Dr. Sourav Banerjee Consultant Pediatrician & Neonatologist

  • Home
  • India
  • Dum Dum
  • Dr. Sourav Banerjee Consultant Pediatrician & Neonatologist

Dr. Sourav Banerjee Consultant Pediatrician & Neonatologist Road to health encompass both caring & curing.I am fortunate to hold asclepius rod

25/07/2025

শিশুদের জ্বর কেন হয় বলুন তো? 👇👇🤔🤔
প্রধান কারণ হিসেবে::

১. ভাইরাস সংক্রমণ (Viral Infection):
সবচেয়ে সাধারণ কারণ।
ঠান্ডা, ফ্লু, বা অন্যান্য ভাইরাস বাচ্চার শরীরে প্রবেশ করলে শরীর তাপমাত্রা বাড়িয়ে প্রতিরোধ করে।

২. ব্যাকটেরিয়াল সংক্রমণ (Bacterial Infection):
যেমন কানের ইনফেকশন, গলা ব্যথা (স্ট্রেপ থ্রোট), বা ইউরিন ইনফেকশন ,বুকের ইনফেকশন হলে জ্বর হতে পারে।

৩. মশাবাহিত ও পোকার আক্রমণে (DENGUE, MALARIA, CHIKUNGUNIYA, SCRUB TYPHUS)

এছাড়াও আরও অনেক কারণে হতে পারে।
যেমন-টীকা (Vaccination) নেওয়ার পর
দাঁত ওঠার সময় (Teething)
অতিরিক্ত গরমে , ইত্যাদি।

🩺 কখন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি?

-১.বয়স ৩ মাসের কম এবং জ্বর হয়েছে

২.জ্বর ৩ দিনের বেশি স্থায়ী হচ্ছে বা এর সাথে অন্য কোনো উপসর্গ

৩.জ্বর এর ওষুধ খাওয়ার পরে ও জ্বর নামছে না

৪.বাচ্চা খাওয়া বন্ধ করে দিয়েছে, হিস্যু(urine) কম করছে

৫.খিঁচুনি হচ্ছে বা অজ্ঞান হয়ে যাচ্ছে

৬.ঘনঘন বমি, পাতলা পায়খানা বা ডিহাইড্রেশন লক্ষণ (মুখ শুকিয়ে যাওয়া).

ORS(Oral Rehydration Solution) has pivotal role of all aspects of health. Apart from few exceptions it has served immens...
25/07/2025

ORS(Oral Rehydration Solution) has pivotal role of all aspects of health.
Apart from few exceptions it has served immense role in various health conditions apart from diarrhoea.
Every year ORS WEEK celebrated from (25-31 july).
Most astonishingly ORS was invented by INDIAN scientists in 1971..

ORS is like অমৃতসুধা

24/05/2025

বাচ্ছাদের পেটে ব্যাথা ..

প্রায়শঃই নাভির আশেপাশে ব্যথা নিয়ে অনেক রকম ওষুধ পত্র খেয়ে এই ডাক্তার ওই ডাক্তার করতে থাকে। অনেক রকম পরীক্ষা নিরীক্ষা ব্লাড টেস্ট USG করিয়েও কিছু পাওয়া যায় না। অনেকসময় USG তে বলে পেটে গ্ল্যান্ড ফুলেছে, ডাক্তারী পরিভাষায় আমরা যাকে বলি "Mesenteric lymphadenopathy", বেশির ভাগ ক্ষেত্রেই এর কোনো চিকিৎসা লাগে না, যদি লিমফ নোড এর significant enlargement (>10mm in long axis) তাহলে একটা antibiotic কোর্স করানো যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ওষুধেই তেমন কিছু কাজ হয়না বয়সের সাথে সাথে কমে যায় আস্তে আস্তে। ডাক্তারী পরিভাষায় একে বলে "Functional Abdominal pain - not otherwise specified" (FAP-NOS), বিভিন্ন মতামত রয়েছে এর ব্যাখ্যা হিসেবে তবে আমাদের অন্ত্রের অতি সংবেদনশীলতা এর অন্যতম কারণ যা আমাদের মস্তিষ্ক ব্যাথা হিসেবে বোঝে (Visceral hyperalgesia with gut-brain axis dysregulation)।
আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না, বিশেষত মেয়ে বাচ্ছাদের ক্ষেত্রে তা হলো urinary tract ইনফেকশন, সবসময় জ্বর প্রসাবে জ্বালা নাও বলতে পারে, তাই প্রয়োজন মতো চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী urine test জরুরী।

আরও অনেক কারণ থাকতে পারে । এখানে খুব কমন একটি কারণ নিয়ে আলোচনা করা হলো।
তবে সবশেষে বলবো বাচ্ছাদের পেটে ব্যথা হলে চিন্তিত না হয়ে নিকটবর্তী হাসপাতালে বা ডাক্তারবাবুর কাছে নিয়ে যান। উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা আর ওষুধের মাধ্যমে এর নিরাময় সম্ভব।চিকিৎসক এর পরামর্শ মত কৃমিনাশক ঔষধ দেওয়া,সর্বোপরি প্রয়োজন খাদ্যাভ্যাস পরিবর্তন আর hygiene মেইনটেইন।

