17/10/2024
-:সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা- ২০২৪:-
🧘🏻♂️অনলাইন ও অফলাইন কম্বো যোগাসন প্রতিযোগিতা🧘🏻♂️
⚫ পরিচালনায়:- পার্থ যোগা সেন্টার দুর্গাপুর, পশ্চিম বর্ধমান
⚫ প্রতিযোগিতার তারিখ:- ২রা নভেম্বর শনিবার ২০২৪
⚫প্রতিযোগিতার নাম জমা দেওয়ার শেষ তারিখ:- ৩০শে অক্টোবর ২০২৪
⚫ প্রতিযোগিতার ফলাফল ঘোষণার তারিখ ও সময়:- ৬ই নভেম্বর ২০২৪, সন্ধ্যা:- ৮:০০টা
📍পুরস্কার বিতরণী তারিখ ও সময়:- সকাল ১১:০০টা, ১০ই নভেম্বর (রবিবার)
⚫ পুরস্কার বিতরণী স্থান:- আদি অনাদিনাথ শিব মন্দির, ভিরিঙ্গী, ধর্মাপুকুর দুর্গাপুর-১৩, পশ্চিম বর্ধমান
⚫ ক,খ,গ,ঘ বিভাগে প্রথম থেকে ১৫ তম স্থান পর্যন্ত পুরস্কার ও মানপত্র প্রদান করা হবে। বাকি বিভাগে ১০তম স্থান পর্যন্ত পুরস্কার ও মানপত্র প্রদান করা হবে
⚫চ্যাম্পিয়ন অফ্ চ্যাম্পিয়ন পুরস্কার ও মানপত্র পুরুষ ও মহিলা পৃথকভাবে প্রদান করা হবে।
⚫ সম্মানের সকল বিচারক ও অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।
⚫ প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো বিষয়ে জানার জন্য সার্কুলারে দেওয়ার যোগাযোগ নাম্বারে ফোন করবেন।
যোগাযোগ ➡️ 9749425641, 8207282886, 7866814266
🙏🏻 সকলের সহযোগিতা একান্ত ভাবে কাম্য🙏🏻