Care & Cure

Care & Cure Complex diseases management and modernization of homoeopathy and its application on human being.

Srl #1080শুভ সকাল বন্ধুরা।আজ চিকিৎসা সম্নধীয় কিছু কথা।যারা জটিল রোগে ভুগছেন বা চিকিৎসা করিয়ে সুফল পাচ্ছেন না।তারা আমার স...
09/07/2022

Srl #1080
শুভ সকাল বন্ধুরা।

আজ চিকিৎসা সম্নধীয় কিছু কথা।

যারা জটিল রোগে ভুগছেন বা চিকিৎসা করিয়ে সুফল পাচ্ছেন না।
তারা আমার সাথে সময় নিয়ে কথা বলতে পারেন।

আমি ভিডিও আর অডিও কলিং ফেসিলিটি যোগ করেছি।
এটা ওয়েবসাইট দিয়ে হয়। কিন্তু হয় হোয়াটসেপ দিয়ে।
যেহেতু আমার ওয়েবসাইটে যোগ করা হয় নি, তাই
আপনারা প্রথমে ছবিতে যে নাম্বার দিয়েছি
+918961333115) কানেক্ট করে সময় বুক করে নিন।
আমি আপনার কথা শুনব। আপনার জটিল সমস্যা সমাধান করতে চেস্টা করব
আমার এক্সপেরিএন্স দিয়ে।

আপনার সুবিধা ঘরে বসে কথা বলুন আর ক্যুরিয়ার দিয়ে মেডিসিন পেয়ে যান।
এখন আমি এর জন্য কোন ফিস নিচ্ছি না।
আমি অন্য জায়গায় ১০০০ ভিডিও আর ৫০০ টাকা অডিও কলিং এর জন্য নি।

যারা জেনুইন ও বিশ্বাস করতে পারেন, মানে পসিটিভ,, তারাই কেবল যোগাযোগ করুন।
আমাদের পেজ ভাল লাগলে লাইক করে দেবেন। আর এ ধরনের চিকিৎসা পেতে হোয়াটসেপ করুন +918961333115

ডাঃ দেবনাথ
নিউ দিল্লী

https://www.facebook.com/105515578428725/posts/277025607944387/?app=fbl
05/04/2022

https://www.facebook.com/105515578428725/posts/277025607944387/?app=fbl

srl #0128
শুভ সকাল বন্ধুরা।
দেখ পায়ের
নখে ফাংাস ইনফেক্সান।

এই রোগ হলে ধীরে ধীরে সব
নখ কে ধরে নেয়।
দেহের ইমিউনিটি বাড়তে হয়।
সময় লাগে।

তোমাদের হলে ইগনোর করবে না।

এই পেশান্ট এর ১০০% ভিটিলিগো আছে।

ভাল লাগলে পেজ লাইক দিও।

ডা: দেবনাথ
নিউ দিল্লী
+918961333115 wh.

শুভ সন্ধ্যা বন্ধুরাআজ টার্নেরা (damiana)উপকারিতা:১. এই মেডিসিন হোমিওপ্যাথিতে শুক্রবর্দ্ধক হিসাবে ব্যাবহার করা হয়।২. স্না...
17/02/2022

শুভ সন্ধ্যা বন্ধুরা

আজ টার্নেরা (damiana)

উপকারিতা:
১. এই মেডিসিন হোমিওপ্যাথিতে শুক্রবর্দ্ধক হিসাবে ব্যাবহার করা হয়।

২. স্নায়বিক দুর্বলতা
৩. ইম্পোটেন্সি তে ব্যাবহার হয়।
৪. ধাতুদৌব্ব্রল্যে
৫. যুবতীদের ঋতু সম্নদ্ধীয় রোগে ব্যাবহার হয়। কিছুদিন
ব্যাবহার করার পর রোগ আরোগ্যলাভ করে

গাছ ও বিক্রিত মেডিসিনের
ছবি দিলাম নীচে।

ডা: দেবনাথ
নিউ দিল্লী
+918961333115 wh.

প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা।আমার নতুন কোম্পানি হল।swapna debnath research institutএ আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানাই।আমা...
16/02/2022

প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা।
আমার নতুন কোম্পানি হল।
swapna debnath research institutএ আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানাই।
আমার প্রথম প্রোডাক্ট হল SDRI 01.

এর functions:
1. চুল পড়া রোধ করে
২. ক্ষিদে বাড়িয়ে দেয় খুব
৩. RBC বেড়ে যায়
৪. ওজন বাড়ে

দাম: ২০০ রুপি
অর্ডার দিলেই পাবেন।
যোগাযোগ:
+918961333115 wh.

সোরিয়েসিস।আমার পেশান্ট ১৪ বছর ধরে ভুগছিল।এর পর ধারাবাহিক ভাবে আমার থেকে চিকিৎসানিতে সুরু করে।আজ প্রায় আট মাস হয়ে গেল, দে...
08/01/2022

সোরিয়েসিস।
আমার পেশান্ট ১৪ বছর ধরে ভুগছিল।
এর পর ধারাবাহিক ভাবে আমার থেকে চিকিৎসা
নিতে সুরু করে।
আজ প্রায় আট মাস হয়ে গেল, দেখুন পাশের ছবি।
এটা প্রমান হল সোরিয়েসিস কিউরেবল।
কিন্তু সবাই জানে এটা সারে না।
আসলে মন দিয়ে সারাতে হয়।

যাদের পুরান চর্মরোগ আছে চিকিৎসা করাবেন
নয় পরে জটিল আকার ধারন করবে।

ডা: দেবনাথ
নিউ দিল্লী

এই পেশান্ট আমার কাছ থেকে ৮ মাস যাবৎ চিকিৎসা নিচ্ছে ভিটিলিগোর।ঢাকায় বাড়ী।দারুন সেরে গেছে। প্রায় ৯৯.৯৯%.এখন চিকিতসা চলছে।আ...
07/01/2022

এই পেশান্ট আমার কাছ থেকে ৮ মাস যাবৎ চিকিৎসা নিচ্ছে ভিটিলিগোর।
ঢাকায় বাড়ী।
দারুন সেরে গেছে। প্রায় ৯৯.৯৯%.
এখন চিকিতসা চলছে।

আমরা বিশুদ্ধ হোমিওপ্যাথি মতে চিকিৎসা করে
থাকি। কোন মেডিসিন ত্বকে লাগাতে দিনা।
সব মুখেই খেতে হয়।

আপনারা চাইলে আসতে পারেন।
যোগাযোগ :
ডা: দেবনাথ

+৯১৮৯৬১৩৩৩১১৫ হোয়াটসেপ।
+৯১৮৫০৬৮৭৩৯৪৯ হোয়াটসেপ

বন্ধুরা কালো চুল সাদা করতে চাও? আমলকি দিয়ে করা সম্ভব। ৬ মাস খেতে হবে।
13/08/2021

বন্ধুরা কালো চুল সাদা করতে চাও?
আমলকি দিয়ে করা সম্ভব। ৬ মাস খেতে হবে।

VITILIGO PRIMER EXHALES. দারুন কাজ দিচ্ছে। ্মিজানুরের কাছে ঔষধ পাবেন।আমাকে আপনার ভিটি ইমেজ দিন। কথা বলুন। সারানোর গ্যারা...
13/08/2021

VITILIGO PRIMER EXHALES.
দারুন কাজ দিচ্ছে। ্মিজানুরের কাছে ঔষধ পাবেন।
আমাকে আপনার ভিটি ইমেজ দিন। কথা বলুন।
সারানোর গ্যারান্টি তো আছেই।

বন্ধুরা, আরোগ্যনিকেতন আবার নতুন করে সুরু করছি।আজ বলব লিভারের সমস্যা নিয়ে। লিভার হচ্ছে একটি অরগান যে নাকি ডাইগেস্টিভ জুস ...
10/08/2021

বন্ধুরা, আরোগ্যনিকেতন আবার নতুন করে সুরু করছি।
আজ বলব লিভারের সমস্যা নিয়ে। লিভার হচ্ছে একটি
অরগান যে নাকি ডাইগেস্টিভ জুস বানিয়ে থাকে।
আমরা তাকে পাচক রস বলি। এই রস আমাদের হজমের
সহায়তা করে।
তাহলে লিভারের কোষ গুলি কে ভাল রাখতে হবে।
নাহএ কি কি রোগ হয় দেখুন।
১> চল ঝরা
২> চুলের অকাল পক্কতা
৩> চুল ফেটে যাওয়া।
৪> হেপাটাইটিস A/B/C
5> পায়খানার সমস্যা
৬> জল পিপাসা কমে যাওয়া।
৭> ত্বকের কালারের পরিবর্তন হয়েযাওয়া।
৮> চোখের নীচে কাল ছাপ।
৯> ক্ষিদে কমে যাওয়া।
বুঝুন এই ৯ টা আমি লিখলাম । এ ছাড়া আর অনেক সমস্যা হতে পারে।
এখন প্রশ্ন হল আমারা কি করব? আমি প্রাথমিক চিকিৎসা বলে দিচ্ছি।
এতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিন্তু নিজের দায়িত্ব নিজেকে নিতে নেই।
তোমরা জার্মান হাইদ্রাস্টিস মাদার টিংচার কিনে নেবে।
এরপর ১/২ কাপ খাবার জলে ৬ ফোঁটা ঔষধ দেবে ও দিনে
দুই বার খাবে ১ মাস ধরে।
এর পরে যদি মনের মতন না সারে, তাহলে ইচ্ছে হলে আমার সাথে যোগাযোগ করবে।
আমি আর একটু হেল্প করে দেব না হয়। ভাল হলে আমাকে ধন্যবাদ দিও।

যোগাযোগঃ +৯১৮৫০৬৮৭৩৯৪৯, +৯১৮৯৬১৩৩৩১১৫ whatsapp.

যারা অনেকদিন এলোপ্যাথি চিকিৎসা করছ কিন্তু রোগ ভাল হচ্ছে না,তাদের রক্তের বিসাক্ততা সারাবার জন্য ডিটক্সিফিকেসান দরকার।করিয়...
09/08/2021

যারা অনেকদিন এলোপ্যাথি চিকিৎসা করছ কিন্তু রোগ ভাল হচ্ছে না,
তাদের রক্তের বিসাক্ততা সারাবার জন্য ডিটক্সিফিকেসান দরকার।

করিয়ে নিও। নয় পরে ভুগতে হবে।
আরোগ্যনিকেতন আবার সুরু করছি।
আমার সাথে যোগাযোগ কর।
হোয়াটসেপ এ
+৯১৮৫০৬৮৭৩৯৪৯
+৯১৮৯৬১৩৩৩১১৫

ভুল মেডিসিন থেকে শ্বেতী হয়েছে।
09/08/2021

ভুল মেডিসিন থেকে শ্বেতী হয়েছে।

Address

866/7 Govindpuri
Delhi
110019

Alerts

Be the first to know and let us send you an email when Care & Cure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram