WORLD SAVE

WORLD SAVE To create a peaceful pollution free literate world.

05/06/2023

প্রিয় স্বজনেষু,

পৃথিবীর দিব্যি দিয়ে,আপনাকেই লিখছি আজ!

এই যে আমাদের শহরে বা গ্রামে, ছোট বড় মাঝারি জলাশয় বা জলবাহী নালা বা ড্রেনের ভেতর প্লাস্টিক প্যাকেট বা প্লাস্টিকের বোতল অভ্যাসবশত: ছুঁড়ে ফেলার 'বদভ্যাস' অর্জন করে ফেলেছি আমরা, সেটা যতদিন না পাল্টাতে পারছি,

আমাদের সীমাহীন গতির জীবনে, চলমান যানবাহনের জানলা থেকে হাত বাড়িয়ে প্লাস্টিক ছুঁড়ে ফেলার 'চিন্তাহীন' মানসিকতা থেকে যতদিন নিজেদের মুক্ত করতে না পারছি আমরা,

প্রিয় উপহারের ভেতরটিকেই যতদিন একপেশে ভালবেসে, উপহারের বাইরের মোড়কটির প্রতি উদাসীন থাকছি এবং যত্রতত্র ফেলে দিচ্ছি আমাদের সমূহ মনের ভুলে,

ততদিন যেন, নিজেদেরকে এই 'আধুনিক পৃথিবীর' যোগ্য নাগরিক বলতে আমরা 'লজ্জা' পাই! আমাদের লজ্জা পাওয়াটাও কখনো কখনো খুব জরুরি, জানবেন! লজ্জিত হতে কোনো অপরাধ হয়, বলুন?

প্লাস্টিকের ব্যবহার আমরা বন্ধ করতে পারব না-ঠিকই। কিন্তু প্লাস্টিকের ব্যবহার কি একটু একটু করে কমাতে পারি না আমরা, প্রাত্যহিক যাপনে? নিশ্চয়ই আপনিও সেসব ভেবেছেন অনেকবার! আমিও কেমন আগ-বাড়িয়ে লিখে ফেললাম আপনাকে আজ!

বেশ,একটা কাজ করা তো যেতেই পারে আজ থেকে- আপনি কী বলেন?

আমাদের দিনকাল তো গেছেই কবে! বাড়ির ছোট সন্তানটিকে বা আমাদের প্রিয় সন্তানতুল্যকে, তাদের নিস্পাপ শিশুবেলা থেকে, প্লাস্টিকের 'ভুল ব্যবহার' সম্পর্কে একটু একটু করে সচেতন করার চেষ্টা করা কি খুব অন্যায় হবে? আজ থেকেই হোক না, নতুন করে, আরেকটিবার?একটু অন্যভাবে, ধারাবাহিকভাবে! ওদের মধ্যেই একটা পরিবেশ সচেতন, 'দায়িত্ববান অভ্যাস' গড়ে তুলি আমরা আমাদের নিজেদের স্বার্থেই। এই ছোট্ট কাজটাই আমাদের হোক। আমাদের একান্ত নিজেদের হোক! বড় বড় ব্যাপারগুলো না হয়, বিজ্ঞানীরা, রাষ্ট্র, আন্তর্জাতিক মহল ভাবতে থাকুক তাদের মতো করে!

আমাদের পাড়ায়, দোকানের পাশে, স্কুলে, খেলার মাঠে, ক্লাবে, পার্কে, রাস্তাঘাটের পাশে প্রত্যেকটি জলাশয়কে ডাস্টবিন ভাবা বন্ধ করি সবার আগে! সেগুলো বাঁচাই প্লাস্টিক থেকে। এই তো আর ক'দিন পরে বর্ষা নামবে!

প্লাস্টিকগুলো নির্দিষ্ট জায়গায় রাখি আমরা এরপর থেকে। তার ব্যবহারও কমিয়ে ফেলতে পারি এই পৃথিবীকে ভালবেসে। আরেকবার পৃথিবীর দিব্যি দিয়ে বলছি আপনাকে!

আমাদের এই অপূর্ব সুন্দর প্রিয় পৃথিবীর জন্য, আজ এই 'উপহারের শপথটুকু' নিতে চাই বিশ্ব পরিবেশ দিবসে। আপনি থাকবেন সাথে?

ভালো থাকবেন, ভালো রাখবেন। জানেনই তো,নিজে ভালো আছি -এটা অত্যন্ত আপেক্ষিক। অন্যকে ভালো রাখার চেষ্টা করছি-এটা অনেক সূদুরপ্রসারী। তাই না, বলুন?
সুস্থ থাকুক আমাদের বসুন্ধরা। জয় হোক আপনার সমস্ত শুভ চিন্তার।

ভালবাসা, শ্রদ্ধাসহ
🌿🌿🌿🌿🌿🌿
পুলক রায় চৌধুরী
৫ই জুন, ২০২৩

30/05/2023

Save Water

31/12/2019

Such a sensible advertisement about sharing on social media!!! Share responsibly.
Collected from Internet.

01/09/2019
Our team on awareness campaigning.
31/08/2019

Our team on awareness campaigning.

Save Forest.
31/08/2019

Save Forest.

Person to Person awareness - Save Forest.
31/08/2019

Person to Person awareness - Save Forest.

Our Three Soldiers.
31/08/2019

Our Three Soldiers.

Ready for campaign.
31/08/2019

Ready for campaign.

25/08/2019
22/08/2019

এ বছর আমাজন বৃষ্টি-অরণ্যে ৭২,৮৪৩টি দাবানলের ঘটনা নথিভুক্ত হয়েছে। গত বছরের এই সময়ের তুলনায় যা ৮৩% বেশি! এবং ২০১৩-র তু...

20/08/2019

nation: সচিবালয়ের এক বিবৃতিতে এদিন বলা হয়েছে, সেখানকার সমস্ত আধিকারিক, কর্মী ও কর্মরত এজেন্সির লোকজনকে এই নির্দেশ মেন....

Address

Dinhata

Alerts

Be the first to know and let us send you an email when WORLD SAVE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to WORLD SAVE:

Share