Ira Pharmacy

Ira Pharmacy We Deliver The Best Care. Now we are back, as Ira Pharmacy. With the same faith and responsibility to serve people as we did before.

* Here you get all Prescription & Non-Prescription Medicines.
* All type of Baby Food Products and Supplements available(Ensure, PediaSure, Horlicks etc(Except Nestle Products)).
* Adult & Baby Diaper/ Pants available at affordable price.
* Home Delivery Facility Available Here.
* Sample Collection Facility from Home is Available Here.(For Diagnostics)

* We are the oldest in Gazole, well known as Jyotsna Medical Hall. We provide general healthcare advice and provide prescription and non-prescription medications, baby foods and health supplements.

* We are 24*7 available at customer service.

*Discount applicable on all medicines except insulins and some selected products.

🎀 স্তন ক্যান্সার সচেতনতা অভিযান       আয়োজক: ইরা ফার্মেসী, গাজোল📌 স্তন ক্যান্সার কী?     👩‍⚕️ নারীদের মধ্যে অন্যতম সাধা...
13/08/2025

🎀 স্তন ক্যান্সার সচেতনতা অভিযান
আয়োজক: ইরা ফার্মেসী, গাজোল

📌 স্তন ক্যান্সার কী?
👩‍⚕️ নারীদের মধ্যে অন্যতম সাধারণ ও মারাত্মক ক্যান্সার।
⏳ সময়মতো সনাক্তকরণ ও চিকিৎসা করলে নিয়ন্ত্রণ ও নিরাময় সম্ভব।

🔍 প্রাথমিক সনাক্তকরণ (Detection)
🪞 নিজে পরীক্ষা (Self-Examination):
মাসে ১ বার আয়নার সামনে দাঁড়িয়ে
আকার, চামড়া, ফোলা, গুটি, নিপল থেকে স্রাব আছে কি না দেখুন

🩺 ক্লিনিক্যাল পরীক্ষা:
বছরে অন্তত ১ বার ডাক্তার দ্বারা পরীক্ষা

📷 ম্যামোগ্রাফি:
৪০ বছর বয়সের পর থেকে নিয়মিত করান

🖥 আল্ট্রাসোনোগ্রাফি:
কম বয়সী বা গর্ভবতী নারীদের জন্য উপযোগী

🧪 রোগ নির্ণয় (Diagnosis)
🧬 বায়োপসি (Biopsy) – টিস্যু পরীক্ষা
🖼 ইমেজিং টেস্ট (MRI, CT, PET) – ক্যান্সারের বিস্তার যাচাই

🩸 রক্ত পরীক্ষা – টিউমার মার্কার পরীক্ষা
💊 চিকিৎসা (Treatment)
🔪 সার্জারি: আক্রান্ত অংশ বা সম্পূর্ণ স্তন অপসারণ
💉 কেমোথেরাপি: ওষুধে ক্যান্সার কোষ ধ্বংস
☢ রেডিয়েশন থেরাপি: অস্ত্রোপচারের পর অবশিষ্ট কোষ ধ্বংস
🌸 হরমোন থেরাপি: হরমোন-নির্ভর ক্যান্সার নিয়ন্ত্রণ

🎯 টার্গেটেড থেরাপি: নির্দিষ্ট প্রোটিন/জিন লক্ষ্য করে চিকিৎসা

💡 সচেতনতামূলক বার্তা
✅ প্রতিমাসে নিজে পরীক্ষা করুন
✅ সামান্য পরিবর্তন হলেও ডাক্তার দেখান
✅ পরিবারে ইতিহাস থাকলে বিশেষ সতর্ক থাকুন
✅ সুষম খাদ্য, ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপন করুন

📢 এই প্রচারাভিযান ইরা ফার্মেসি, গাজোল-এর পক্ষ থেকে জনস্বাস্থ্য সচেতনতায় পরিচালিত।

📞 ফোন: 7003935163

📍 ঠিকানা: 184, নেতাজী সুভাষপল্লী (পাওয়ার হাউসের বিপরীতে), গাজোল, মালদা


🩷 "সময়মতো সনাক্ত করুন, সঠিক চিকিৎসা নিন, স্তন ক্যান্সারকে হারানো সম্ভব।"

🩺 IRA HEALTH AWARENESS CAMPAIGN 🩺👩‍⚕️ আজকের সময়ের এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা – PCOD ও PCOS (Polycystic Ovarian Di...
04/08/2025

🩺 IRA HEALTH AWARENESS CAMPAIGN 🩺

👩‍⚕️ আজকের সময়ের এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা – PCOD ও PCOS (Polycystic Ovarian Disease / Syndrome)

