। বানিয়েছিলেন ভাস্কর্য শিল্পী নাগেশ যোগেকর। কলকাতা কর্পোরেশন এখানে বসিয়েছিল ১৯৬৯ সালে।
এই ছবিটা সবাই এইভাবে মনে রাখতে পারেন।
ঘোঁড়ার লেজ পূর্বদিকে --
অর্থাৎ, আর জি কর হাসপাতালের দিকে।
ঘোঁড়ার মুখ পশ্চিম দিকে--
অর্থাৎ ভূপেন বোস এভিনিউর দিকে।
ঘোঁড়ার পিছনের বাম দিকের পা -
এ. পি. সি. রোডের দিকে- অর্থাৎ মানিকতলা, শিয়ালদহের দিকে।
নেতাজীর মুখ এবং ডান দিকের পা--
বি. টি. রোডের দিকে, অর্থাৎ বারাকপুরের দিকে।
নেতাজীর বাম দিকের পা -
বিধান সরনী দিকে, অর্থাৎ হাতিবাগানের দিকে ।
তোমাকে প্রণাম জানাই হে বীর, কোন সংকীর্ণ রাজনীতি তোমাকে বশ করতে পারেনি। তোমার চিত্তকে করেছিল প্রসারিত, তোমার দৃষ্টিকে নিয়ে গিয়েছিল দেশের সীমা অতিক্রম করে দূরে, বহুদূরে। তুমি সব কিছুর ঊর্ধ্বে ছিলে।