29/05/2024
#এক #অপূর্ন #ভালোবাসার #কবিতা
Written by সঞ্জয় সরকার 11.04.2024
কোনো এক বৈশাখের বিকেলে তুমি এসেছিলে
আমার এই জীবনে,
আচমকা এক কালবৈশাখীর মতো।
তারপর বহুদিন কেটে গেছে, কেটেছে বহু বসন্ত।
না তুমি আর ফিরে আসোনি,
শূন্য, রিক্ত মরুভূমি এ জীবন,
আজীবন পথ চেয়ে বসে আছে,
যদি কখনও কোনো এক বৈশাখের বিকেলে,
উঠে আসা ঝড়ের সাথে তুমি আবার ফিরে আসো,
আমার এই মরুভূমি প্রায় হৃদয় টাকে সিক্ত করতে।
আজও ভুলে যাইনি তোমার নয়নে নয়ন রেখে,
বসন্তের সেই দিনগুলো কতোই না মধুর ছিল।
হাজারো স্মৃতির ভিড়ে, একাকী আমি,
কতো অশ্রু ঝরেছে তা শুধু মাথার নিচে থাকা বালিশ জানে,
হৃদয়ে অসহ্য যন্ত্রণা চেপে, হাসি মুখে থাকতে আজ শিখে গেছি,
তাই হয়তো মনে পড়লেও আজ আর বলি না তোমায়।
কোনো এক শ্রাবণের অঝোর ধারায় তুমি আমি
ভিজেছিলাম এক জোছনা রাতে, সেই প্রথম হাত ধরা,
সারাজীবন এক সাথে পথ চলার অঙ্গীকার,
রাতের পর রাত জেগে ফোনে কথা বলা,
সরস্বতী পুজোতে ঘুরতে যাওয়া,
কোনো এক রাতে কথা বলবে বলে ঘুমিয়ে পড়লে,
আমি সারারাত ঘুমোইনি তোমার কথা ভেবে।
তারপর সকালে ফোন করে রাগ ভাঙ্গাতে কতোই না বাহানা,
তারপর একদিন হঠাৎ করেই কোনো এক দুঃস্বপ্নের রাতে,
এক ঘূর্ণি ঝড়ের মতো করে এলোমেলো করে দিয়ে এ জীবন,
তুমি বিদায় নিলে আমার জগত ছেড়ে,
তুমি কি জানো আজও চোখের কোণে দু ফোটা জল আসে,
যখনই মনে পড়ে তোমার দেওয়া সেই কথা,
আজীবন এক সাথে পথ চলার পণ,
আজ আমি বড়ো নিঃস্ব, বড়ো অসহায়,
আমার আবেগ, আমার আবদার গুলো রাখার,
আমাকে বোঝার আজ আর কেউ নেই এ জগতে।