🔸 বর্তমানে বহু মহিলাই PCOD এবং PCOS সমস্যায় ভুগছেন। এটি হরমোনের ভারসাম্যহীনতার কারণে ঘটে এবং প্রজননক্ষমতায় প্রভাব ফেলে।
🔸 অনিয়মিত মাসিক, অতিরিক্ত ওজন বৃদ্ধি, ব্রণ, মুখ ও শরীরে অতিরিক্ত লোম গজানো, গর্ভধারণে সমস্যা ইত্যাদি এই সমস্যার সাধারণ লক্ষণ।
🔸 সঠিক সময়ে ডাক্তারি পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা, সঠিক ওষুধ এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব।

💊 Ira Pharmacy এর উদ্যোগে Ira Health Awareness Campaign-এর মাধ্যমে আমরা আপনাদের এই সমস্যার বিষয়ে সচেতন করতে চাই।

✔️ PCOD ও PCOS-এর লক্ষণ ও প্রতিকার
✔️ সঠিক চিকিৎসা ও ওষুধের গুরুত্ব
✔️ স্বাস্থ্যকর জীবনধারার মাধ্যমে সমস্যার সমাধান

✅ কি করবেন (DO’s):

🥗 সুষম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন।

🏃‍♀️ প্রতিদিন অন্তত ৩০-৪৫ মিনিট ব্যায়াম করুন।

🩺 নিয়মিত ডাক্তারি পরামর্শ নিন ও প্রয়োজনীয় টেস্ট করান।

💧 প্রচুর জল পান করুন ও হাইড্রেটেড থাকুন।

😴 পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস ম্যানেজমেন্টে গুরুত্ব দিন।

🚫 কি করবেন না (DON’Ts):

🍟 ফাস্টফুড, মিষ্টি ও অতিরিক্ত তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন।

😟 মানসিক চাপ বাড়িয়ে তোলার মতো কাজ করবেন না।

🚬 ধূমপান, মদ্যপান বা ক্ষতিকারক পদার্থ ব্যবহার থেকে বিরত থাকুন।

💊 ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো হরমোনাল বা অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেন না।

💊 ওষুধ সম্পর্কিত পরামর্শ:

PCOD ও PCOS-এর জন্য প্রয়োজনীয় ওষুধ সবসময় একজন যোগ্য স্ত্রীরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে নিন।

হরমোনাল ওষুধ, ইনসুলিন সেনসিটাইজার, সাপ্লিমেন্ট ইত্যাদি চিকিৎসকের নির্দেশ মতো সেবন করুন।

নিজের ইচ্ছেমতো ওষুধ শুরু বা বন্ধ করবেন না।

নিয়মিত ফলো-আপ চেকআপ অত্যন্ত জরুরি।

📢 আপনার সচেতনতাই আপনার সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ।

আপনার কাছের মহিলাদের সাথে এই পোস্টটি শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হতে পারেন ❤️

👉 আরও স্বাস্থ্য বিষয়ক টিপস ও আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন। ❤️
-------------------------------
ইরা ফার্মেসী,
১৮৪, নেতাজী সুভাষপল্লী(পাওয়ার হাউসের বিপরীতে), গাজোল, মালদা। ফোন নম্বর: ৭০০৩৯৩৫১৬৩
FB Page: https://www.facebook.com/irapharmacy.in
Shop Location: https://maps.app.goo.gl/19ixJxrdEfc3NaQG9
YouTube: https://www.youtube.com/
email: support@irapharmacy.in
Website: www.irapharmacy.in
Contact No: 070039 35163

অ্যান্টিবায়োটিক সচেতনতা অভিযান-------------------------------------অ্যান্টিবায়োটিকের অযথা ও ভুল ব্যবহারের ফলে ব্যাকটের...
02/08/2025

অ্যান্টিবায়োটিক সচেতনতা অভিযান
-------------------------------------
অ্যান্টিবায়োটিকের অযথা ও ভুল ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলছে, যা ভবিষ্যতে সাধারণ সংক্রমণের চিকিৎসাকে কঠিন করে তুলতে পারে।

👉 অ্যান্টিবায়োটিক ভাইরাল সংক্রমণে কাজ করে না (যেমন- সর্দি, কাশি, ফ্লু ইত্যাদি)।
👉 অ্যান্টিবায়োটিক শুধুমাত্র প্রয়োজন হলে এবং একজন যোগ্য স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শে ব্যবহার করুন।
👉 স্বেচ্ছায় বা অসম্পূর্ণ ডোজে অ্যান্টিবায়োটিক সেবন এড়িয়ে চলুন।
👉 সংক্রমণ প্রতিরোধে হাতের পরিচ্ছন্নতা ও সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলুন।

