27/05/2025
আগামীকাল দুপুর ১ টায় মা তারা মেডিক্যাল স্টোর আমলাশুলিতে চেম্বার করবেন হাড়ের ডাক্তার / অর্থোপেডিক সার্জেন ডাঃ সত্যজিৎ মুড়া। [MBBS, MS (Orthopedic)]. অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মেদিনীপুর মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল। হাড় ভাঙ্গা, হাড়ের ফ্যাকচার, হাড় সরে যাওয়া, হাঁটুর ব্যথা, কোমরের যন্ত্রণা, অস্থিক্ষয়, ফ্রোজেন সোলডার, লিগামেন্টের সমস্যা, স্পন্ডালাইটিস ও হাড়ের সমস্ত রোগের চিকিৎসা করেন। বিঃদ্রঃ - হাড়ের প্লাস্টার করা হয়।