Ultimate Health, Nutritional and Spiritual inspiration

Ultimate Health, Nutritional and Spiritual inspiration Moringo phytoshine a super food that can prevent and cure any type of Disease.

29/05/2024

"ব্লাড প্রেসার, সুগার, অর্শ, ভগন্দর, হাঁপানি, রক্তাল্পতা, বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা, গ্যাস বদ হজম, প্যারালাইসিস, হার্টের অসুখ, স্পনডিলাইটিস, সন্তানহীনতা, সোরিয়াসিস দুরারোগ্য নয়!
এই রোগগুলি প্রাকৃতিক প্রতিকার দ্বারা সারিয়ে তোলা যেতে পারে। আপনি যদি এই রোগগুলির কোনটিতে ভুগছেন তবে আজই আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ গবেষণা বিজ্ঞানী ডাঃ ক্যারেন ভিয়েরার যুগান্তকারী আবিষ্কার গ্রহণ করুন আর সমস্ত রোগ হইতে মুক্তি পান ।" বিশদে জানতে যোগাযোগ করুন 9832833030

29/05/2024

#এক #অপূর্ন #ভালোবাসার #কবিতা
Written by সঞ্জয় সরকার 11.04.2024
কোনো এক বৈশাখের বিকেলে তুমি এসেছিলে
আমার এই জীবনে,
আচমকা এক কালবৈশাখীর মতো।
তারপর বহুদিন কেটে গেছে, কেটেছে বহু বসন্ত।
না তুমি আর ফিরে আসোনি,
শূন্য, রিক্ত মরুভূমি এ জীবন,
আজীবন পথ চেয়ে বসে আছে,
যদি কখনও কোনো এক বৈশাখের বিকেলে,
উঠে আসা ঝড়ের সাথে তুমি আবার ফিরে আসো,
আমার এই মরুভূমি প্রায় হৃদয় টাকে সিক্ত করতে।
আজও ভুলে যাইনি তোমার নয়নে নয়ন রেখে,
বসন্তের সেই দিনগুলো কতোই না মধুর ছিল।
হাজারো স্মৃতির ভিড়ে, একাকী আমি,
কতো অশ্রু ঝরেছে তা শুধু মাথার নিচে থাকা বালিশ জানে,
হৃদয়ে অসহ্য যন্ত্রণা চেপে, হাসি মুখে থাকতে আজ শিখে গেছি,
তাই হয়তো মনে পড়লেও আজ আর বলি না তোমায়।
কোনো এক শ্রাবণের অঝোর ধারায় তুমি আমি
ভিজেছিলাম এক জোছনা রাতে, সেই প্রথম হাত ধরা,
সারাজীবন এক সাথে পথ চলার অঙ্গীকার,
রাতের পর রাত জেগে ফোনে কথা বলা,
সরস্বতী পুজোতে ঘুরতে যাওয়া,
কোনো এক রাতে কথা বলবে বলে ঘুমিয়ে পড়লে,
আমি সারারাত ঘুমোইনি তোমার কথা ভেবে।
তারপর সকালে ফোন করে রাগ ভাঙ্গাতে কতোই না বাহানা,
তারপর একদিন হঠাৎ করেই কোনো এক দুঃস্বপ্নের রাতে,
এক ঘূর্ণি ঝড়ের মতো করে এলোমেলো করে দিয়ে এ জীবন,
তুমি বিদায় নিলে আমার জগত ছেড়ে,
তুমি কি জানো আজও চোখের কোণে দু ফোটা জল আসে,
যখনই মনে পড়ে তোমার দেওয়া সেই কথা,
আজীবন এক সাথে পথ চলার পণ,
আজ আমি বড়ো নিঃস্ব, বড়ো অসহায়,
আমার আবেগ, আমার আবদার গুলো রাখার,
আমাকে বোঝার আজ আর কেউ নেই এ জগতে।

