09/02/2024
মোবাইল ব্যবহারের 5 টি ভয়ন্কর ক্ষতিকর দিক | 5 harmful aspects of using mobile | Health care tips.
Your Queries:-
মোবাইল ব্যবহারের 5 টি ক্ষতিকর দিক
5 harmful aspects of using mobile
Mobile phone er khotikor dik
Mobile phone addiction
Mobile theke dure thakar upay
Mobile phoner upokarita o opokarita
Side effects of mobile phone
Mobile phone advantage and disadvantage
Health care tips
Bangla health tips
Body awareness tips
মোবাইল ফোনের ব্যাবহার বর্তমান বিশ্বকে সবার হাতের মুঠোয় এনে দিয়েছে।
মানুষ এখন ঘরে বসেই দেশ বিদেশের যে কোনো খবর জানতে পারছে। শুধু খবরই নয় বরং মোবাইল ফোনের কারণে তাৎক্ষণিক যোগাযোগ, ব্যবসা, বানিজ্য, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি সব বিষয়েই কাজ করা সম্ভব হয়েছে। মোবাইল আমাদের যেমন উপকার করে, তেমনি মোবাইল আমাদের ক্ষতি ও করে।
মোবাইল ফোন ব্যাবহারের ফলে শারীরিক সমস্যা গুলোর মধ্যে রয়েছে চোখ জ্বালা করা, ঘাড় ব্যাথা করা,কানে সমস্যা, মাথা ব্যাথা করা, চোখে ঝাপসা দেখা, অতিরিক্ত ক্লান্তি, জীবাণুর আক্রমণ, চোখের জ্যোতি কমে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, চিন্তা শক্তি কমে যাওয়া, পর্নো আসক্তি, শ্রবণ শক্তি কমে যাওয়া ইত্যাদি।
Cure Physical Study