15/04/2025

🛑 ব্রেস্টফিডিং মায়েদের খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা ও সত্য তথ্য 🛑

❌ ভুল ১:
বাচ্চার পাতলা পায়খানায় মায়ের সব খাবার বন্ধ করে জাউ ভাত ও কাঁচা কলা খাওয়াতে হয়।
✅ সত্য:
মায়ের খাবার বাচ্চার পেটে সরাসরি যায় না। বুকের দুধ তৈরি হয় রক্ত থেকে, পরিপাকতন্ত্র থেকে নয়। মা সব ধরনের খাবার খেতে পারেন।
---

❌ ভুল ২:
চা/কফি খেলে বাচ্চার ক্ষতি হয়।
✅ সত্য:
মা দিনে ১-২ কাপ চা/কফি নির্ভয়ে খেতে পারেন। এতে বাচ্চার কোনো সমস্যা হয় না।
---

❌ ভুল ৩:
সিম, ফুলকপি, বাধাকপি খেলে বাচ্চার গ্যাস হয়।
✅ সত্য:
এসব খাবার খাওয়ায় শিশুর গ্যাস হওয়ার বৈজ্ঞানিক ভিত্তি নেই। মা স্বাভাবিকভাবে খেতে পারেন।
---

❌ ভুল ৪:
গরুর দুধ বা তার তৈরি খাবার খেলে বাচ্চার গ্যাস হয়।
✅ সত্য:
মায়ের যদি দুধে অ্যালার্জি না থাকে, তাহলে গরুর দুধ খাওয়ায় সমস্যা নেই। বরং এতে বুকের দুধের পরিমাণ বাড়তে পারে।
---

❌ ভুল ৫:
মায়ের ঝাল খাওয়ায় বাচ্চার পেটে সমস্যা হয়।
✅ সত্য:
ঝাল খাবার খাওয়ার সাথে শিশুর পেটের সমস্যার কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই।
---
মিথ ভাঙুন – মায়েদের পাশে থাকুন।

HMPVNO NEED TO PANICit's just a virus ( no news about mutation or change in virulence). Previously we dealt with this vi...
07/01/2025

HMPV
NO NEED TO PANIC
it's just a virus ( no news about mutation or change in virulence).
Previously we dealt with this virus as a cause of respiratory illness.
No new things about it till now.
Till now no news about Outbreak in INDIA.

11/12/2024

🚨Diet Camp 🚨
Date, time, Venue

1) HABRA, Erina Market
SreeKrishna DoctorChamber
12 noon, 13/12/24, Friday

2) DUM DUM CANTONMENT, Theism Gorabazar,
5.30 pm, 17/12/24, Tuesday

3) MACHHLANDAPUR,
ROY MEDICAL,
1 PM, 18/12/24, Wednesday

4) ASHOKNAGAR,
NEW CENTRAL MEDICAL
5.30 PM, 20/12/24, Friday

*All the camps will be free of cost*.
Eminent dietitian will be present there for diet related counseling.
It will be first come first serve basis
For maintaining quality of this camp participants number will be limited to 30 for each camp.

🚨ALERT POST🚨Vitamin A oil(চোখের তেল) Should be given from 9 mnth of age & repeated biannually. Till now It is only avail...
05/12/2024

🚨ALERT POST🚨
Vitamin A oil(চোখের তেল) Should be given from 9 mnth of age & repeated biannually. Till now It is only available from government sector.
So children who are getting vaccine from private , deficient of this vitamin A.

GOOD NEWS....
Nowadays Vitamin A oil is also available in Private Sector in liquid from.
Therefore contact your Paediatrician for Vitamin A oil (from 9 mnth of age)

"For EVERY CHILD EVERY RIGHT"Let's help to bloom this little buds.
14/11/2024

"For EVERY CHILD EVERY RIGHT"
Let's help to bloom this little buds.

Limited Screen time helps all-round development of your little ones..
06/11/2024

Limited Screen time helps all-round development of your little ones..

02/11/2024
02/11/2024

From this month onwards I m also available in Barasat

Be Alert..... This post monsoon season is peak time for Vector borne diseases.
30/09/2024

Be Alert.....
This post monsoon season is peak time for Vector borne diseases.

Address

560 S. H. K. B Sarani, Jawpur, Kol/74
Dum Dum
700074

Opening Hours

Monday 8pm - 10pm
Tuesday 8pm - 10pm
Wednesday 8pm - 10pm
Thursday 8pm - 10pm
Friday 8pm - 10pm
Saturday 8pm - 10pm
Sunday 8pm - 10pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sourav Banerjee Consultant Pediatrician & Neonatologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Sourav Banerjee Consultant Pediatrician & Neonatologist:

Share

Category