29/05/2024

#আমি
Written by Sanjay Sarkar
সে বহুদিন আগের কথা,
তখন ক্লাস 9 কি 10 এ পড়ি
ভীষন আবেগী এক আমি ছিলাম,
অনেক কবিতা লিখতাম, ছিল হাজারো স্বপ্ন
জীবনে সুখী হওয়ার আশায় অনেক বড়ো হতে চাইলাম,
জীবনে সুখের আশায় অনেক পড়াশোনা করলাম।
সুখী হওয়ার জন্য একদিন চাকরির চেষ্টা করলাম,
সুখের পেছনে ছুটতে গিয়ে তোমায় ভালোবাসলাম,
আরো বেশি সুখী হওয়ার জন্য তোমায় রাখলাম এ বুকের বাম পাশে,
কিন্তু সুখ কোথায়?
একদিন তুমি এ বুকে গভীর ক্ষত তৈরী করে বেরিয়ে গেলে
হয়তো বা আরো বেশি সুখের আশায়,
আরো বেশি ভালোবাসা পাওয়ার আশায়।
আহত আমি বেদনায় ছটফট করি, তারপর একদিন সে ক্ষত সারল,
তুমি আবার ফিরে এলে, কিন্তু ভালোবাসতে নয়,
এই সাজানো গোছানো জীবনটাকে আবারো এলোমেলো করে দিতে।
জীবনের কাছে চেয়েছিলাম অনেক কিছুই,
পূরণ হয়েছে অনেক কিছুই, পাইনি শুধু তোমার মন।
জীবনে সমস্ত আঘাত সয়ে নিয়েছি,
শত কষ্টেও কোনোদিন ভেঙে পড়িনি।
তারপর একদিন পেছন থেকে এলো ছুরির আঘাত,
বেঁচে থাকার আশা ছিল তবুও,
কিন্তু যখন পেছন ফিরে দেখলাম সেই আঘাতকারী তুমি,
আর বেঁচে থাকতে ঘৃণা হলো,
মৃত্যু হলো সেই আবেগী আমির,
বাস্তবের কঠিন আঘাতে ভুলে গেলাম স্বপ্ন দেখতে,
ভয় হল স্বপ্ন দেখতে, হয়ে উঠলাম এক কঠোর মানুষ,
তারপর কোনো একদিন দেখলাম তোমার ক্ষতবিক্ষত জীবন,
চোখ ভরে এলো জলে,
যে কষ্ট দিয়ে তুমি সুখ কুড়িয়ে পেয়েছিলে জীবন রুপি ভূমি থেকে,
সেই কষ্ট তুমি অনায়াসে পেয়েছ নতুন কাউকে ভালোবেসে।
জানি না কিভাবে সেই কঠোর আমি আবারও আবেগী হয়ে উঠলাম,
শুরু করলাম আবারো লিখতে তোমায় নিয়ে।

29/05/2024

*এক অপূর্ন ভালোবাসার কবিতা*
লিখেছেন সঞ্জয় সরকার 11/04/2024
কোনো এক পূর্ণিমা রাতে
তুমি আমি দুজন মিলে
নির্জন রাস্তায় কিছুটা পথ হেঁটেছিলাম।
একটি নদীর তীরে তুমি আমি বসে
ভালোবাসার গল্প করেছিলাম।
জানি আজ সে সব শুধুই স্মৃতি।
আজ আর আমাকে হয়তো বা তোমার মনে নেই।
ভুলে গেছো সেই সমস্ত অঙ্গীকার,
যা দিয়ে তুমি আমায় স্বপ্ন দেখতে শিখিয়েছিলে।
এক বর্ষার সকালে ছাতা মাথায় দুজন মিলে
পাশাপাশি পথ চলা, তারপর হঠাৎ ছাতা ফেলে দেওয়া,
ভারী বৃষ্টি মাথায় করেই আনন্দে হারিয়ে যাওয়া।
সর্দি লেগে গলার স্বর পাল্টে যাওয়া,
টিউশন থেকে ফেরার পথে পাশাপাশি সাইকেল চালিয়ে
গল্প করতে করতে ফেরা,
তারপর বহুদিন কেটে গেছে,
পড়াশোনার পাঠ চুকে গেছে,
বদলে গিয়েছে দুজনের পথ।
পৃথিবীটা গোল, তাই একদিন চলতে চলতে
আবারও তোমার সাথে দেখা, সেই পুরোনো দিনের স্মৃতি
মনে পড়ে যাওয়া, দুজনার আবার অনাবিল সুখের সমুদ্রে হারিয়ে যাওয়া।
দুজন দুই পথের পথিক, পথ আলাদা, তবুও মন যেন কেমন আজও একই আছে।
এভাবেই চলতে চলতে একদিন থমকে গেল জীবন,
মৃত্যুর বিভীষিকা নেমে এল জীবনে।
তুমি আর আমি আবারও ভিন্ন হয়ে গেলাম আজীবনের তরে।
তারপর আর কিছু নেই, শুধু অনন্ত বিশ্রাম আর সুখ,
পৃথিবীর সমস্ত মায়ার বাঁধন ছিন্ন করে আজ আমি পরপার।

