03/05/2025
Oreka Diagnostics-এর পক্ষ থেকে গর্বের সঙ্গে জানানো হচ্ছে যে, প্রতিষ্ঠানের পরামর্শদাতা মাইক্রোবায়োলজিস্ট ও ডিরেক্টর ডা. পম্পিতা চক্রবর্তী 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐆𝐨𝐮𝐫 𝐁𝐚𝐧𝐠𝐚 (𝐔𝐆𝐁)-তে "𝐋𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐨𝐫𝐲 𝐁𝐢𝐨𝐬𝐚𝐟𝐞𝐭𝐲 𝐚𝐧𝐝 𝐈𝐧𝐟𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐂𝐨𝐧𝐭𝐫𝐨𝐥" বিষয়ক একটি সম্মানজনক একাডেমিক কর্মশালায় অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হন।
এই গৌরবময় মুহূর্তে, গবেষণা ও একাডেমিক ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য UGB তাঁকে সংবর্ধিত করে, যা মাইক্রোবায়োলজি ও স্বাস্থ্যশিক্ষার ক্ষেত্রে তাঁর পথপ্রদর্শক ভূমিকা আরও একবার প্রমাণ করে। কর্মশালাটি মূলত পিএইচডি গবেষক ও বিজ্ঞানীদের জন্য আয়োজন করা হয়েছিল।
Oreka Diagnostics আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায় (উপাচার্য), অধ্যাপক বিবেকানন্দ মণ্ডল (বিজ্ঞান অনুষদের ডিন), ড. বিশ্বজিৎ দাস (রেজিস্ট্রার) এবং পুরো UGB টিমের প্রতি, তাঁদের উষ্ণ আতিথেয়তা ও অর্থবহ একাডেমিক ইভেন্টের জন্য।
ডা. চক্রবর্তী Oreka Diagnostics-এর মাধ্যমে যেমন রূপান্তরমূলক উদ্যোগের নেতৃত্ব দিয়ে চলেছেন, তেমনি আমরা আগামীতেও উদ্ভাবন, একাডেমিক অংশীদারিত্ব ও স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে আরও সহযোগিতার অপেক্ষায় রয়েছি।
.......................................................................................
We are proud to share that 𝐃𝐫. 𝐏𝐚𝐦𝐩𝐢𝐭𝐚 𝐂𝐡𝐚𝐤𝐫𝐚𝐛𝐨𝐫𝐭𝐲, Consultant 𝐌𝐢𝐜𝐫𝐨𝐛𝐢𝐨𝐥𝐨𝐠𝐢𝐬𝐭 and 𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐨𝐫 of 𝐎𝐫𝐞𝐤𝐚 𝐃𝐢𝐚𝐠𝐧𝐨𝐬𝐭𝐢𝐜𝐬, was recently invited as a 𝐆𝐮𝐞𝐬𝐭 𝐒𝐩𝐞𝐚𝐤𝐞𝐫 at the 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐆𝐨𝐮𝐫 𝐁𝐚𝐧𝐠𝐚 for an academic workshop on "𝐋𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐨𝐫𝐲 𝐁𝐢𝐨𝐬𝐚𝐟𝐞𝐭𝐲 𝐚𝐧𝐝 𝐈𝐧𝐟𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐂𝐨𝐧𝐭𝐫𝐨𝐥". Dr. Chakraborty was also felicitated for her outstanding contributions to research and academics.
Heartfelt thanks to 𝐏𝐫𝐨𝐟. 𝐏𝐚𝐛𝐢𝐭𝐫𝐚 𝐂𝐡𝐚𝐭𝐭𝐨𝐩𝐚𝐝𝐡𝐲𝐚𝐲 (𝐕𝐂), 𝐏𝐫𝐨𝐟. 𝐕𝐢𝐯𝐞𝐤𝐚𝐧𝐚𝐧𝐝𝐚 𝐌𝐚𝐧𝐝𝐚𝐥 (𝐃𝐞𝐚𝐧 𝐨𝐟 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞), 𝐃𝐫. 𝐁𝐢𝐬𝐰𝐚𝐣𝐢𝐭 𝐃𝐚𝐬 (𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐫), and the entire UGB team for making this event a grand success.
As Dr. Chakraborty continues to lead transformative initiatives through Oreka Diagnostics, we look forward to further collaborations that inspire innovation, strengthen academic partnerships, and shape the future of healthcare.