আপনার সচেতনতা আগামী প্রজন্মকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী রোগের হাত থেকে রক্ষা করতে পারে।

💊 আপনার সচেতনতা = আগামী প্রজন্মের সুরক্ষা।

🌸 বিশ্ব স্তন্যদান সপ্তাহ 🌸🤱 মায়ের দুধ – শিশুর প্রথম টিকা, সবচেয়ে নিরাপদ খাবার! 💛অনেক মা তাঁদের ইচ্ছেমতো দীর্ঘ সময় ধরে...
02/08/2025

🌸 বিশ্ব স্তন্যদান সপ্তাহ 🌸
🤱 মায়ের দুধ – শিশুর প্রথম টিকা, সবচেয়ে নিরাপদ খাবার! 💛

অনেক মা তাঁদের ইচ্ছেমতো দীর্ঘ সময় ধরে স্তন্যদান করতে পারেন না কারণ পর্যাপ্ত সহায়তা পান না।
আমরা সবাই মিলে তাঁদের পাশে দাঁড়াতে পারি – যেকোনো সময়, যেকোনো জায়গায়।

✅ মায়েদের জন্য আরামদায়ক ও ব্যক্তিগত জায়গা দিন
✅ বিচার না করে পাশে থাকুন
✅ কর্মক্ষেত্রে সময় ও সুযোগ নিশ্চিত করুন
✅ স্তন্যদানের উপকারিতা সম্পর্কে সচেতনতা ছড়ান
✅ জনসমক্ষে স্তন্যদানকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করুন

👶 চলুন মায়েদের পাশে দাঁড়িয়ে শিশুদের সুস্থ ভবিষ্যৎ গড়ি।

📍 একটি জনস্বাস্থ্য সচেতনতা উদ্যোগ – Ira Pharmacy, গাজোল

#বিশ্ব_স্তন্যদান_সপ্তাহ #মায়ের_পাশে_আমরা #স্তন্যদানের_সচেতনতা

🔵 Ira Pharmacy -তে কর্মী নিয়োগ 🔵আপনি কি একটি সম্মানজনক ও ভবিষ্যৎমুখী পেশায় যোগ দিতে চান?তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ!...
31/07/2025

🔵 Ira Pharmacy -তে কর্মী নিয়োগ 🔵
আপনি কি একটি সম্মানজনক ও ভবিষ্যৎমুখী পেশায় যোগ দিতে চান?
তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ!

✅ যোগ্যতা:
👉 ন্যূনতম ১০ম শ্রেণি উত্তীর্ণ
👉 ইংরেজি পড়তে ও লিখতে জানতে হবে

✅ ফ্রেশারদের জন্য সুযোগ:
👉 সম্পূর্ণ প্রশিক্ষণের ব্যবস্থা
👉 প্রশিক্ষণকালীন স্টাইপেন্ড প্রদান করা হবে

✅ অভিজ্ঞদের জন্য:
👉 বেতন আলোচনা সাপেক্ষে

🎯 এই মর্যাদাপূর্ণ ও মানবসেবামূলক পেশায় যোগ দিতে আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন:

📍 Ira Pharmacy, নেতাজি সুভাষ পল্লী, গাজোল, মালদা
📞 যোগাযোগ: 7003935163

👉 সীমিত সংখ্যক শূন্যপদ! সুযোগ হাতছাড়া করবেন না!

📢 এই পোস্টটি আপনার বন্ধু ও আত্মীয়দের সাথেও শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারেন।


নমস্কার,     আজকের বিনামূল্যে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।এই উদ্যোগে অংশগ্...
26/07/2025

নমস্কার,
আজকের বিনামূল্যে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।

এই উদ্যোগে অংশগ্রহণ করে যাঁরা উপকৃত হয়েছেন এবং যাঁরা তাঁদের মূল্যবান সময়, সহযোগিতা ও নিষ্ঠার মাধ্যমে এই ক্যাম্পকে সফল করে তুলেছেন—তাঁদের সকলকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই।

বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই আমাদের পরম শ্রদ্ধেয় চিকিৎসক ডাঃ সন্দীপ বিশ্বাস মহাশয়কে, যাঁর আন্তরিক সেবা, অভিজ্ঞতা ও সহানুভূতিশীল আচরণে আজকের ক্যাম্প বাস্তব রূপ পেয়েছে।

তাঁর পাশাপাশি, আকন্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ-শিক্ষিকাদের প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, যাঁদের সহযোগিতা, উদারতা ও নিষ্ঠা এই শিবিরকে সার্থক করে তুলেছে।

তাঁদের সহানুভূতি এবং সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই উদ্যোগ সফল করা সম্ভব হত না।

ইরা ফার্মেসী'র পক্ষ থেকে ভবিষ্যতেও এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রইল। আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতাই আমাদের মূল প্রেরণা।

সকলের সুস্থতা ও শিশুর স্বাস্থ্যই আমাদের লক্ষ্য।

ধন্যবাদান্তে,
ইরা ফার্মেসী পরিবার 🌿

নমস্কার,         আজকের বিনামূল্যে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।এই উদ্যোগে অ...
26/07/2025

নমস্কার,
আজকের বিনামূল্যে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।

এই উদ্যোগে অংশগ্রহণ করে যাঁরা উপকৃত হয়েছেন এবং যাঁরা তাঁদের মূল্যবান সময়, সহযোগিতা ও নিষ্ঠার মাধ্যমে এই ক্যাম্পকে সফল করে তুলেছেন—তাঁদের সকলকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই।

বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই আমাদের পরম শ্রদ্ধেয় চিকিৎসক ডাঃ সন্দীপ বিশ্বাস মহাশয়কে, যাঁর আন্তরিক সেবা, অভিজ্ঞতা ও সহানুভূতিশীল আচরণে আজকের ক্যাম্প বাস্তব রূপ পেয়েছে।

তাঁর পাশাপাশি, আকন্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ-শিক্ষিকাদের প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, যাঁদের সহযোগিতা, উদারতা ও নিষ্ঠা এই শিবিরকে সার্থক করে তুলেছে।

তাঁদের সহানুভূতি এবং সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই উদ্যোগ সফল করা সম্ভব হত না।

ইরা ফার্মেসী'র পক্ষ থেকে ভবিষ্যতেও এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রইল। আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতাই আমাদের মূল প্রেরণা।

সকলের সুস্থতা ও শিশুর স্বাস্থ্যই আমাদের লক্ষ্য।

ধন্যবাদান্তে,
ইরা ফার্মেসী পরিবার 🌿

07/07/2025

🌐 IRA PHARMACY-এর নতুন ওয়েবসাইট চালু হয়েছে! 🎉

আপনার সুবিধার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের নতুন ওয়েবসাইট — এখন আপনার মোবাইলেই পেয়ে যাবেন সব দরকারি তথ্য! 📱💻

🔹 ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এখন সহজেই অনলাইনে বুক করুন
🔹 নতুন অফার ও ডিসকাউন্ট সম্পর্কে আগে থেকেই জেনে নিন
🔹 ফ্রি মেডিকেল ক্যাম্প ও অন্যান্য স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির আপডেট
🔹 আমাদের বিশেষ পরিষেবা, স্বাস্থ্য টিপস ও আরও অনেক কিছু

👉 এখনই ভিজিট করুন: www.irapharmacy.com

📞 যেকোনো সাহায্যের জন্য কল করুন: ৭০০৩৯৩৫১৬৩

Ira Pharmacy — We Deliver the Best Care. ❤️



🔷 ব্যথা কি আপনার নিত্যসঙ্গী?চিন্তার কোনো কারণ নেই! এবার আপনার সমস্ত ব্যথার স্থায়ী সমাধান নিয়ে হাজির হয়েছেন—🩺 ডাঃ সৌরভ...
30/06/2025

🔷 ব্যথা কি আপনার নিত্যসঙ্গী?
চিন্তার কোনো কারণ নেই! এবার আপনার সমস্ত ব্যথার স্থায়ী সমাধান নিয়ে হাজির হয়েছেন—

🩺 ডাঃ সৌরভ কান্তি সিনহা
MBBS, MD, FIPM
বিশিষ্ট ব্যথা ও রিউমাটোলজি বিশেষজ্ঞ

✅ যেকোনো ধরনের ব্যথা যেমন—
👉 হাঁটু, কোমর, ঘাড় ও পিঠের ব্যথা
👉 বাতজ ব্যথা, স্নায়ুর ব্যথা
👉 ক্রনিক বা দীর্ঘস্থায়ী ব্যথা
👉 আঘাতজনিত ব্যথা ও স্পোর্টস ইনজুরি

🕘 চেম্বার চলবে:
প্রতি মঙ্গলবার সকাল ৯:৩০ টা থেকে

📍 IRA PHARMACY, গাজোল

📞 অ্যাপয়েন্টমেন্ট ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
+91-7003935163

