Ha-Mim Hijama Clinic

Ha-Mim Hijama Clinic এটি ঔষধ বিহীন সুন্নাতি পদ্ধতিতে চিকি?

Brain Food: মাথার 'খাবার' কোন ড্রাই ফ্রুট জানেন? নিয়মিত একটা খেলেই মারণরোগের দফারফা!Brain Food: পুষ্টিবিদের মতে সম্পূর্ণ...
01/11/2024

Brain Food: মাথার 'খাবার' কোন ড্রাই ফ্রুট জানেন? নিয়মিত একটা খেলেই মারণরোগের দফারফা!

Brain Food: পুষ্টিবিদের মতে সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে এবং হজমশক্তি বাড়াতে আখরোটকে জলে ভিজিয়ে সকালে খাওয়া ভাল।
বিভিন্ন ড্রাই ফুডের সঙ্গে এই ফল খাওয়ার অভ্যাস আছে অনেকের। কেউ কেউ আবার সকালে খালি পেটে এটি খেয়ে থাকেন। কিন্তু আপনি কি জানেন, সকালে খালি পেটে আখরোট খেলে শরীরের কী কী পরিবর্তন ঘটে?
কিছু গবেষণায় দেখা গিয়েছে, আখরোটে অ্যান্টি-অক্সিড্যান্ট ও অন্যান্য কিছু রাসায়নিক থাকে, যা ক্যানসার প্রতিরোধ করতে পারে। বিশেষ কয়েক প্রকার ক্যানসার ঠেকিয়ে রাখতে আখরোট দারুণ উপকারী
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, সকালে খালি পেটে নিয়মিত একটি আখরোট খাওয়ার অভ্যাস ক্যানসার, হার্টের অসুখ, স্নায়ুগত সমস্যা, রক্তচাপ নিয়ন্ত্রণ-সহ নানা রোগের ওষুধ হিসেবে কাজ করে। বিশেষ করে এটি ব্রেন ফুড অর্থাৎ মস্তিষ্কের খাবার।
আখরোটে থাকা ওমেগা ৩, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই'র মতো উপাদানগুলো ত্বক ও চুলের যত্নে দারুণ কার্যকরী। যাদের ঘুম হয় না এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না, নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাসে এ সমস্যা থেকে তারা মুক্তি পাবেন। হাড় ও দাঁতের যত্নেও দারুণ কাজ করে এ আখরোট
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকার ফলে আখরোট মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতেও সাহায্য করে। নিয়ম করে আখরোট খেলে স্মৃতিশক্তি বাড়ে, নিউরোলজিক্যাল ডিজঅর্ডারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে।
আখরোটে ফাইবারও থাকে ভাল মাত্রায়। ডায়েটে ফাইবার রাখলে হজম ক্ষমতা বাড়ে। পাকস্থলীতে হজমে সাহায্যকারী ব্যাক্টেরিয়াগুলি তৈরি হয়। এই ব্যাক্টেরিয়াগুলি পেট ভাল রাখে, পেটের সংক্রমণ দূর করতেও সাহায্য করে।

হা-মিম হিজামা ট্রিটমেন্ট
দেউলা, ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা।
মোঃ 9732424206

12/09/2023

মানুষ কোনো কিছু হারালেও,
তার বিকল্প অবশ্যই খুঁজে পাবে।
কিন্তু যে শ্রষ্ঠাকে হারালো,
সে কখনো তাঁর কোনো বিকল্প খুঁজে পাবে না।

