
23/10/2024
আমাদের প্রকল্পের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১৪২, পাঞ্জারিপাড়া সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (১৯৩৩১০৪০৮১০) কর্মী, সহায়িকা ও সমস্ত উপভোক্তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় কেন্দ্রের পুষ্টি বাগানে প্রচুর মিষ্টি কুমড়োর ফলন হয়েছে। কেন্দ্রের মা ও শিশুদের পাতে দেওয়ার পাশাপাশি নিকটবর্তী অন্য কেন্দ্রেও পরিপূরক পুষ্টির জন্য তা দেওয়া হয়েছে।
একইভাবে আমাদের অপর একটি সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র ৩২ নং কুসুম্বা (১৯৩৩১০৪০২১২) কেন্দ্রে লাগানো কলা গাছের পাকা কলা শিশুদের দেওয়ার পরও এলাকার মানুষদের মধ্যে বিলি করা হয়েছে।
আমাদের প্রিয় প্রকল্পের ৫৭টি সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পোষণ বাটিকার জন্য প্রকল্প কার্যালয় থেকে আম, পেয়ারা, বেদানা, লেবু ও পেঁপে গাছের চারা প্রদান করা হয়েছে। ইতিমধ্যে গাছের পেঁপে মা ও শিশুদের পুষ্টি উন্নয়নের কাজে লাগছে। অন্যান্য গাছগুলো থেকেও যথাসময়ে ফলন আশা করা যাচ্ছে। এছাড়া পোষণ বাটিকাগুলিতে জায়গা অনুযায়ী বিভিন্ন সবজি লাগানো হয়েছে। আগামী দিনে সবার সার্বিক সহযোগিতায় আমাদের কেন্দ্রগুলি প্রকৃতপক্ষে সক্ষম হয়ে ওঠার পথে এগিয়ে যাবে।
#বংশীহারী_আইসিডিএস_পরিবার