💬 "ব্যথা নয়, শান্তিই হোক আপনার সঙ্গী। এখনই যোগাযোগ করুন!"
-----------------------
ইরা ফার্মেসী,
১৮৪, নেতাজী সুভাষপল্লী(পাওয়ার হাউসের বিপরীতে), গাজোল, মালদা। ফোন নম্বর: ৭০০৩৯৩৫১৬৩
FB Page: https://www.facebook.com/irapharmacy.in
Shop Location: https://maps.app.goo.gl/19ixJxrdEfc3NaQG9
YouTube: https://www.youtube.com/
email: support@irapharmacy.in
Website: www.irapharmacy.in
Contact No: 070039 35163

এই পর্বে আমরা আলোচনা করেছি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) নিয়ে — কীভাবে এটি হয়, কারা বেশি ঝুঁকিতে থাকেন, কী লক্ষণ দে...
28/06/2025

এই পর্বে আমরা আলোচনা করেছি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) নিয়ে — কীভাবে এটি হয়, কারা বেশি ঝুঁকিতে থাকেন, কী লক্ষণ দেখা যায়, এবং ঘরোয়া ও চিকিৎসা পদ্ধতিতে কীভাবে প্রতিকার সম্ভব।

👩‍⚕️ বিশেষজ্ঞ ডাক্তার ও হেলথ এক্সপার্টদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে আমরা তুলে ধরেছি গুরুত্বপূর্ণ তথ্য ও সচেতনতা বিষয়ক আলোচনা।

📌 এই পর্বে যা যা জানবেন:

UTI কী ও কেন হয়

সাধারণ লক্ষণ ও উপসর্গ

ঘনঘন ইউরিন ইনফেকশন হলে কী করবেন

চিকিৎসা ও প্রতিরোধের উপায়

মিথ ও বাস্তবতা

📢 আপনি বা আপনার পরিচিত কেউ যদি ঘনঘন UTI-তে ভোগেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই শুনুন ও শেয়ার করুন।

✅ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে নিয়মিত স্বাস্থ্যবিষয়ক পডকাস্ট পেতে!
👍 লাইক দিন, কমেন্টে জানান আপনার প্রশ্ন বা অভিজ্ঞতা।

🔴 UTI বা ইউরিনারি ইনফেকশন: আপনি জানেন কি? | পডকাস্ট পর্ব 🔴এই পর্বে আমরা আলোচনা করেছি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) নি...

শ্রদ্ধেয় গাজোলবাসীবৃন্দ!শিশুদের যে কোনো শারীরিক সমস্যা বা চিকিৎসার জন্য রইল এক সুসংবাদ।আপনাদের প্রিয় গাজোলেই এখন থেকে ...
27/06/2025

শ্রদ্ধেয় গাজোলবাসীবৃন্দ!

শিশুদের যে কোনো শারীরিক সমস্যা বা চিকিৎসার জন্য রইল এক সুসংবাদ।

আপনাদের প্রিয় গাজোলেই এখন থেকে চেম্বার করবেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অভিজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ —

ডাঃ সন্দীপ বিশ্বাস, এম.ডি. (পেডিয়াট্রিক)।

তিনি এখন থেকে নিয়মিত চেম্বার করবেন ইরা ফার্মেসী, গাজোল-এ।

চেম্বারের সময় —
📅 প্রতি সোমবার বিকেল ৪:৩০ মিনিট,
📅 প্রতি বৃহস্পতিবার সকাল ৮:৩০ মিনিট,
📅 এবং প্রতি শনিবার সকাল ৮:৩০ মিনিট।

আপনার শিশুর সঠিক চিকিৎসা ও সুস্থতার জন্য আজই যোগাযোগ করুন।

📞 অ্যাপয়েন্টমেন্ট বা তথ্যের জন্য কল করুন —
৭০০৩৯৩৫১৬৩ নম্বরে।

ইরা ফার্মেসী — এখন শিশুর সুস্বাস্থ্যের ঠিকানা!

ধন্যবাদ।"

Address

184, N. S. Pally, Bharat
Gajol
732124

Opening Hours

Monday 8:30am - 10:30pm
Tuesday 8:30am - 10:30pm
Wednesday 8:30am - 10:30pm
Thursday 8:30am - 10pm
Friday 8:30am - 10:30pm
Saturday 8:30am - 10:30pm
Sunday 8:30am - 10:30pm

Alerts

Be the first to know and let us send you an email when Ira Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram