Banshihari ICDS Project

Banshihari ICDS Project Banshihari ICDS Project is under Gangarampur Sub-Division in Dakshin Dinajpur, WB having 215 AWCs.

  আমাদের প্রকল্পের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১৪২, পাঞ্জারিপাড়া সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (১৯৩৩১০৪০৮১০) কর্মী, সহায়িকা  ও...
23/10/2024




আমাদের প্রকল্পের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১৪২, পাঞ্জারিপাড়া সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (১৯৩৩১০৪০৮১০) কর্মী, সহায়িকা ও সমস্ত উপভোক্তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় কেন্দ্রের পুষ্টি বাগানে প্রচুর মিষ্টি কুমড়োর ফলন হয়েছে। কেন্দ্রের মা ও শিশুদের পাতে দেওয়ার পাশাপাশি নিকটবর্তী অন্য কেন্দ্রেও পরিপূরক পুষ্টির জন্য তা দেওয়া হয়েছে।

একইভাবে আমাদের অপর একটি সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র ৩২ নং কুসুম্বা (১৯৩৩১০৪০২১২) কেন্দ্রে লাগানো কলা গাছের পাকা কলা শিশুদের দেওয়ার পরও এলাকার মানুষদের মধ্যে বিলি করা হয়েছে।

আমাদের প্রিয় প্রকল্পের ৫৭টি সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পোষণ বাটিকার জন্য প্রকল্প কার্যালয় থেকে আম, পেয়ারা, বেদানা, লেবু ও পেঁপে গাছের চারা প্রদান করা হয়েছে। ইতিমধ্যে গাছের পেঁপে মা ও শিশুদের পুষ্টি উন্নয়নের কাজে লাগছে। অন্যান্য গাছগুলো থেকেও যথাসময়ে ফলন আশা করা যাচ্ছে। এছাড়া পোষণ বাটিকাগুলিতে জায়গা অনুযায়ী বিভিন্ন সবজি লাগানো হয়েছে। আগামী দিনে সবার সার্বিক সহযোগিতায় আমাদের কেন্দ্রগুলি প্রকৃতপক্ষে সক্ষম হয়ে ওঠার পথে এগিয়ে যাবে।


#বংশীহারী_আইসিডিএস_পরিবার

08/10/2024




Hats off to Madhabi Paul, AWW & Jayashree Sarkar, AWW🙏🙏👏👏


#বংশীহারী_আইসিডিএস_পরিবার

  পুজো আসছে...
03/10/2024




পুজো আসছে...

02/10/2024




#বংশীহারী_আইসিডিএস_পরিবার

30/09/2024



আজ সুপুষ্টি মাস ২০২৪ এর শেষ দিন। বিগত এক মাস যাবত নির্ধারিত সূচী অনুযায়ী বংশীহারী সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যথাযথ গুরুত্বের সঙ্গে প্রতিটি কর্মসূচি পালিত হয়েছে। আজ সুপুষ্টি মাসের শেষ দিনে প্রকল্প স্তরে একটি সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে শিশুদের অন্নপ্রাশন দিয়ে পরিপূরক আহারের সূচনার বার্তা দেওয়া হল। পাশাপাশি আমাদের বিভিন্ন কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী দিদিরা সুপুষ্টির উপর বিভিন্ন গান গেয়ে এই অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তোলেন।

সুপুষ্টি মাসের এই শেষ লগ্নে আমরা কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা জানাই, আমাদের প্রিয় প্রকল্পের সকল দায়িত্বনিষ্ঠ ও কর্তব্য পরায়ণ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা দিদিদের। তাদের নিরলস প্রচেষ্টার উপরেই আমাদের প্রকল্প সামনের দিকে এগিয়ে চলেছে। সারা বছর তাদের নিয়মিত কর্মকাণ্ডের সঙ্গেই তারা অত্যন্ত সুচারুভাবে নিজেদের স্তরে সুপুষ্টি মাসের প্রতিটি কার্যক্রম উদযাপন করেছেন। একইভাবে শেষ দিনের এই অনুষ্ঠান তাদের সক্রিয় অংশগ্রহণে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে আমরা সম্মান জানাই আমাদের প্রকল্পের সুপারভাইজার দিদিদের, যাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও নজরদারি প্রতিনিয়ত আমাদের প্রকল্পে নির্ধারিত কাজের ক্ষেত্রে দিকনির্দেশকের ভূমিকা পালন করে। সম্মিলিতভাবে আমরা বংশীহারী সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প একটি পরিবারের মত সামনের দিকে অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য গর্বিত।

#বংশীহারী_আইসিডিএস_পরিবার

18/09/2024


Date: 05/09/2024 to 07/09/2024
General Theme– Overall
Nutrition / Areas
influencing Nutrition


1. Home visit at catchment area to discuss on WASH and encourage to adopt hygienic practices integrate diarrhoea management education into daily activities
2. Hand wash technique and practices of Children at AWC level

#বংশীহারী_আইসিডিএস_পরিবার

14/09/2024

#সুপুষ্টিমাস_২০২৪


সুপুষ্টি মাস উদযাপন উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে অপুষ্ট শিশুদের জন্য একটি পুষ্টি-উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলাশাসকের করণে প্রদর্শনের মাধ্যমে অপুষ্ট শিশুদের জন্য পুষ্টিকর খাদ্যসামগ্রী, শাকসবজি, ফল ইত্যাদি দান হিসাবে গ্রহণ করা হয়। বংশীহারী সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পও এই মহতী উদ্যোগে অংশগ্রহণ করেছে। প্রকল্প ও জেলাস্তরে সংগৃহীত পুষ্টিকর ফলের ঝুড়ি মুখ্যসেবিকাদের মাধ্যমে বংশীহারী প্রকল্পের অতি অপুষ্ট শিশুদের জন্য তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

#বংশীহারী_আইসিডিএস_পরিবার

12/09/2024


Date: 07/09/2024
General Theme– Overall
Nutrition / Areas
influencing Nutrition


Role playing activities and skits at community level to demonstrate proper hand washing techniques and encourage to adopt hygienic practices integrate diarrhoea management education into daily activities

#বংশীহারী_আইসিডিএস_পরিবার

09/09/2024



Date: 05/09/2024

General Theme– Overall Nutrition / Areas
influencing Nutrition


1. AWC Level Sensitisation activity for children focusing on Diarrhoea management
2. Establish ORS Zinc corner at Anganwadi Centre
3. Host community meetings with pregnant women and lactating mothers about diarrhoea
4. Organise hands on workshops for preparing and administering ORS at home emphasizing the importance of early intervention in managing diarrhoea.


#বংশীহারী_আইসিডিএস_পরিবার

05/09/2024




On this Teachers' Day, Banshihari ICDS Project celebrates the incredible contributions of Anganwadi workers and helpers nationwide. Your tireless efforts in early childhood education and care lay the foundation for future generations. Your compassion, patience, and dedication inspire us all. Thank you for your invaluable role in shaping young lives and making our nation stronger. Wishing you a day filled with recognition and appreciation for all that you do!

#বংশীহারী_আইসিডিএস_পরিবার

31/08/2024

#বৃক্ষরোপণ_স্বপ্নরোপণ

বংশীহারী সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের সমস্ত কেন্দ্রে ৩১/০৮/২৪ তারিখে বৃক্ষরোপণ কর্মসূচির কিছু মুহুর্ত (৩)

#বংশীহারী_আইসিডিএস_পরিবার

Address

Gangarampur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banshihari ICDS Project posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Banshihari ICDS Project:

Share