Maheshwara Naba Ketan Gramin Vikash Kendra

  • Home
  • Maheshwara Naba Ketan Gramin Vikash Kendra

Maheshwara Naba Ketan Gramin Vikash Kendra Sports, Culture, Health, Education, Skill, Social and Economic Development Welfare Society.

21/08/2025
জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ১৫ই আগস্ট, ২০২৫, শুক্রবার, দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা ক্লাবের সদস্য...
21/08/2025

জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ১৫ই আগস্ট, ২০২৫, শুক্রবার, দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা ক্লাবের সদস্যগণ, গ্রামবাসী, ছোট ছোট ছেলে মেয়েদের সাথে আনন্দের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করলাম। সম্মানীয় সদস্যা বিভা শী পারুই মহাশয়া জাতীয় পতাকা উত্তলন করেন। উদযাপন অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদিকা অঞ্জলী শী, সঞ্চালনা করেন শ্রীমান পলাশ মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পীযূষ কান্তি যতি, সহ-সম্পাদক বিনয় গুছাইত, মহিলা সম্পাদিকা নন্দা রানী খাঁড়া, শিশু সম্পাদক রাজীব শী, কোষাধ্যক্ষ সুরজিত মণ্ডল। এছাড়া সহযোগিতায় নবকুমার খাঁ, অমিত কর্মকার এছাড়া আরও অনেকে। জাতীয় পতাকা উত্তলন, জাতীয় সঙ্গীত, পুষ্প প্রদান, মোমবাতি ও ধূপ প্রজ্জলন, শহীদের স্মৃতির উদ্দেশে নীরবতা পালন, মাননীয়া বিভা শী পারুই মহাশয়ার সংক্ষিপ্ত বক্তৃতা এবং সকলকে জিলিপি প্রদানের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হল। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।

অদ্য ৩রা আগস্ট, ২০২৫, রবিবার বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত মাই ভারত – ডায়মন্ড হারবারের পরিচালনায় এবং মহেশ্বরা নবকেতন গ্রা...
03/08/2025

অদ্য ৩রা আগস্ট, ২০২৫, রবিবার বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত মাই ভারত – ডায়মন্ড হারবারের পরিচালনায় এবং মহেশ্বরা নবকেতন গ্রামীণ বিকাশের আয়োজনে ও নবকেতন সোশ্যাল অ্যাওয়ারনেস –এর উদ্যোগে “এক পেড় মা কে নাম” নামক শিশুদের বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হল। এই কর্মসূচীর শুভ সূচনা করেন আমাদের গ্রাম সদস্য ও ক্লাবের সম্মানীয় সদস্য মাননীয় তরুণ যতি মহাশয়।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রীমান পলাশ মণ্ডল। উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি মাননীয় রামকৃষ্ণ শী, সাধারণ সম্পাদক মাননীয় পীযূষ কান্তি যতি, সহ সম্পাদক মাননীয় বিনয় গুছাইত, ক্রীড়া সম্পাদক মাননীয় ঝন্টু গুছাইত, শিশু সম্পাদক মাননীয় রাজীব শী, সাধারণ সদস্য মাননীয় সান্টু গুছাইত ও শমিক পুরকাইত প্রমুখ। এছাড়া উপস্থিত ছিল স্বেচ্ছাসেবক হিসাবে অমিত পুরকাইত ও তুফান খাঁ। গ্রামের মায়েরা, বয়জ্যেষ্ঠরা ছোট ছোট ছেলে মেয়েদের সাথে এই কর্মসূচীতে স্বতস্ফুরত, আন্তরিক ও উৎসাহের মধ্য দিয়ে অংশগ্রহণ করেন। বাদ্য বাজিয়ে গ্রামের বিভিন্ন স্থানে উৎসাহের সাথে শিশুদের বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করতে পেরে নিজেদের ধন্য মনে করছি এবং গ্রাম বাসী, সমর্থক, সদস্য প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই এবং ছোট ছোট ছেলে মেয়েদের ভালবাসা জানাই।

অদ্য এই প্রথম নবকেতনে শিশুদের দ্বারা রথ যাত্রা অনুষ্ঠিত হল। আয়োজনে - নবকেতন চাইল্ড কেয়ার। পরিচালনা করেন শিশু সম্পাদক - শ...
27/06/2025

অদ্য এই প্রথম নবকেতনে শিশুদের দ্বারা রথ যাত্রা অনুষ্ঠিত হল। আয়োজনে - নবকেতন চাইল্ড কেয়ার। পরিচালনা করেন শিশু সম্পাদক - শ্রীমান রাজীব শী। রথের দড়ি তেনে উদ্বোধন করে শিশু প্রতিনিধি হিসাবে অরন্য খাঁ। এছাড়া ছিল সূর্য গুছাইত, সিদ্ধার্থ গুছাইত, আয়ুষ গুছাইত, কুনাল খাঁ, কুন্তল খাঁ, হিরন খাঁ, অয়ন্তিকা গুছাইত এছাড়া আরও অনেকে। সহযোগিতায় ছিলেন শ্রীমতী আলপনা গুছাইত, শ্রীমতী শিখা রানী খাঁ, শ্রীমতী উমা খাঁ, শ্রীযুক্ত নবকুমার খাঁ, শ্রীযুক্ত অসিত খাঁ, শ্রীযুক্ত তপন গুছাইত। উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত পীযূষ কান্তি যতি। স্বতস্ফুরত ভাবে যোগদান করেন গ্রামের বিভিন্ন বয়স্ক ব্যাক্তিরা, মহিলারা, যুবকরা এবং অন্যান্য শিশুরা। শঙ্খ, ঘণ্টা, বাদ্য বাজিয়ে এবং সকলকে ভোগ বিতরণের মধ্য দিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে গ্রামের বিভিন্ন পাড়া পরিক্রমার মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা পর্বটি সম্পন্ন করা হয়।

আজ ৫ই জুন দশহরা দিনে ক্লাবের প্রথম দুর্গা মায়ের আরাধনার জন্য কাঠামো পুজার শুভ সূচনা হয়ে গেল। মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়...
05/06/2025

আজ ৫ই জুন দশহরা দিনে ক্লাবের প্রথম দুর্গা মায়ের আরাধনার জন্য কাঠামো পুজার শুভ সূচনা হয়ে গেল। মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে শুভ সূচনা করলেন পুজা কমিটির আয়োজক শ্রীযুক্ত তপন গুচ্ছাইত মহাশয়। অনুষ্ঠানটির সফল পরিচালনা করলেন পুজা কমিটির পুজা সঞ্চালক শ্রীমান পলাশ মণ্ডল। সহযোগিতায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক, শ্রীযুক্ত পীযূষ কান্তি যতি, সহ সম্পাদক শ্রীমান বিনয় গুচ্ছাইত, সাংস্কৃতিক সম্পাদিকা অঞ্জলি শী, সদস্য শ্রীযুক্ত নবকুমার খাঁ, সদস্যা শ্রীমতী আলপনা গুচ্ছাইত, এছাড়া স্বেচ্ছাসেবক হিসাবে, সৈকত খাঁ, কুনাল খাঁ, কুন্তল খাঁ, হিরন খাঁ, সিদ্ধার্থ গুচ্ছাইত, সূর্য গুচ্ছাইত, অয়ন শী ইত্যাদি। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাক্তি বর্গ হিসাবে শ্রীযুক্ত পালান মণ্ডল, শ্রীযুক্ত সুশীল মণ্ডল, শ্রীমতী উমা খাঁ, শ্রীমতী পুতুল মণ্ডল এছাড়া অন্যান্য গ্রামবাসীবৃন্দ।

জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। 🇮🇳🇮🇳🇮🇳
10/05/2025

জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। 🇮🇳🇮🇳🇮🇳

৯ই মে, ২০২৫, ২৫শে বৈশাখ, ১৪৩২ সং পালিত হল রবীন্দ্র জন্ম জয়ন্তী দিবস উদযাপন। রবীন্দ্র প্রতিকৃতিতে মোমবাতি ও ধূপ প্রজ্জলনে...
09/05/2025

৯ই মে, ২০২৫, ২৫শে বৈশাখ, ১৪৩২ সং পালিত হল রবীন্দ্র জন্ম জয়ন্তী দিবস উদযাপন। রবীন্দ্র প্রতিকৃতিতে মোমবাতি ও ধূপ প্রজ্জলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাংস্কৃতিক সম্পাদিকা অঞ্জলী শী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পীযূষ কান্তি যতি, সহ স্বংম্পাদক বিনয় গুচ্ছাইত, সদস্য হিসাবে সুমন যতি, প্রিয়ব্রত মাজি ও অন্যান্য সদস্যবৃন্দ, সমর্থকবৃন্দ, গ্রামবাসীবৃন্দ এবং ছোট ছোট ছেলে মেয়েরা। জাতীয় সঙ্গীত ও রবীন্দ্র সঙ্গীত পরিবেশন ও বাদ্য বাজানো এবং পুষ্প অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এগিয়ে চলে। বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সঞ্চালক শ্রীমান পলাশ মণ্ডল। সবশেষে, সকলকে লজেন্স প্রদানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Annual General Meeting, 2024-2025
30/09/2024

Annual General Meeting, 2024-2025

Address

Vill+PO/Maheshwara, PS/Ramnagar, Dist/South 24 Paraganas

743368

Alerts

Be the first to know and let us send you an email when Maheshwara Naba Ketan Gramin Vikash Kendra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Maheshwara Naba Ketan Gramin Vikash Kendra:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram