14/08/2024
# বিশ্বাসের ধর্ষক , মানুষের রুপে হায়না #
একটি মেয়ে তার ডিউটি করার পর তার কর্মক্ষেত্রের একটি ঘরে বিশ্রামের সময়ে ঘুমিয়ে পড়ল এই বিশ্বাস রেখে যে , সে তার নিজের কর্মক্ষেত্রে নিজের পরিচিত মুখ গুলোর মাঝে সম্পূর্ণ সুরক্ষিত । আর এই বিশ্বাসই কাল হল তার ! তার বিশ্বাসের সুযোগ নিয়েই তার উপর ঝাঁপিয়ে পড়ল মানুষ রুপে এই সমাজের মধ্যেই ছড়িয়ে থাকা হায়নারা । তারা প্রথমে ওই মেয়েটির উপর অমানবিক অত্যাচার করলো , তারপর নিজেদের অপরাধ যাতে ফাঁস না হয় তার জন্য তাকে খুন করলো এবং সেখান থেকে পালিয়ে গেল । তারপরও আবারো প্ল্যানিং করলো কিভাবে তাদের অপরাধ ধামাচাপা দেওয়া যায়। মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে মানুষেরই ক্ষতি করা এই সব মানুষ রুপি হায়নাদের চিহ্নিত করে তাদের সমাজ থেকে পৃথক করে তাদের উপযুক্ত শাস্তি দিতেই হবে । না হলে এই মানুষ রুপি হায়নারা অন্যের বিশ্বাসের সুযোগ নিয়ে মানুষের ক্ষতি করতেই থাকবে । মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাবে একদিন।
তাই আমাদের সকলকেই একসঙ্গে আওয়াজ তুলতেই হবে- # WE WANT JUSTICE #