21/09/2022

হিজামার উপকারিতা আসলে অনেক। তবে,আধুনিক বিজ্ঞান ও মডার্ন মেডিকেল সাইন্স অনুসারে হিজামার কিছু উপকারিতা নিচে তুলে ধরা হলো...
১.হিজামায় Skin স্টিস্যু থেকে Toxic Blood (দূষিত রক্ত) বের করে দেওয়া হয়। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বৃদ্ধি পায়।
২.ইহা শরীরের লিম্ফ্যাটিক সিস্টেমকে Active করে। ফলে শরীরে নতুন রক্ত কণিকা তৈরি হয়।
৩.ইহা রক্ত নালী গুলো পরিষ্কার করে।ফলে শরীরের রক্ত সন্ঞ্চালন (Blood circulation) স্বাভাবিক হয়।
৪.হিজামায় শরীরে থেকে যাওয়া ঔষধ ও waste product গুলো বের করে দেওয়া হয়। ফলে পরবর্তীতে অন্য কোন হার্বস বা মেডিসিন খেলে তা দ্রুত কাজ করে।
৫.শরীরের যে স্থানে হিজামা করা হয় ওই স্থানের Nerve গুলো Stimulate ও চাপ মুক্ত হয়। ফলে আক্রান্ত অঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্রেইনের মনোযোগ বৃদ্ধি পায়।
৬. কালো জাদু (Black Magic) এ হিজামা করালে উপকার পাওয়া যায়।
৭.শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হিজামার ডি-টক্স থেরাপি অসাধারণ ভূমিকা রাখে।
৮.হিজামায় শারীরিক শক্তিবৃদ্ধি, দৃষ্টিশক্তি বৃদ্ধি, স্মৃতিশক্তি বৃদ্ধি ও হজম শক্তিবৃদ্ধি পায়।
এছাড়াও......
★হিজামা একটা সুন্নাতি চিকিৎসা।
★বিশ্বের একমাত্র ঔষধবিহীন Detoxification থেরাপী।
★বিশ্বের একমাত্র ঔষধবিহীন Anti aging থেরাপী।
★বিশ্বের একমাত্র ঔষধ বিহীন পেইন কিলার।
★এটা Blood Purifier
★Skin Cleanser
★Memory Booster &
★ Stress Reliever সহ অনেক ধরণের রোগের চিকিৎসায় হিজামা করা হয়।।

হা-মিম হিজামা ট্রিটমেন্ট
দেউলা, ডায়মন্ড হারবার,0দক্ষিণ ২৪ পরগনা।
মোঃ 9732424206

যারা মাইগ্রেইন ও সাইনোসাইটিসের কারনে প্রচন্ড মাথা ব্যথায় ভুগছেন তাদের জন্য কাপিং থেরাপি বা হিজামা অত্যান্ত কার্যকরী একটি...
19/09/2022

যারা মাইগ্রেইন ও সাইনোসাইটিসের কারনে প্রচন্ড মাথা ব্যথায় ভুগছেন তাদের জন্য কাপিং থেরাপি বা হিজামা অত্যান্ত কার্যকরী একটি ট্রিটমেন্ট। অনেক ক্ষেত্রেই রক্ত চলাচল কমে যাওয়া ও ধমনীর শাখাগুলি সংকোচনের ফলে মাথা ব্যথা হয়ে থাকে। কাপিং থেরাপির মাধ্যমে রক্ত চলাচল বাড়ে এবং মস্তিস্ক ও স্নায়ুগুলির কার্যক্ষমতা বাড়ে, ফলে মাইগ্রেন ও সাইনোসাইটিসের ব্যথা দূর হয়। এছাড়া যে বিষাক্ত বা দুষিত রক্তের কারনে এই ব্যথা হয়, কাপিংয়ের মাধ্যমে সেই দুষিত রক্ত বা টক্সিন বের করে ফেলা হয়। সাধারনত মেডিসিনের মাধ্যমে এই জিবণূ কোন ভাবেই শরীর থেকে দূর করা যায় না। একমাত্র কাপিংয়ের মাধ্যমেই তা সম্ভব। যারা ধুমপানে অভ্যাস্ত তাদের শরীর থেকে নিকোটিন বের হয়ে যায় মাথায় কাপিং থেরাপির মাধ্যমে।

হামিম হিজামা ট্রিটমেন্ট
দেউলা, ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা।
মোবাইল: 9732424206

প্রশ্ন: একজন জানতে চেয়েছেন "হিজামা করালে কি কোলেস্টেরলের সমস্যার কোন উপকার হয়?"উত্তর:  - "হ্যাঁ, হয় !"রক্তে কোলেস্টেরল ...
19/09/2022

প্রশ্ন: একজন জানতে চেয়েছেন "হিজামা করালে কি কোলেস্টেরলের সমস্যার কোন উপকার হয়?"

উত্তর: - "হ্যাঁ, হয় !"

রক্তে কোলেস্টেরল বেশি থাকা একটা বড় ধরণের স্বাস্থ্য ঝুকি। এই কোলেস্টেরল গুলোই একসময় রক্ত নালীতে জমা হয়ে হয়ে স্ট্রোকস বা হার্ট এ্যটাকের মত বড়সড় ঘটনা ঘটে যায়।

আমাদের পরিবার, পরিচিত সার্কেলে কোলেস্টেরল নিয়ে সমস্যায় থাকেন এমন কাউকে খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হয় না। সমস্যাটা এতটাই কমন। কোলেস্টেরলের সমস্যার জন্য তারা নিয়মিত ঔষধ খেয়ে যাচ্ছেন, খাবার নিয়ন্ত্রন করছেন। এর মাধ্যমেই এর নিয়ন্ত্রন নেবার চেষ্টা করছেন। কমিয়ে সহনীয় পর্যায়ে রাখছেন।

কিন্তু জানেন কি, হিজামার মাধ্যমেও আপনি কোলেস্টেরল নিয়ন্ত্রনে রাখতে পারবেন?

কোলেস্টেরলের সমস্যা বলতে আমরা বুঝি রক্তে লিপিডের পরিমাণ বেশি। এর প্রধানত ৪ টা প্যারামিটার আছে। Total cholesterol, Triglyceride(TG), LDL-Cholesterol এবং HDL-Cholesterol. এর মধ্যে প্রথম ৩টা কম থাকা ভালো এবং শেষেরটা বেশি থাকা ভালো।

রিসার্চে দেখা গিয়েছে হিজামার প্রথম ২ সপ্তাহের মধ্যেই প্রথম তিনটা প্যারা মিটার উল্লেখযোগ্য মাত্রায় কমে এসেছে এবং গুড কোলেস্টেরল বা HDL-Cholesterol এর মাত্রা বেড়েছে।

যদি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রন করতে চান হিজামাকে অবশ্যই অপশন হিসেবে গ্রহণ করতে পারেন।

হামিম হিজামা ট্রিটমেন্ট
দেউলা, ডায়মন্ড হারবার দক্ষিণ ২৪ পরগনা।
মোঃ 9732424206

11/09/2022

#হিজামা সকল বয়সী লোকদের জন্য প্রযোজ্য।

হিজামা তে কোন পার্শপ্রতিক্রিয়া নাই। বিশেষ করে যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন, যাদের ঘাড়, হাটু এবং কোমর ব্যথা আছে তাদেরকে হিজামা নিতে উৎসাহিত করা হয়।

বৃদ্ধ বাবা-মা; যাদের বাতের ব্যথা আছে। যাদের প্রেসার এবং গ্যাস্ট্রিকের সমস্যা আছে, শারিরীক যন্ত্রনায় ঘুম কম হয় এমন মানুষ হিজামা নিয়ে উপকৃত হতে পারেন।

তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হিজামা যেকোন বয়সী মানুষের শরীরে ব্যপক ভূমিকা রাখে।

Appointments এর জন্য যোগাযোগ করুনঃ

হা-মিম হিজামা ট্রিটমেন্ট
দেউলা, ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা।
মোঃ 9732424206

♻️♻️ ইদানিং রীতিমতো বেশিরভাগ মহিলাদের কোমড়ে ব্যথা বা ব্যাক পেইন রিলেটেড সমস্যা বেশি দেখা যাচ্ছে। 🟣 হোক বাসায় কাজের চাপ ব...
22/08/2022

♻️♻️ ইদানিং রীতিমতো বেশিরভাগ মহিলাদের কোমড়ে ব্যথা বা ব্যাক পেইন রিলেটেড সমস্যা বেশি দেখা যাচ্ছে।

🟣 হোক বাসায় কাজের চাপ বা বাহিরে অফিস করে যানযটে রেগুলার প্রেসারের লাইফ স্টাইলের দরুন।
খুব সহজেই দীর্ঘদিন মেডিসিন না খেয়েই আমাদের মহিলা পেসেন্টরা এই প্রব্লেমের জন্যে কাপিং থেরাপি নিয়ে সুস্থ জীবন যাপন করছে মাত্র ২-৩ মাসে ২-৩ টা সেশনেই আলহামদুলিল্লাহ।

🟣 আজকেও সাধারন ব্যাকপেইনের সমস্যা নিয়ে একজন পেসেন্ট এসেছিলেন। আমাদের বেশিরভাগ পেসেন্টদের রেজাল্ট বেশ ভালো পাচ্ছি ইনশাআল্লাহ।

🔴মহিলাদের জন্যে রয়েছেন অভিজ্ঞ মহিলা চিকিৎসক ও আলাদা চিকিৎসা ব্যবস্থা👍👍।

🏥 হা-মিম হিজামা ট্রিটমেন্ট
দেউলা, ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা।
📱 9732424206

🔴আপ‌নি জা‌নেন কি,৯ টি কার‌ণে আপনার লিভার নষ্ট হ‌তে পা‌রে❓১)দেরি করে ঘুমোতে যাওয়া এবং দেরি করে ঘুম থেকে ওঠা দুটোই লিভার ন...
12/08/2022

🔴আপ‌নি জা‌নেন কি,৯ টি কার‌ণে আপনার লিভার নষ্ট হ‌তে পা‌রে❓

১)দেরি করে ঘুমোতে যাওয়া এবং দেরি করে ঘুম থেকে ওঠা দুটোই লিভার নষ্টের কারণ। এতে শারীরিক সাইকেলের সম্পূর্ণ উল্টোটা ঘটতে থাকেএবং তার মারাত্মক বাজে প্রভাব পরে লিভারের উপরে।

২) অনেকেই সকালে ঘুম থেকে উঠেও কুড়েমি করে প্রস্রাবের বেগ হলেও বাথরুমে না গিয়ে তা চেপে শুয়েই থাকেন। এতে লিভারের উপরে চাপ পড়ে এবং লিভার স্বাভাবিক কর্মক্ষমতা হারায়।


৩) অতিরিক্ত বেশি খাওয়াদাওয়া করা লিভারের পক্ষে ক্ষতিকর । অনেকেই আবাব বহুক্ষণ সময় না খেয়ে একবারে অনেক বেশি বেশি করে খেয়ে ফেলেন। এতে হঠাৎ করে লিভারের উপরে চাপ বেশি পরে এবং লিভার ড্যামেজ হওয়ার আশংকা থাকে।

৪) সকালের খাবার না খাওয়ায় লিভার পক্ষে ক্ষতিকর। যেহেতু অনেকটা সময় পেট খালি থাকার কারণে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের পাশাপাশি খাদ্যের অভাবে কর্মক্ষমতা হারাতে থাকে লিভারও।

৫) অনেক বেশি ঔষধ খেলে লিভার নষ্ট হয়৷ বিশেষ করে ব্যথানাশক ঔষধের জেরে লিভারের কর্মক্ষমতার হ্রাস পায়ে। এছাড়াও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্ষতি হয় লিভারের। এতে করে লিভার ড্যামেজ হয়ে যাওয়ার আশংকা দেখা দেয়।


৬) কেমিক্যাল সমৃদ্ধ যেকোনো কিছুই লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু আলসেমি ও মুখের স্বাদের জন্য আমরা অনেকেই প্রিজারভেটিভ খাবার, আর্টিফিশিয়াল ফুড কালার, আর্টিফিশিয়াল চিনি ইত্যাদি খাওয়ার অভ্যাস গড়ে তুলি যা লিভার নষ্টের অন্যতম কারণ।

৭) খারাপ তেল ও অতিরিক্ত তৈলাক্ত খাবার লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর। একই তেলে বারবার ভাজা খাবার বা পোড়া তেলের খাবার বেশি পরিমাণে খাওয়া হলে লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা হারাতে থাকে।

৮) অতিরিক্ত কাঁচা খাবার খাওয়াও লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর। যেমন আপনি যদি খুব বেশি কাঁচা ফলমূল বা সবজি খেতে থাকেন তাহলে তা হজমের জন্য অতিরিক্ত কাজ করতে হয় পরিপাকতন্ত্রের। এর প্রভাব পড়ে লিভারের উপরেও। সুতরাং অতিরিক্ত খাবেন না।

৯) অতিরিক্ত পরিমাণে মদ্য পান করা লিভার নষ্টের আরেকটি মূল কারণ। অ্যালকোহলের ক্ষতিকর উপাদান সমূহ লিভারের মারাত্মক ক্ষতির কারণ।

হিজামা চিকিৎসা গ্ৰহনে নষ্ট লিভার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ইনশাআল্লাহ।
হিজামা নিতে যোগাযোগ করুন।

📲 9732424206

হা-মিম হিজামা ট্রিটমেন্ট
দেউলা রেলওয়ে স্টেশন, নাজরা
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা।

👉বাত একটি Systematic disease. 👉মূত্রের মাধ্যমে যে পরিমাণ স্বাভাবিক Uric Acid মানবদেহ হতে বের হয়ে যায়, তার থেকে বেশি পরিম...
08/08/2022

👉বাত একটি Systematic disease.
👉মূত্রের মাধ্যমে যে পরিমাণ স্বাভাবিক Uric Acid মানবদেহ হতে বের হয়ে যায়, তার থেকে বেশি পরিমাণ Uric Acid যখন আমাদের Liver তৈরি করে তখনই Uric Acid এর পরিমাণ রক্তে বেড়ে যায়।
👉এছাড়াও, যে সকল খাবারে Uric Acid এর উৎস রযেছে, তা গ্রহণ পরবর্তীতে Kidney রক্ত হতে প্রয়োজনুযায়ী তা Filter করতে না পারলে বাতের উপসর্গগুলো দেখা দেয়।

হিজামা চিকিৎসা দ্বারা ইনশাআল্লাহ 100% Uric Acid, সমস্ত বাত, ব্যাথা যন্ত্রনা থেকে সুস্থতা লাভ করবেন।

✨ হিজামা নি‌তে যোগা‌যোগ করুনঃ✨
📲 9732424206

হা-মিম হিজামা ট্রিটমেন্ট
দেউলা রেলওয়ে স্টেশন, নাজরা
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা।

🚫 থামুন 🚫আপনার কি একটার পর একটা রোগ লে‌গেই  থা‌কে❓একটি রোগ ভালো না হতেই  কি আরেকটি  রোগের সম্মুখীন❓দিনের পর দিন শরীরে ...
07/08/2022

🚫 থামুন 🚫

আপনার কি একটার পর একটা রোগ লে‌গেই থা‌কে❓

একটি রোগ ভালো না হতেই কি আরেকটি রোগের সম্মুখীন❓

দিনের পর দিন শরীরে বি‌ভিন্ন রোগ বাসা বে‌ঁধে‌ছে❓

সর্ব শরীরে ব‌্যাথা! পেইন কিলার খে‌য়ে কিডনী অকেজো করে ফে‌লে‌ছেন❓

প্রতি‌দিনই কি গ‌্যা‌সের ঔষধ খে‌তে হয় ❓

মু‌ড়ির মত মে‌ডি‌সিন কি‌নে আজ দুরবস্থা❓

☑️তাহ‌লে আপনার জন‌্য শ্রেষ্ঠ সমাধান হ‌লো হিজামা❗

🌿মে‌ডি‌সিন মুক্ত সুন্দর-সুস্থ জীবন পে‌তে প্রাতিটি মানু‌ষের নিয়‌মিত হিজামা নেয়া দরকার। হিজামা বিজ্ঞান সম্মত এক সুন্নাহ চি‌কিৎসা।🌿

হাজা‌রো মানুষ আজ হিজামা নি‌য়ে উপকৃত হ‌চ্ছে।

💥হিজামার উপকা‌রিতাঃ💥

✍️রোগ প্রতি‌রোধ ক্ষমতা বৃ‌দ্ধি ক‌রে।

✍️মাই‌গ্রেইন, ঘাড় ব‌্যথা, কোমর ব‌্যথা, হাটু ব‌্যথায় হিজামা করা‌লে চমৎকার উপকার পাওয়া যায়।

✍️শরীর থে‌কে দূ‌ষিত পদার্থ বের ক‌রে আ‌নে।

✍️শরী‌রের বি‌ভিন্ন ব‌্যথা কমা‌তে হিজামা ম‌্যা‌জি‌কের মত কাজ ক‌রে।

✍️ডায়‌বে‌টিক, ফ‌্যা‌টি লিভার, কিড‌নির সমস‌্যায় হিজামা নি‌লে উপকার পাওয়া যায়।

✍️ব্লাড সার্কুলেশন বৃ‌দ্ধি ক‌রে।

✍️ব‌ডি‌তে রিলা‌ক্সেশন আ‌নে।

✍️অর্গান ডিট‌ক্সি‌ফি‌কেশন ক‌রে।

🌿হিজামা শরী‌রে নাই‌ট্রিক অক্সাইড রি‌লিজ ক‌রে, ফ‌লে পু‌রো ব‌ডির কোষগু‌লো নতুন জীবন লাভ ক‌রে।🌿

☑️রাসূল সাঃ নি‌জে নিয়‌মিত হিজামা নি‌তেন এবং উম্মত‌কে হিজামা নি‌তে উৎসাহ দি‌তেন।

💕রাসূল (সাঃ) ব‌লে‌ছেনঃ
তোমরা যত ধর‌ণের চি‌কিৎসা গ্রহন ক‌রে থা‌কো তার ম‌ধ্যে স‌র্বোত্তম চি‌কিৎসা হ‌লে‌া হিজামা।💕

✨ হিজামা নি‌তে যোগা‌যোগ করুনঃ✨
📲 9732424206

হা-মিম হিজামা ট্রিটমেন্ট
দেউলা রেলওয়ে স্টেশন, নাজরা
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা।

19/07/2022
 #হিজামা সম্পর্কে কিছু কথা...একজন ডাক্তার যদি আমাকে বলে যে, "আপনার এই সমস্যা হয়েছে, আপনার ইসিজি, আল্ট্রা, এনজিওগ্রাম, এম...
12/07/2022

#হিজামা সম্পর্কে কিছু কথা...

একজন ডাক্তার যদি আমাকে বলে যে, "আপনার এই সমস্যা হয়েছে, আপনার ইসিজি, আল্ট্রা, এনজিওগ্রাম, এম আর আই, সিটিস্ক্যান, হরমোন টেস্ট ইত্যাদি করাতে হবে" তখন আমি ডাক্তারের কথা অক্ষরে অক্ষরে পালন করি। এরজন্য ঋণ করে হলেও হাজার হাজার টাকা ব্যয় করি। কারন, ডাক্তারের কথায় আমার বিশ্বাস আছে। উনি অনেক বড় "ডাক্তার। উনার চিকিৎসা কি ভুল হতে পারে?"

অথচ আমার আপনার সকলের সৃষ্টিকর্তা, সকল রোগের সৃষ্টিকর্তা এবং রোগ থেকে শিফা দানকারী আমার আপনার অতি আপনজন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার প্রিয় হাবীব রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়েছেনঃ

মধুর মধ্যে শিফা নিহিত।
কালোজিরায় শিফা নিহিত।
হিজামায় শিফা নিহিত।
সূরা ফাতিহায় শিফা নিহিত।
ইস্তিগফারে শেফা নিহিত।
সাদাক্বায় শেফা নিহিত।

কিন্তু আমরা এর কোনোটাতেই বিশ্বাস করতে পারিনা। কিছুটা বিশ্বাস যদিও আছে তাও সন্দেহের সমুদ্রে টলমান। এই সন্দেহ সহজে দূর হওয়ার নয়, তবে দূর করতে হবে। হাজার হাজার টাকা খরচ করে চিকিৎসা নেয়ার আগে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা ইয়াক্বীনের সাথে গ্রহণ করে দেখতে পারি। আল্লাহ চাহেতো সুন্নাত এবং আরোগ্য দুটোই হাসিল হবে ইনশাআল্লাহ।

মনে রাখবেন হিজামা শুধুমাত্র চিকিৎসা'ই নয়, গুরুত্বপূর্ণ একটি সুন্নাতও বটে।

হা-মিম হিজামা ক্লিনিক
ডাঃ এস টি ইসলাম
নাজরা, দেউলা, উস্থি, দক্ষিণ পরগনা। 9732424206

Address

Diamond Harbor
743331

Telephone

+919732424206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ha-Mim Hijama Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ha-Mim Hijama Clinic:

Share