25/07/2025
শিশুদের জ্বর কেন হয় বলুন তো? 👇👇🤔🤔
প্রধান কারণ হিসেবে::
১. ভাইরাস সংক্রমণ (Viral Infection):
সবচেয়ে সাধারণ কারণ।
ঠান্ডা, ফ্লু, বা অন্যান্য ভাইরাস বাচ্চার শরীরে প্রবেশ করলে শরীর তাপমাত্রা বাড়িয়ে প্রতিরোধ করে।
২. ব্যাকটেরিয়াল সংক্রমণ (Bacterial Infection):
যেমন কানের ইনফেকশন, গলা ব্যথা (স্ট্রেপ থ্রোট), বা ইউরিন ইনফেকশন ,বুকের ইনফেকশন হলে জ্বর হতে পারে।
৩. মশাবাহিত ও পোকার আক্রমণে (DENGUE, MALARIA, CHIKUNGUNIYA, SCRUB TYPHUS)
এছাড়াও আরও অনেক কারণে হতে পারে।
যেমন-টীকা (Vaccination) নেওয়ার পর
দাঁত ওঠার সময় (Teething)
অতিরিক্ত গরমে , ইত্যাদি।
🩺 কখন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি?
-১.বয়স ৩ মাসের কম এবং জ্বর হয়েছে
২.জ্বর ৩ দিনের বেশি স্থায়ী হচ্ছে বা এর সাথে অন্য কোনো উপসর্গ
৩.জ্বর এর ওষুধ খাওয়ার পরে ও জ্বর নামছে না
৪.বাচ্চা খাওয়া বন্ধ করে দিয়েছে, হিস্যু(urine) কম করছে
৫.খিঁচুনি হচ্ছে বা অজ্ঞান হয়ে যাচ্ছে
৬.ঘনঘন বমি, পাতলা পায়খানা বা ডিহাইড্রেশন লক্ষণ (মুখ শুকিয়ে যাওয়া).