08/11/2022
মঙ্গলবার ২০২২ সালের শেষ চন্দ্রগ্রহণ। বিজ্ঞান ও জ্যোতিষের বিশ্লেষণের জায়গা থেকে জ্যোতির্বিজ্ঞানের নানা ঘটনার আলাদা বিশ্লেষণ হয়ে থাকে। জ্যোতিষের দিক থেকে কোনও গ্রহণকেই শুভ বলে গণ্য করা হয় না। একইসঙ্গে বলা হয়, গ্রহণ সমস্ত রাশির ওপরে তার কিছু না কিছু প্রভাব ফেলে। আবার বিজ্ঞানের দিক থেকে গ্রহণের সম্পূর্ণ অন্য ব্যাখ্যা থাকে। এই সমস্তকিছু নিয়ে চন্দ্রগ্রহণের সমস্ত আপডেটে নজর রাখুন একনজরে।
খালি চোখে কোনও গ্রহণই দেখা উচিত নয়, তবে সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ অতটা ক্ষতিকর নয়। দূরবীন বা টেলিস্কোপের মাধ্যমে এই গ্রহণ দেখা যেতে পারে।
একাধিক দেশে চন্দ্রগ্রহণকে ভিন্ন ভিন্ন স্থানীয় নাম দেওয়া হয়েছে।
জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে, বছরের এই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মেষ রাশি ও ভরণী নক্ষত্রে ঘটবে।
কলকাতায় মঙ্গলবার চন্দ্রোদয় হবে বিকেল ৪টে ৫২ মিনিটে। অর্থাৎ, ১৮ থেকে ১৯ মিনিট কলকাতার আকাশে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে l
ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ৩৯ মিনিটে গ্রহণ শুরু হবে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ৩টে ৪৬ মিনিট থেকে।
ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ৩৯ মিনিটে গ্রহণ শুরু হবে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ৩টে ৪৬ মিনিট থেকে।
চন্দ্রগ্রহণের প্রভাব শুধু মানুষের জীবনের ওপর নয়, তা দেশ–দুনিয়ার ওপরও পড়তে দেখা যাবে।
জ্যোতিষ মতে চন্দ্রগ্রহণকে অশুভ বলে মনে করা হয়।
নাসার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করবে চাঁদ। এই সময় চাঁদের রং লাল দেখাবে।
আংশিক গ্রহণ দেখা যাবে বেঙ্গালুরুতেও। সেখানে ৫টা ৪৯ মিনিটে গ্রহণ শুরু হবে। সবচেয়ে ভাল দেখা যাবে ৫টা ৫৭ মিনিটে।
২০২২ সালের পর ফের ২০২৫ সালের ১৪ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দেখা মিলবে।
যখন সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ায় সেখানে সূর্যের রশ্মি পৌঁছতে পারে না, তখনই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়ে থাকে।
এটি বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ। যা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হিসাবে দেখা যাবে।
গত ২৫ অক্টোবর সূর্যগ্রহণের ঠিক ১৫ দিন পর চন্দ্রগ্রহণ হতে চলেছে।৫৮ মাস পরে ফের চন্দ্রগ্রহণ হতে চলেছ, ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯টা ২১ মিনিট থেকে সুতক সময় শুরু হচ্ছে। চন্দ্রগ্রহণ শেষের পর তা শেষ হবে।