19/11/2025
আগামীকাল সকাল ১০ টা থেকে রোগী দেখবেন
🩺ক্লিনিক্যাল স্টোরি ৫
টাইফয়েডের আড়ালে_১
✍️Dr Farhad Ahmed
শিবু হাঁসদা। বয়স দশ এগারো হবে। কৃষ্ণকায় চেহারা, সাদা ধপধপে দাঁত। হাসলেই প্রাণ টা জুড়িয়ে যায়।
আমি কর্মসূত্রে ১০০কিমি দূরে থাকি। আমার কাছে কল আসে - " শিবুর জ্বর। গত তিনদিন থেকে ।"
>ডাক্তার দেখাও নি?
"ওকে ভালো করে ফিজিক্যাল এক্সামিনেশন করেতে হবে। আর এত দুর থেকে সম্ভব নয়। এক কাজ করো, ওকে পাশের ব্লক হাসপাতালে নিয়ে যাও। আমার পরিচিত ডাক্তারবাবু আছেন, ভালো করে দেখে নেবেন। আমি দুই তিনদিন পর বাড়ি যাবো।"
রাতে আব্বু কল করেন। গম্ভীর ও রাগত সুরে বলেন - " শিবুর রিপোর্ট গুলো ভালো করে দেখিস নি?
>হ্যাঁ।। দেখেছি তো। কি হয়েছে?
আক্ষেপের সহিত উত্তর আসে "এত পড়াশুনা করে রিপোর্ট দেখেও বুঝতে পারছিস না যে শিবুর টাইফয়েড হয়েছে।"
আমি চুপচাপ শুনলাম। প্রেসক্রিপশনে দেখলাম প্রায় পাঁচ হাজার টাকার মেডিসিন ওর মধ্যে হাজার তিনেক টাকার এন্টিবায়োটিক ইনজেকশন ( নিজস্ব ব্র্যান্ডের)।
দুদিন পর আমি বাড়ি এলাম। শিবুর খোজ নিলাম। জ্বর এখনো কমেনি। সাথে তীব্র মাথা ব্যথায় ছটফট করছে। ঘাড় ও গলা টাও হালকা শক্ত হয়ে গেছে। আমি ভালো করে হিস্ট্রি নিয়ে এক্সামিন করতে শুরু করলাম। গভীর ভাবে পর্যবেক্ষণে ওর উরুর কাছে একটা দাগ চোখে পড়লো। ঠিক যেন কেউ সিগারেটের ছ্যাঁকা দিয়েছে । আমি আর দেরি করলাম না । ওকে নিয়ে গিয়ে একটা ব্লাড টেস্ট করলাম। Scrub IgM।
সন্ধ্যেবেলা রিপোর্ট আসলো - "Positive"
মালদা মেডিকেল কলেজে ভর্তি করানোর ব্যবস্থা করলাম। ইনজেকশন Doxycycline শুরু হলো। স্ক্রাব টাইফাসে( SCRUB TYPHUS) ইনজেকশন Doxycycline ম্যাজিকের মতো কাজ শুরু করে। দু’দিনের মধ্যেই জ্বর নামতে শুরু করল, মাথার ব্যথা প্রায় নেই, ঘাড়ের শক্তভাবও কমে গেল। ছোট্ট মুখে আবার সেই পরিচিত হাসি—যেটা দেখলেই মন ভরে যায়।
শিবুর বাবা-মা হাঁপ ছেড়ে বাঁচলেন। আমার নিজেরও বুকটা হালকা হল ।
একটা ভুল রিপোর্ট, একটা ভুল রোগনির্ণয়, আর অযথা কয়েক হাজার টাকার প্রেসক্রিপশন…
সব মিলিয়ে শিশুটার অবস্থা যে কোনদিকে গড়াতে পারত—সে চিন্তা করতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে।
এই ঘটনাটা আমাকে আবার মনে করিয়ে দিল—
রিপোর্টই সব নয়। সঠিক পরীক্ষা, পর্যবেক্ষণ, আর সময়মত সঠিক চিকিৎসাই জীবন বাঁচায়।
আর অপ্রয়োজনীয় টেস্ট ও ওষুধের আড়ালে আমরা রোগীকে হারাতে চাই না ;
রোগকে হারাতে চাই।
শিবু এখন ভালো আছে। খেলছে। হাসছে।
আর তার সেই হাসিটাই যেন মনে করিয়ে দেয়—
ওদের জীবন আমাদের দায়িত্ব। সঠিক পথই হোক আমাদের অভ্যাস।
#স্বাস্থ্যসচেতনতা #রোগনির্ণয় #গ্রামবাংলারচিকিৎসা #মেডিকেলস্টোরি
Scrub Typhus রোগ নিয়ে বিষদে জানতে pinned কমেন্টটি পড়ুন। ধন্যবাদ।।