29/05/2024


Written by Sanjay Sarkar on 11/04/2024
On a full moon night
You and I together
Walked a little way on a deserted road.
You and I were sitting on the bank of a river,
We were talking about lovely things.
I know today it's all just a memory.
Maybe you don't remember me today.
You forgot all those promises,
With which you taught me to dream.
On a rainy morning, two together under an umbrella,
walking side by side, then suddenly threw the umbrella,
Getting lost in happiness with the heavy rain on our head.
Then Change in my voice due to cold.
Cycling together on the way back from Tution for having some talks. ,
These times are now over,
The paths of the two of us have changed.
The world is round, so one day
Met you again, memories of those old days
Remembering, lost again in the sea of ​​endless happiness.
Two of us are on two paths, the paths are different, yet somehow the mind is still the same.
In this way, life will stop one day,
The horror of death came to life.
You and I are once again separated forever.
Then there is nothing but eternal rest and happiness,
Today I have broken all the bonds of fascination in the world.

29/05/2024

• ভারতবর্ষের কয়েক কোটি মানুষ উপকৃত, আপনিও সুযোগ নিন।
* Google এ সার্চ করুন Highest Orac value product in the world.
Google এ সার্চ করুন Highest Nutrition tree in the world.
* Moringo Phytoshine সম্পর্কে জানুন
• Cell Therapy Treatment.
• Improves Immunity Power.
• Cleans Toxins Out.
• যে কোনো রোগের একটাই সমাধান।
• পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী ডাঃ ক্যারেন ভিয়েরার 24 বছরের অক্লান্ত গবেষণায় তৈরী যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার।
• সুস্থ ভাবে দীর্ঘ দিন বেঁচে থাকার গোপন রহস্য।
• সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ফলাফল প্রদানকারী সুষম খাদ্য।
• আপনার শরীরের সমস্ত পুষ্টির অভাব পূরণ করবে।
• কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
যে কোনো জটিল ও মারণ রোগ থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন : ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, হার্টের সমস্যা, কিডনির সমস্যা , লিভারের সমস্যা, ফ্যাটি লিভার,থাইরয়েড, প্যারালাইসিস, অর্শ, হাঁপানি, রক্তাল্পতা,চুল পড়া,সন্তানহীনতা, যৌন অক্ষমতা ইত্যাদি।
Anti aging, Antioxidant, Antiviral, Antibacterial, Anti-fungal, Anti inflammatory, Antiparasitic benefits.

যোগাযোগ 9832833030

28/05/2024


Today, don't talk about rain, listen to Separation.
I remember that rainy day,
The day you promised
See you in the afternoon, then throughout the afternoon
I was looking for you to come,
All afternoon I am alone in your hope.
I didn't run away even though I sensed the coming of the storm in the sky.
Lest you come alone and fall into danger without finding me.
I thought may be you were coming, or you had come.
I don't know how much time has passed sitting like this.
Once there was a real storm, but you didn't come.
No it's not your fault, I'm the fool.
I loved you like a fool,
Stupidly I waited until night on that stormy afternoon.
Believe me, I was not afraid of that storm that day.
The storm that you have given up in this heart,
Makes me lonely, destitute, helpless
The day you step into someone else's life,
The day you were gone for lifetime.
The storm was so strong that even today my heart trembles,
Even today my eyes shed tears,
Even today both my eyelids tremble,
Even today, the pillow gets wet every night because of the storm you caused.
Since then, when the storm comes, when the rain comes,
I don't feel romantic anymore.
A tone of displeasure emerges in the mind.
You are very happy today in exchange for selling my heart full of love,
Today you gave me a lot of happiness in return for giving me a heart full of pain.
Written by Sanjay Sarkar on 24/04/2024

28/05/2024

#বর্ষা
কলমে সঞ্জয় সরকার, 17.05.2024
এসো হে বর্ষা এসো আজ তোমায় স্বাগত জানাই হৃদয়ের সুরে,
তপ্ত পৃথিবীকে একটু শীতলতা দাও বৃষ্টি ধারায় ভরে।
ব্যাঙেরাও আজ ভীষন ক্লান্ত, গাইছে না আর গান,
শীতল ধারায় আজ ভরিয়ে দাও আমার তৃষ্ণার্ত প্রাণ।
নদী গুলো আজ শুকিয়ে গেছে, নেই তাতে জল
তোমার বৃষ্টি ধারায় আজ গাছে ফলুক রসালো ফল।
রাস্তাঘাট আজ রুক্ষ, চারিদিক ধুলোয় ভর্তি,
ইচ্ছে আজ বৃষ্টিতে করবো স্নান তাতে লাগে লাগুক সর্দি।
গাছপালা আজ বেরঙ্গিন, ঝরছে গাছের পাতা,
কিছুই লাগছে না ভালো তাই ভরছি কবিতায় খাতার পাতা।
চাষিরা আজ ভীষন চিন্তায়, হয় যদি ফসল নষ্ট,
হে বৃষ্টি তুমি এসে দূর করো সকলের কষ্ট।
এতো গরম, এত উত্তাপ প্রাণে আর সয় না,
সারাদিন আকাশে এত মেঘ, তবুও কেনো যে বৃষ্টি হয় না।
আমি বাবা বর্ষাকে ভালোবাসি, গরম আমার জন্য নয়,
শীতল ধারার মিষ্টি জলে আজ জুড়াবে হৃদয়।
গ্রীষ্মের চম্পা হোক বা শীতের রঙিন সর্ষে ক্ষেত,
তারও চেয়ে ভালোবাসি বর্ষার সবুজ ধানের ক্ষেত।
গ্রীষ্মের দাবদাহ হোক বা শীতের সে কুয়াশা,
সবচেয়ে ভালোবাসি বর্ষার আকাশে মেঘের মেলামেশা।

28/05/2024


Written by Sanjay Sarkar, 17.05.2024
She was a little girl like an angel to me.
She was like a red red rose,
Her eyes were like the glowing stars.
Her voice was like the sound of a fountain,
Her hair was like the slanting rays of the sun.
She was like a dream to every beloved heart.
When she walked on the road,
Her walking was like a river going through the plain.
Her smile was none other than the beautiful moon
Giving it's bright light in the darkest night.
Whenever I came across with her,
I felt a palpitation in the heart, making me blush.
Whenever I talked to her I felt a heavenly feelings.
She never felt so as she didn't think me an important one,
There was a big place in my heart for her for so long,
But she never came to my life nor my heart.
The more she ignored me the more I felt my passion for her.
Now that she is more and more far away from my life,
But I still feel her deep existence in my heart,
As though she is still living unknowingly in my heart.
As long as I will live in this world,
Her existence will remain safe in my heart.
She was always a dream to me and will remain so
For the rest of my life.

28/05/2024

#সম্পর্ক
কলমে সঞ্জয় সরকার 14.05.2024
মানুষ সম্পর্কের দ্বারা কি চায়?
এমন একটা প্রশ্ন সবসময় মনে এসে যায়।
আমি নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি
মানুষ সবসময় বেটার অপশন চায়,
যেমন ধরুন আপনার সাথে কেউ খুব কথা বলে,
হঠাৎ কিছুদিন থেকে কোনো কথা নেই,
খোঁজ নিয়ে দেখবেন যে সে এমন কাউকে পেয়ে গেছে
যে আপনার চাইতেও মিষ্টি বা পছন্দসই কথা বলে।
এবার ধরুন কেউ আপনার রূপ দেখে প্রেমে পড়েছে,
খুব প্রেম দুজনের, দুজনে দারুণ ভাবে একাত্ম হয়ে গেছেন
হঠাৎ একদিন সে সামান্য অজুহাতে আপনাকে ছেড়ে চলে গেলো,
বুঝবেন যে সে আপনার চেয়েও সুন্দরী কাউকে পেয়ে গেছে
যেটা আপনার চেয়েও তার কাছে বেটার অপশন বলে মনে হয়েছে।
আবার দেখবেন একটা লোক একটা কোম্পানির কাজ করে,
হঠাৎ করে দেখলেন কিছুদিন পর সে অন্য কোম্পানিতে,
এর পেছনে কারণও ওই বেটার অপশন।
আবার দেখবেন একটা লোক সবসময় আপনার
দোকান থেকে জিনিসপত্র নেয়,
হঠাৎ সে আর দোকানে আসছে না,
খোঁজ নিয়ে জানতে পারবেন হয়তো সে আপনার চেয়েও
সস্তায় জিনিস পেয়ে গেছেন।
সেখানে জিনিসপত্র আসল কি নকল সেটা ম্যাটার করে না,
দামটাই ম্যাটার করে, আপনার সাথে এতদিনের একটা
সুসম্পর্ক সেটা কিন্তু তার কাছে ম্যাটার করে না
কারণ সম্পর্ক যতোই গাঢ় হোক না কেন
বেটার অপশন সবাই খোঁজে, কেউ প্রকাশ করে
আবার কেউ মনের মাঝে সুপ্ত অবস্থায় লুকিয়ে রাখে।
ধরুন আপনার স্ত্রী প্রতিদিন আপনাকে উঠতে বসতে
কথা শোনায়, আমার দিদির বর এমন,
আমার দিদি বা বান্ধবীর বর ওকে কত্ত ভালোবাসে।
বুঝে নেবেন যে সে আপনাকে পেয়ে হতাশ,
সে আপনার চেয়েও বেটার অপশন পেতে চায়
কিন্তু উপায় নেই বলে আপনাকে শুধু শোনায়,
ছেড়ে যেতে হয়তো বা চায়,
কিন্তু যাওয়ার তো নেই কোনো উপায়,
আসলে আপনি মানবেন কি মানবেন না জানি না,
মানুষ সবসময় নিজের অপছন্দের মানুষের সাথে
সম্পর্ক বেশিদিন রাখে না, কিন্তু লোকটিকে হারানোর
কিছুদিন পর নিজেই বুঝতে পারে যে আসলে যা হারিয়েছি
সেটাই বেটার অপশন ছিল।
পৃথিবীতে বেটার অপশন বলে কিছু নেই,
যে কোনো অপশনকেই আপনি বেটার করে নিতে পারেন
নিজের চিন্তাভাবনার দ্বারা।
আসলে আপনি যে এই এতো সুন্দর একটা জীবন,
সৃষ্টির সেরা জীব মানুষের জীবন পেয়েছেন
এটাই কি আপনার বেটার অপশন নয়?
এরপরেও যদি বেটার অপশন খুঁজতে থাকেন
তাহলে দেখবেন একদিন মৃত্যু আপনাকে গ্রাস করে নেবে,
হয়তো বা সেটাই আপনার জন্য বেটার অপশন হবে।

পার্থেনিয়াম -  '        'পার্থেনিয়াম' সূর্যমুখী উপজাতির উদ্ভিদ যার জন্ম মেক্সিকোতে কিন্তু বর্তমানে বাংলা তথা সারা ভারত...
28/05/2024

পার্থেনিয়াম - '

'পার্থেনিয়াম' সূর্যমুখী উপজাতির উদ্ভিদ যার জন্ম মেক্সিকোতে কিন্তু বর্তমানে বাংলা তথা সারা ভারতের সর্বত্র ভয়ঙ্কর বিপদজনক ভাবে ছড়িয়ে পড়েছে।পার্থেনিয়াম গাছ বাঁচে তিন থেকে চার মাস। এই সময়ের মধ্যেই তিনবার ফুল ও বীজ দেয়। পার্থেনিয়ামের একটি গাছ ৪ থেকে ২৫ হাজার বীজের জন্ম দিতে পারে। এই বীজ এতই ছোট যে সাধারণত গবাদি পশুর গোবর, গাড়ির চাকার বা জুতা-স্যান্ডেলের তলার কাদামাটি, সেচের জল ও বাতাসের সঙ্গে এর বিস্তার ঘটে।

পার্থেনিয়ামে রয়েছে Sesquiterpene Lactones নামক টক্সিন বা বিষ যা মানুষসহ অন্যান্য প্রাণীদের জন্য ক্ষতিকর। পার্থেনিয়াম আগাছা ফসলি জমিতে থাকলে ফসলের উৎপাদন প্রায় চল্লিশ শতাংশ কমিয়ে দেয়। পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে গবাদি পশু চরানো হলে পশুর শরীর ফুলে যায়, তীব্র জ্বর, বদহজমসহ নানা রোগের উপসর্গ দেখা দেয়। পার্থেনিয়াম মানুষের হাতে-পায়ে লাগলে হাত-পা চুলকায়, লাল হয়ে যায় এবং পরে ত্বকের ক্যান্সারের সৃষ্টি করতে পারে। আক্রান্ত ব্যক্তি ঘনঘন জ্বর, অসহ্য মাথাব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে পারে। ১০ মিটার দূর থেকে পার্থেনিয়ামের ফুলের রেণু মানুষের এলার্জি, হাঁপানি, চর্মরোগ, ব্রঙ্কাইটিস সৃষ্টি করতে পারে। এই আগাছা ৭০ শতাংশ মানুষের চর্মরোগ, ৩০ শতাংশ মানুষের শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করতে পারে। ভারতের পুনেতে পার্থেনিয়ামজনিত বিষক্রিয়ায় এ পর্যন্ত ১২ জন মারা গেছেন।

