31/08/2023
মিনোক্সোডিলের সাথে রোলার ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?
চুল-দাড়ি দ্রুত গজাতে রোলার ব্যবহার করুন।
আমরা কম বেশি সবাই চুল - দাঁড়ি নিয়ে সমস্যায় ভুগী। কারো চুল পড়ে যাচ্ছে, চুল নতুন করে গজাচ্ছেনা, মাথায় টাক সমস্যা, চুলের গ্রোথ কম, চুল পাতলা, দাঁড়ি উঠছেনা, দাঁড়ি ঘন হচ্ছে না। তাই না..? সবাই এই সমস্যার সমাধানের জন্য মিনোক্সোডিল ব্যবহার করে থাকি। মিনোক্সোডিল হচ্ছে পরীক্ষিত এবং সার্টিফাইড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। যেটা চুল - দাঁড়ির সমস্যা সমাধানে খুব দ্রুত কাজ করে। গবেষনায় দেখা গেছে ৯০ ভাগ লোকজন মিনোক্সোডিল ব্যবহারে উপকৃত হয়েছেন।
কিন্তু, আপনি কি জানেন এই মিনোক্সোডিলের সাথে রোলার ব্যবহারও আপনার জন্য অতীব উপকারী। মিনোক্সোডিলের সাথে যদি নিয়মমাফিক রোলার ব্যবহার করেন আপনার চুলের গ্রোথ কয়েকগুণ বেড়ে যাবে। এবং দ্রুত চুল দাঁড়ি গজাতে সহযোগিতা করবে।
✅কেন আপনি রোলার ব্যবহার করবেন এখনো ভাবছেন..?
আপনি যে মিনোক্সোডিল চুল এবং দাঁড়িতে ব্যবহার করেন। সেই মিনোক্সোডিল কি স্কাল্পের ভিতরে পুরোপুরি পৌঁছাতে পারে..? উত্তর - না..! কারণ বিভিন্ন ধুলাবালি, ময়লা, এবং তেল ব্যবহারে আমাদের স্কাল্পের ছিদ্র ভরাট হয়ে যায়, যার কারণে মিনোক্সোডিল ব্যবহার করলেও ভিতরে প্রবেশ করতে পারে না৷
✅তার জন্য সমাধান মিনোক্সোডিলের সাথে রোলার ব্যবহার করা। রোলার ব্যবহার করলে যা যা উপকার পাবেন.....
- স্কাল্পে ছিদ্র বৃদ্ধি করবে যাতে মিনোক্সোডিল সহজে ভিতরে প্রবেশ করতে পারে।
- স্কাল্পের ভিতরে দূষিত রক্ত থাকলে বের করে দিবে
- স্কাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে।
- চুল এবং দাঁড়ির গ্রোথ বৃদ্ধি করবে।
- নতুন চুল খুব দ্রুত গজাতে সাহায্য করবে।
- মুখে রোলার ব্যবহার করলে, স্কীনের দাগ দূর হবে।
- ব্রণের দাগ থাকলে চলে যাবে।
- স্কীন অনেক স্মোথ হবে, ব্রণ উঠা কমে যাবে।
তাই শুধু মিনোক্সিডিল ব্যবহার না করে সাথে যদি রোলারও ব্যবহার করেন, তাহলে খুব দ্রুত রেজাল্ট পাবেন এবং আপনার স্কীন, চুল এবং দাঁড়ির জন্যও অনেক উপকার হবে।
✅কোন ব্রান্ডের রোলার ব্যবহার করবেন..?
প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার স্কীন এবং মাথার স্কাল্প খুবই সেনসেটিভ এবং গুরুত্বপূর্ণ। এই জায়গা গুলোতে আপনি যদি কমদামী এবং লোকাল ব্রান্ডের রোলার ব্যবহার করেন, তাহলে উপকারতো পাবেন না, বরং হিতে বিপরীত হতে পারে। লোকাল এবং কমদামী ব্রান্ডের রোলার ব্যবহার করলে আপনার স্কাল্প এবং স্কীন দুটারই ক্ষতি হবে। ক্ষতি সাথে সাথে না হলেও, আপনার বয়স বাড়ার সাথে ক্ষতির লক্ষণ দেখতে পাবেন। তাই ভুলেও কমদামী এবং লোকাল ব্রান্ডগুলো রোলার ব্যবহার করা থেকে বিরত থাকুন।
সবসময় ইমপোর্টেড এবং ভালো ব্রান্ডের রোলার ব্যবহার করবেন। বর্তমানে Zgts Derma Roller হচ্ছে তুলনামূলকভাবে স্বল্পদামের মধ্যে খুবই ভালো মানের একটা রোলার। যেটা আপনার স্কীন এবং স্কাল্প দুটার জন্যই ভালো। Zgts Derma Roller ছাড়াও আমাদের কাছে আরো কয়েকটি ভালো ব্রান্ডের অল্পদামের মধ্যে রোলার পাবেন। তবে আমরা আমাদের কাস্টমারের উপকারের কথা ভেবে Zgts Derma Roller টি ব্যবহার করার সাজেশন দি। কারণ রোলারটির প্যাকেজিং এবং আউটলুক খু্বই উন্নতমানের এবং পশ্।
✅কত mm এর রোলার ব্যবহার করবেন..?
রোলার ব্যবহার ক্ষেত্রে দুইটা জিনিস করা যেতে পারে। এক হচ্ছে নিজে রোলিং করা অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারকে দিয়ে রোলিং করানো। নিজে রোলিং করলে 0.25mm, 0.5 mm, 0.75mm, 1.00 mm ব্যবহার করতে পারবেন। এর কম ব্যবহার করলে সুঁই গুলো ছোট হবে, কোনো উপকার হবে না। আর এর চেয়ে বেশি mm ইউজ করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। কারণ, mm বেশি মানে, সুঁইয়ের সাইজও বড়।
চুলের জন্য 1.00 mm (Standard) এবং দাঁড়ির জন্য 0.5 mm (Standard)
রোলিং করার ক্ষেত্রে কিছু নিয়ম জানা থাকতে হবে।
▶ সপ্তাহে দুইবারের বেশি রোলিং করা উচিত নয়।
▶ যেদিন রোলিং করবেন, রোলিং করার সময় থেকে ২৪ ঘন্টা আপনি মিনোক্সোডিল ব্যবহার করতে পারবেন না
▶চুলের জন্য রোলার এবং দাঁড়ির জন্য রোলার আলাদা ব্যবহার করতে হবে। কারন চুলের স্কাল্পে যে রোলার টা আপনি ব্যবহার করবেন, সেটা মুখের স্কীনে ব্যবহার করা ঠিক হবে না (যদি আপনি মাথায় এবং মুখের স্কীনে রোলার ব্যবহার করেন সেক্ষেত্রে)।
▶ রোলার ব্যবহারের পূর্বে স্কাল্প এবং স্কীন দুটোই পরিষ্কার রাখতে হবে।
স্কিন/মুখ পরিষ্কারের জন্য অবশ্যই ভালো মানের ফেইশওয়াশ ও ময়েশ্চারজার ব্যবহার করতে হবে অবশ্যই। যা আমাদের কাছ থেকে নিতে পারবেন অথেনটিক প্রোডাক্ট।
🔰কীভাবে ব্যবহার করবেন তা জানার জন্য আমাদের ইনবক্স করুন, আমাদের কাছে বিস্তারিত নিয়ে ভিডিও বানানো আছে, আমরা আপনাকে লিংক দিয়ে দিব।
🔰পরিশেষে এটাই বলবো চুল-দাঁড়ির দ্রুত সমাধান পেতে মিনোক্সোডিলের সাথে রোলার ব্যবহার করুন।
🟩মিনোক্সোডিল এবং রোলার নিয়ে আমাদের কম্বো অফার চলছে। তাই এখুনি অর্ডার করুন। আর, এই পোস্টে আমাদের সবধরনের কম্বো অফার প্রাইজ সহ দেওয়া আছে।
অর্ডার করতে এখনই কল করুনঃ- ✆ 01888380088