পার্থেনিয়াম গাছ ধ্বংস করার উপায় :

পার্থেনিয়াম গাছের গায়ে কেরোসিন স্প্রে করলে পার্থেনিয়াম খুব তাড়াতাড়ি মারা যায়। তবে এতে অনেক অসুবিধা আছে, যেমন- পদ্ধতিটি ব্যয়সাপেক্ষ, কেরোসিন জলাশয়ে ছড়িয়ে পড়লে জল নষ্ট হবে।
তাই খুব কম খরচে এটি বিনাশ করার সবচেয়ে ভালো উপায় হলো ৪ থেকে ৫ লিটার জলে ১ কেজি নুন ভালো করে মিশিয়ে গাছের পাতায় ও গোড়াতে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করলে ২ দিনের মধ্যে পার্থেনিয়াম গাছ মারা যাবে।

#সাবধানতা_অবলম্বন :

১. পার্থেনিয়াম গাছে কোনো ভাবেই হাত দেবেন না এবং বাচ্চাদের দূরে রাখুন।

২. পার্থেনিয়াম সাফাই অভিযানে সবসময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে থাকবেন। এছাড়া ফুলহাতা জামা ও ফুলপ্যান্ট পরে থাকা ভালো।

৩. সাফাইয়ের পর জামাকাপড় ভালো করে ধুয়ে ফেলবেন ও নিজে স্নান করে বাড়িতে ঢুকবেন।

আমাদের অসচেতনতার সুযোগ নিয়েই পার্থেনিয়াম এত দ্রুত বংশবিস্তার করছে। তাই সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা নিজেদের চারপাশ পার্থেনিয়াম মুক্ত রাখুন, এই বিষয়ে সচেতনতা ছড়ান ও নিজেরা সুস্থ থাকুন।
সংগৃহীত পোস্ট

আপনি কি আপনার সমস্ত রোগ থেকে মুক্তি পেতে চান?আমি কি সুস্থ সবল শরীর ফিরে পেতে চান?আপনি কি চান সারাজীবন ধরে নিজেকে সুস্থ র...
28/05/2024

আপনি কি আপনার সমস্ত রোগ থেকে মুক্তি পেতে চান?
আমি কি সুস্থ সবল শরীর ফিরে পেতে চান?
আপনি কি চান সারাজীবন ধরে নিজেকে সুস্থ রাখতে?
আপনি কি চান আপনার বাবা মা সহ যে কোনো প্রিয় মানুষটি দীর্ঘদিন রোগবিহীন জীবনযাপন করে আপনার পাশে থাকুক?
আপনি কি বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে ঘুরে ঘুরে ক্লান্ত, অবসন্ন, তবুও আপনার বা আপনার প্রিয়জনের কঠিন অসুখের কোনো চিরস্থায়ী সমাধান খুঁজে পাননি?
*** আমাদের এই আয়ুর্বেদিক প্রোডাক্ট ব্যবহার করে আপনি আপনার কঠিন থেকে কঠিনতর রোগ থেকে চিরতরে মুক্তি পেতে পারেন কোনো রকমের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।
*** সুস্থ মানুষ ব্যবহার করে আজীবন রোগমুক্ত থাকতে পারবেন।
*** রোগ বা অসুখে আর ভোগান্তি নয়। আপনার সকল সমস্যার আমাদের কাছে একটাই সমাধান।
*** আপনি চাইলে নিজেকে এবং নিজের পরিবারকে রোগমুক্ত, সুস্থ-সবল, হাসিখুশি জীবন দান করতেই পারেন। আগ্রহী ব্যক্তিরা ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

**অনুগ্রহ করে সবাই শেয়ার করুন, আপনার একটি শেয়ার হয়তো একজনকে জীবনের কষ্ট, যন্ত্রণা ও রোগ থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে।***

Address

Ksheti
Dhupguri
735210

Alerts

Be the first to know and let us send you an email when Ultimate Health, Nutritional and Spiritual inspiration posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram